31/01/2025
প্রিয় বুড়ি,
কেমন আছো? হয়তো ভালো আছো, আবার না থাকতেও পারো! পৃথিবীটা বিষন্নতার বেড়াজালে বন্দি এখন, মন খারাপ হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়!
আচ্ছা, আমাদের মন খারাপ কেন হয়?
চাহিদা! হ্যা এটি সত্য, যখন আমরা কোনো কিছু পেতে ইচ্ছে করি, আর সেটা না পাই তখনই মুলত মন খারাপ হয়, এখন হতে পারে মানুষ কিংবা কোনো বস্তু!
তবে একটি কথা কি জানো?
যখন তুমি আত্মমগ্ন হবে, তখন তোমার মনে হবে, জীবন মানেই, লাঞ্ছনা আর যন্ত্রণাময়!
যখন তুমি তোমার দুঃখ, কিংবা, হতাশার সাথে যুদ্ধ করতে আগ্রাসী হয়ে উঠবে, তখন তোমার মনে হবে, সুখানুভূতি ছাড়া জয় ছিনিয়ে আনা সম্ভব না!
জীবনের প্রতিটি পথে হোঁচট খাওয়ার পর প্রশ্ন জাগতে পারে,
সুখ কোথায়?
গোপন কথাটি হয়তো তোমার কানে কানে বলার প্রয়োজন ছিলো,
"ভালোবাসার মাঝেই অন্তনির্হিত জীবনের পরম সুখ"
কারন কাউকে ঘৃণা করার অধিকার তোমার নেই!
প্রিয় বুড়ি
ভালোবাসা জীবনের খুবই তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় এটি অস্বীকার করার কোনো উপায় নেই!
কিছু মানুষ হয়তো বলবে নিরব থেকো একা থাকো, ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে ইত্যাদী ইত্যাদী ইত্যাদী,,,
সত্যি বলতে সমকামীদের সহমর্মিতার মতোই নিকৃষ্ট এই ব্যাপার গুলো!
তবুও কখনো কখনো একা থাকতে হয়!
যখন মনে হয় আমার কোনো বন্ধু নেই, যারা আছে তারা তো শুধু সময়ের জন্যে, আমার জন্য নয়!
তবে একাকিত্ব খুব ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে তোমার জীবনে!
সেই বিপদ নিয়ে আলোচনা করার আগে, তোমাকে জানতে হবে একাকিত্ব কি?
একা, শব্দ-টা দুই অক্ষরের, কিন্তু তুমি হয়তো জানোনা, এটার ভেতর বাস করে কতো কোটি মায়া কীট,
ওরা তোমাকে ডাকে, যখন তুমি নিজেকে দুর্বল আর পরাধীন ভাবো, যখন তুমি মনে করো, তোমাকে কেউ পছন্দ করেনা, কেউ পাত্তা দেয়না, কিংবা ভাবো, কেউ তোমাকে বুঝেনা!
ঐসময় তোমাকে ওরা ডাকে, তোমার পছন্দের মানুষটাকে ছেড়ে, পছন্দের খাবার এবং তোমার গুছিয়ে রাখা বইয়ের তাক ছেড়ে যেতে!
বুড়ি আমার,
সাবধান! ওরা তোমাকে বেঁচে থাকার স্বাধীনতা দিবে, কিন্তু কেড়ে নিবে সব কিছু, যেমন তোমার স্বতন্ত্র চিন্তা শক্তি, মানবিক গুনাবলি, আর সবচেয়ে মূল্যবান যেইটা, সেটা হলো তোমার মুখের হাসি!
কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা
তোমাকে নিয়ে কিছু লিখতে চাইলেই হার্টবিট বেড়ে যায়!
লিখতে না চাইলে রাতে ঘুমাতে পারিনা, তাই বাধ্য হয়ে লিখছি
ধরো যদি ঘুমিয়ে পড়লে, আর ধরো যদি সেই ঘুমে একটা স্বপ্ন দেখলে, আর সেই স্বপ্নে গিয়ে অদ্ভুত আর সুন্দর একটা ফুল তুললে, আর ধরো যদি জেগে উঠে সেই ফুলটিকে তোমার হাতে দেখতে পেলে, তো কি হবে তখন?
এমন কিছু যা দূরের, যা পাওয়া যায়না, তার জন্য এই আকুল আকাঙ্ক্ষা রোমান্টিকদের বৈশিষ্ট্য, তবে আমি কোনো রোমান্টিক মানুষ নই,
রাত জেগে তোমাকে রোমান্টিক গান শুনাতে পারবোনা!
আমি খুবই নগন্য ভাবুক মানুষ, আমি সব কিছুর উত্তর খুজে আসছি এত বছর ধরে,,,
সুনয়না,
আমি বলছিনা আমাকেই ভালোবাসতে হবে,,
বস্তুত আমি পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ.... কি নেই জীবনে! খিক খিক খিক...
বুড়ি,
শতবর্ষি বটবৃক্ষের কসম, আমিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ!
তুমি বিশ্বাস করবে কিনা জানিনা আমি প্রতিদিনই শেষবারের মতো পাপের সাগরে স্নান করি, নিয়ম করে করি যৌনবাস!
আমি কসম করছি সেই গস্তানির, যে প্রথম শিক্ষা দিয়েছে অনুভুতি কি, তার অর্ধনগ্ন শরির ছুয়ে বলছি, তোমাকে ভালোবাসি....
- Shohag Mkks