সান্তাহার জার্নাল

  • Home
  • সান্তাহার জার্নাল

সান্তাহার জার্নাল This is the page of Bogura regular news portal..
(1)

মদিনাতুল মারকাজুল উলুম নূরানী কওমী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মনির হোসেন কতৃক তার ছাত্রকে বলৎ কার। আজ রবিবার  শিক্ষক মনির...
20/10/2025

মদিনাতুল মারকাজুল উলুম নূরানী কওমী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মনির হোসেন কতৃক তার ছাত্রকে বলৎ কার। আজ রবিবার শিক্ষক মনির হোসেনকে, বগুড়া সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

ইনশাআল্লাহ
16/10/2025

ইনশাআল্লাহ

বগুড়া ৩ দুপচাঁচিয়া ও আদমদিঘী এমপি প্রার্থী হিসেবে। জামাত মনোনীত =নূর মোহাম্মদ আবু তাহের। বিএনপি মনোনীত =আব্দুল মহিত তাল...
15/10/2025

বগুড়া ৩
দুপচাঁচিয়া ও আদমদিঘী এমপি প্রার্থী হিসেবে।
জামাত মনোনীত =নূর মোহাম্মদ আবু তাহের।
বিএনপি মনোনীত =আব্দুল মহিত তালুকদার।
জনতা আপনারা কাকে এগিয়ে রাখছেন।
আপনাদের মতামত আশা করছি।
#বগুড়া_৩ #দুপচাঁচিয়া #আদমদীঘি।

৩৮ -বগুড়া ৩ আসনে মনোনয়ন থেকে বাদ পরলেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো!!
14/10/2025

৩৮ -বগুড়া ৩ আসনে মনোনয়ন থেকে বাদ পরলেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো!!

বগড়া সান্তাহারে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার!! বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবা ...
14/10/2025

বগড়া সান্তাহারে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার!!

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবা বস্তা সেলাইয়ের শ্রমিক জিল্লুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জিল্লুর উপজেলার সান্তাহার পৌর শহরের লকু সিভিল পশ্চিম কলোনীর মহুবর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে এবং ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে জিল্লুরের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ভিকটিমের মাকে ২য় বিয়ে করেন। বিয়ের পরের বছর তাদের সংসারে জন্ম নেয় ওই কিশোরী (১৪)। গত রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কিশোরীকে নিয়ে তার মা পৌর শহরের মালশন গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। পরের দিন সোমবার বিকাল ৪টায় মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি একটি এনজিও থেকে লোন নেওয়ার জন্য নওগাঁ জেলা শহরে যান। ওই দিন বিকাল সাড়ে ৫টায় কিশোরীর মা বাড়িতে ফিরে তার স্বামী ও মেয়েকে চুপচাপ দেখে সন্দেহের সৃষ্টি হয়। তিনি মেয়ের মন খারাপের বিষয় নিয়ে একাধিকবার জিজ্ঞাস করার পর জানতে পারেন- তার কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে শয়ন ঘরে খাটের উপর শোয়াইয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় নিজেকে আত্মরক্ষার জন্য বাবাকে বাঁধা দিলে তিনি চরথাপ্পর ও মৃত্যুর ভয়ভীতি, হুমকি ধমকি দিয়ে ধর্ষণ করে। সেই সাথে বাইরের কাউকে না বলার জন্য হত্যার হুমকি দেয়। এসব বিষয় জানার পর ওই দিন রাত ১১ টার দিকে ধর্ষনের শিকার ওই কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জিল্লুরকে আটক করে থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা তার স্বামীর বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। # #

নাম : শামিম সরকারযুবলীগের প্রভাব শালী নেতা বগুড়া জেলায় এমন কেউ নেই তাকে চেনে না আওয়ামী লীগ সরকার এর আমলে জমি দখল থেকে শু...
13/10/2025

নাম : শামিম সরকার
যুবলীগের প্রভাব শালী নেতা
বগুড়া জেলায় এমন কেউ নেই তাকে চেনে না
আওয়ামী লীগ সরকার এর আমলে জমি দখল থেকে শুরু করে এমন কোনো কাজ
নেই যে করে নি, বর্তমানে মামলা করতে গেলে হামিদুল হক হিরু কে একটি আইফোন গিফট করায় তার মামলা না নিতে বাধা প্রাপ্ত হয় বিএনপির নেতাকর্মী রা
যতই হোক বাদসা ভাইয়ের ছোট ভাইয়ের কলিক বলে কথা বর্তমানে সে পুলিশ প্লাজা মার্কেট এর সভাপতি।
সূত্রঃ বগুড়া টাইম

সান্তাহার ইউনিয়নের সান্দিরা ৫ ও ৬ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্...
13/10/2025

সান্তাহার ইউনিয়নের সান্দিরা ৫ ও ৬ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি আদমদীঘি উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদমদিঘী - দুপচাঁচিয়া এলাকার মনোনয়নের যোগ্য দাবিদার আব্দুল মহিত তালুকদার।

বগুড়ায় চলন্ত বাসে স্কুলছাত্রী ধ’র্ষ’ণ, চালক গ্রে'ফ'তা'র!!নিজস্ব প্রতিবেদকবগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে এসে চলন্ত বাসে এক স্ক...
13/10/2025

বগুড়ায় চলন্ত বাসে স্কুলছাত্রী ধ’র্ষ’ণ, চালক গ্রে'ফ'তা'র!!

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে এসে চলন্ত বাসে এক স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালক সাকিব হাসান (২৮) কে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রী তার এক পুরুষ বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।

বাসটি বগুড়া শহরে প্রবেশের আগে চালক সাকিব ও অন্যান্য শ্রমিকরা ভয়ভীতি দেখিয়ে ছাত্রীটির বন্ধুকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণ করেন।

বিকেলে বাসটি ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করেন। তবে কাউন্টারে থাকা শ্রমিকরা চালককে চড়-থাপ্পড় দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষার্থীটিকে ভয় দেখিয়ে অন্য একটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়।

বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযানে নামে। পরবর্তীতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে গ্রেফতার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন,

“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করি। চালক সাকিবকে গ্রেফতার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারে একাধিক দল কাজ করছে।” (ছবিতে চালক সাকিব) # #

13/10/2025

বগুড়ায় আর কে ট্রাভেলসের ড্রাইভার কর্তৃক যাত্রীকে ধর্ষণের অভিযোগ।

12/10/2025

পত্নীতলার, নজিপুরে
১৫ বছর আগের কর্তৃক স্ত্রীকে হত্যার দায় এতদিন পর্যন্ত টাকা দিয়ছ সকলের মুখ বন্ধ রেখেছিল কিন্তু হঠাৎ করে হত্যাকারীর মেয়ে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তথ্যগুলো ফাঁস করছে।

১৫ বছর আগের হত্যা মামলার  আসামিদের ধনাত্মক করা হচ্ছে পত্নীতলা, থানা: পত্নীতলা।আমি অভিযোগ করেছিলাম আমি তখন নাবালিকা ছিলাম...
11/10/2025

১৫ বছর আগের হত্যা মামলার আসামিদের ধনাত্মক করা হচ্ছে পত্নীতলা, থানা: পত্নীতলা।

আমি অভিযোগ করেছিলাম আমি তখন নাবালিকা ছিলাম আমার মা ২০/৭/২০০৭ইং তারিখে মৃত্যুবরণ করেন, আমি ভেবেছিলাম এটি একটি হত্যাকান্ড। যার কারণে আমি নওগাঁ জেলা ডিবি সাইবার টিমে একটি ভয়েস পাঠিয়ে অভিযোগ করেছি।
কিন্তু হত্যাকার এতটা দুরন্ত বাজ টাকা দিয়ে পুলিশের বড় অফিসার কে কিনে নিয়েছে এবং আমাকে ডেকে আমার কাছে যতগুলো এমার্জেন্সি ছিল ডিলিট করে দিয়েছে আপনারা নিজেই দেখেন নিচে উল্টে দেয়া আছে। শুধু তাই নয় দ্বিতীয়পটে সেই সুনামধন্য পুলিশের নাম সহ ফুল নিউজ আসবে ইনশাল্লাহ।

স্মৃতির পাতায় এমনই ছিল পার্বতীপুর  রেল স্টেশন।
11/10/2025

স্মৃতির পাতায় এমনই ছিল
পার্বতীপুর রেল স্টেশন।

Address


Telephone

+8801611680418

Website

Alerts

Be the first to know and let us send you an email when সান্তাহার জার্নাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সান্তাহার জার্নাল:

  • Want your business to be the top-listed Media Company?

Share