14/09/2024
গণবিবাহ হালের ট্রেন্ড 😥😥
দিন কয়েক আগে হাতিরঝিলে এক সাংবাদিক মেয়ের লাশ পাওয়া যায়। প্রাথমিক ধারণা আত্মহত্যা। কয়েকদিনের মধ্যে জানা যায় মেয়েটা বিবাহিত ছিলো সাত বছর যাবত, কিন্তু এই বিয়ের কথা মেয়ে বা ছেলের ফ্যামিলির কেউ জানতো না। রিসেন্টলি ছেলে সম্ভবত এক্সট্রা ম্যারিটালে ইনভলভ হয়ে যায়। মেয়ে পারে নাই কারো কাছে হেল্প চাইতে, যেহেতু বিয়ের কথা কেউ জানে না।পারে নাই সহ্যও করতে। So she choose to die.
ঢাকায় থাকা অবস্থায় ইউনিভার্সিটির এক জুনিওর আমার বাসায় এসে ছিলো। "সম্পর্ক হালাল করতে" পরিবারকে না জানিয়ে বিয়ে করে। একসঙ্গে থাকা শুরু করে এবং একটা পর্যায়ে ছেলে Kicked her away. জাস্ট ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়।
এতো কথা বলার কারণ সম্প্রতি গণবিবাহের হিড়িক পড়েছে। প্রথমে ব্যাপারটা ফান হইলেও মনে হচ্ছে না এটা আর ফান আছে।
বিয়ের ক্ষেত্রে মেয়েদের প্রচন্ড সচেতন থাকা উচিত আসলে। যেই ছেলের নিজের সম্পর্কের কথা তথা বিয়ের কথা নিজের বাড়িতে বলার হ্যাডম তথা সাহস নাই সেই ছেলেকে বিয়ে করার চেয়ে ১০ তলা থেকে লাফ দেওয়া সেইফ।
বিয়ে করার আগে এইটা কনফার্ম করা উচিত যে ছেলের ফ্যামিলিও আপনাকে চায়। কারণ এট দ্যা এন্ড অব দ্যা ডে আপনাকে তাদের সঙ্গে থাকতে হবে। এবং প্রেমিক আপনার জন্য সারা দুনিয়ার বিপক্ষে যাইতে রাজী থাকলেও স্বামী কতটুকু যাবে সেইটা প্রশ্ন সাপেক্ষ।
আমার ভাইয়ার বিয়ের আগে আম্মু একবার বলতেছিলো "প্রিন্স যেই মেয়ে পছন্দ করবে হাসিমুখে মেনে নিবো। কিন্তু তুমি পছন্দ করলে আগে যাচাই-বাছাই।" আমি ফোঁশ করে উঠে জিজ্ঞেস করলাম "ভাইয়ার বেলায় এক নিয়ম আমার বেলায় অন্য নিয়ম কেন?"
তখন ভাইয়া বলছিলো "আমি যারে বিয়ে করবো সে তো আমাদের কাছে এসে থাকবে। আমরা জানি আমরা তারে যত্নে রাখবো। বাট তোরে বিয়ে দিলে তো তুই গিয়ে ওই বাড়ি থাকবি। তো তোরে যেই বাড়ি পাঠাবো সেই বাড়িতে তুই কেমন থাকবি সেইটা তো আগে এনশিওর করা লাগবে"
সর্বোপরি বিয়ে কোনো হুজুগে করার জিনিস না। মন চাইলো করে ফেললাম, উঠলো বাই তো মক্কা যাই! বিয়ে ইজ নট লাইক দ্যাট।
যতই বড়ো বড়ো, প্রগ্রেসিভ বুলি আওড়াই না কেন, এই সোসাইটিতে একটা ডিভোর্সী ছেলে যতটুকু এক্সেপ্টেন্স পায় একটা মেয়ে তার ২% ও পায় না। বাপ-মা ই পর হয়ে যায়। সো হুট করে এটলিস্ট এই ট্রেন্ডে গা ভাসায়েন না। পরিবারকে না জানায়ে হুজুগে বিয়ে করে ফেইলেন না।
গণ বিয়েতে পার্টিসিপেট করবেন খুব ভালো, প্রেমিক কে বলেন তার ফ্যামিলি নিয়ে আসতে।