এই পৃথিবী তোমার আমার

এই পৃথিবী তোমার আমার কুজি শহর, রুহিয়া,ঠাকুরগাঁও
(4)

03/12/2023

নাড়ী বড়ই অদ্ভুত
গরীব স্বামীর ঘরে গেলে টাকা খুজে,
আর ধণী স্বামীর ঘরে গেলে সুখ খুজে

14/04/2023

অনেক Follow দিছি, যারা back দিতে চাই দেইনি তাদের বাছে বাছে unfollow করবো

14/04/2023

🥰🥰🥰

11/04/2023

👳‍♀️👳‍♀️👳‍♀️👳‍♀️
#

11/04/2023

😱😱

11/04/2023

😍😍

10/04/2023

শুভ রাত💭
➡️Followers বাড়াতে চাইলে⬅️ সবাই সবার পেইজ প্রমোট করতে ⏬সাহায্য করি।⏬

10/04/2023

আমার পেইজ বড় হবে আপনাদের সহযোগিতার
আর আপনাদের
পেইজ বড় হবে আমার সহযোগিতায়।
Start follow to Follow

10/04/2023

মেয়েদের পর্দা করার গুরুত্ব ❤️❤️

05/04/2023

Beautiful world❤️❤️

05/04/2023

Beautiful world 😍😍

17/11/2022

17/11/2022
কেউ কথা রাখেনি__সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি   ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গ...
19/04/2022

কেউ কথা রাখেনি
__সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!

#ল্যাম্পপোস্ট

24/03/2022

কষ্ট লাঘবের জন্য যদি কোনো ট্যাবলেট আবিষ্কৃত হত তাহলে পৃথিবীতে সব চেয়ে বেশি বিক্রিত পন্যটি হত কষ্ট মোছার ট্যাবলেট।
আচ্ছা ধরে নাও কষ্ট না হবার ট্যাবলেট আবিষ্কার হয়ে গেলো।
এখন ভেবে চিনতে বলো তুমি কষ্ট লাঘবের ট্যাবলেট খাবার পর আবার সুখে থাকার ট্যাবলেট খুঁজবে নাতো?
না, মোটেও এভাবে ভেবনা যে দু:খ ঘুচে যাওয়া মানেই সুখে থাকা।
খেয়াল করো একটা উদাহরন দিচ্ছি। ধরো তুমি ক্ষুধা সহ্য করতে পারছনা এখন যদি তোমায় এমন কোনো ওষুধ দেয়া হয় যে জীবনে কোনো দিন আর খেতে হবেনা। তাহলে কি তুমি খুশি হবে? তোমাকে আর কোনোদিন খেতে হবেনা মানে হলো তুমি কোনোদিন আর খাবার আনন্দ পাবেনা!
তদ্রুপ তোমার জীবন থেকে সব কষ্ট মুছে যাবার মানে হলো তোমার জীবন থেকে সুখের অনুভূতি হারিয়ে যাওয়া! আরাম তখন ই হয় যখন তুমি ক্লান্ত হও।
যে মানুষ যত বেশি দুখী সে তত অল্পতেই সুখী হয়। কেউ দেখবা সামান্য একটা ফুল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আবার কেউ দেখবা বিশাল উপহার পেয়েও মুখ ভার করে আছে!
তেলের ভিতর থেকে তুমি পানি আলাদা করতে পারো পানির ভিতর থেকে পানি আলাদা করা যায়না। কষ্ট বা সুখ আলাদা কিছু না দুটোই এক জিনিস। কেউ কেউ কষ্ট থেকেও সুখ পায়। কেউ কেউ অতি সুখেও কষ্ট পায়!
কেউ দেখবা বর্তমানে প্রচন্ড সুখে থেকেও কোনো এক অতীতের কষ্ট মনে করে হুহু করে কাঁদছে আবার কেউ দেখবা প্রচন্ড কষ্ট থেকে ইচ্ছে করে বের না হয়ে উলটো নেশা করে সেই ক্ষত জায়গা ঘাঁ বানিয়ে এক ধরনের আনন্দ নিচ্ছে!
পানি খেয়ে কারো জীবন বাঁচে আবার সেই পানিতে কেউ ডুবে মরে। সুখ দুখ সেই পানির মত চাইলে ডুবে মরতে পারো চাইলে খেয়ে বাঁচতে পারো।
যেই কষ্ট পেয়ে তুমি মরে যাও সেই কষ্ট পেয়ে কেউ ঘুরে দাঁড়ায়।
যখন তুমি ঘুরে দাঁড়াবা কষ্ট টা তার কারন হবে আর যখন তুমি মরে যাবা তুমি কষ্টের উদাহরন হবে।
এইবার তুমি ঠিক করো তুমি মরে যাবা না ঘুরে দাঁড়াবা?
😊🖤

Address

Bogura

Telephone

+8801858297025

Website

Alerts

Be the first to know and let us send you an email when এই পৃথিবী তোমার আমার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All

You may also like