04/11/2024
ফুটন্ত চন্দ্রমল্লিকার শোভা
ফুলের এই শোভা দেখতে আসছেন পর্যটকরা। চীনে ফ্লাওয়ার টুরিজম বা ফুল পর্যটন একটি জনপ্রিয় ধারা। বিভিন্ন ফুলের বাগানে ও খামারে ফুলের শোভা দেখতে পর্যটকদের আসার ফলে চাঙা হয়ে ওঠে স্থানীয় পর্যটন ব্যবসা।
হেমন্তকালে এখন চন্দ্রমল্লিকা বা ক্রিসেনথিমাম ফুলের মৌসুম চলছে। বিভিন্ন ফুলের দোকানে এ ফুলটি কেনাবেচা হচ্ছে দারুণভাবে।