Hasna Hena

Hasna Hena দ্বীনের পথে কাজ করা।
(1)

রাসুল (ﷺ) বলেন, ‘আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে বেশি প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। এ দিনগুলোর আরাফার দ...
06/06/2024

রাসুল (ﷺ) বলেন, ‘আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে বেশি প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। এ দিনগুলোর আরাফার দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য এবং এক রাতের ইবাদত শবে কদরের ইবাদততুল্য।’
(তিরমিজি, খণ্ড: ১, পৃষ্ঠা-১৫৮)

আল্লাহর উপর ভরসা রাখুন।সবকিছুই কারণবশত ঘটে থাকে।একদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন...
04/06/2024

আল্লাহর উপর ভরসা রাখুন।
সবকিছুই কারণবশত ঘটে থাকে।
একদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন্য উত্তম ছিল।

ড. বিলাল ফিলিপ্স।

02/06/2024
বান্দা তার রবের কাছে যত বেশি কাকুতি-মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন।~...
01/06/2024

বান্দা তার রবের কাছে যত বেশি কাকুতি-মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন।

~ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ হাদিউল আরওয়াহ: পৃ. ৯১ ]

কুরআন কারীম এর একপৃষ্ঠা তিলাওয়াতে প্রায় ৫০০০ হাজার নেকি। একপারা তিলাওয়াতে প্রায় একলক্ষ নেকি। এক খতম তিলাওয়াতে প্রায় ত্রি...
30/05/2024

কুরআন কারীম এর একপৃষ্ঠা তিলাওয়াতে প্রায় ৫০০০ হাজার নেকি। একপারা তিলাওয়াতে প্রায় একলক্ষ নেকি। এক খতম তিলাওয়াতে প্রায় ত্রিশ লক্ষ নেকি।

শায়খ আতিক উল্লাহ (হাফিজাহুল্লাহ)

মসজিদে হারামের চত্বরে ইহরামের শুভ্র কাপড় পরা আমার চেয়ে বয়সে ছোট ইয়েমেনী এক ছেলের সাথে কথা হচ্ছিল। জিজ্ঞেস করলাম, - কোথায়...
29/05/2024

মসজিদে হারামের চত্বরে ইহরামের শুভ্র কাপড় পরা আমার চেয়ে বয়সে ছোট ইয়েমেনী এক ছেলের সাথে কথা হচ্ছিল। জিজ্ঞেস করলাম,
- কোথায় থাকো?
- জেদ্দাতে।
- কী করো সেখানে?
- আল্লাহকে তালাশ করি।
- কীভাবে?
- বিল ফুলুস! (অর্থের মাধ্যমে)

আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ভাব্লাম সে ইয়ার্কি করছে। পরে নিজেই ভেঙ্গে বলল, “হালাল রুজি আল্লাহকে পাওয়ার অন্যতম শর্ত। তাই হালাল রুজির অন্বেষণ করা মানে আল্লাহকেই অন্বেষণ করা। আমি জেদ্দায় চাকরি করি।” আমি তার ভাবনার সৌন্দর্যে মুগ্ধ হলাম। সে বয়সে আমার ছোট হলেও ভাবনার গভীরতায় অনেক বড় ছিল।

— আব্দুল্লাহ আল মাসুদ

আমিই কেনো?—কেননা, আল্লাহ যাকে ভালবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন।কথা : সংগৃহীত
29/05/2024

আমিই কেনো?
—কেননা, আল্লাহ যাকে ভালবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন।

কথা : সংগৃহীত

22/05/2024

দোয়া কবুলের গল্প....

বেশি বেশি ইস্তেগফার আর দোয়া ইউনুস পড়ে আমার জীবনে এমন কিছু জিনিস ছিলো যেটা পাওয়া প্রায় অসম্ভব ছিলো তা পেয়েছি। আমি সবসময় বেশি বেশি ইস্তেগফার ও দোয়া কবুলের মূহুর্তে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ্ পরম করুণাময় আল্লাহ তায়ালা আমাকে খালি হাতে ফেরান নি।

আমার যখনই কোনো সমস্যা বা প্রয়োজন আসে, আর আমি বুঝতে পারি আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবেন না, তখনই শুরু হয় আমার "দোয়া ইউনুস "পড়া।
এই দোয়ার অসিলায় আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আমার অসম্ভব চাওয়া পূরণ করে দেন।

✍️Rahima Sultana

ঐ ব্যাপারটায় আমার সবচাইতে বড় ভয় হয়, যখন হা-শরের ময়দানে আমি দাঁড়িয়ে থাকবো আর আমাকে জিজ্ঞেস করা হবে, "তুমি যা জানতে, তার ও...
19/05/2024

ঐ ব্যাপারটায় আমার সবচাইতে বড় ভয় হয়, যখন হা-শরের ময়দানে আমি দাঁড়িয়ে থাকবো আর আমাকে জিজ্ঞেস করা হবে, "তুমি যা জানতে, তার ওপরে আমল করেছিলে কী না?"

— আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু.
[কিতাবুয যুহদ ওয়া রাক্বাই'ক্ব, পৃ: ১২৯]

কেউ দু'আ চাইলে খাস দিলে যত বেশি থেকে বেশি সম্ভব দু'আ করার চেষ্টা করুন। এতে লাভ ছাড়া কোনো লস নাই। হাদিসে আছে—"যে ব্যক্তি ...
09/05/2024

কেউ দু'আ চাইলে খাস দিলে যত বেশি থেকে বেশি সম্ভব দু'আ করার চেষ্টা করুন। এতে লাভ ছাড়া কোনো লস নাই। হাদিসে আছে—

"যে ব্যক্তি অন্যের জন্য দু'আ করে, ফেরেশতারা তার জন্য দু'আ করতে থাকে।"
(আবু দাউদ ১৫৩৪)

08/05/2024

আপনাকে প্রচন্ড কষ্ট দিয়ে, আপনার সাথে বেইনসাফী করে যদি কেউ বাহ্যিক ভাবে সুখে থাকে, খারাপ লাগে আপনার। রাগ হয়, অভিমান হয়। কিন্তু করার থাকে না তখন কিছুই।

“কারো সুখ সহ্য হয় না কেন তোমার!” - এসব কথাও শোনা লাগে উল্টো নিজেরই। বোঝানো যায় না কাউকে, এ কষ্ট কারো সুখে থাকা নিয়ে নয়, নিজের সাথে হওয়া প্রতারনার।

চোখ বন্ধ করে বিশ্বাস করার পর যখন কেউ বিশ্বাসের সব দেয়াল ভেঙে দেয়, প্রতারক মানুষটি হাসতে থাকে তখনো। সে ভাবে জিতে গেলো সে, হেরে গিয়েছি ভাবতে থাকেন তখন আপনিও।
দোর্দন্ড প্রতাপে জালিম হেটে বেড়ায় সগর্বে, মাথা নীচু করে থাকে মাজলুম এক কোনায়।

কুরআনের ছোট্ট একটি সান্তনার বাণী-
“আপনি ধৈর্য ধরুন যতক্ষন না আল্লাহ বিচার করেন”
— সুরা ইউনুস

অভিশাপ দিবেন না। বলবেন না কোন কটু বাক্য। নিশ্চিত জানুন “যখন আল্লাহ বিচার করেন” কথাটির ওজন এত বেশি, কোন পাহাড়ের চুড়ায় রেখে দিলে, তা থরথর করে কেপে উঠতো।

অপেক্ষা সেদিনের, যেদিন “আল্লাহ বিচার করবেন”।
হার জিতের দিন যেদিন, অপেক্ষা সেদিনের।

কথা:সংগৃহীত

07/05/2024

যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।

আল হাদিস (তিরমিযী ১৯৪০, আবূ দাউদ ৩৬৩৫, আহমাদ ১৫৩২৮)

30/04/2024

দোয়া কবুলের গল্প —

৩৪ বছর বয়সী এক মহিলার বিয়ে হয়নি। অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হল তার আত্বীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেংগে দিয়ে যায়।
অভিযোগ ছিল, এই বয়সে মেয়ে গর্ভবতী হতে পারবে না। বিয়ের আগের দিনই বিয়ে ভাংগার ব্যপারে ছেলের পুর্ন সমর্থন ছিল। ছেলেও হঠাৎ বলে বসে বয়স্ক মেয়ে বিয়ে করব না। ৩৪ বছর বয়সী মেয়েটার মাথায় আকাশ ভেংগে পড়ে। বয়স, অপমান, লজ্জা, ভবিষ্যত দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। নিজের একটু শান্তির জন্যে সে উমরাহতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মদীনাতে, মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগের ছিল জানি না। শুধু এটুকু জানি, সিজদাতে, কান্নারত অবস্থায় সে কুরআনের একটা আয়াত তিলাওয়াত করতে থাকতো।

'তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না'।
-সুরাহ যুমার: ৫৩।

উমরাহ শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে সুটকেস বের করতে বেগ পেতে হচ্ছিল বোনটার। পাশের এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে তাকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটা তার অপেক্ষারত বোন আর দুলাভাইকে দেখতে পেল। সাথে দেখতে পেল বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে। দুলাভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে তার বন্ধুটির সাথে।

জি। এই পরিচয় বিয়েতে রুপ নিতে সময় লেগেছে খুব কম। দুয়ার রিফ্লেকশন সিনেমাটিক মনে হয়েছে? তাহলে আরও শুনুন। বোনটির বিয়ের পর সন্তানের সংখ্যা ৩জন। আমি এতে অবাক হইনি। এখানেই শেষ না। যেই মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেংগে ফেলেছিল এবং পরে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করেছে, তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না।

যাই হোক। এটা তাদের ব্যাপার। সন্তানহীন, সেটা আল্লাহর ইচ্ছা। দোষারোপের উদ্দেশ্যে বলিনি। আমার উদ্দেশ্য এটা বুঝানো, দুয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দুয়া করতে থাকুন। একিন সৎ হলে, আর হালাল পথে চললে একদিন দুয়া কবুল হবে ইনশাআল্লাহ ।

- এক ভাইয়ের ওয়াল থেকে।

20/04/2024

দোয়া কবুলের গল্প 🖤

গত রমাদানে মন প্রাণ দিয়ে শুধু আল্লাহ্'র কাছে একটা দু'আ করতাম সামনের রমাদানে যেনো আমার কোলটা ভরা থাকে।
আলহামদুলিল্লাহ্ আল্লাহ্'র দেয়া নিয়ামত নিয়ে
বসে আছি।

১০ বছর অপেক্ষার ফল আল্লাহ্ আমাকে দিয়েছেন।যাদের দু'আ কবুল হচ্ছে না তারা দয়া করে কুরআন হাদিসে বর্ণিত আমল গুলো ধৈর্য‍্যের সাথে করুন এবং আল্লাহর কাছে চাইতে থাকুন।
ইনশাআল্লাহ্ সঠিক সময়ে আল্লাহ্ দু'আ কবুল করবেন। তাহাজ্জুদ নামাজের কোনো তুলনাই নাই। সাথে উঠতে বসতে ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ্) করুন।
তবে ইস্তেগফার মনের আশা পূণের জন‍্য না পড়ে বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে পড়ুন। ইনশাআল্লাহ্ আপনার মনের সকল নেক আশা পূরণ হবেই। [সংগৃহীত ও পরিমার্জিত]

19/04/2024

দু'আ কবুলের গল্প
সবর করার গল্প

আমার পরিচিত এক আপুর গল্প বলি,
আপুটার বাচ্চা হতো না। দেশের সব ডাক্তার দেখানোর পর ও কোনো লাভ হলোনা। ৭ বছরে তখনও তাদের একটা সন্তান হলনা। তখন তারা ইন্ডিয়াতে গেলেন। কিন্তু ডাক্তাররা ফিরিয়ে দিলেন, আর বললেন আর কখনই বাচ্চা হবেনা। তখন তারা দেশে ফিরে এলেন ।
আপু তখন ভাইয়াকে বললেন, অনেক তো কষ্ট করলাম, চেষ্টা করলাম, কিছুই হলনা। চলো এবার আমরা আল্লাহকে বলি। তারপর তারা প্রতিদিন রাতে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এবং আল্লাহর রহমত হল, আপু এক মাসের মধ্যে প্রেগন্যান্ট হলেন। আলহামদুলিল্লাহ। তো আপুরা আল্লাহ সব ই পারেন। শুধু তাকে ডাকার মত করে ডাকতে হবে। আর ধৈর্য্য ধরতে হবে। আমার জন্য দোয়া করবেন আপুরা।

Ridima jannat Esha আপুর কমেন্ট থেকে নেয়া....

𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 𝑹𝒆𝒎𝒊𝒏𝒅𝒆𝒓- সুরা কাহাফ তেলাওয়াত করা। 📖-  কমপক্ষে ১০০ বার ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ) করা,  -  ১০০০ বার দূরদ শরিফ প...
19/04/2024

𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 𝑹𝒆𝒎𝒊𝒏𝒅𝒆𝒓

- সুরা কাহাফ তেলাওয়াত করা। 📖
- কমপক্ষে ১০০ বার ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ) করা,
- ১০০০ বার দূরদ শরিফ পাঠ করা।
- অন্তত এক টাকা সাদকাহ করা।
- দোয়া কবুলের মুহুর্তে (আসর মাগরিব এর মধ্যবর্তী সময়)দোয়া। 🖤
দুরুদ :
-اللهم صل وسلم على نبينا محمد

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ। رسول الله ﷺ 💚

18/04/2024

ইস্তেগফার আর দুরুদের মধ্যে
সত্যিই অলৌকিকতা আছে, সুবহানাল্লাহ্ ❤️

বেশ কিছু দিন যাবৎ ধরে আমার খুব বেশি খারাপ লাগছিলো। কষ্টে মনে হচ্ছিলো বুক ফেটে মারা যাবো। জীবনটা আমার অনেক বেশি অগোছালো আর ছন্নছাড়া। গতকালও আমার ভীষণ অস্থির আর এলোমেলো লাগছিলো।
আজ আমি দুপুর থেকে ইস্তেগফার আর দুরুদের আমলটা করার চেষ্টা করেছি। খুব বেশি যে পড়তে পেরেছিলাম তা কিন্তু না, তবে চেষ্টা করেছি পড়ার।

সন্ধ্যা হতে না হতেই বেশ কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আলহামদুলিল্লাহ। মনটা ভালো আর শান্ত হয়ে যাওয়ার মতো বেশ কিছু ঘটনা ঘটলো আমার সাথে।
এখন আমার আগের তুলনায় অনেক শান্তি লাগছে। অস্থিরতাটা কমে গেছে। খুব ফ্রেশ আর relax লাগছে নিজেকে আলহামদুলিল্লাহ।
অথচ গতকালও কতোটা খারাপ অবস্থা ছিলো আমার। (সংগৃহীত)

17/04/2024

যতবারই দান করি খুব অদ্ভুতভাবে আল্লাহ বিপদ দূর করে দেন, মনের নেক আশা পূর্ণ করেন, রিজিকে বারাকাহ্ দান করেন আলহামদুলিল্লাহ্।

ব্যবহৃত, অব্যবহৃত কিছু জিনিস দান করেছিলাম।

আজ অপ্রত্যাশিতভাবে কাজিনের কাছ থেকে হাদিয়া পেলাম ১০০টাকা, ব্যবহারযোগ্য দুইটা বোরকা আর দুইটা জামা যেগুলো দিয়ে আমার বেশ অনেকদিন চলে যাবে। সত্যিই আল্লাহ্ মহান।

- নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন।

16/04/2024

ইস্তেগফার আর দুরুদের মধ্যে সত্যিই অলৌকিকতা আছে, সুবহানাল্লাহ্।

বেশ কিছু দিন যাবৎ ধরে আমার খুব বেশি খারাপ লাগছিলো। কষ্টে মনে হচ্ছিলো বুক ফেটে মারা যাবো।জীবনটা আমার অনেক বেশি অগোছালো আর ছন্নছাড়া। গতকালও আমার ভীষণ অস্থির আর এলোমেলো লাগছিলো।
আজ আমি দুপুর থেকে ইস্তেগফার আর দুরুদের আমলটা করার চেষ্টা করেছি। খুব বেশি যে পড়তে পেরেছিলাম তা কিন্তু না, তবে চেষ্টা করেছি পড়ার।

সন্ধ্যা হতে না হতেই বেশ কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আলহামদুলিল্লাহ। মনটা ভালো আর শান্ত হয়ে যাওয়ার মতো বেশ কিছু ঘটনা ঘটলো আমার সাথে।
এখন আমার আগের তুলনায় অনেক শান্তি লাগছে। অস্থিরতাটা কমে গেছে। খুব ফ্রেশ আর relax লাগছে নিজেকে আলহামদুলিল্লাহ।
অথচ গতকালও কতোটা খারাপ অবস্থা ছিলো আমার। (সংগৃহীত)

01/04/2024

ক'দিন ধরে ১০০০ বার দরুদ পড়ার মাধ্যমে ইচ্ছে পূরণ নিয়ে বেশ কতগুলো পোস্ট ঘুরঘুর করছিল। আজ মনে হলো, একবার ট্রাই করে দেখলে মন্দ হয় না।

নিজের জন্য চারটা ইচ্ছা বাছাই করলাম। এরপর সবগুলোর জন্য নিয়ত করে ১০০০ বার দরুদ পড়া শুরু করে দিলাম। যদিও সবগুলো পূরণ হয়নি। তবে তার মধ্যে থেকে আমার একটা ইচ্ছে খুব খুব সুন্দর ভাবে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ্ সেই কাজটা আমার জন্য এতোটা সহজ করে দিবেন, তা কল্পনাও করতে পারি নি। সুবহানআল্লাহ!
বাই দ্যা ওয়ে, আমাদের প্রতিদিনকার লাইফে এরকম অনেক কাজ থাকে, ইচ্ছে পূরণ থাকে। তাই না! আমরা এইভাবে আমাদের ইচ্ছে গুলো পূরণ করতে পারি ইন শা আল্লাহ্।‌ প্রতিদিন একটা করে কঠিন কাজ বা আমাদের চাওয়া গুলো আল্লাহ্ কে বলতে পারি। শর্ত হিসেবে ১০০০ বার দরুদ পড়বো ইন শা আল্লাহ্। এতে দু'আ খুব দ্রুত কবুল হয়।

এতে কী হবে?
প্রথমত, আমরা দরুদ পাঠে অভ্যস্ত হয়ে যাবো ইন শা আল্লাহ্।

আর দ্বিতীয়ত, আমাদের প্রয়োজনের সময় অন্য কারো দ্বারস্থ হতে হবে না ইন শা আল্লাহ্। আল্লাহ্ কে বললেই যদি নিমিষেই সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে অন্য কারো দ্বারস্থ কেন হবো?

#ইচ্ছেপূরণ
#তানজিলা_তানু

22/03/2024

রমজানের দ্বিতীয় জুমুআ শুরু হয়েছে। আমাদের টাস্ক—
☞ ১০০০০ বার দুরুদ
☞ ১০০০ বার ইস্তেগফার
☞ দুআ
☞ সূরা কাহাফ
☞ অন্তত ১ টাকা সাদকাহ

Rukaiya Mabrura

16/03/2024

যারা কুরআন খতম করছেন তাদের জন্য বেশ উপকারী একটি পরামর্শ হচ্ছে— প্রতিদিনের তিলাওয়াতের সময় সাথে বড় একটি বোতলে পানি প্রস্তুত রাখবেন । যেদিন যতটুকু পড়বেন, পড়া শেষে কারো সাথে কথাবার্তা বলার আগেই উক্ত পানিতে ফুঁ দিয়ে রাখবেন ।

এভাবে পুরা খতমের ফুঁ দেয়া পানি বাসায় হেফাজত করবেন । বিভিন্ন রোগব্যাধি, বাচ্চাদের ভয় পাওয়া, পেটে ব্যথা, জ্বীন, জাদু, বদনজর ইত্যাদি ইত্যাদি অনেক চিকিৎসার ক্ষেত্রেই এই পানি বহুত কাজে আসবে— ইনশাআল্লাহ্।

ফিল্টার করা পানি নিলে ভালো হয় । যাতে পরবর্তীতে পানি শীঘ্রই নষ্ট না হয়ে যায়...

©Raqi M***i Muhammad Al Amin

বছরের বারোটি মাস যেন (নবি) ইয়াকুব (আ.)-এর বারো জন পুত্রের ন্যায়৷ তাদের মধ্যে ইউসুফ (আ.) যেমন তাঁর পিতার নিকট সর্বাধিক প্...
12/03/2024

বছরের বারোটি মাস যেন (নবি) ইয়াকুব (আ.)-এর বারো জন পুত্রের ন্যায়৷ তাদের মধ্যে ইউসুফ (আ.) যেমন তাঁর পিতার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন, তেমনি রামাদান মাসও আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তা‘আলা যেভাবে এক ভাই (ইউসুফ আ.)-এর দু‘আয় এগারো জন (ভাই)-কে ক্ষমা করেছিলেন, সেভাবে রামাদান মাসে তোমার দু‘আর ফলে তোমার বাকি এগারো মাসের পাপগুলো তিনি ক্ষমা করে দিতে পারেন৷’
—ইমাম ইবনুল জাওযি (রাহিমাহুল্লাহ্)
কপি

১৫ টি কারণে রোজা ভাঙে না, যদিও অনেকে মনে করে, এসব কারণে রোজা ভেঙে যায়। ▬▬▬▬▬▬▬▬◖◉◗▬▬▬▬▬▬▬▬(১) অনিচ্ছাকৃত বমি হলে (মুখ ভর...
08/03/2024

১৫ টি কারণে রোজা ভাঙে না, যদিও অনেকে মনে করে, এসব কারণে রোজা ভেঙে যায়।
▬▬▬▬▬▬▬▬◖◉◗▬▬▬▬▬▬▬▬
(১) অনিচ্ছাকৃত বমি হলে (মুখ ভরে হলেও) রোজা ভাঙবে না। তেমনি, বমি কণ্ঠনালীতে এসে নিজে নিজে ভেতরে ঢুকে গেলেও রোজা ভাঙবে না। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তির বমি এসে গেছে, তার উপর কাজা নেই। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করেছে, তাকে কাজা আদায় করতে হবে।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৭২০; হাদিসটি সহিহ]
(২) শরীর থেকে রক্ত বের হলে, হিজামা করলে বা কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমতাবস্থায় শিঙ্গা লাগিয়েছেন (হিজামা করিয়েছেন), যখন তিনি রোজাদার। [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯৩৯]
আনাস (রা.)-কে জিজ্ঞাসা করা হলো, রোজা অবস্থায় হিজামা তথা শিঙ্গা লাগানোকে কি আপনারা মাকরুহ (অপছন্দনীয়) মনে করতেন? তিনি বলেন, ‘না। তবে, এর ফলে দুর্বল হয়ে পড়লে তা মাকরুহ হবে।’ [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯৪০]
সুতরাং, রোজা অবস্থায় রক্ত দিতেও কোনো সমস্যা নেই। কারণ দুটোই একজাতীয় বিষয়। এমনটিই বলেছেন বিশিষ্ট আলিমগণ।
(৩) সুরমা, কাজল, সুগন্ধি ইত্যাদি দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। আয়িশা (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সুরমা লাগিয়েছেন। [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ১৬৭৮; হাদিসটি সহিহ]
তেমনি, শরীর বা মাথায় তেল ব্যবহার করলেও রোজা ভাঙবে না। [ইমাম আবদুর রাযযাক, আল মুসান্নাফ: ৪/৩১৩]
(৪) মশা, মাছি, ধুলাবালি, কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটে ঢুকে গেলে রোজা ভাঙবে না। ইবনু আব্বাস (রা.) বলেন, ‘‘কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভাঙবে না।’’ [ইমাম ইবনু আবি শাইবাহ, আল মুসান্নাফ: ৬/৩৪৯; শায়খ ইবনু উসাইমিন, রমযান মাসের ৩০ আসর, পৃষ্ঠা: ১৫৩]
(৫) ভুলে কিছু পানাহার করলে রোজা ভাঙবে না। হাদিসে এসেছে, ‘‘যে রোজাদার ভুলে খেয়ে ফেললো বা পান করে ফেললো, সে যেন তার রোজা পূর্ণ করে; কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯৩৩]
(৬) স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না।
কারণ স্বপ্নদোষ হওয়ার বিষয়টি ইচ্ছাকৃত নয়। আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না।’’ [সুরা বাকারা, আয়াত: ২৮৬]
(৭) রোজা অবস্থায় অজ্ঞান, বেহুঁশ বা অচেতন হলে রোজা ভাঙবে না। তাবিয়ি নাফে’ (রাহ.) বলেন, ‘আবদুল্লাহ ইবনু উমার (রা.) একবার নফল রোজা অবস্থায় বেহুঁশ হয়ে যান। কিন্তু এ কারণে তিনি রোজা ভঙ্গ করেননি।’ [ইমাম বাইহাকি, আস-সুনানুল কুবরা: ৪/২৩৫]
(৮) ইবনু উমার (রা.) বলেন, ‘‘রোজা অবস্থায় মিসওয়াক—কাঁচা বা পাকা ডাল দিয়ে—করলে রোজার কোনো সমস্যা হবে না।’’ এমনকি ইফতারের পূর্বে মিসওয়াক করলেও অসুবিধা নেই। [ইমাম ইবনু আবি শাইবাহ, আল মুসান্নাফ: ৯১৭৩; বর্ণনাটির সনদ সহিহ]
[রামাদানে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার থেকে বিরত থাকা উচিত। কারণ এর কিছু স্বাদ মুখে পাওয়া যায়, ফলে এটি মাকরুহ। তবে, কেউ গিলে না ফেললে রোজা ভাঙবে না]
(৯) নাইট্রোগ্লিসারিন-জাতীয় ইনহেলারে রোজা ভাঙবে না, তবে ভেনটোলিন ইনহেলারে রোজা ভেঙে যাবে। কারণ এর কিছু অংশ খাদ্যনালীতে প্রবেশ করে। [মাসিক আল কাউসার সূত্রে মাওলানা হাবীবুর রহমান সংকলিত ‘রমযান মাসের উপহার’]
(১০) নাকে ড্রপ অথবা স্প্রে ব্যবহারের পর তা যদি গলার ভেতরে চলে যায়, তবে রোজা ভেঙে যাবে। অবশ্য গলায় না গেলে বা স্বাদ অনুভূত না হলে রোজা ভাঙবে না। [মাজাল্লাতু মাজমা‘ইল ফিকহিল ইসলামি: ২/৪৫৪; মাসিক আলকাউসার সূত্রে ‘রমযান মাসের উপহার’]
(১১) খাবার ঠিকঠাক আছে কি না, তা বোঝার জন্য ঘ্রাণ নিলে রোজা ভাঙবে না। ইবনু উসাইমিন (রাহ.) বলেন, ‘(জিহ্বা দিয়ে) খাবারের স্বাদ গ্রহণ করলে রোজা ভাঙবে না, যদি গিলে ফেলা না হয়।’ [রমযান মাসের ৩০ আসর, পৃষ্ঠা: ১৫৫]
তবে, বাধ্য না হলে এমনটি করা মাকরুহ। ইমাম ইবনু তাইমিয়্যাহ্ (রাহ.) বলেন, ‘প্রয়োজন ছাড়া খাবার চেখে দেখা মাকরুহ; তবে এতে রোজা ভঙ্গ হবে না।’ [ফাতাওয়া কুবরা: ৪/৪৭৪]
(১২) রোজা অবস্থায় নখ বা চুল কাটতে কোনো সমস্যা নেই। মেয়েরা হাতে-পায়ে মেহেদী দিলেও রোজার কোনো ক্ষতি হবে না। [শায়খ আহমাদ মুসা জিবরিলের রিসালাহ]
(১৩) সহবাস ছাড়া স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হলে রোজা ভাঙবে না। তবে বীর্যপাত হওয়া যাবে না।
আয়িশা (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার অবস্থায় (স্ত্রীকে) চুমু খেতেন এবং তাদের সাথে (ঘনিষ্ঠ) মেলামেশা করতেন। তবে, নিজ আবেগ-উত্তেজনার উপর তাঁর নিয়ন্ত্রণ ছিলো তোমাদের সবার চেয়ে বেশি। [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯২৭]
ইবনু আব্বাস (রা.) বলেন, ‘‘বয়স্ক রোজাদারদের (স্ত্রীর সাথে) ঘনিষ্ঠ মেলামেশার অনুমতি দেওয়া হয়েছে এবং যুবকদের জন্য মাকরুহ (অপছন্দ) করা হয়েছে।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: হাদিসটি সহিহ]
শায়খ ইবনু উসাইমিন (রাহ.) বলেন, ‘কিছু লোক আছে, যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না; তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। এমন ব্যক্তি ফরজ রোজা পালনকালে স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা ইত্যাদির মাধ্যমে ঘনিষ্ঠ হওয়া থেকে সাবধান থাকবে। আর যদি ব্যক্তি নিজের ব্যাপারে জানে যে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে তার জন্য স্ত্রীকে চুম্বন করা ও জড়িয়ে ধরা জায়েয আছে; এমনকি ফরজ রোজার মধ্যেও।’
তবে, সাবধান! রোজা অবস্থায় দিনের বেলা উত্তেজনাবশত সহবাস করে বসলে কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। তাই, এসব ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা চাই। বিশেষ করে ফজরের পর যখন স্বামী-স্ত্রী ঘুমাতে যান, তখন শয়তান বেশি উত্তেজিত করে তোলে। তাই, এক কাঁথার নিচে না শুয়ে একটু দুরত্ব অবলম্বন করা উচিত।
(১৪) রামাদানে রাতের বেলা সহবাস করতে কোনো অসুবিধা নেই। এমনকি সহবাসের পর গোসল না করে সাহরি খেয়ে ফজরের ওয়াক্ত হওয়ার পর গোসল করলেও সমস্যা নেই। আয়িশা (রা.) ও উম্মু সালামা (রা.) বর্ণনা করেন যে, (রাতে সহবাসের ফলে) অপবিত্র থাকা অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেতো; এরপর তিনি গোসল করতেন ও রোজা রাখতেন। [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯২৬]
তবে, ফজরের সময়টি খুব দীর্ঘ না। তাই, কোনোভাবেই যেন ফজরের ওয়াক্ত শেষ হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
(১৫) গরমের কারণে, শরীর ঠাণ্ডা করতে কিংবা পিপাসা নিবারণ করতে একের অধিকবার গোসল করতেও সমস্যা নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কাজটির প্রমাণ রয়েছে। [ইমাম আবু দাউদ, আস-সুনান: ২৩৬৫; হাদিসটি সহিহ]
Nusus

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasna Hena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasna Hena:

Videos

Share



You may also like