02/01/2025
আপনি কি খামারি তাহলে এই পোস্ট আপনার জন্য একটু সময় নিয়ে পড়তে হবে এবং শেয়ার করে রাখতে হবে।
হয়তো আপনার অনেক প্রশ্নের উত্তর এখানে আপনি পেয়ে যেতে পারেন আপনার অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে।
প্রশ্নের উত্তর:
01*সমস্যা: আমার একটি গরুর ফার্ম আছে, কিন্তু Australian গাভী কাধে ঘা ঘা হচ্ছে।
*সমাধান: ১. প্রথমে পটাশ পার ম্যাঙ্গানেট (ppm) এর পানি দারা ক্ষত স্থান ধুয়ে নিতে হবে। ২. Nevanol powder নারিকেল তৈল দারা ক্ষত স্থান লাগাতে হবে। ৩. Renamycim100 এন্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। প্রতি ১০ কেজি ওজনের জন্য ১ এম এল, এ ভাবে ১০০ কেজি ওজনের জন্য ১০ এম এল পরিমাণ ওষধ দিতে হবে। • ক্ষত স্থানে কোনো অবস্থাতেই মাছি বসতে দেয়া যাবেনা।
02.সমস্যা: আমার একটি গরু পাতলা পায়খানা করতেছে, কি করব? নাকি পাতা কৃমি হচ্ছে।গরু মোটা তাজা করার জন্য কি ভিটামিন খাওয়াব। গরুর শরীরে গুটি গুটি হয়েছে। অ্যালার্জির মতো
*সমাধান: বর্তমানে গরুর পাতলা পায়খানার জন্য- Trisulfa/Trisulpha, প্রথম দিন প্রতি ৩৫ কেজির জন্য ১ টা (অর্থাৎ গরুর ওজন যদি হয় ৩৫x২=৭০ কেজি তবে ২ টা বা গরুর ওজন যদি হয় ৩৫x৩= ১০৫ কেজি তবে ৩ টা) টেব্লেট খাওয়াতে হবে। ২য় দিন থেকে অর্ধেক করে খাওয়াতে হবে। কৃমির ওষধ এখন খাওয়ানো যাবেনা, আগে গরু সুস্থ হোক তার পর। গরুর কৃমি ও এলার্জির জন্য উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করুন।
03.*সমস্যা: একটি গরুর বয়স ১৯ মাস। ওজন ১ হতে ২ মন। বাছুরটির ভিটামিনের অভাব, মোটা তাজা করার দারকার, কি করতে পারি।
*সমাধান: গরুকে নিয়মিত কাচা ঘাস, দানাদার খাবার, ইউরিয়া মলাসেস, খড় ও পানি খাওয়াতে হবে। আরো বিস্তারিত জানতে নিকটষ্ঠ উপজেলা পশুসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
04.*সমস্যা: গরুর এলার্জি হয়েছে, কি করতে হবে দয়া করে জানাবেন,
*সমাধান: ১. Vermic 5 ml, গরুর প্রতি ৫০ কেজি ওজনের জন্য 1 ml, এই হারে ইঞ্জেকশন টি গরুর চামড়ার নিচে দিতে হবে, ২. Dellergen 10 ml, গরুর প্রতি ২৫ কেজি ওজনের জন্য 1 ml, এই হারে ইঞ্জেকশন টি গরুর মাংসে দিতে হবে, ৩. Zinc Vet, ১ টি করে দৈনিক ১ বার গরুকে খাওয়াতে হবে, এভাবে গরুকে ৫ দিন খাওয়াতে হবে।
05.সমস্যা: আমার গরু ৮-৫ দিন ধরে কোনো কিছু খায়না, বয়স ৫ বছর, করনীয় কি জানাবেন।
*সমাধান: ১. ৫% ডেক্সটোজ স্যালাইন ১ লিটার, গরুর রোগে দিতে হবে, প্রতিদিন ১ টা করে ২-৩ দিন, ২. যদি পানি খায় তবে গ্লুকলাইট স্যালাইন ৪ ভাগের এক ভাগ ৫ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ৩.সালফার প্লাস টেব্লেট ৪ টা প্রথম দিন ও পরের দিন থেকে ২ তা করে খাওয়াতে হবে।
06.*সমস্যা: আমার বিদেশী গাভীর দুধ সাভাবিকের তুলনায় কম হচ্ছে, এবার দিয়ে ২ বার দুধ দিচ্ছে, করনিয় কি ?
*সমাধান: প্রাথমিক ভাবে যেসব গাভী ৩ কেজি পর্যন্ত দুধ দেয় তাদের ক্ষেত্রে প্রতিদিন- ৩ কেজি দানাদার খাবার (চালের কুড়া, ভূসি, ভুট্টা ভাঙ্গা) এর সাথে সাভাবিক খাবার যেমন- ১. ১০-১২ কেজি কাঁচা ঘাস ২. খড় (২০০ গ্রাম মোলাসেস মিশিয়ে দিতে হবে) ৩. DCP (Di calcium Plus)- প্রতিদিন ১০ চা চামচ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। পরবর্তী বাড়তি প্রতি ১ কেজি দুধের জন্য বাড়তি আধাকেজি দানাদার ও উপরোক্ত সাভাবিক খাবার দিতে হবে।
07.*সমস্যা: গরুর পেট ফাঁপে যাচ্ছে, পায়খানা খুব শক্ত।
*সমাধান: • ব্লট স্টপ/ এন্টি ব্লট সিরাপ এক বোতল একটি গরুকে খাওয়াতে হবে। • খাবার পানির সাথে ১-২ গ্রাম খাবার সোডা দেয়া যেতে পারে।
08.*সমস্যা: গরুর পেট ফাঁপে যাচ্ছে, পায়খানা খুব শক্ত, গর্ভপাতের ডেট /
*সমাধান: আপনার সমস্যার সমাধান নিম্নরুপ- •ব্লট স্টপ/ এন্টি ব্লট সিরাপ এক বোতল একটি গরুকে খাওয়াতে হবে। •খাবার পানির সাথে ১-২ গ্রাম খাবার সোডা দেয়া যেতে পারে।
09.*সমস্যা: গাভীর বাচ্চা হওয়ার পর গাভীটির দুধ হত দৈনিক ৪/৫ সের কিন্তু বাচ্চা হওয়ার ৭ দিনের মধ্যে গাভীটির দৈনিক দুধ হয় ১/২ সের। এ অবস্থায় কি করনীয় ।
*সমাধান: স্বাভাবিক খাবারের পাশাপাশি দানাদার জাতীয় খাবার দিতে হবে।
10.সমস্যা: গরুর ঘারে ও হাঁটুতে ঘাঁ হয়েছে, চুল উঠে যাচ্ছে, পরামর্শ কী?
*সমাধান: প্রতিদিন একটি জিংকভেট টেবলেট ও ৫ চামিস মেগাভেট পানিতে গুলে খাওয়াতে হবে এবং এর সাথে ডার্মাভেট ওয়েন্মেন্ট মলম চামড়াতে মালিশ কতে হবে।
11.*সমস্যা: গরুর ঘারে ও হাঁটুতে ঘাঁ হয়েছে, চুল উঠে যাচ্ছে, পরামর্শ কী?
*সমাধান: প্রতিদিন একটি জিংকভেট টেবলেট ও ৫ চামিস মেগাভেট পানিতে গুলে খাওয়াতে হবে এবং এর সাথে ডার্মাভেট ওয়েন্মেন্ট মলম চামড়াতে মালিশ কতে হবে।
12.*সমস্যা: গরূর খুরায় ফোসকা পড়ে,ছড়িয়ে পরে সারা গায়ে, গা এর মত হয় এর করনীয় জানাবেন
*সমাধান: আক্রান্ত গরুকে রোদযুক্ত জায়গায় নিয়ে পভিসেট তুলা দিয়ে পরিষ্কার করে সুমিটভেট পাউডার পেস্ট করে সকালে ও বিকালে লাগাতে হবে।
13.সমস্যা: গাভীর শরীল ভাল। ওলান দেখে মনে হয় ১০ কেজি দুধ হয় কিন্তু ২ কেজির বেশী হয় না। গাভীর বাচ্চার বয়স ৪০ দিন।
*সমাধান: কাচা ঘাস এবং দানাদার খাবার যেমন দিন।
14.*সমস্যা: গরুর বয়স ৩ বছর। গাভীর বাচ্চা হওয়া ৩ মাস গাভীর খাওয়ার রুচি কম এবং গাভীটি দিনে দিনে সুখে যাচ্ছে এবং দুধ ২ কেজী থেকে ১ কেজী হচ্ছে এর উপায় কি?
*সমাধান: গরুকে ভিজিম্যাক্স খাওয়াতে হবে।
15.*সমস্যা: একটি গরুর গায়ে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। যা মনে হয় চামড়া উঠে যাচ্ছে। এর প্রকিার কি?
*সমাধান: ১. হিষ্টাভেট (Hsavet) ৫ মিলি তিনদিন তিনটা ইনজেকশন দিতে হবে। ২. ইনডেক্স ট্যাবলেট (Index Tablet) ২ মণ এর বেশি ওজন হলে ২টা, ১ মণ হলে ১টা এবং ১০-২০ কেজি দৈহিক ওজন হলে চার ভাগের একভাগ খাওয়াতে হবে।
16.*সমস্যা: গরু মাঝে মাঝে খাইতে পায় না। এক্ষেত্রে কি করা যাইতে পারে।
*সমাধান: ২০ গ্রামের ভিজিম্যাক্স পাউডার সবটুকু ১-২ লিটার খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে বোতল বা স্টমাক টিউবের সাহায্যে পরপর ২-৩ দিন সেবন করাতে হবে।
17.সমস্যা: গরুর (বলদ) বয়স ১৮-২০ মাস। প্রাসাব করার সময় সাদা সাদা দেখা যায়। এবং দিন দিন শুকিয়ে যায় করনীয় কি?
*সমাধান: মাল্টিভিটামিন ১০ মিলি করে ৭ দিন পরপর ৩টি ইনজেকশন দিতে হবে
18.*সমস্যা: গরুকে কিভাবে মোটাতাজা করবো, জানাবেন।
*সমাধান: ১০ কেজি খড় ছোট ছোট করে কেটে তার সাথে ৫ কেজি পানি, ২.৫-৩.৫ কেজি মোলাসেস (চিটা গুর) এবং ৫০০ গ্রাম ইউরিয়া মিসিয়ে (৪ টি গরুর জন্য) পরিমান মতো নিয়মিত খাওয়াতে হবে। সাথে কাচা ঘাস ও নিয়মিত জত্ন নিতে হবে।
19.*সমস্যা: ৪টি বকনা গরুর বয়স ৪ বছর মত তাদের প্রত্যেকেরই খাওয়ানো ঠিক মত হলেও শরীরের তুলনায় পেট বেশী মোটা স্বাস্থ্য তেমন ভালো হচ্ছে না।
*সমাধান: কৃমি নাশক দিয়ে কৃমি মুক্ত করলে স্বাস্থ্য ভালো হবে।
20.*সমস্যা: একটি গরুর দেড় বছর ধরে বীজ রাখতে পারে না। এটা ইনজেকশনের গরু একে হরমোন ইনজেকশন ও দেয়া হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। গরুটির অনেক চর্বি ও মোটা তাজা। অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি?
*সমাধান: হরমোন ইনজেকশন দেওয়ার পরও গরু বীজ ধরে রাখতে পারে না তাই এবার গরু হিটে আসলে দেশী সার দিয়ে চেষ্টা করতে হবে।
21.সমস্যা: একটি গরুর দেড় বছর ধরে বীজ রাখতে পারে না । এটা ইনজেকশনের গরু একে হরমোন ইনজেকশন ও দেয়া হয়েছে কিন্তু কোন কাজ হয়নি । গরুটির অনেক চর্বি ও মোটা তাজা অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি?
*সমাধান: দেশী গরু দিয়ে কাজ না হলে গরুটির বীজজনিত সমস্যা আছে। তাই গরুটি বিক্রি করে দেওয়া
ভালো।
22.*সমস্যা: একটি গরু বীজ রাখতে পারে না। এটা ইনজেকশনের গরু একে হরমোন ইনজেকশন ও দেয়া হয়েছে কিন্তু কোন কাজ হয়নি । গরুটির অনেক চর্বি ও মোটা তাজা অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি?
*সমাধান: হরমোন ইনজেকশন দেওয়ার পরও গরু বীজ ধরে রাখতে পারে না তাই এবার গরু হিটে আসলে দেশী সার দিয়ে চেষ্টা করতে হবে। অথবা নিকটস্থ পশু হাসপাতাল থেকে কৃত্রিম প্রজনন করে নিতে পারেন।
23.*সমস্যা: একটি বকনা গরু আছে। বয়স ২ বছর দেশী গরুর বাচ্চা। প্রচুর খাদ্য খায় কিন্তু শরীর দুর্বল এবং স্বাভাবিকতার চেয়ে পেট বেশী মোটা এ থেকে প্রতিকার কি ?
*সমাধান: কৃমিনাশক বড়ি দিয়ে কৃমি মুক্ত করলে গরুর স্বাস্থ্য ভালো হবে।
24.*সমস্যা: একটি দেশী গরু যাহার বয়স ৫ বৎসর । গরুটির হঠাৎ করে কয়েক দিন আগে হাত-পা পড়ে গেছে যার ফলে গরুটি আর উঠে দাড়াতে পারছে না। গরুটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। উপায় জানালে উপকৃত হতাম।
*সমাধান: আপনার নিকস্থ থানা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে।
25.*সমস্যা: গাভীর বয়স ৫ বছর ,অনেক দিন ধরে গাভী গভ্ন হচ্ছে না । সঠিক সমাধান চাই
*সমাধান: (১) ৭ দিন পরপর এডি৩ই ইনজেকশন ৩টি দিতে হবে। (২) কৃত্রিম প্রজনন করাতে হবে নিকটস্থ পশু হাসপাতালে।
26.*সমস্যা: দুইবার বাচ্চা দেয়ার পর ও পরবর্তীতে গরুর হীট থাকছে না ,হীট থাকার কোন পদ্ধতি থাকলে সে সম্পর্কে পরামর্শ চাই ।
*সমাধান: সাত দিন পরপর এডি৩ই ইনজেকশন ৩টি দেওয়ার পর কৃত্রিম প্রজনন করাতে হবে।
27.*সমস্যা: সংকর জাতের গরু কি ভাবে পাবো ?
*সমাধান: গাভী যখন গরম হবে তখন সরকারী পশু হাস্পাতাল/ব্রাক থেকে বিদেশী বলদের বীজ সংগ্রহ করে সংকর জাতের বাচচা পাওয়া যায়।
28*সমস্যা: দেশী গরু পালন করে। কিন্তু এখন ঘাস পাওয়া যায়না কি খাওয়ানো ভাল?
*সমাধান: ধানের খড়, খৈল, লালী এগুলো খাওয়ান । এছাড়া তরকারির উচ্ছিষ্ট খাওয়াতে পারবেন
29*সমস্যা: গরুর খুরা রোগ ।
*সমাধান: পটাসিয়াম পার মাঙ্গানেট ১ গ্রাম / ১০ লিটার পানিতে মিশিয়ে ক্ষতস্থান পরিস্কার করতে হবে , আক্রান্ত গরু ভাল গরু হতে আলাদা রাখতে হবে । আক্রান্তের পরিমাণ বেশি হলে সেলিডোন ইনজেকশন স্থানীয় ডাক্তারের পরামর্শে দিতে হবে
30*সমস্যা: গরুর শরীরে উকুন, কিভাবে রক্ষা পাওয়া যাবে?
*সমাধান: এসিমেক, ১% ইনজেকশন, ৫০ কেজি দৈহিক ওজোনের জন্য ১ মিলি চামড়ার নিচে দিতে হবে,
31*সমস্যা: গরুর পায়ে ক্ষুরা রোগ
*সমাধান: গরুর পায়ের ক্ষত স্থান পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ১গ্রাম/১লিটার পানিতে গুলে ৩-৪ বার পরিষ্কার করতে হবে, এর আক্রান্ত গরু আলাদা করে রাখতে হবে। ডাক্তারের পরামর্শে সেলিডোন ইনজেকশন প্রয়োগ করতে হবে,
32*সমস্যা: গরুর উকুন সমস্যা ।
*সমাধান: এসিমেক ১% ইনজেকশন, ১ মিলি প্রতি ৫০ কেজি দৈহিক ওজনের জন্য গরুর চামড়ার নীচে ইনজেকশন প্রয়োগ করতে হবে / অথবা ডাক্তারের পরামর্শে দিতে হবে।
33*সমস্যা: গরুর দুধের পরিমাণ কমে গেছে, কি করলে ভালো ফল পাওয়া যাবে,
*সমাধান: গরুকে কাচা ঘাস বেশি পরিমানে দিতে হবে, এর সাথে সানকেল ভেট ওড়াল, অনুমোদিতে মাত্রায় খাওয়াতে হবে।
34*সমস্যা: গরুর গায়ে আমাদের গ্রামের ভাষায় বলা হয় আঠালি। এটা মূলত উকুনের মতন। এই বিষয়ে আমি কৃষককে কি বলতে পারি। দয়া করে জানাবেন জানালে উপকার হবে।
*সমাধান: এ সমস্যা সমাধানের জন্য এসিমেক ১% ইনজেকশন, ১ মিলি প্রতি ৫০ কেজি দৈহিক ওজনের জন্য গরুর চামড়ার নীচে ইনজেকশন প্রয়োগ করতে হবে / অথবা ডাক্তারের পরামর্শে দিতে হবে। ধন্যবাদ।
35*সমস্যা: গরুর গায়ে উকুন হয়েছে ।
*সমাধান: এসিমেক ১% ইঞ্জেকশন ৫০ কেজি ওজনের গরুর জন্য ১ মিলি ডাক্তারের পরমর্শ মোতাবেক দিতে হবে।
36*সমস্যা: গরুর বয়স হওয়া সত্ত্বেও বাচ্চা আসছে না। কি করলে বাচ্চা আসবে।
*সমাধান: একটি গরু গর্ভবতী হওয়ার জন্য অবশ্যই তার গর্ভাশয়ের পরিপক্কতা দরকার। কম বয়সের গরুকে গর্ভবতী করার প্রচেষ্টা নেবেন না। গরু সাধারণত: অঞ্চলভেদে ৩-৪ বছর বয়সে গর্ভাশয়ের পরিপক্কতা হয় এবং গরম হয়ে উঠে। গরু গরম হলে ১৫-২০ দিনের মধ্যেই উপজেলা পশুপ্রজনন কেন্দ্রে প্রজনন করিয়ে নেওয়া ভালো।
37*সমস্যা: গরুর খামার আছে। গরুর দুধ বেশি হয় কি করলে।
*সমাধান: কাচা ঘাস খাওয়াতে হবে। এর মধ্যে নেপিয়ার ঘাস খাওয়ালে ভালো। অথবা জার্মান অথবা পাকচং পাশাপাশি দানাদার খাবার তো দিতেই হবে
38*সমস্যা: গরুর পায়ে ঘা হয়েছে এবং খোড়া রোগ লক্ষণ করা যাচ্ছে।
*সমাধান: ১. বাইভ্যালেন্ট এফ.এম.ডি ও ট্রাইভ্যালেন্ট এফ.এম.ডি। ২. গবাদি পশুকে ৬ মিলি চামড়ার নীচে দিতে হবে। ৩. উপজেলা পশুসম্পদ দপ্তরে পাওয়া যায়।
39*সমস্যা: গরু বেশি খাই না। মাঝে মধ্যে কিছুই খাই না। সে ক্ষেত্রে কি করা দরকার?
*সমাধান: ১. ডিজিম্যাক্স পাউডার প্রতি ২০ গ্রাম ১-২ লিটার পানিতে মিশিয়ে বোতল অথবা ষ্টমাক টিউবের সাহায্যে ২-৩ দিন সেবন করাতে হবে। ২. রুমেনটম, এনোরেকসন ২০-২৫ গ্রাম দুই থেকে তিন দিন এক নাগাড়ে ১-২ লিটার পানির সাথে বা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে (রুমেনটম, এনোরেকসন ডিজিম্যাক্স একই কাজ করে
40*সমস্যা: গাভীর বয়স ১২-১৪ বছর। বড় গরু শরীর দুর্বল হয়ে শুয়ে পড়ে আছে উঠতে পারছেনা। মলদ্বার দিয়ে হালিশ বেরিয়ে যাচ্ছে এখন আর উঠতে পারতেছেই না এ অবস্থা থেকে পরিত্রানের উপায় কী?
*সমাধান: ডিজিম্যাক্স পাউডার প্রতি ২০ গ্রাম ১-২ লিটার পানিতে মিশিয়ে বোতল অথবা ষ্টমাক টিউবের সাহায্যে ২-৩ দিন সেবন করাতে হবে
42*সমস্যা: কৃমির ওষধ খাওয়ানো হয়েছে,গরু পেট মোটা হয়ে যাচ্ছে, করনীয় কি জানতে চাই।
*সমাধান: মাল্টিভিটামিন ৫ মিলি হারে ৭ দিন পরপর ৩টি ইনজেকশন দিতে হবে।
43*সমস্যা: গরুর পাতলা পায়খানা, বয়স ২ বছর, কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, পরামর্শ চাই।
*সমাধান: বোলাস ট্রাইসালফা, ৩৫ কেজি ওজোনের জন্য ১ টি খাওয়াতে হবে, এর সাথে ডাক্তারের পরামর্শে রেনালাইট স্যালাইন খাওয়াতে হবে।
44*সমস্যা: গরুর গায়ে উকুন হয়েছে ।
*সমাধান: এসিমেক ১% ইঞ্জেকশন ৫০ কেজি ওজনের গরুর জন্য ১ মিলি ডাক্তারের পরমর্শ মোতাবেক দিতে হবে।
45*সমস্যা: গরুর রুচি কম , খেতে চায় না।
*সমাধান: ডিজিমেক্স পাউডার ২০ গ্রাম / ১০০ কেজি ওজনের গরুকে খাওয়াতে হবে । অথবা বায়োলাক্স বায়োগাট স্ট্রোমাভেট এগুলো ব্যবহার করতে পারেন
46*সমস্যা: গরুর কৃমির ওষুধের নাম কি ?
*সমাধান: Antiwarm Bollus ৭৫ কেজি / ১ টি করে প্রতি গরুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে ।
47*সমস্যা: গাভীর দুধ কম হয় ।
*সমাধান: কাঁচা ঘাস , গমের ভুষি , খৈল , লবণ , পানি ঠিক মত খাওয়াতে হবে ।
48*সমস্যা: গাভীর দুধ কম হয় ।
*সমাধান: কাঁচা ঘাস , গমের ভুষি , খৈল , লবণ , পানি ঠিক মত খাওয়াতে হবে ।
49*সমস্যা: গরুর বাছুরের শরীর উকুন হয়েছে, কি করতে হবে?
*সমাধান: এসিমেক ১% ইঞ্জেকশন, ডাক্তারের পরমর্শ মোতাবেক দিত হবে।
50*সমস্যা: গরু ভালো খায়,তার পরও স্বাস্থ্য ভালো না, কি করতে হবে।
*সমাধান: এন্টিওয়ার্ম বোলাস, ৭৫ কেজি ওজনের ১ টি টেব্লেট খাওয়াতে হবে। অথবা ডাক্তারের পরমর্শ মোতাবেক খাওয়াত হবে।
51*সমস্যা: গরু দুর্বল, কি কি খাওয়া যেতে পারে,
*সমাধান: প্রতি দিন দানাদার খাবার, কাচা ঘাস, লবণ, পানি, চিটা গুর, খৈল, ভূষি খাওয়াতে হবে। এর সাথে গরুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে ডাক্তারের পরামর্শ মোতাবেক। ধন্যবাদ।
52*সমস্যা: গরু পাতলা পায়খানা করে । সমাধান কি ?
*সমাধান: Bollas Trysulfa ৩৫ কেজি প্রতি গরুতে খাওয়াতে হবে । এরপর কৃমির ওষুধ খাওয়াতে হবে ।
53*সমস্যা: গরু পাতলা পায়খানা করে ও ঠিকমত খায় না
*সমাধান: বোলাস ট্রাইসালফা, ৩৫ কেজি দৈহিক ওজনের জন্য ১ টি টেব্লেট খাওয়াবেন / ডাক্তারের পরামর্শে খাওয়তে হবে, ধন্যবাদ।
54*সমস্যা: গাভীর দুধ কম হয় ।
*সমাধান: গাভীকে নিয়মিত কাচা ঘাস, দানাদার খাবার, খৈল, লবণ, পানি খাওয়াতে হবে। ধন্যবাদ।
55*সমস্যা: গরুর মাথা ঘুরায় , বয়স ৪ মাস , পাতলা পায়খানা হচ্ছে । আগে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে।
*সমাধান: Trisulfa -৩৫ কেজি গরুর জন্য ১ম দিন ১ টি ও পরের দিন অর্ধেক টা দিতে হবে । ও Vitamin Renasol AD3E ইনজেকশন দিতে হবে ।
56*সমস্যা: ষাঁড়কে কি খাওয়ালে দ্রুত বাড়বে ?
*সমাধান: ইউরিয়া মোলাসেস, কাচাঘাস, দানাদার খাবার, ডালের ভূষি, গমের ভূষি, লবণ, পানি, খৈল, নিয়মিত খাওয়াতে হবে।
57*সমস্যা: গরু খায় না ।
*সমাধান: গরুর খাওয়ার জন্য প্রথমে কৃমি মুক্ত করতে হবে Bolus Endex ৭৫ কেজি ওজনের জন্য ১ টি ট্যাবলেট খাওয়াতে হবে । তারপরে লিভার টনিক জিংক এর ৫-৭ দিন পর Tablet Anorexon ছোট গরুর জন্য ২ টি ও বড় গরুর জন্য ৩ টি সকাল ও বিকালে খাওয়াতে হবে ।
58*সমস্যা: গরুর চোখ দিয়ে পানি পরে ।
*সমাধান: ঠাণ্ডা পানিতে চোখ ধুইয়ে সিপ্র – এ আই ড্রপ দিনে ৩-৪ দিন পর পর দিতে হবে।
59*সমস্যা: গরুর জিহ্বায় ঘা
*সমাধান: গরুর জিহ্বায় ঘা এর জন্য পটাশ এর পানি দিয়ে জিহবা ধুইয়ে Sumidved Powder নারিকেল তৈল দিয়ে ক্ষতস্থান লাগাতে হবে ।
60*সমস্যা: গরু ঝিম ধরে দাড়িয়ে থাকে ।
*সমাধান: গরু ঝিম ধরে দারিয়ে থাকার জন্য Fast Vet ট্যাবলেট ১ টি করে খাওয়াতে হবে ।
61*সমস্যা: গরু খড় খেতে চায় না । কি করব ?
*সমাধান: বোলাস এন্ডেক্স- গরুর ৭৫ কেজি ওজনের জন্য ১ টি টেব্লেট খাওয়াতে হবে, এর ৫-৭ দিন পর এনোরেক্সন টেব্লেট ছোট গরুর জন্য ২ ও বড় গরুর জন্য ৩ টি সকাল –বিকাল দু বেলা খাওয়াতে হেব,
62*সমস্যা: গরু কে কি খাওয়ালে বেশি দুধ দিবে ?
*সমাধান: গরুকে প্রতিদিন কাচা ঘাস, ডালের ভুষি, গমের ভূষি,দানাদার খাবার (যেমন- ভুট্টা ভাঙ্গা, চালের কুড়া, সিদ্ধ ধান ইত্যাদি), খৈইল, লবণ, পানি নিয়মিত খাওয়াতে হবে।
63*সমস্যা: গরুর স্বাস্থ্য খুব খারাপ ও দুর্বল ।
*সমাধান: গরুকে কৃমির ওষধ খাওয়াতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার ও পানি খাওয়াতে হবে। স্থানিয় ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।
64*সমস্যা: বাছুর মোটা , তাজা হচ্ছে না ।
*সমাধান: ৭৫ কেজি ওজনের বাছুরের জন্য Helmex কৃমির ওষুধ ১ টি ১ দিনে খাওয়াতে হবে । পরে ৫-৬ দিন পর Vita A D3 E – ইনজেকশন ৫০ কেজি 3 CC দিতে হবে ।
65*সমস্যা: কোন রোগের কারনে গরুর লোম খারা থাকে এবং পাতলা পায়খানা করে ।
*সমাধান: গরুর গায়ে জ্বর থাকলে লোম খারা থাকে । পাতলা পায়খানার জন্য ট্রাইসালফা ৩৫ কেজি একটি গরুর জন্য প্রথম দিন ১ টি ট্যাবলেট খাওয়াতে হবে । পরের দিন অর্ধেক ওষুধ খাওয়াতে হবে ।
66*সমস্যা: গরুর পায়ে খুরার মধ্যে ঘা হচ্ছে । খত রোগের কারন কি ?
*সমাধান: ভাইরাস এর কারনে এই রোগ হয় । এজন্য পটাশিয়াম পারমাঙ্গানেট দিয়ে ধুয়ে দিতে হবে। সামিড ভেড পাউডার নারিকেল তেল দিয়ে ক্ষত স্থানে লাগাতে হবে ।
67*সমস্যা: বাছুর এর বয়স ১.৫ বছর, ডুরবল হয়েযাচ্ছে, শুলে আর উঠতে পারেনা। কি করতে পারি
*সমাধান: বাছুর কে ভিটামিন ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনের নামঃ Rena AD3E (Injection) –অনুমদিত মাত্রা্য মাংসে প্রয়োগ করতে হবে। অথবা Megavit WS- অনুমদিত মাত্রায় বাছুরকে খাওয়াতে হবে।
68*সমস্যা: বাছুর এর বয়স ১.৫ বছর, ডুরবল হয়েযাচ্ছে, শুলে আর উঠতে পারেনা। কি করতে পারি
*সমাধান: বাছুর কে ভিটামিন ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনের নামঃ Rena AD3E (Injection) –অনুমদিত মাত্রা্য মাংসে প্রয়োগ করতে হবে। অথবা Megavit WS- অনুমদিত মাত্রায় বাছুরকে খাওয়াতে হবে।
69*সমস্যা: গরুর স্বাস্থ্য ভাল করতে কি করতে হবে।
*সমাধান: গরুর পায়াখানা কি ধরনের? কৃমির ওষধ খাওয়ানো হয়েছে কি না, গরুকে দৈনিক কি পরিমাণ খাবার দেন? জানাবেন। সাধারণত গরুর ভালো রাখতে- গরুকে নিয়মিত দানাদার খাবার, কাচা ঘাস দিতে হবে, কৃমির ওষধ, ভিটামিন ও পুষ্টিকর খাবার দিতে হবে।
70*সমস্যা: গাভির দুধ বৃদ্দির জন্য কি করতে হবে?
*সমাধান: গাভীকে দৈনিক কাচা ঘাস, দানাদার খাবার, লবণ, পানি, খাওয়াতে হবে।
71*সমস্যা: ৩ টা গরুর পায়ে খুরা রোগ এর প্রতিকার কি ? এর সাথে ভালো গরু রাখা যাবে কি?
*সমাধান: আক্রান্ত পা পটাশ (Potassium per manganate) মিশ্রিত পানি দারা ক্ষত স্থান পরিষ্কার করতে হবে। ক্ষত স্থানে নেভানোল পাউডার নারিকেল তৈল দিয়ে লাগাতে হবে। রেনামাইসিন ১০০, প্রতি ১০ কেজি বডি অয়েটের জন্য ১ সি সি অর্থাৎ ১০০ কেজি অয়েটের জন্য ১০ সি সি পরিমাণ প্রয়োগ (ইনজেকশন) করতে হবে। অথবা ডাক্তারের পরামর্শ মোতাবেক কাজ করতে হবে।
72*সমস্যা: ৩ টা গরুর পায়ে খুরা রোগ এর প্রতিকার কি ? এর সাথে ভালো গরু রাখা যাবে কি?
*সমাধান: আক্রান্ত পা পটাশ (Potassium per manganate) মিশ্রিত পানি দারা ক্ষত স্থান পরিষ্কার করতে হবে। ক্ষত স্থানে নেভানোল পাউডার নারিকেল তৈল দিয়ে লাগাতে হবে। রেনামাইসিন ১০০, প্রতি ১০ কেজি বডি অয়েটের জন্য ১ সি সি অর্থাৎ ১০০ কেজি অয়েটের জন্য ১০ সি সি পরিমাণ প্রয়োগ (ইনজেকশন) করতে হবে। অথবা ডাক্তারের পরামর্শ মোতাবেক কাজ করতে হবে।
73*সমস্যা: গরু ঝিমায়, খায় না ।
*সমাধান: গরু কে ক্রিমির ওষুধ দিতে হবে , ভিটামিন ও দানাদার খাবার দিতে হবে। প্রয়োজনে পশু সম্পদ ডাক্তার এর কাছে নিতে হবে ।
74*সমস্যা: গাভীর দুধ উৎপাদন কিভাবে বাড়বে ?
*সমাধান: ধানের কুঁড়া, গমের ভুসি , ছোলা, খেসারির খোসা , লবণ, খৈল, নারিকেলের ছোবরা, ঘাস, ফডার খেসারি পরিমান মত খাওয়াতে হবে ।
75*সমস্যা: আমার একটি গরু আছে তার বয়স ২২ মাস সে ঠিক মত খায় কিন্তু তার শরীরে লোম সব সময় খাড়া খাড়া ভাব থাকে এবং কেমন জেন ঝিম ঝিম ভাব থাকে এর উপায় কি।
*সমাধান: আপনার গরুর এই সমস্যার সমাধানের জন্য দয়া করে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন। কারন এই সমস্যার ক্ষেত্রে গরুকে না দেখে পরামর্শ দেয়া ঠিক নয়। তাছাড়া আপনার ফোন নাম্বারটি বন্ধ, যোগাযোগ করার ও কোনো ব্যাবস্থা নেই।
76*সমস্যা: গরু পাতলা পায়খানা করছে। ২.৫ মাসের একটি বাছুর আছে। আগে কৃমির ওষধ খাওয়ানো হয়েছে।
*সমাধান: অসুস্থ্য গরুকে,গরুর ওজনের প্রতি ৩৫ কেজির জন্য একটা “বোলাস ট্রাইসালফা” টেব্লেট প্রথম দিন দিতে হবে এবং পরের দিন থেকে এর অর্ধেকটা টেব্লেট দিতে হবে। অর্থাৎ গরুর ওজন ১৪০ কেজি হলে প্রথম দিন ৪ টা “বোলাস ট্রাইসালফা” টেব্লেট দিতে হবে ও পরের দিন থেকে এর অর্ধেক দিতে হবে। এর সাথে রেনালাইট স্যালাইন –অনুমোদিত মাত্রায় দিতে হবে।
78*সমস্যা: অল্প সময়ে গরু মোটা তাজা করতে হলে কি করতে হবে?
*সমাধান: গরুকে নিয়মিত দানাদার খাবার, কাচা ঘাস দিতে হবে, কৃমির ওষধ, ভিটামিন ও পুষ্টিকর খাবার, ইউরিয়া মোলাসেস সাট্রো দিতে হবে। আর যদি দ্রুত ও বাণিজ্যিক ভাবে গরুকে মোটা তাজা করতে চান তবে উপজেলা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
79*সমস্যা: ৫ মসি বয়সের বাছুর মাঝে মধ্যে পেট খারাপ থাকে। যেমন : পাতলা পায়খানা এবং এ পর্যন্ত কোন কৃমির ঔষধ খাওয়ানো হয়নি।
*সমাধান: এ সমস্যার জন্য আপনাকে উপজেলা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে, কারন এ সব সমস্যা না দেখে পরামর্শ দেয়া ঠিক নয়, অবশ্য ফোনে আপনাকে বেশ ক’য়েক বার পেতে চেষ্টা করেছি, কিন্তু পায়নি।
80*সমস্যা: কৃষি সমস্যা:আমরা কি গরুর খাদ্য হিসাবে গমের পরিবর্তে আটা ময়দা খাওয়াতে পারি। জার্মান ঘাসের বিজ কোথায় পাওয়া যাবে।
*সমাধান: সমস্যার
সমাধানঃ আপনার সমস্যার সমাধান নিম্নরুপ- গরুকে আটা খাওয়ানো ঠিক নয়, কারণ আটা খাওয়ালে গরুর পেটে গ্যাস হয়। আর জার্মান ঘাসের সাধারণত বীজ পাওয়া যায় না, তবে এর কাটিং পাওয়া যায়, এই কাটিং থেকে জার্মান ঘাস উৎপাদন করতে পারেন। জার্মান ঘাসের কাটিং এর জন্য উপজেলা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে পারেন
81*সমস্যা: গরু পাতলা পায়খানা করছে, প্রতিকার কি?
*সমাধান: অসুস্থ্য গরুকে,গরুর ওজনের প্রতি ৩৫ কেজির জন্য একটা “Trisulfa” টেব্লেট প্রথম দিন দিতে হবে এবং পরের দিন থেকে এর অর্ধেকটা টেব্লেট দিতে হবে। অর্থাৎ গরুর ওজন ১৪০ কেজি হলে প্রথম দিন ৪ টা Trisula টেব্লেট দিতে হবে ও পরের দিন থেকে এর অর্ধেক দিতে হবে। এভাবে মোট ৪-৫ দিন গরুকে Trisulfa খাওয়াতে হব
82*সমস্যা: গরুর কৃমির ঔষধের নাম জানাবেন।
*সমাধান: গরুর কৃমির ঔষধের নাম হল- Endex. গরুর প্রতি ৭৫ কেজি ওজনের জন্য একটা (১ টা) “Endex” টেব্লেট গরুকে খাওয়াতে হবে। অর্থাৎ গরুর ওজন ১৫০ কেজি হলে দুই টা (২ টা) “Endex” টেব্লেট গরুকে খাওয়াতে হবে।অথবা “Antiworm bolus” গরুকে খাওয়াতে পারেন। এটি ৪১-৭৬ কেজি গরুর দৈহিক ওজনের জন্য ১ টি বোলাস খাওয়াতে হবে।
83*সমস্যা: গরু মতা তাজা করতে কি করনীয়।
*সমাধান: গরুকে নিয়মিত দানাদার খাবার, কাচা ঘাস দিতে হবে, কৃমির ওষধ, ভিটামিন ও পুষ্টিকর খাবার দিতে হবে। আর যদি বাণিজ্যিক ভাবে গরুকে মোটা তাজা করতে চান তবে উপজেলা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
84*সমস্যা: গরু প্রথম বার বাচ্চা হয়ে বচ্চামারা গেছে সেই গরু আর বচ্চা দেয় না।এর কারন কি?
*সমাধান: এ সমস্যা সমাধানের জন্য আপনার নিকটস্থ উপজেলা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
85*সমস্যা: গরু তাজা মোটা হয় না কেন ?
*সমাধান: গরুকে নিয়মিত দানাদার খাবার, কাচা ঘাস দিতে হবে, কৃমির ওষধ, ভিটামিন ও পুষ্টিকর খাবার দিতে হবে। তোবেই গুরুর সাস্থ্য ভালো হবে।
86*সমস্যা: গাভীর বাছুরের বয়স ২২ দিন, গাভীর চোখ দিয়ে পানি পরে।
*সমাধান: এর জন্য স্থানীয় পশু সম্পদ যোগাযোগ করুন 💚💚💚💚💚🌴💚🍁🍁🍁🍁