Humans of apbnpsc

Humans of apbnpsc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Humans of apbnpsc, Magazine, উপশহর, Bogura.
(7)

 #অভিনন্দন 🎉🥳বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায়গত ১২-১৪ জানুয়ারি ২০২৪ তারিখে,জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্...
23/05/2024

#অভিনন্দন 🎉🥳

বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায়
গত ১২-১৪ জানুয়ারি ২০২৪ তারিখে,
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে
২০২১ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের
জাতীয় পর্যায়ের মৌখিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়।

উক্ত মূল্যায়নে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ’ এর জন্য ৭৯০ জন স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

APBnPSC Campus Humans of apbnpsc এর পক্ষ থেকে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য আমাদের প্রাণের বিদ্যাপীঠের ৩ জনকে
আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন 🥰💝

💐

© Bangladesh Scouts


⚜️
#বাংলাদেশ_স্কাউটস

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী কাজী নাঈম সাদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে...
01/05/2024

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী কাজী নাঈম সাদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Congratulations Ahasanul Haque Sakib SSC 21 batchCKRUET 1637thDU 4367thRU 601th
30/03/2024

Congratulations Ahasanul Haque Sakib
SSC 21 batch

CKRUET 1637th
DU 4367th
RU 601th

11/02/2024

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৩/২৪ এ প্রাক্তন ও বর্তমান এপিবিএনপিএসসি শিক্ষার্থীদের সাফল্যঃ

১.মেহজাবিন আক্তার মিম ➡️ ঢাকা মেডিকেল কলেজ
২. রিফাত হাসান ➡️ ময়মনসিংহ মেডিকেল কলেজ
৩. সুমাইয়া আক্তার নিহা ➡️ রাজশাহী মেডিকেল কলেজ
৪. সিয়াম আহমেদ রাফি ➡️ দিনাজপুর মেডিকেল কলেজ
৫. মাহি রহমান ➡️ পাবনা মেডিকেল কলেজ
৬. শ্রাবনী সরকার ➡️ নীলফামারী মেডিকেল কলেজ
৭. মো. আরমান ইসলাম ➡️ রংপুর মেডিকেল কলেজ
৮. সামিউল আনাম ➡️ কিশোরগঞ্জ মেডিকেল কলেজ

অভিনন্দন ও শুভকামনা সকলের জন্য।

এই ঘন্টার আওয়াজ কে মিস করেন?ছবিঃ অনিক কর্মকার (এসএসসি'১৬)
11/02/2024

এই ঘন্টার আওয়াজ কে মিস করেন?

ছবিঃ অনিক কর্মকার (এসএসসি'১৬)

10/02/2024

প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন মনে করতাম কবে মাধ্যমিক বিদ্যালয়ে যাব।আবার মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে পড়তে মনে হতো কবে মাধ্যমিক বিদ্যালয়ের জীবন ছেড়ে প্রবেশ করব কলেজে। আমি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজে নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিই অতিক্রম করেছি। এখন বসে বসে ভাবি, চোখের পলকে কীভাবে কেটে গেল আমার এ প্রতিষ্ঠানের বারোটা বছর।

ঘটনা ২০১২ শীতের সকাল খুব একটা শীত তাও নয়। আম্মু দর্জির কাছে থেকে সেই কাঙ্ক্ষিত পোশাকটি বানিয়ে দিলেন, যেটি পরে বিদ্যালয়ে যেতে হবে। খুব একটা মনে নেই আবছা আবছা মনে আছে। দ্রুত রেডি হয়ে রওনা দিলাম। আব্বু আম্মু দুজনেই আমার সাথে ছিল। অতপর কান্না কান্না মুখ নিয়ে প্রবেশ করলাম সেই প্রাণপ্রিয় প্রাঙ্গণে। নতুন পরিবেশ সবকিছুই যেন নতুন। ক্লাসে প্রবেশ করলাম। কাউকেই চিনি না। এক প্রকার ভয় অনুভূত হচ্ছিল। জীবনের প্রথম ফরম শিক্ষিকা হিসেবে রিপা ম্যামকে পেয়েছি। উনি আসলে ম্যাম না মা বলতে গেলে। তাকে দেখে ভয় যেন ধীরে ধীরে পালিয়ে যেতে লাগলো। সবকিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নিলাম। এক বছর হল্লাহাটি, দুরন্তপনা আর পড়াশোনায় কেটে গেল।

এভাবে যেতে যেতে নার্সারি থেকে কেজি, কেজি থেকে ক্লাস ওয়ান, টু, থ্রি, ফোর ফাইভ একের পর এক সব ধাপ পার করলাম। এর মাঝে বহু শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি। কত সুন্দর স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে। আমি ব্যাটালিয়ন থেকে যা নিয়েছি, সেটি তার পাঁচ গুণ সে আমাকে ফিরিয়ে দিয়েছে। ভালোবাসার আরেক নাম ব্যাটালিয়ন স্কুল ও কলেজ।

ঘটনা ২০২৩ সালের। বিজ্ঞান বিভাগে নবম শ্রেণি থেকে পাশ করে দশম শ্রেণিতে পদার্পণ করলাম। নবম শ্রেণিতে পুরোটাই ছিল একটি উল্লাসপূর্ণ অধ্যায়। দশম শ্রেণিতে উঠে পড়াশোনার একটু চাপ। পরীক্ষাগুলো সামনে আসলে যেন এক প্রকার ভয় কাজ করতো। ২০২৪ এ মাধ্যমিক পরীক্ষা দিব। সবচেয়ে সিনিয়র ব্যাচ এখন আমরাই। একে তো অল্প একটু বড় হয়ে গেছি। তার উপরে স্যার ম্যামদের আমাদের নিয়ে অনেক বড় আশা। পরীক্ষা দিতে দিতে যেন ক্লান্তি ভাব। তবে সেই ক্লান্তি ভাবের মাঝে শান্তির বার্তা প্রকাশিত হচ্ছে। শেষ ফরম শিক্ষিকা হিসেবে বাবলি ম্যামকে পেয়েছি। তাকে দেখে বোঝা যায় একটা মানুষ দুই দিকে কিভাবে সবকিছু সামলে নিতে পারে। তার কথা বলার অঙ্গভঙ্গি যেন প্রতিটি মেয়ের উপরে সুন্দর একটি প্রভাব ফেলে। তাকে দেখে যেন শেখার শেষ নেই।

আগে যেমন বছরের শুরুতে নতুন বই পেতাম এখন আর নতুন বই পাবো না। নতুন বইয়ের মাঝে নিজের মুখ ডুবিয়ে রাখতে পারবো না, পারবো না সেই সুন্দর বইয়ের সুঘ্রান নিতে আর। শেষ বেঞ্চে বসে চাইলেই আর একত্রিত হয়ে গল্প করতে পারব না। জীবনের মজাটা হয়তো সেখানে বন্দি হয়ে থাকবে। থাকবে সেই স্মৃতিগুলো যা আমাদেরকে সেই জীবনের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তবে যাওয়া যাবে না আর। ভালোবাসা অবিরাম প্রাণপ্রিয় বিদ্যালয়। ভালোবাসার ১২ বছর।

লেখাঃ ইকরা জাহান

এসএসসি'২৪ ব্যাচ।

অভিনন্দন তাহমিদ হাসান।জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক্বেরাত বিষয়ে তৃতীয়  স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করায় Huma...
08/02/2024

অভিনন্দন তাহমিদ হাসান।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক্বেরাত বিষয়ে তৃতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করায় Humans of Apbnpsc এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তাহমিদ হাসান স্কুলের দশম শ্রেনীর একজন শিক্ষার্থী।

অভিনন্দন নবনীতা ঘোষ শ্রেয়া।জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল সংগীতে খ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক ...
08/02/2024

অভিনন্দন নবনীতা ঘোষ শ্রেয়া।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল সংগীতে খ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করায় Humans of Apbnpsc এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। নবনীতা ঘোষ শ্রেয়া স্কুলের দশম শ্রেনীর একজন শিক্ষার্থী।

DK House, the champion house of 2024!
07/02/2024

DK House, the champion house of 2024!

আবারো শুরু হইল সেই বিখ্যাত হরিণের মাংসের শিঙারার বৈঠক❤️📌 প্যারেড মহড়া,‍৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪
02/02/2024

আবারো শুরু হইল সেই বিখ্যাত হরিণের মাংসের শিঙারার বৈঠক❤️

📌 প্যারেড মহড়া,‍৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪

৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর প্যারেড কমান্ডার ও মশালবাহক টিম।দীর্ঘদিন প্যারেডের পর নিজ হাউজের প্যারেড দলকে স...
02/02/2024

৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর প্যারেড কমান্ডার ও মশালবাহক টিম।

দীর্ঘদিন প্যারেডের পর নিজ হাউজের প্যারেড দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা অনেকের কাছে গৌরবের ব্যাপার। দীর্ঘ ১০ বছরের লালিত এ স্বপ্ন খুব কম মানুষের পূরণ হয়।

আপনার স্পোর্টস ও প্যারেডের যেকোন স্মৃতি ও ছবি থাকলে তা আমাদের ইনবক্স করুন।

Happy birthday, sir.Share your favourite dialogue from the legend!
30/01/2024

Happy birthday, sir.

Share your favourite dialogue from the legend!

20/01/2024

অভিনন্দন!
নাজমুস সাকিব (উদ্দাম ১৩), সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক (গণিত), আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।
স্কুলের সাবেক একজন শিক্ষার্থী স্কুলের শিক্ষক হয়ে আসা বেশ সম্মানজনক এবং গর্বের।
আপনার সাফল্যে এপিবিএন এর সাবেক শিক্ষার্থীরা আনন্দিত এবং উচ্ছ্বসিত।

05/01/2024

আজ থেকে GlowZen আমাদের অফিশিয়াল স্পন্সর।। আমাদের পেজের গুণগত মান বৃদ্ধি এবং বৃহৎ পরিকল্পনা নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। Apbnpsc Campus Humans of apbnpsc এবং GlowZen এর যৌথ উদ্দোগে কিছু যুগোপযোগী এবং গুণগত প্রোজেক্ট নিয়ে হাজির হব খুব দ্রুততম সময়ের মধ্যে।। স্কুলের বর্তমান শিক্ষার্থীদের আরো বেশি স্কিলড করতে আমাদের এই প্রচেষ্টা ।বর্তমান শিক্ষার্থীদের জন্য এই প্রজেক্ট এর যাবতীয় আয়োজন বিনামূল্যে থাকবে। স্কুলের সাবেক এক শিক্ষার্থী GlowZen এর সাথে যুক্ত থাকায় আমাদের প্রচেষ্টার দ্বার উন্মোচিত হলো।।।
সবাই আমাদের সাথে থাকুন এই আয়োজন এ আপনাদের সবাইকে পাশে চাই আমরা।।

এই ভাউচার কোড ব্যবহার করে GlowZen থেকে যে কোন কেনাকাটায় ৮% ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র আমাদের স্কুল এবং কলেজের সাবেক অথবা বর্তমান সকলের জন্য।।

পেজ লিংক:https://www.facebook.com/profile.php?id=61555250120028
গ্রুপ লিংক(শুধুমাত্র মেয়েদের জন্য): GlowZen community

৪৩ তম বিসিএস এ চূড়ান্তভাবে আমাদের প্রতিষ্ঠান এর প্রাক্তন যে সমস্ত শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দ...
30/12/2023

৪৩ তম বিসিএস এ চূড়ান্তভাবে আমাদের প্রতিষ্ঠান এর প্রাক্তন যে সমস্ত শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ পরিবার গর্বিত আপনাদের এই সাফল্যে।
আপনার পরিচিত যারা ৪৩ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মেনশন করুন কিংবা ইনবক্সে আমাদের জানান ।আমরা আমাদের পেজ এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করতে চাই আমাদের মেধাবীদের।

ধন্যবাদ
এডমিন
Humans of apbnpsc
Apbnpsc Campus


পুরাতন গেট আর নতুন বিল্ডিং এক ফ্রেমে৷ স্কুলের বর্তমান গেট তৈরির আগে এই ঐতিহাসিক গেট দিয়েই পদচারণায় মুখরিত ছিলো প্রতিষ্ঠা...
07/12/2023

পুরাতন গেট আর নতুন বিল্ডিং এক ফ্রেমে৷
স্কুলের বর্তমান গেট তৈরির আগে এই ঐতিহাসিক গেট দিয়েই পদচারণায় মুখরিত ছিলো প্রতিষ্ঠান।। নতুন গেট এর চমৎকার ডিজাইন সকলের মন কেড়ে নিলেও পুরনোদের মনে গেথে রয়েছে এই সাধারণ গেট। নতুন বিল্ডিং এবং পুরাতন গেট এর সংমিশ্রন করতেই এই আয়োজন।

ডিজাইন টি করেছে এস এস সি ১৭ ব্যাচের পরাগ।

যুগের সাথে তাল মিলিয়ে উচু উচু বিল্ডিং আর কংক্রিটে ঢেকে ফেলতে হয়  তবে পুরনো সব কিছুই সুন্দর আর স্মৃতিবিজড়িত।ছবিতে থাকা বা...
06/12/2023

যুগের সাথে তাল মিলিয়ে উচু উচু বিল্ডিং আর কংক্রিটে ঢেকে ফেলতে হয় তবে পুরনো সব কিছুই সুন্দর আর স্মৃতিবিজড়িত।
ছবিতে থাকা বাচ্চাগুলো আজ হয়ত ভার্সিটি লাইফ শেষ করেছে কিংবা করার পথে। ছবিতে আপনাকে কিংবা আপনার পরিচিত কাউকে চিনে থাকলে মেনশন করতে ভুলবেন না কিন্তু!!!

স্কুলের পুরনো টিনশেড ঘরগুলো সবাইকে দেখানোর উদ্দেশ্যে শেয়ার করা ছবিটি। ছবিতে আমাদের পরম শ্রদ্ধাভাজন মফিদা বানু ম্যাম, যাকে আমরা সবাই মা বলেই ডাকতাম।
পুরনো টিনশেড এর ঘর তার সামনে বড় বড় গাছগুলো কত সুন্দর দৃশ্য ছিলো আমাদের। টিফিন পিরিয়ড এ গাদল খেলা নামক এক খেলা খেলত, এদিক ওদিক ছোটাছুটি, গোল্লাছুট খেলা, কানামাছি ভো ভো আরও কত খেলা!!!
মনের অজান্তে চোখের কোনে এক বিন্দু পানি জমে পুরনো বন্ধুদের স্মরণে তাই না!!!

স্কুলের পুরাতন ছবি আপনার সংগ্রহে থাকলে আমাদের ইনবক্সে দেওয়ার বিশেষ অনুরোধ রইলো।

আপনাদের গল্প শুনতে চাই আমরা অনেক বেশি গল্প শুনতে চাই।

এই প্রবেশদ্বার দিয়ে একপা দুপা করে প্রবেশ করে,  এক অচেনা অজানা পরিবেশে কিভাবে ১০ টি বছর কাটিয়ে ফেলেছিলেন!!স্নিগ্ধ কোন শীত...
05/12/2023

এই প্রবেশদ্বার দিয়ে একপা দুপা করে প্রবেশ করে, এক অচেনা অজানা পরিবেশে কিভাবে ১০ টি বছর কাটিয়ে ফেলেছিলেন!!
স্নিগ্ধ কোন শীতের সকালে লো বেঞ্চে বসে দেখলেন অচেনা অনেক মুখ, সেই মুখগুলোই বছরের পর বছর আজও প্রিয় মুখ।
স্কুলের প্রথম পিটি, প্রথম টিফিন, প্রথম স্পোর্টস, প্রথম এক্সাম, প্রথম রেজাল্ট এর দিন, প্রথম শাস্তি আজও মনে পড়ে অজান্তেই!!

আপনার বন্ধু/ক্লাসমেট/সিনিয়র/জুনিয়র কে মেনশন করে স্কুলের প্রথম দিনের স্মৃতিচারণ করুন আমাদের সাথে।

The view we used to get 💔
04/12/2023

The view we used to get 💔

আরটিভি পরিচালিত রিয়েলিটি শো "ইয়াং স্টার সিজন ২" এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহিদ অন্তু।সে স্কুলের এসএসসি ২০১৭ ব...
30/11/2023

আরটিভি পরিচালিত রিয়েলিটি শো "ইয়াং স্টার সিজন ২" এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহিদ অন্তু।

সে স্কুলের এসএসসি ২০১৭ ব্যাচের কৃতী শিক্ষার্থী ও একজন প্রতিভাবান সংগীতশিল্পী।

অভিনন্দন জাহিদ অন্তু❤️

27/11/2023

Change is the law of nature. এখানে কারো দ্বিমত পোষণ করার কোন সুযোগ আছে বলে আমার মনে হয়না। একথা স্বীকার করতে আমাদের কোন দ্বিধা নেই যে আজিজুল হক কলেজ নিশ্চয় উত্তর বঙ্গের একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ। বগুড়া শহরের মাধ্যমিক পর্যায়ের সেরা স্কুলের সেরা শিক্ষার্থীরা (যেমন জিলা, ভিএম, ব্যাটালিয়ন এবং বিয়াম) সেখানে গিয়ে ভর্তি হয় বলে উচ্চ মাধ্যমিকে তারা তাদের সেরা ফলাফলটা ধরা রাখতে পারছে। এক্ষেত্রে এসব সেরা কলেজের শিক্ষকদের তাদের শিক্ষার্থীদের পিছনে নুন্যতম খাটুনি করতে হয় বলে আমার মনে হয়না। কারণ এই শিক্ষার্থীদের যা পাওয়ার কথা তা তারা সিংহভাগ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের কাছে থেকে পেয়ে থাকে। অন্যদিকে, ব্যাটালিয়ন এবং বিয়ামের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের প্রচন্ড খাটতে হয়। কারণ সন্তোষজনক ফলাফলের উপর এসব প্রতিষ্ঠান টিকে থাকে। এছাড়া এসব প্রতিষ্ঠানে নব্বই শতাংশ শিক্ষার্থী প্রত্যন্তর গ্রাম অঞ্চল থেকে এসে ভর্তি হয় যাদেরকে হাড়ভাংগা পরিশ্রমের মাধ্যমে ব্যাটালিয়ন এবং বিয়ামের শিক্ষকদের তৈরি করতে হয়। এখানে কেন্দ্রকে নিয়ে অযথা কথা বলে নিজেকে অবশ্যই বড় মনে করে দেখা না বরং অন্যের সফলতার প্রতি ইতিবাচক দৃষ্টি ভংগী রাখা মানে নিজের সম্মানকে বহুগুণ বেড়ে তোলা। বিল গেটসকে ধনির শীর্ষ তালিকা থেকে সরানো মানে অবশ্যই সে দরিদ্র হয়না অথবা সারাজীবন সে শীর্ষ তালিকায় থাকবে এমনটা না। সব সময় তৈরি করা শিক্ষার্থীদের দিয়ে প্রথম স্থান অর্জন হবে এটাই স্বাভাবিক। তবে মাঝে মাঝে কিছু ব্যাতিক্রম ঘটবে। আর এটাকে সাদরে গ্রহণ করা অতি উচ্চ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। যাইহোক, গ্রাম অঞ্চলের অনেক কেন্দ্রে শিক্ষার্থীরা অসম্ভব খোলামেলা পরিবেশ পেয়ে থাকে। তাই বলে কি তারা ৮৫ থেকে ৯০ ভাগ জিপিএ ৫ পায়? অবশ্যই না। আশাকরি সবাই উত্তরটা পেয়ে গিয়েছেন।

সবার প্রতি শ্রদ্ধা রেখেই পোস্টটা করতে বাধ্য হলাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Credit: Mehidi Hasan sir

এইচএসসি ২০২৩ পরীক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া জেলায় আবারো শীর্ষস্থান অর্জন করেছে!মোট পরীক্ষার্থ...
26/11/2023

এইচএসসি ২০২৩ পরীক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া জেলায় আবারো শীর্ষস্থান অর্জন করেছে!

মোট পরীক্ষার্থী: ৪১০
পাশের হার: ১০০%
জিপিএ ৫: ৩৪৯

অভিনন্দন ও শুভকামনা এইচএসসি২৩ ব্যাচের সকল শিক্ষার্থীকে।

Happy birthday, Swapan Kumar De sirFormer vice principal, APBnPSC.
30/10/2023

Happy birthday, Swapan Kumar De sir
Former vice principal, APBnPSC.

স্কাউট শাখায় ২য় সর্বোচ্চ এওয়ার্ড "সমাজ উন্নয়ন এওয়ার্ড " অর্জন করায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ স্কাউট গ্র...
22/10/2023

স্কাউট শাখায় ২য় সর্বোচ্চ এওয়ার্ড "সমাজ উন্নয়ন এওয়ার্ড " অর্জন করায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র পেট্রোল লিডার
মো: আকরামুজ্জামান কিয়াম কে শুভেচ্ছা ও অভিনন্দন।
স্কুলের প্রথম কোন স্কাউট সমাজ উন্নয়ন এওয়ার্ড অর্জন করেছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ স্কাউট গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ফল এই অর্জন।

আজ ২০ অক্টোবর,  প্রিয় প্রতিষ্ঠানের কলেজ শাখার রজতজয়ন্তী।২৫ বছর আগে ১৯৯৮ সালের এই দিনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কু...
20/10/2023

আজ ২০ অক্টোবর, প্রিয় প্রতিষ্ঠানের কলেজ শাখার রজতজয়ন্তী।

২৫ বছর আগে ১৯৯৮ সালের এই দিনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এর সাথে যুক্ত হয় কলেজ লেখাটি। টিনশেড রুমের সেই সূচনালগ্ন থেকে উত্তরায়ন ভবনের আজকের অবস্থানের মাঝে কলেজ শাখা অর্জন করেছে অভাবনীয় সব সাফল্য। প্রতিবছরেই কলেজের শিক্ষার্থী জায়গা করে নিচ্ছে দেশের সেরা সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। অদূর ভবিষ্যতে এই অর্জনের সীমা বৃদ্ধি পাওয়ার আশায় Humans of apbnpsc পেজের পক্ষ হতে শুভকামনা রইলো।

📷: Juwel Afran

What a powerful image!The man, the myth, the legend, Mr. Tofazzol Hossain. He is and will be the most influential person...
14/10/2023

What a powerful image!

The man, the myth, the legend, Mr. Tofazzol Hossain. He is and will be the most influential person in the history of APBnPSC.

Captured by Rabbani Khan (35th Reunion 2019)

স্মৃতির পাতা থেকে❤️
09/10/2023

স্মৃতির পাতা থেকে❤️

05/10/2023

Happy Teacher's Day

Follow Us ⬇️

APBnPSC Campus
APBnPSC (1986- ∞)
Photography Club of APBnPSC
Humans of apbnpsc

Another great achievement!APBnPSC has managed to secure the highest number of scholarship in SSC examination 2023, stand...
28/09/2023

Another great achievement!

APBnPSC has managed to secure the highest number of scholarship in SSC examination 2023, standing on the first position again in Bogura district. Not a single Institution in Bogura has ever crossed us in recent years.

Sincere congratulations to SSC 23 batch on your hard-earned success.

Address

উপশহর
Bogura
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humans of apbnpsc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humans of apbnpsc:

Videos

Share

Category