Sr Media

Sr Media Entertainment channel our college any information take for call this 2 mobile numbers 01753101449,01819170611.

29/06/2024

পাশে লোকে কি বলে দেখুন

23/06/2024

রাজশাহী সেই মেয়েটি লাইভে এসে কেন আত্মহত্যা করল

17/06/2024

আলহামদুলিল্লাহ

এমন ভিডিও দেখা সত্যি ভাগ্যের বিষয়

14/06/2024

আজকের কোরবানি হাট

02/06/2024

হঠাৎ সাত মাথায় রাস্তা ব্লক

31/05/2024
25/05/2024

মেয়েটির পরিচয় শুনে আমি অবাক

বাস্তবমুখী একটি শিক্ষনীয়  গল্প  আসুন এক মিনিট নিয়ে একটু মনোযোগ দিয়ে পড়ি  ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে,,,,,,...
18/01/2024

বাস্তবমুখী একটি শিক্ষনীয় গল্প
আসুন এক মিনিট নিয়ে একটু মনোযোগ দিয়ে পড়ি

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে,,,,,,,,

মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।

মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না ?

ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না ?

শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।

এক শ্রেণীর ব্যক্তিগণরা নিজের চাহিদা ও সুবিধা গুলো না পেলেই অন্যের সমালোচনা শুরু করে,তাই আমাদের ভাবা উচিত কখনো কোন ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জেনে বুঝে দোষারোপ বা ভালোমন্দ কারো সাথে আলাপচারিতা করা ঠিক নয়, সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।

আসুন আমরা নিজের এবং সকলের বাস্তবতা ও পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেই সবসময়,,,,,,,,

সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।

18/01/2024

জিতে গিয়েও হইলো না আর জিতা



Sr Media

10/01/2024

its very interresting games

10/01/2024

its very interestting games with slowmotion

10/01/2024

depresion is a dengarous subject its is very harmful in our carrier

07/08/2023

একাডেমিক শিক্ষা নিয়ে কিছু কথা



.

দেশের অবহেলিত উত্তর জনপদ থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। গড়ে তুলেছেন টিএমএসএস প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে হাজারো বেকার...
19/06/2023

দেশের অবহেলিত উত্তর জনপদ থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। গড়ে তুলেছেন টিএমএসএস প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে হাজারো বেকারের। সারাদেশে সংস্থার সেবামূলক প্রতিষ্ঠানগুলো দেশ ও জনগনের উন্নয়নে কাজ করছে।

06/05/2023

তিনজন শিক্ষক থাকা একটি গাড়িতে আগুন লাগলে; বাংলা শিক্ষক বললেন- বাঁচাও। ইংরেজি শিক্ষক বললেন -HELP,
গণিত শিক্ষক কী বলবেন?

31/12/2022

হে আল্লাহ
2022 সালের আমাদের সকলের জীবনে গুনাহ মাফ করে দিয়ে অন্যের প্রতি রাগ অভিমান ক্রোধ হিংসা শত্রুতা ভুলে গিয়ে
2023 সালটা
ফজরের নামাজ দিয়ে শুরু করার তৌফিক দান করে দাও
এবং 2023 সালটা সবার স্বপ্নের একটি সালে পরিণত করার তৌফিক দান করে দাও

শিক্ষা সাধারনত দুই প্রকার -১. সাধারন শিক্ষা ২. কারিগরি শিক্ষাআমাদের অনেকের মতে সাধারন শিক্ষা হলো বিত্তবান শিক্ষা আর কারি...
14/12/2022

শিক্ষা সাধারনত দুই প্রকার -
১. সাধারন শিক্ষা
২. কারিগরি শিক্ষা
আমাদের অনেকের মতে সাধারন শিক্ষা হলো বিত্তবান শিক্ষা আর কারিগরি শিক্ষা হলো বিত্তহীন শিক্ষা। এ ধারনা ভুল।

#সাধারন শিক্ষাঃ এ শিক্ষা গ্রহন করলে ব্যাবহারিক কাজ বা হাতের কাজ জানার দরকার হয় না। লিখতে, পড়তে ও বলতে পারাই হলো সাধারন শিক্ষা। যেমন - বাংলা, ইংরেজী ভাষা, ইতিহাস ও দর্শন শিক্ষা ইত্যাদি ইত্যাদি।
#কারিগরি শিক্ষাঃ এ শিক্ষা হলো বাস্তব শিক্ষা। কাজ জানেন তো ভাল না জানলে কোন মূল্য নেই। এ শিক্ষায় লিখতে, পড়তে, বলতে, পারতে হবে তার সাথে সাথে ব্যবহারিক কাজ হাতে-কলমে জানতে হবে।
যেমন- কৃষি, পদার্থবিজ্ঞান,রসায়নবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী, ম্যানজমেন্ট, অ্যাকাউন্টিং ইত্যাদি ইত্যাদি। কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষা।

১. সাধারন শিক্ষা থেকে যেমন বিসিএস ক্যাডার, নন-ক্যাডার হওয়া যায় তেমনি কারিগরি শিক্ষা থেকেও হওয়া যায়।
২. সাধারন শিক্ষা গ্রহন করে ভাল কিছু করা বা হওয়া এতো সহজ না কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে বড় থেকে ছোট যে কোন কিছু করা যাবে যদি ব্যবহারিক কাজ জানা যায়।
৩. আমাদের সমাজে ভোকেশনাল শিক্ষাকে তুচ্ছ মনে করলেও ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ঐ কাজই শিখতে হয়।
৪. কারিগরি শিক্ষার বিকল্প নাই। কিন্তু সাধারন শিক্ষার বিকল্প হলো কারিগরি শিক্ষা।

#সাধারন শিক্ষা >> এসএসসি >>এইচএসসি >>>বিএ(পাস/অনার্স) >>মাস্টার্স>>এম ফিল >>পিএইচডি যেমন করা যায় তেমনি

#কারিগরি শিক্ষা >>এসএসসি (ভোক)>> সাধারন এইচএসসি / এইচএসসি ( ভোক) / ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং >> বিএ (পাস/অনার্স)/ বিএসসি ইঞ্জিনিয়ারিং >> এমএসসি >> এম ফিল >> পিএইচডি করা যায়।
কারিগরি শিক্ষাকে বহুমুখী শিক্ষা বলা হয়।

#যে কোন সময় কারিগরি শিক্ষা থেকে সাধারন শিক্ষায় আসা যায় কিন্তু সাধারন শিক্ষা হতে যে কোন সময় কারিগরি শিক্ষায় যাওয়া যায় না।

#অনেক অভিভাবকের ধারনা কারিগরি শিক্ষা/ পলিটেকনিক এ কোন পড়াশুনা নাই শুধু মেকানিক্সের কাজ শেখে। না! আপনার ধারনা সম্পূর্ণ ভুল এখানে সাধারন শিক্ষা এর সাথে সাথে ব্যাবহারিক শিখানো হয়। মেধাবীদের এই শিক্ষায় আসা উচিত। মেধাহীনরা এসে তো লক্ষ্যে পৌছাতে পারে না।
এখানে বিজ্ঞানের বিষয়গুলো পড়ানো হয়। এর সাথে পেশাগত শিক্ষা যেমন- সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি শিখানো হয়। মোট ৩২ টি প্রযুক্তি বা পেশাগত শিক্ষা রয়েছে।

অভিভাবকরা ভুল না বুঝে এখনই কারিগরি শিক্ষায় আপনার সন্তান ভর্তি করায়ে সঠিক সিদ্ধান্ত নিন।

"সময় গেলে আর ফিরে পাওয়া যাবে না। "

দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষায় বিকল্প নাই।
কারিগরি শিক্ষা নিয়ে বেকারের পরিমাণ কমানো যায়।

"আর নয় ভাব, কারিগরি শিক্ষাই সব"

সরকার যদি স্বাধীনতার পরপরই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করতো তাহলে আজ বাংলাদেশ সিংগাপুরের চেয়ে উন্নত থাকতো।

***ভাল লাগলে শেয়ার করে অভিভাবকদের জানিয়ে দিন***

বিশ্বাস করো আর না-ই করো, একদিন এই খেলা শেষ হয়ে যাবে। সেদিনও তুমি বেকার থেকে যাবে। মেসি-নেইমার-রোনালদো'রা কাতার থেকে নিজ...
06/12/2022

বিশ্বাস করো আর না-ই করো, একদিন এই খেলা শেষ
হয়ে যাবে। সেদিনও তুমি বেকার থেকে যাবে। মেসি-নেইমার-রোনালদো'রা কাতার থেকে নিজ নিজ দেশে চলে যাবে তোমার আত্মত্যাগের বিন্দুমাত্রও স্বীকৃতি না দিয়েই। ওদের পকেটে থাকবে কাঁড়ি কাঁড়ি ডলার, আর তোমার পকেটে সেই পুরোনো শূন্যতা... বাবা-মা'য়ের অপূর্ণ স্বপ্নে মোড়ানো তোমার ব্যর্থতা। তোমার ফেইসবুক পারফরম্যান্সের জোরে ওরা জিতবে কাপ, অথচ তোমাকে তখনও আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবে বেকারত্বের অভিশাপ! বলের পেছনে ছুটতে ছুটতে বাড়বে ওদের বিত্ত, ওদের পেছনে ছুটতে ছুটতে ধুঁকবে তোমার চিত্ত। বিশ্বাস করো, সেদিনও তুমি তুমিই থেকে যাবে, ওরা ওরাই থেকে যাবে। তোমার এইসব অর্থহীন উগ্রতা তোমার উচ্চতা বাড়াতে পারবে না একচুলও! কপি

Address

Bogura

Website

https://www.facebook.com/mdsozibrahaman.sojib?m

Alerts

Be the first to know and let us send you an email when Sr Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sr Media:

Videos

Share