Mkks Diary

Mkks Diary হৃদয়ে দেশের ছোঁয়া

কখনো বলি নি মুখে ‘ভালো নেই‘তারপরও যারা বুঝে নেয়, মাবুদ তুমি তাদের তুমি যত্নে রাইখো...- Shohag Mkks
01/02/2025

কখনো বলি নি মুখে ‘ভালো নেই‘
তারপরও যারা বুঝে নেয়, মাবুদ তুমি তাদের তুমি যত্নে রাইখো...
- Shohag Mkks

প্রিয় বুড়ি,কেমন আছো?  হয়তো ভালো আছো, আবার না থাকতেও পারো! পৃথিবীটা বিষন্নতার বেড়াজালে বন্দি এখন, মন খারাপ হতেও পারে, অস্...
31/01/2025

প্রিয় বুড়ি,

কেমন আছো? হয়তো ভালো আছো, আবার না থাকতেও পারো! পৃথিবীটা বিষন্নতার বেড়াজালে বন্দি এখন, মন খারাপ হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়!
আচ্ছা, আমাদের মন খারাপ কেন হয়?
চাহিদা! হ্যা এটি সত্য, যখন আমরা কোনো কিছু পেতে ইচ্ছে করি, আর সেটা না পাই তখনই মুলত মন খারাপ হয়, এখন হতে পারে মানুষ কিংবা কোনো বস্তু!

তবে একটি কথা কি জানো?
যখন তুমি আত্মমগ্ন হবে, তখন তোমার মনে হবে, জীবন মানেই, লাঞ্ছনা আর যন্ত্রণাময়!
যখন তুমি তোমার দুঃখ, কিংবা, হতাশার সাথে যুদ্ধ করতে আগ্রাসী হয়ে উঠবে, তখন তোমার মনে হবে, সুখানুভূতি ছাড়া জয় ছিনিয়ে আনা সম্ভব না!
জীবনের প্রতিটি পথে হোঁচট খাওয়ার পর প্রশ্ন জাগতে পারে,
সুখ কোথায়?
গোপন কথাটি হয়তো তোমার কানে কানে বলার প্রয়োজন ছিলো,
"ভালোবাসার মাঝেই অন্তনির্হিত জীবনের পরম সুখ"
কারন কাউকে ঘৃণা করার অধিকার তোমার নেই!

প্রিয় বুড়ি
ভালোবাসা জীবনের খুবই তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় এটি অস্বীকার করার কোনো উপায় নেই!
কিছু মানুষ হয়তো বলবে নিরব থেকো একা থাকো, ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে ইত্যাদী ইত্যাদী ইত্যাদী,,,
সত্যি বলতে সমকামীদের সহমর্মিতার মতোই নিকৃষ্ট এই ব্যাপার গুলো!
তবুও কখনো কখনো একা থাকতে হয়!
যখন মনে হয় আমার কোনো বন্ধু নেই, যারা আছে তারা তো শুধু সময়ের জন্যে, আমার জন্য নয়!
তবে একাকিত্ব খুব ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে তোমার জীবনে!
সেই বিপদ নিয়ে আলোচনা করার আগে, তোমাকে জানতে হবে একাকিত্ব কি?

একা, শব্দ-টা দুই অক্ষরের, কিন্তু তুমি হয়তো জানোনা, এটার ভেতর বাস করে কতো কোটি মায়া কীট,
ওরা তোমাকে ডাকে, যখন তুমি নিজেকে দুর্বল আর পরাধীন ভাবো, যখন তুমি মনে করো, তোমাকে কেউ পছন্দ করেনা, কেউ পাত্তা দেয়না, কিংবা ভাবো, কেউ তোমাকে বুঝেনা!
ঐসময় তোমাকে ওরা ডাকে, তোমার পছন্দের মানুষটাকে ছেড়ে, পছন্দের খাবার এবং তোমার গুছিয়ে রাখা বইয়ের তাক ছেড়ে যেতে!

বুড়ি আমার,
সাবধান! ওরা তোমাকে বেঁচে থাকার স্বাধীনতা দিবে, কিন্তু কেড়ে নিবে সব কিছু, যেমন তোমার স্বতন্ত্র চিন্তা শক্তি, মানবিক গুনাবলি, আর সবচেয়ে মূল্যবান যেইটা, সেটা হলো তোমার মুখের হাসি!

কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা
তোমাকে নিয়ে কিছু লিখতে চাইলেই হার্টবিট বেড়ে যায়!
লিখতে না চাইলে রাতে ঘুমাতে পারিনা, তাই বাধ্য হয়ে লিখছি
ধরো যদি ঘুমিয়ে পড়লে, আর ধরো যদি সেই ঘুমে একটা স্বপ্ন দেখলে, আর সেই স্বপ্নে গিয়ে অদ্ভুত আর সুন্দর একটা ফুল তুললে, আর ধরো যদি জেগে উঠে সেই ফুলটিকে তোমার হাতে দেখতে পেলে, তো কি হবে তখন?
এমন কিছু যা দূরের, যা পাওয়া যায়না, তার জন্য এই আকুল আকাঙ্ক্ষা রোমান্টিকদের বৈশিষ্ট্য, তবে আমি কোনো রোমান্টিক মানুষ নই,
রাত জেগে তোমাকে রোমান্টিক গান শুনাতে পারবোনা!
আমি খুবই নগন্য ভাবুক মানুষ, আমি সব কিছুর উত্তর খুজে আসছি এত বছর ধরে,,,

সুনয়না,
আমি বলছিনা আমাকেই ভালোবাসতে হবে,,
বস্তুত আমি পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ.... কি নেই জীবনে! খিক খিক খিক...

বুড়ি,
শতবর্ষি বটবৃক্ষের কসম, আমিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ!
তুমি বিশ্বাস করবে কিনা জানিনা আমি প্রতিদিনই শেষবারের মতো পাপের সাগরে স্নান করি, নিয়ম করে করি যৌনবাস!
আমি কসম করছি সেই গস্তানির, যে প্রথম শিক্ষা দিয়েছে অনুভুতি কি, তার অর্ধনগ্ন শরির ছুয়ে বলছি, তোমাকে ভালোবাসি....

- Shohag Mkks

কখনো অন্যের মত হতে চাইয়েন না! মানুষের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হইলো অন্যের মত হতে চাওয়া, অন্যের মত হইতে গিয়ে মানুষ নিজের অ...
26/01/2025

কখনো অন্যের মত হতে চাইয়েন না! মানুষের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হইলো অন্যের মত হতে চাওয়া, অন্যের মত হইতে গিয়ে মানুষ নিজের অস্তিত্ব হারাইয়া ফেলে! প্রতিটি মানুষের ভিতর সুপ্ত প্রতিভা আছে, এই প্রতিভার বিকাশ তখন ঘটে বা ঘটবে যখন সে মানুষ অন্যের মতো হতে না চেয়ে শুধু নিজের মত হতে চাইবে, নিজেকে চর্চা করবে!

সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদা প্রতিভা দিয়েই তৈয়ার করেছেন! সে প্রতিভার সৎ ব্যাবহার করেন, চর্চা করেন, বিকাশ হইতে দেন, নিজেরে ফলতে দেন! অন্যের মত হইতে যাইয়া অঙ্কুরে ঝইরা যাইয়েন না!

মনে রাখবেন, যে নিজে নিজের ভিতরের আলো জ্বালানোর চেষ্টা করে না, পৃথিবীর সমস্ত আলো মিলাও তারে পথ দেখাইতে পারেনা!

-Shohag Mkks

বুড়ি;বসন্তের প্রথম ভোরে ঝরে গেল যে দুঃখী ফুল! তারে মনে রাখেনি আজ আর কেউ—তার শূন্যতায় কোন ভোমরের বুকে ধপধপ করে জ্বলে ওঠেন...
25/01/2025

বুড়ি;
বসন্তের প্রথম ভোরে ঝরে গেল যে দুঃখী ফুল! তারে মনে রাখেনি আজ আর কেউ—
তার শূন্যতায় কোন ভোমরের বুকে ধপধপ করে জ্বলে ওঠেনি বেদনার ঢেউ—

কোথাও কারোর ভেঙে যায়নি ছাতার ডাটা, কোথাও কারোর ঘোলাটে হয়নি চশমার কাচ—
হাত গলিয়ে ভেঙে খানখান হয়নি জলের গ্লাস
ছিঁড়ে যায়নি হেডফোনের এক কান, নিভেনি কারোর সিগারেটের আগুন, ছুটে যায়নি কারো শেষ ট্রেন—

যে যার ব্যস্ততার ভিতরে হরিণের মত দৌড়াচ্ছে—
শুধু আমি অতি আত্মবিশ্বাসী খরগোশ ঘুমিয়ে আছি আমার কল্পনার ভিতর—
সে কল্পনায় তৈরী করছি এমন দৃশ্য— তীব্র ঢেউয়ের সমুদ্র, প্রবল হাওয়া, জলে তার দুধের সরের মত ভেসে আছে জোৎস্ন্যা!

আমি ভাবছিলাম যদি তুমি এখানে থাকতে
তাহলে জীবন হত প্রশান্তির...আরও সুরেলা—
সেই তুমি যে আমার অনুভূতিকে নেশাতুর করে তোলে কেবল—
ঠোঁটের মৃদু হাসি আর চোখের ইশারায়!

এ আকাশ কুসুম আর কতকাল?
এসো ভালোবাসি একে অপরকে, জীবন তোমার ভাবনার চেয়ে ছোট...

— Shohag Mkks

প্রেম হলে তো কবেই ভুলে যেতাম— ভ্যাগিস মায়ায় পড়েছি!প্রেম ভুলে যাওয়া যায় খুব সহজে, কিন্তু মায়া পড়লে ভোলা যায় না, মায়া জিনি...
24/01/2025

প্রেম হলে তো কবেই ভুলে যেতাম— ভ্যাগিস মায়ায় পড়েছি!
প্রেম ভুলে যাওয়া যায় খুব সহজে, কিন্তু মায়া পড়লে ভোলা যায় না, মায়া জিনিসটা বড়ই খারাপ!

একবার কারোর মায়ায় আটকে গেলে হৃদয়কে দু-চোখের অশ্রু দিয়ে বছরের পর বছর পরিষ্কার করলেও সে মায়া মোছা যায় না! একদিন যারে মায়া করেছি তার পাশকাটিয়ে অচেনা মানুষের ভান করে চলে আসা সত্যিই কঠিন!

মনকে বোঝানো যায় না যে এখন আর সম্পর্ক নেই, অধিকার নেই, যোগাযোগ নেই, সবকিছু ফের ঠিক হবে এমন কোন সম্ভাবনাও নেই! এই মনকে বোঝাতে না পারার ব্যাপারটাই সবচেয়ে বেশী দুঃখ দেয়! হাজার চেষ্টা করেও তখন ভালো থাকা যায় না, নিজের সাথে নিজের এক শীতল লড়াই চলতে থাকে, ক্লান্ত লাগে, লাগে একা!

এত বড় একটা পৃথিবী— তবুও মনে হয়, কোথাও কেউ নেই...

—Shohag Mkks

প্রতিযোগিতার এই দুনিয়ার মধ্যে কেউ একজন জিতেছে মানে অন্য কেউ হেরে গেছে! পৃথিবীর হার জিতের এই খেলায় কখনো দু'জন জিততে পারে ...
21/01/2025

প্রতিযোগিতার এই দুনিয়ার মধ্যে কেউ একজন জিতেছে মানে অন্য কেউ হেরে গেছে! পৃথিবীর হার জিতের এই খেলায় কখনো দু'জন জিততে পারে না!

সুনয়না; হারতেও আমার খারাপ লাগে না! আমার খারাপ লাগে প্রতারিত হতে, আমার খারাপ লাগে বোকা হতে, আমার খারাপ লাগে অপমানিত হতে! এই খারাপ লাগা দুঃখের যন্ত্রনার কি কোন শেষ নাই?

সারাটা জীবন শুধু আফসোস বয়ে বেড়াতে হয়; আর নিজেকে নিজে অপরাধীর কাঠগড়ায় দাড় করিয়ে বার বার প্রশ্ন করে যেতে হয়, আমি কেন এতো বোকা হলাম, কেন বুঝতে পারিনি আমায় বোকা বানানো হচ্ছে!

ইশশশ যদি বুঝতে পারতাম! মিস ইউ বুড়ি....
Shohag Mkkskks

হঠাৎ মনে হইলো ‘অনেকদিন হয় তোমারে দেখি না‘ত্রিভুবনে এরচেয়ে হৃদয়বিদারক ঘটনা আর নাই!-Shohag Mkks
19/01/2025

হঠাৎ মনে হইলো ‘অনেকদিন হয় তোমারে দেখি না‘
ত্রিভুবনে এরচেয়ে হৃদয়বিদারক ঘটনা আর নাই!

-Shohag Mkks

রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা নীল রঙের ডায়েরি! ডায়েরির প্রথম পাতা খুলতেই খন্ড খন্ড কিছু ছোট লেখা চোখে পড়লো! খণ্ড লেখাগুলো পড়...
15/01/2025

রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা নীল রঙের ডায়েরি! ডায়েরির প্রথম পাতা খুলতেই খন্ড খন্ড কিছু ছোট লেখা চোখে পড়লো! খণ্ড লেখাগুলো পড়ে ধারণা করলাম ডায়েরিটা কোন এক মেয়ের! সমস্যা হচ্ছে ডায়েরিতে তার নাম লেখা নেই! আমি একটার পর একটা পাতা উল্টাই, নিশ্চয়ই কোন এক পৃষ্ঠার মাঝে মেয়েটি তার নাম লিখেছে! পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজেও আমি মেয়েটির নাম পেলাম না। শুধু একটা পৃষ্ঠাতে হঠাৎ আমার চোখ আঁটকে গেল!

পৃষ্ঠা নাম্বার ১৩৮—

" ছেলেটা আমার কেউ না, তবুও সে আমাকে এমনভাবে শাসন করতো যে- মাঝে মাঝে মনে হতো সে আমায় মায়ের মতো শাসন করছে! সে আমার সাথে এমন ইনিয়িবিনিয়ে কোমল কণ্ঠে কথা বলতো যেনো আমি একটা ছোট বাচ্চা! তুমি কী রাতে খেয়েছ? খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে! তোমার কী শরীর খারাপ? ফোন রেখে ঘুমিয়ে যাও! ব্রাশ করেছ? আজ সকালে গোসল করেছ? সকালে গোসল করে কলেজে যাবে ওতে করে মন ফ্রেশ থাকবে! আমি ফোন খুলে দেখলাম সে টেক্সট পাঠিয়েছে "এলার্ম সেট করার দরকার নাই, আমি তোমাকে কল করে যাব যতক্ষণ না তুমি ঘুম থেকে ওঠো! আমি যখন অনলাইন থেকে দূরে থাকি তখন তার দিক থেকে কমপক্ষে বিশ-ত্রিশটি বার্তা আসে! আমি রাতে তাকে টেক্সট করি ’মন ভালো নেই’ ঘুম আসছে না! সে উত্তর দেয়, চিন্তা করোনা! তুমি ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো! কেনো মন খারাপ বলো? গল্প শুনবে? আমি কী একটা গল্প বলবো তোমায়, যদিও আমি ভালো গল্পকার না! গান শুনবে? অত ভালো গাইতে পারিনা তবুও তুমি বললে গাইবো! রাতের সময় ফুরিয়ে যায় অনিদ্রায় প্রশ্ন আর প্রশ্ন শুনতে শুনতে! ছেলেটা প্রশ্ন করতে খুব পছন্দ করতো! আসলে সে আমার সবটুকু জানতে চাইতো, বুঝতে চাইতো! আমি আমার কাজকর্ম নিয়ে তার সাথে কথাবার্তা বলি, সে আগ্রহ নিয়ে সব শোনে এবং আমাকে সাহস দেয়! আমি যখন বলি বন্ধুর সাথে বাহিরে যাচ্ছি তখন সে জানতে চায়, কখন বের হবে? ফিরবে কখন? কী নাম তোমার বন্ধুর? ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? ইত্যাদি নানান কিছু প্রশ্ন করবে!

সে আমার পাশে অন্য কাউকে এতবেশী ঈর্ষা করে, যা আমি এর আগে কাউকে করতে দেখিনি! সে আমাকে বুঝাতে চায়, বদলাতে চায়! সে বলতে চায় অন্য পুরুষের দিকে তাকাবে না, আমাকে বলো কেমন পুরুষ তোমার ভালো লাগে আমি তেমন হবো! তুমি আমার মাঝেই মুগ্ধ থাকো! সে বলতে চায় তুমি শুধু আমার, সেই আমার সম্পত্তি নিয়ে কেউ ঝামেলা করুক আমি তা চাই না! ছেলেটা ছিলো ছাঁয়া, আমি হাঁটলে সে হাঁটে, আমি কাঁদলে সে কাঁদে, আমার ঠান্ডা লাগলে সে গরম জল খেতে বলবে, আমি অজুহাত দেখালে সে নিজেই ফ্লাস্ক ভরে গরম পানি নিয়ে আসবে! আমি ক্লান্ত হলে সে কাঁধ হবে, আমি ঘুমাবো বললে সে বিছানার চাদর হবে, সে ছিলো ওইরকম! আমার ছাঁয়ার হয়ে পাশে ছিলো সে! তাকে আমি গুরুত্ব না দিয়ে অবজ্ঞা করলাম এবং তাঁকে দূরে সরিয়ে দিলাম কথার আঘাতে জর্জরিত করে!

আমি আমি মিস করি তার অতিরিক্ত মনযোগ, তার অসংখ্য প্রশ্ন, তার টুকটাক ঝগড়াঝাঁটি, তার শক্তপোক্ত যুক্তি, তার বিষন্ন মুখ এবং তার অফুরন্ত কথা!

আমি এখন সুন্দর ঘুমের জন্য কড়া ঘুমের ঔষুধ সেবন করে ঘুমিয়ে পড়ি এবং জঘন্য একটা অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে উঠি! আমি খাই বা না খাই, কোথায় যাই বা না যাই, সেগুলোর টুকরো টুকরো উত্তর দিতে হয়না আর কাউকে! কারো উপর অভিমান করে না খেয়ে বিছানায় গেলে গভীর রাতে নাস্তা নিয়ে কেউ হাজির হয়না!

তার শেষ মেসেজগুলো পড়ে খুব কান্না পায়! সে বলেছিলো, আমি আছিতো তোমার পাশে কিসে তোমার ভয়? স্বার্থহীন অনেক সুন্দর কিছু স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে!

মিস ইউ বেলিসিমো
মিস ইউ ....
*

আমাদের প্রত্যেকের জীবনে এইরকম একজন বেলিসিমো থাকে! আমরা ওদের গুরুত্ব দেইনা, আমরা ওদের ভালোবাসি না, আমরা ওদেরকে ভাবি আঁঠালো মানুষ! বিরক্তকর! ওদের অতিরিক্ত ভালোবাসা আমরা নিতে পারিনা! দূরে ঠেলে দেই ওদের, ওরা একদিন ভালোবাসা বন্ধ করে দিয়ে হারিয়ে যায় অকৃত্রিম অভিমান নিয়ে! ওরা কতোটা শেঁকড় ছড়িয়ে যায় আমরা তা বুঝি অনেক পরে! কিন্তু; আমাদের দেরি হয়ে যায়! আমরা আফসোস করি, তাদের আর এই জন্মে পাবো না হায়...

একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠার ঐ ক্ষুদ্র লেখা পড়তে পড়তে কখন যে আমার চোখ দু'টো ভিঁজে উঠলো আমি টের‘ই পাইনি! আমি আর মেয়েটির নাম খোঁজার চেষ্টা করলাম না! কারণ ছোট্টো এই এক টুকরো ডায়েরির পাতা পড়ার পর একটা নামই শুধু আমার মনে পড়লো! আমি আমার ভেঁজা চোখ মুছতে মুছতে মেয়েটির নাম আওড়ালাম কয়েকবার ঠোঁটের মাঝে!

হতভাগী, হতভাগী আমার বুড়ি....

—Shohag Mkks

তোমার যদি সুন্দর একটি মেয়ে পছন্দ হয় এবং তুমি যদি তাকে বিবাহ করতে চাও, আর সে যদি রাজি না হয়, সমস্যা নেই;তোমার জন্যে এরচেয...
13/01/2025

তোমার যদি সুন্দর একটি মেয়ে পছন্দ হয় এবং তুমি যদি তাকে বিবাহ করতে চাও, আর সে যদি রাজি না হয়, সমস্যা নেই;
তোমার জন্যে এরচেয়ে সুন্দর মেয়ে অপেক্ষা করছে!

তুমি যদি একটি চাকরির জন্য ইন্টারভিউ দাও এবং ভালো ফলাফল করার পরও চাকরিটা না পাও, সমস্যা নেই;
তোমার জন্যে আর-ও ভালো চাকরি অপেক্ষা করছে!

হতাশ হইয়োনা, অভাববোধ করিও না, নিজেকে দোষ দিও না!
চেষ্টা করো, চেষ্টা করো এবং চেষ্টা করো!

পৃথিবী একটি বিশাল জায়গা, এখানটা অফুরন্ত সুযোগে ভরপুর!

-Shohag Mkks

প্রিয় বুড়ি,কোন শহরে তুমি থাকো? কোন আকাশে ফানুশ হয়ে উড়ো? কোন চিলেকোঠায় বেলি ফুল হয়ে ফুটো? কার করিডোরে পায়চারী করো? হাসি দ...
10/01/2025

প্রিয় বুড়ি,
কোন শহরে তুমি থাকো? কোন আকাশে ফানুশ হয়ে উড়ো? কোন চিলেকোঠায় বেলি ফুল হয়ে ফুটো? কার করিডোরে পায়চারী করো? হাসি দিয়ে কার চোখে তুমি আটকে যাও? এসবের কিছুই জানিনা! যে ঠিকানায় তুমি হারিয়েছো সেই ঠিকানা কোথায়?

জীবনের একটা সময় এসে কালের বিবর্তনে মানুষ হারিয়ে যায়, রেখে যায় শুধু স্মৃতি! তোমাকে প্রথম দেখায় বলেছিলাম, হারিয়ে যাবে না তো? তুমি একগাল হেসে বলেছিলে হারিয়ে যাবো! কোথায় হারাবে? জিজ্ঞেস করায় তুমি বলেছিলে, মানুষ মানুষের বুকের মধ্যেই হারায়!

যে মানুষ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, যে মানুষ বদলে গিয়ে নিজে থেকে নিরুদ্দেশ হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না! তুমি না বলেই চলে গেছো, সুঁতো ছেঁড়া ঘুড়ির মতো নিরুদ্দেশ হয়ে গেছো! এম্বুলেন্স কাঁপানো জ্বরে আসে, মনের জানালায় খুলে দেখি তুমি নাই, এটা মেনে নেওয়া যায় না!

তোমাকে খুঁজেছি আকাশ পথে, নক্ষত্রে, তারায় তারায়, জলপথে, তোমাকে খুঁজেছি শহরের সব'কয়টা অলিতে গলিতে! ডজন ডজন চিঠি লিখে উড়িয়ে দিয়েছি এরোপ্লেন বানিয়ে আকাশে, ট্রেনের শেষ বগিতে বড় বড় করে লিখে তোমার নামে নিখোঁজ বিজ্ঞাপন দিয়েও খুঁজেছি, কোথাও তোমাকে পাইনি!

কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি! হুট করে এই বুঝি পরিচিত নাম্বারটা থেকে ফোন করে বলবে, কেমন আছো তুমি? এই বুঝি বলবে আমার ভুল হয়ে গেছে আর কখনো হারিয়ে যাবো না! তোমার জন্য আমি অপেক্ষা আর ক্ষমা নিয়ে বসে থাকি, বদলে যাইনি একটুও তোমার অনুপস্থিতে!

পরিবারের দোহাই দিয়ে ছেড়ে গেলে নিজেকে মানিয়ে নিতাম, রাগ করে চলে গেলে রাগ ভাঙাতাম, যোগ্যতার সমতা দেখিয়ে হারিয়ে গেলে তোমায় ভুলে যেতাম, কিন্তু তুমি না বলে চলে গেছো! না বলে চলে যাওয়া মানুষদের না ভুলে যাওয়া যায়, না মুছে ফেলা যায় জীবন থেকে! তাদের জন্য শুধু অপেক্ষা করা যায়, শুধু অপেক্ষাই!

যেখানেই থাকো নিজের মাঝেই থেকো, দূরেই থেকো তবে ভালো থেকো!

ইতি
অপেক্ষায়.. Shohag Mkks

হুটহাট মন খারাপ হলে অসহায় লাগে! এতবেশী অসহায় লাগে যে কোন শব্দ দিয়ে তা সঠিকভাবে  ব্যাখা করা যায়না! বুক ভারি হয়ে ওঠে, হাসফ...
07/01/2025

হুটহাট মন খারাপ হলে অসহায় লাগে! এতবেশী অসহায় লাগে যে কোন শব্দ দিয়ে তা সঠিকভাবে ব্যাখা করা যায়না! বুক ভারি হয়ে ওঠে, হাসফাস লাগে, দম বন্ধ হয়ে আসে যেন! হাত-পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে, অথচ কান্না করা যায় না!

মন খারাপের জন্য যতটুক অসহায় লাগে তারচে বেশী অসহায়বোধ হয় মন খারাপের কারণ খুঁজে না পেয়ে! কারণহীন এসব মন খারাপে নিজেকে এত একা লাগে, চোখেমুখে অন্ধকার দেখি! মনে হয় বইতে পারছি না মনের ওজন, সইতে পারছি না বুকের কাঁপন!

হঠাৎ মন খারাপ হওয়ার ব্যাপারটা ভীষণ খারাপ জিনিস! কাউকে বলা যায়না, কান্না করা যায়না, বোঝানো যায়না, শুধু একা-একা নিজের ভিতরে ভেঙেচুরে যেতে হয়! নিজের মাথায় নিজেকেই হাত বুলিয়ে শান্তনা দিতে হয়, "আর একটু সহ্য করো সব ঠিক হয়ে যাবে"

আদৌ কি ঠিক হবে? প্রশ্নটা যখন মনের কোণে উকি দেয়, তখন আবারো মনটা খারাপ হয়ে যায়! জানিনা সহ্যের সীমা কোন দিন ভেঙে যায়, কোনদিন জানি টেনে দেই জীবন লিপির যবনিকা!

-Shohag Mkks

এই ঘর,,এই শহর,,,শহরের মানুষ,,,,দেয়াল, শাটার, পোস্টার !!সমস্ত জেব্রাক্রসিং পেরিয়েআমার খালি চইলা যাইতে ইচ্ছা করে দূরে কোথা...
04/01/2025

এই ঘর,,
এই শহর,,,
শহরের মানুষ,,,,
দেয়াল, শাটার, পোস্টার !!
সমস্ত জেব্রাক্রসিং পেরিয়ে
আমার খালি চইলা যাইতে ইচ্ছা করে দূরে কোথাও,,,,
অথচ যাওয়া হয় না! ঘুরেফিরে আমাকে যেতে হয় আপন ঘরে !!
কোথায় যাব আমি? ঘর ছাড়া আর যাওয়ার কোন জায়গা নাই !!

যেথায় যেতাম যাকে সাথে নিয়ে, সেইতো আর আমার সাথে নেই !!Shohag Mkks

সুনয়না; তোমার চলে যাবার পর বুঝলাম প্রেমিক হতে হলে চুমু খেতে হয়, সিগারেটে না! অথচ তোমায় ভালোবাসার জন্য কস্মিনকালেও শরীর প...
03/01/2025

সুনয়না; তোমার চলে যাবার পর বুঝলাম প্রেমিক হতে হলে চুমু খেতে হয়, সিগারেটে না! অথচ তোমায় ভালোবাসার জন্য কস্মিনকালেও শরীর প্রয়োজন হয়নি আমার! আমার কেবলই প্রয়োজন ছিল স্বচ্ছ অনুভূতি! অনুভূতি ছাড়া আর যাইহোক ভালোবাসা হয় না! কেউ আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা চাইলে আমি সবার আগে অনুভূতির কথাই বলি! আর তোমার প্রতি আমার অনুভূতি ছিল এক সমুদ্রের চেয়েও বেশী, তা তুমি জানো!

কাপুরুষ তুমি আমায় বলতেই পারো, এই নগ্নতার নগরে প্রেমিকার শরীরে যৌনতা খুঁজে পুরুষত্ব জাহির করার বদলে আমি কেবল খুঁজেছি একটু মমতা, তোমার শুদ্ধ বুকে ঘুমিয়ে যাওয়া একটা বিকেল, আমার উষ্কখুষ্ক চুলে তোমার নরম আঙুল অথবা কোন কোন দিন বুকের ভেতর হুঁহুঁ করে দুঃখ হামাগুড়ি দিলে একটু ঠাণ্ডা মেজাজে শক্ত করে জড়িয়ে ধরা! যৌনতা শুধু একটি সময়কে উপভোগ করা মাত্র, আমার তো তোমার ভালোবাসা প্রয়োজন ছিল আজন্মকাল!

প্রিয়তমার জন্য কত কী করে মানুষ! ভারতের কোন এক অঞ্চলে প্রিয়তমার জন্য দীর্ঘ বছর ধরে পাহাড় কেটে সরু পথ বানিয়েছিলেন এক প্রেমিক! আমি বড়ই কাঙাল! তোমাকে উপহার দিয়ে চমকে দেবার মতো সামর্থ্য আমার নেই! তুমি জানো আমি লেখক, তাই চিঠি দিলাম! এই চিঠি অবজ্ঞা করে আমায় তোমাকে উপহার দেওয়ার মতো আনন্দ থেকে বঞ্চিত করো না!

কোথাও যেন পড়েছিলাম, প্রেমিক শুদ্ধ হয় প্রেমিকার বিয়োগে, আমিও সম্ভবত তাই হয়েছি!
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছিল, চলে যাওয়া মানেই প্রস্থান নয়! তুমি ভাবতে পারো আমার থেকে তুমি তোমাকে সরিয়ে নিয়েছো অথচ আমি এখনও যেখানে যাই মনে হয় সঙ্গেই আছো, কথা হয় তোমার সঙ্গে আমার! নানা কথা, ডুমুর গাছে ফুল আসে না কেনো, আবার নতুন করে প্রেমে পড়েছি কী-না,,,,

আমি জানি চলে যাওয়াই সত্য এবং এও জানি জীবন একটা মানুষকে দুইবার উপহার দেয় না! তুমি আমাকে ভালোবাসলে না, কিংবা ভালোবাসতে পারবে না তার জন্য দুঃখ হয় না একচিমটিও! আমার দুঃখ মূলত তোমাকে আমি ভালোবাসতে পারলাম না, তোমার ব্যাথাতে হাত বুলিয়ে দিতে পারলাম না, তোমায় আগলে রাখার অধিকার পেলাম না, হায়! তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কখনও ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসে থাকা যায় না বলেই!

জীবন তো নিম ফুলের মতো হাল্কা বাতাসেই ঝরে যায়! হয়তো, ভালোবাসা বাসি হলে ফেলে দিয়ে ছুটে যেতে হয় নতুন ভালোবাসার কাছে- তাই তুমিও গেছো, যার কাছে গেছো তার কাছে ভালো থাকবে এই ভেবে আপাতত কোনো দুঃখ নেই! শুধু হুট করে একদিন আমি মারা গেলে সেই খবর কোনো হাওয়া তোমার কানে পৌঁছে দেবে না! এটাই বড়ো দুঃখ!

-Shohag Mkks

আমার তো খালি তোমার কাছে যাওনের বাহানা, তোমার ভালোবাসা পাওনের বাসনা! আমার যে তৃষ্ণা, এই তৃষ্ণা কেবল তোমার পিরিত পাইলেই মি...
02/01/2025

আমার তো খালি তোমার কাছে যাওনের বাহানা, তোমার ভালোবাসা পাওনের বাসনা! আমার যে তৃষ্ণা, এই তৃষ্ণা কেবল তোমার পিরিত পাইলেই মিটে! আমি যেখানেই যাই-না কেন আমার খালি তোমার বুকেই শান্তি লাগে! অন্য কারোর সুস্বাদু ভালোবাসা, যত্ন, মায়া, ছাঁয়া কিচ্ছু ভাল্লাগে না আমার! তোমার অবহেলার থালার এক দানা পিরিতও আমার কাছে অমৃত লাগে!

তুমি আমারে পুরান জামাকাপড়ের মত ঝুলাইয়া রাখো অবহেলায়, আমি তোমারে বুকশেলফের মতো বুকের মধ্যে সাজাইয়া রাখি দারুন যত্নে! তুমি আমারে একবেলা ভালোবাসলে বাকী দু'বেলা কাটাছেঁড়া করো কথার আঘাতে! আমি আঘাত সইয়া নিয়া তোমারে ভালোবাসার তরিকা খুইজা বেড়াই সারাক্ষণ! তুমি আমার বিশ্বাসের আয়নাখানারে অবিশ্বাসের হাতুড়িতে ভাইঙাচুইরা প্রতিদিন করো খানখান, আমি সে আয়নায় ক্ষমা দিয়া জোড়া লাগাইয়া নিজের মুখ দেখবার চাই, সুখ দেখবার চাই!

আমার এই একতরফা তোমারে ধইরা রাখবার চাওয়া যেন প্রবল স্রোতের সামনে কাঁদা মাটি দিয়া আইল বান্ধার মত। বিচ্ছেদ খলবলাইয়া ঢুইকা যাইতে চায় যে-কোন অযুহাতে! কতদিন এই বাঁধ আটকাইতে পারবো কে জানে? হইবার পারে ভাইঙা যাবে! তুমি অবেলায় ঝরা জারুল ফুলের পাপড়ির লাহান ভাসতে ভাসতে গিয়া থামবা অন্য কোন নদীতে! আমার মুনে হইবো আমি দুঃস্বপ্ন দেখতেছি, বিশ্বাস হইবো না কিছু!

তোমার অভাবে আমি কাতর হইমু, পাথর হইমু, তুমি এসবের কিচ্ছু জানবা না! তোমার পিরিত যখন নরকের আগুন হইয়া আমারে জালাইয়া পোড়াইয়া আঙ্গার কইরা দিবো, তুমি তখন অন্য কারো স্বর্গে ফুল হইবা, ভালোবাইসা ঠাণ্ডা করবা অন্য কারো পরাণ! তুমি যত দূরত্ব বাড়াইবা আমি তত বাড়াইমু অপেক্ষা! সারাক্ষণ মনে হইবো এই বুঝি তুমি আইয়া ডাইকা কইবা, এইতো আমি আইছি, আমি আইছি! আর আমি আমার বেবাক হাহাকার নিয়া ঝাঁপাইয়া পড়মু তোমার বুকে!

অথচ এইসব কিচ্ছু হইবো না। ভুল কইরাও তুমি ফিরবা না আর এই পথে, এই আঙিনায়, এই আমার কাছে! এইটাই তো নিয়ম— এই নিয়ম ভাইঙা কেউ ফিরে না, ফিরতে পারে না!
চইলা যাওয়া যত সহজ, ফেরা অতো সহজ না!

—Shohag Mkks

আরও একটি বছর শেষ হয়ে গেল! এ বছর আমার অনেক ধরনের স্বপ্ন ছিল, সে স্বপ্নগুলো পূরণ না হলেও আমি অনেকিছু শিখেছি!আমাকে উপহার দে...
31/12/2024

আরও একটি বছর শেষ হয়ে গেল! এ বছর আমার অনেক ধরনের স্বপ্ন ছিল, সে স্বপ্নগুলো পূরণ না হলেও আমি অনেকিছু শিখেছি!

আমাকে উপহার দেওয়া যাবতীয় ব্যর্থতার জন্য বছরকে ধন্যবাদ, ধন্যবাদ সুন্দর টুকরো টুকরো কিছু স্মৃতি দেওয়ার জন্য! তাদেরকেও ধন্যবাদ যারা আপন সেজে আঘাত করেছে, বন্ধু সেজে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরও ধন্যবাদ যারা মাঝ পথে ছেড়ে গেছে, তাদেরও ধন্যবাদ যারা দুটো শান্তনার কথা বলে মানষিক সার্পোট দিয়েছে!

প্রতিটি বছর আমাদের জন্য এক-একটি নতুন উদ্দীপনা নিয়ে আসে, নতুন আশা ভরসা নিয়ে আসে! প্রতিটি চলে যাওয়া বছর আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়! এ বছরের হোঁচট খাওয়া থেকে শিক্ষা নিয়ে আসন্নবর্তী বছরে আমি উঠে দাঁড়াবো! আমি আমাকে বদলাবো! নিজের সব ভুল ত্রুটি শুধরে নিয়ে নতুনভাবে নিজেকে তৈরী করবো!

আমি পারবো, আমাকে পারতেই হবে! এ আমার নিজের সাথে নিজের এক শীতল যুদ্ধ, অঙ্গিকার! আমাকে জিততেই হবে, হেরে যাবার জন্য আমার জন্ম হয়নি! ইনশাআল্লাহ !!

-Shohag Mkks

তোমায় ভালোবাসি এই অনুভূতিটা হওয়ার পর থেকে মাথায় ছোটোখাটো একটা সংসার করার মাস্টারপ্ল্যান নিয়ে ঘুরছি আমি! আমার যাবতীয় সমস্...
29/12/2024

তোমায় ভালোবাসি এই অনুভূতিটা হওয়ার পর থেকে মাথায় ছোটোখাটো একটা সংসার করার মাস্টারপ্ল্যান নিয়ে ঘুরছি আমি! আমার যাবতীয় সমস্ত ব্যস্ততাকে অন্য পাশে ছুড়ে ফেলে ইদানীং খুব ভাবছি তোমায় নিয়ে! কোন দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ দূর্ভিক্ষ থাকার পর বেহেশতি ফল আঙুর নিয়ে ফেরেশতা আগমনের আনন্দের মত সুদিন আসিয়া আমাদের কাছে আনবে খুব!

বাড়ির আঙিনার পেয়ারা গাছে বাসা বাঁধা হলদে পাখির সংসারের মত আমরাও সংসার বাঁধবো একখান! আমরা হবো একে-অপরের অভ্যাস, জঙ্গলা ফুলের মত আমার পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জিগুলোর পাশে ঝুলে থাকবে তোমার আকাশী রঙের শাড়ি! টেবিলের চ্যাপটা মুখের টুথপেষ্ট, সস্তা পারফিউমের পাশে গুটিসুটি মেরে বসে থাকবে তোমার সেপটিফিন, চুলের কাকড়া, বাসি গাঁজরার মালা!

একদিন সকালে আচমকা ঘুম ভেঙে দেখবো তুমি বুকের উপর মাথা রেখে ঘুমায়া আছো ওইভাবে, শবে বরাতের রাতে যে ভাবে নামাজের বিছানায় মায়ের পাশে শুয়ে থাকতাম আমি! এসব ভাবনা নিতান্তই পাগলামি না বলো ?

রাতে চানাচুর-মুড়ি খেতে খেতে ভাবি, গ্যাস্টিকের কারণে বুকের ব্যথাটা সেরে উঠবে তোমার হাতের রান্না খেলে! তুমি আলু ভর্তার বদলে হয়ত রান্না করবে আলুভাজি, সঙ্গে থাকবে মশুরের ডালের ঘ্রাণ! খেতে বসে দু' এক লোকমা আমি মনে হয় তুলে দিব তোমার মুখে, তুমিও মনে হয় আঁচলের আদরে মুছে দিবে ঠোঁটের পাশে নিয়ম ভেঙে বসা তরকারি ঝোল!

সাপ্তাহের চারদিন এসব রুটিন মাফিক খাবারের তালিকা বাদ দিয়ে বাহিরে একদিন দুপুরে খেতে যাব! আমি তো বরাবরই বেহিসাবি; টাকা বেশি খরচ হয়ে গেছে বলে তুমি আফসোস করলে তোমাকে রাগিয়ে দিতে দরকষাকষি করে ফুল কিনবো, তুমি ফুল পেয়ে রাগে গালে ঠেসে ভরে দিবে নরম চুমু!

তোমাকে ভালোবাসি অনুভবটা হওয়ার পর খুব একা লাগে আমার জানো? সন্ধ্যায় যখন আসমান লাল হয়, মনে হয় তোমার কাছে গিয়ে বলি আমায় একটু ভালোবাসো, অন্তত এই সন্ধ্যাটা কেটে যাক! নীড় হারা পাখির বাচ্চার মতো একা লাগে, দুপুরে ভাত খেতে বসলে চিপে রস বের করা লেবুর খোসার মতো নিজেকে শূন্য লাগে, রাতে শুতে গিয়ে বিছানা ঝাড়তে ঝাড়তে খুঁজে পাওয়া আধলি পয়সার মত নিজেকে খুব নিঃসঙ্গ লাগে, এ্যালার্ম সেট করা ঘড়ির মত ক্লান্ত লাগে আমার!

শেষমেষ কার কবুলের নিচে চাপা পড়ে যাবে আমার এসব ভাবনা কে জানে? শুধু জানি, ডিসেম্বরের শেষের দিকে একটা চমৎকার সংসার হবে! আমাদের অথবা তোমাদের, আমার সাথে বা অন্য কারোর সাথে!
তোমাকে ভীষণ ভয় হয় আমার-তবুও আমার তোমাকে নিয়ে ভাবতে ভাল্লাগে!

কেন পেলাম না, কেন হলো না, ভুলটা কোথায়? এসব হিসাব করতে করতে আমাদের বয়স বেড়ে যাবে যাদু কাটা নদীর মতো, তবুও হিসাব মিলবে না! আচমকা কোন এক শীতের রাতে আমাদের হৃদয়ে টুকটুক করে হেঁটে চলে আসবে মৃত্যু! জীবন তো এমনি তাই না?

- Shohag Mkks

ওই যে থাকে না যারা একটু বেশী ভালোবাসে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, বেশি গুরুত্ব দেয়, বেশি যত্ন করে, মানিয়ে নিতে চায়, ভাঙতে...
28/12/2024

ওই যে থাকে না যারা একটু বেশী ভালোবাসে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, বেশি গুরুত্ব দেয়, বেশি যত্ন করে, মানিয়ে নিতে চায়, ভাঙতে গেলে জুড়তে চায়, কাছ ঘেঁষে বসে থাকতে চায়, আদর হতে চায়, চাদর হতে চায়, কাঁধ হতে চায়, নিরাপদ বুক হতে চায়, ভরসা হতে চায়, ঘর হতে চায়! ওদেরকেই সবার আগে পর করে দেয়া হয়!

ওরাই ভালোবাসা পায় না, ওদের বিশ্বাস সবার আগে ভেঙে যায়, ওদের গুরুত্বহীন করে রাখে, ওরাই অযত্নে অবহেলায় পড়ে থাকে পায়ের কাছে, ওদের বুঝতে চায় না কেউ, জুড়তে চেয়ে ওরাই সবার আগে আলগা হয়, ওদের দূরে ঠেলে দেওয়া হয়, ওদেরই বুক সবার আগে শূন্য হয়, ওদের ভরসাই আগে ভাঙে, ওদেরই করে দেয়া হয় বিচ্ছিরিভাবে আশ্রয়হীন!

অল্পতে যারা খুশি হয় ওদের কপালে সেই অল্প টুকুনও জোটেনা! ওরা ওদের সহজ- সরল আয়নায় যে মুখ বিশ্বাস করে দেখে, ওই মুখই মুখোশ হয়ে ওদের সরল ওই আয়নাখানা ভেঙে টুকরো টুকরো করে দেয়! যারা ভাঙে তারা ভালোই থাকে, শুধু ওরা বিশ্বাস ভাঙার টুকরোগুলো দিয়ে হাত-পা কাটে রোজ! ওরা জীবনভর চেষ্টা করে ওই আয়নাখানা জোড়া লাগতে রোজ..

—Shohag Mkks

মুমূর্ষু সন্ধ্যার জ্বরের মত তুমি আসো মুঠভর্তি অপমান নিয়ে! এমন কৌশলে কাঁটাছেড়া করো যেন আমি কচকচে শসা আর তুমি শানদার ছু্রি...
25/12/2024

মুমূর্ষু সন্ধ্যার জ্বরের মত তুমি আসো মুঠভর্তি অপমান নিয়ে! এমন কৌশলে কাঁটাছেড়া করো যেন আমি কচকচে শসা আর তুমি শানদার ছু্রি, আমাকে চিরকাল ফালিফালি করে কাঁটাই হচ্ছে তোমার একমাত্র ধর্ম!

রোজ রোজ অভিযোগ ভাল্লাগে তোমার? আমার লাগে না! আমার ভাল্লাগে ঘষে ঘষে বেদানার মত লালচে করে তুলতে নির্লজ্জ চোখ, ভাল্লাগে মুছে ফেলতে কাঁজল, গুনে দেখতে ঝাঁক বেঁধে উড়ছে কতগুলো পাখি! তবুও রোজ রোজ রাগ করতে ভাল্লাগে না! ভাল্লাগে না লম্বা লম্বা মেসেজ লিখে বোঝাতে, তোমাকে ইদানীং অচেনা লাগে!

যেহেতু তোমায় অধিকার দিয়েছি, রেখেছি বুকের খুব কাছে— সম্ভব হলে আরও অহেতুক অপমান, আরও কিছু খুঁচরো তাচ্ছিল্য, আরও কিছু তিক্ত অপবাদ পাওনা আছি কী-না তা বুঝিয়ে দাও!

আমি চিৎকার গিলবো, ভাঙবো নিজের ভিতর, সমস্ত যুক্তিতর্ক খাটাবো নিজের উপর, মানিয়ে নিতে নিতে নিজেকে নিজে বানাবো এক কাঠের পুতুল; যার কোন ভাষা নেই! আছে শুধু চুপ হয়ে থাকা, আছে শুধু নিরবতা..

— Shohag Mkks

Address

Bogura
5850

Alerts

Be the first to know and let us send you an email when Mkks Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mkks Diary:

Videos

Share