Anam Mahmud Iqbal

Anam Mahmud Iqbal ইসলাম, রাজনীতি, ইতিহাস এবং অর্থনীতি নিয়ে লেখালেখি করি।

17/03/2023

ইউরোপের দেশগুলোতে যেভাবে মুসলিমদের শাসনের পতন ঘটলো 😢😢

10/03/2023

How to Raise Awareness among the Muslim Youth ? 😮 Ft. Xaryab Haschmi Sir 😍

04/03/2023

ঈমানের ৬টি স্তম্ভ। যে জিনিসগুলোতে বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না : 😮

03/03/2023

মুসলিম রা যেভাবে এই ইউরোপের দেশটি বিজয় করে ১৫০+ বছর শাসন করেছিল : 😮

26/02/2023

বই : বই মানুষের মনকে প্রসিদ্ধ করে তুলে, মনের খোরাক মেটাতে বইয়ের কোনো বিকল্প নেই। বই পড়লে শব্দভান্ডার সমৃদ্ধ হয় এবং শব্দচয়ন ও বাক্য বিন্যাসের অভিজ্ঞতা অর্জিত হয়। বই পড়ার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে Analytical Thinking কে উন্নত করা। অনেকের কাজের ক্ষেত্রে দেখা যায় Analytical thinking খুব দরকার পড়ে, সেই ক্ষেত্রে বই পড়া খুব কাজে লাগতে পারে। আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে Analytical thinking দিয়েই সেসব পরিস্থিতি মোকাবেলা করতে হয়।

The impediment to action advances action. What stands in the way becomes the way.
22/02/2023

The impediment to action advances action. What stands in the way becomes the way.

21/02/2023

আমি কিভাবে ইসলামে আসি? এতদিন কেন কোনো ফানি ভিডিও বানাই নাই?

27/01/2023

আজ ২৭ জানুয়ারি তিতুমীরের (রহঃ) জন্মবার্ষিকী। তিতুমীর (রহ.) ছিলেন একজন বাঙালি মুসলিম মুক্তিযোদ্ধা যিনি ব্রিটিশ এবং ব্রিটিশ ভারতের জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মক্কা থেকে আসার পর তিনি জমিদার ও ব্রিটিশ কর্তৃপক্ষের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজস্ব সেনাবাহিনী তৈরি করেন। তিনি নারকেলবাড়িয়ার চারপাশে একটি ছোট ইসলামী অঞ্চল প্রতিষ্ঠা করেন এবং ইসলামী আইন (শরিয়া) দ্বারা শাসন করেন। তিনি তার সময়ের সাধারণ মুসলিম কৃষকদের জন্য নায়ক হিসাবে বিবেচিত হন। তিনি ছিলেন একজন সাহসী, বিপ্লবী, তপস্বী, ধর্মীয় ব্যক্তি যিনি বাংলায় ইসলামের জন্য অবদান রেখেছিলেন।

শাহবাগীরা সব সময় বাঙালি মুসলমানদের ইতিহাস বিকৃত করতে চায়। এই জন্যই তিতুমীর (রহঃ) সম্পর্কে যথেষ্ট লেখালেখি দেখতে পাবেন না। আমাদের ইসলামপন্থীদের নিশ্চিত করতে হবে যে তিতুমীর (রহঃ) এর মতো ব্যক্তিদের সবসময় আমরা স্মরণ করি এবং বাঙালি মুসলমানদের তরুণ প্রজন্মের কাছে উল্লেখ করা হয়।

পানি হচ্ছে সমস্ত প্রকৃতির চালিকা শক্তি।
20/01/2023

পানি হচ্ছে সমস্ত প্রকৃতির চালিকা শক্তি।

19/01/2023

তিনি প্রথম বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেন। সংবিধানে "বিসমিল্লাহির রহমানির রাহিম " লেখা নিয়ে আসেন। সংবিধান থেকে সেকুলারিজম (ধর্মনিরপেক্ষতা) বাদ দিয়ে "আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা " যোগ করেন। কুষ্টিয়ায় একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। মানবসম্পদ রপ্তানির উদ্যোগ নেন, যা দিয়ে এখন প্রায় বাংলাদেশের অর্থনীতির প্রায় অর্ধেক চলে। তিনি দেশের সব কলকারখানা বেসরকারিকরণ করেন যার কারনে একটি মুক্ত-বাজার অর্থনীতি তৈরি হয়। ১৯৭৭ সালে তিনি গড়ে তোলেন দেশের প্রথম তৈরি পোশাক কারখানা "দেশ গার্মেন্টস"। আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া এবং তৃতীয় বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের ভূমিকাকে অর্থবহ করে তোলার জন্যে তিনি অভূতপর্ব ভূমিকা পালন করে গেছেন।

তিনি আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার ৮৭তম জন্মবার্ষিকী। শুভ জন্মবার্ষিকী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, অর্ডার অফ দ্যা নাইল, হিরো অফ দ্যা রিপাবলিক, হিলাল ই জুরাত।

18/01/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, যাতে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্য একখানা ঘর নির্মাণ করবেন।

( সুনানে আন-নাসায়ী : ৬৮৮)

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাল্লাহি লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ 💖
15/01/2023

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাল্লাহি লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ 💖

শুনে রাখো ঐ ক্রুসেডার, শুনে রাখো নব্য তাতারআমরা কভু হইনি হতাশ, ঘুরে দাড়িয়েছি আবার ✊✊
10/01/2023

শুনে রাখো ঐ ক্রুসেডার, শুনে রাখো নব্য তাতার
আমরা কভু হইনি হতাশ, ঘুরে দাড়িয়েছি আবার ✊✊

09/01/2023

২০২৩ এর নতুন পাঠ্যপুস্তকের মাধ্যমে বাচ্চাদের মাঝে যেসব মতাদর্শ ঢুকিয়ে দেওয়া হচ্ছে :

মুসলিম মেয়েদের পর্দা করা একটা বাজে জিনিস এবং সেটা পরলে তাদের ভূতের মতন লাগে। মানুষের ২টা লিঙ্গ থাকে এবং কেউ লিঙ্গ অনুযায়ী দেখতে ছেলে হলেও মনে মনে মেয়ে হতে পারে। ভারতবর্ষ ভাগ করা ভুল ছিল, পাকিস্থান তৈরি করা ভুল ছিল। জমিদারি শাসন ছিলো ভালো। ইসলামের সাথে আসলে বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক নাই, ধর্ম আমাদের পরিচয়ের অংশ না। আগেকার হিন্দু রাজারা বহিরাগত না, বহিরাগত হচ্ছে বাংলার মুসলমান শাসকেরা। মুসলমান শাসকেরা শুধু লুটপাটের জন্য বাংলা আক্রমণ করেছে।

খুব অবাক হচ্ছেন ? কথাগুলো অনেকটা মুসলিমদের প্রতি বিদ্বেষ ও হিন্দুত্ববাদের পক্ষে মনে হচ্ছে না? হ্যা, আসলেও তাই।

নিজের ছোট ভাই বোন ও বাচ্চাদের ছোট থেকেই তৈরি করেন যাতে তারা এসব মতাদর্শের মোকাবেলা করতে পারে। বিকল্প খুঁজুন : মাদ্রাসা এবং বাচ্চাদের হোমস্কুলিং করানো একটা অস্থায়ী সমাধান হতে পারে।

06/01/2023

" যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের ধন-সম্পদ ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে মর্যাদায় অনেক বড়। আর তারাই [সাফল্য অর্জনকারী]। "

~ (সূরা তাওবাহ, আয়াত:২০)

স্রষ্টার নাম নিয়ে কাজ শুরু করা ইসলামের বিধান। আপনি যাই করেন সেখানে স্রষ্টার উপস্থিতি থাকতে হয়, নাইলে সেটাতে বরকত থাকেনা।...
05/01/2023

স্রষ্টার নাম নিয়ে কাজ শুরু করা ইসলামের বিধান। আপনি যাই করেন সেখানে স্রষ্টার উপস্থিতি থাকতে হয়, নাইলে সেটাতে বরকত থাকেনা। তাই এই ২০২৩ সাল টা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আল্লাহ আমাদের সবাইকে এই বছরটি ভালোভাবে তাঁর আনুগত্য এবং সৎ কর্ম করার মধ্য দিয়ে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুক। 🤲💖

04/01/2023

যে মানুষ নিজের স্রষ্টার আদর্শ এর উপর দাড়িয়ে থাকবে না, সে অবশ্যই স্রস্টা বাদে অন্য কারো আদর্শের উপর পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দাড়িয়ে থাকবে।

03/01/2023

" যদি কেউ ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয় তা হবে অবশ্যই দৃঢ় সাহসিকতাপূর্ণ কর্মসমূহের অন্তর্ভুক্ত "
~ (সূরা শুরাহ, আয়াত : ৪৩)

02/01/2023

রাসূল (সা:) শিখিয়েছেন কিভাবে গরীব ও দুর্বল হয়েও রোমান ও পারস্য সাম্রাজ্য বিজয়ের স্বপ্ন দেখতে হয় 💖

01/01/2023

" যারা অবিশ্বাস করে তারা মিথ্যার অনুসরণ করে এবং যারা ঈমান আনে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে সত্যের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের সামনে তাদের তুলনা পেশ করেন। "

~ (সূরা মুহাম্মদ, আয়াত:৩)

বিদায় ২০২২। স্রষ্টার কাছে দোয়া রইলো নতুন এক ভোরের যেখানে তিনি তার বান্দাদের নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার শক্তি দিবেন 🤲💖
31/12/2022

বিদায় ২০২২। স্রষ্টার কাছে দোয়া রইলো নতুন এক ভোরের যেখানে তিনি তার বান্দাদের নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার শক্তি দিবেন 🤲💖

30/12/2022

২০২৩ সাল বাংলাদেশের জাতীয় রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বছর হবে।

29/12/2022

মুমিনরা ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্য থেকে যারা কর্তৃত্বের অধিকারী। অতঃপর যদি তোমরা কোন বিষয়ে নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হও তবে তা আল্লাহ ও রসূলের দিকে প্রত্যর্পণ কর, যদি তোমরা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস কর; যে শেষ পর্যন্ত ভাল এবং আরো প্রশংসনীয় "

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের সেনাবাহিনী একাডেমি থেকে পাশ করা একটি নতুন ব্যাচ। এরা আফগান জাতীয় সেনাবাহিনীতে যোগদান কর...
28/12/2022

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের সেনাবাহিনী একাডেমি থেকে পাশ করা একটি নতুন ব্যাচ। এরা আফগান জাতীয় সেনাবাহিনীতে যোগদান করবে। সুবাহানাল্লাহ 💖

27/12/2022

দেশে কোনো অমুসলিম মেয়ে মুসলিম হলে তাকে জোর করে নিজের ইচ্ছার বাহিরে আটকে রাখা হচ্ছে।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে মুসলিম নারীদের হিজাব, পর্দা করায় বাধা দেওয়া হচ্ছে।
দেশের উচ্চ বিদ্যালয় পর্যায়ে ধর্ম বই একটা বাধ্যতামূলক নয় এমন বিষয় এবং পরীক্ষা না নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ইসলামী ব্যাংক লুট করা হচ্ছে।

একটা ৯২% মুসলিম জনসংখ্যার দেশে ইসলামবিদ্বেষী গোষ্ঠীর কি রকম বড় প্রভাব প্রশাসন ও নীতিনির্ধারকদের মাঝে থাকলে এরকম হতে পারে তা ভাবেন। আর আমরা একটা মুসলিম সমাজ হিসেবে কতটুকু ইসলামের জন্য কাজ করতে পারছি সেটা ভাবেন।

27/12/2022

" ভালোবাসা একটি রোগ। যেসব মানুষের মন আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে, আল্লাহ তাদেরকে শাস্তি সরুপ কোনো এক সৃষ্টির গোলাম বানিয়ে দেন "

~ ইবনুল কাইয়্যম (রহঃ)

মে মাসের কোনো এক বিকালে।
26/12/2022

মে মাসের কোনো এক বিকালে।

25/12/2022

আসুন জেনে নেই তালিবান যে কারণে মেয়ে শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা জারি করলো :

মেয়ে শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে আফগানিস্তানে তালিবানের উচ্চ-শিক্ষা মন্ত্রী জানিয়েছেন যে তাদের এই নিষেধাজ্ঞা সাময়িক এবং মূলত ৩ কারণে :

১) ছেলেমেয়েদের একসাথে সহশিক্ষা এবং সেকুলার শিক্ষা ব্যবস্থার সমস্যা এখনো সমাধান না হওয়া।

২) মাহরাম ছাড়া আলাদা শহরে শিক্ষার জন্য যাওয়া

৩) কিছু কিছু ক্ষেত্রে হিজাবের নিয়ম ভংগ হয়ে যাওয়া।

মূলত এই ৩টি সমস্যা এর কারণে মেয়েদের মাঝে গুনাহ ও বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে তাদের সরকার এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। এই ৩টি সমস্যা সমাধান হলে তারা আবার মেয়েদেরর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে বলে জানা যায়।

24/12/2022

" তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না ? না তাদের অন্তর তালাবদ্ধ ? "

~( সূরা মুহাম্মদ,আয়াত :২৪)

23/12/2022

কোনো সমাজ সৃষ্টিকর্তা এবং স্রস্টার ধারণাকে বাদ দিয়ে শুধু মানুষের "ব্যাক্তিগত স্বার্থকে" প্রাধান্য দিলে সেই সমাজ ও সভ্যতা শেষ পর্যন্ত ভেঙে পড়বে।

22/12/2022

" নিশ্চয়ই দুনিয়া মিষ্ট ও আকর্ষণীয়। আল্লাহ তায়ালা তোমাদের দুনিয়ায় তার প্রতিনিধি করেছেন, যাতে তিনি দেখে নেন তোমরা কেমন কাজ করো "

~ (মুসলিম:ইফা -৬৬৯৭)

যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আমরা তার জন্য তার ফসল [অর্থাৎ পুরস্কার] বৃদ্ধি করি। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল [অর্থা...
21/12/2022

যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আমরা তার জন্য তার ফসল [অর্থাৎ পুরস্কার] বৃদ্ধি করি। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল [অর্থাৎ উপকার] কামনা করে, আমি তাকে তা দিয়ে দেই, কিন্তু আখিরাতে তার কোন অংশ নেই।

~ (সূরা শুরা, আয়াত:২০)

20/12/2022

রাসূল (সাঃ) বলেছেন : " মহান আল্লাহর যিকিরে তোমার জিহ্বা যেন সর্বদা সজীব থাকে "

~ (সুনানে ইবনে মাজাহ,৩৭৯৩)

19/12/2022

" অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে "

~ (সূরা হজ্জ, আয়াত:৪০)

18/12/2022

১৪০০ বছর পরেও আয়াতগুলো কিভাবে সমাজের অবস্থা এর সাথে মিলে যায়, সুবাহানাল্লাহ :

" তোমরা ক্বিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছো, হাসছো অথচ কাঁদছো না? আর গান-বাজনা, খেল-তামাশায় মত্ত হয়ে এসব এড়িয়ে যাচ্ছো। আল্লাহ্'কে সন্তুষ্ট করার জন্য ধুলায় লুটিয়ে (সিজদায়) পড় এবং তাঁর ইবাদতে মগ্ন হও।

~ (সূরা আন-নাজম : ৫৯-৬২)

17/12/2022

রাসূল (সাঃ) বলেছেন : " তোমাদের মধ্যে ঐ ব্যাক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকেও শিখায়। "

~ (সহীহ বুখারী :৫০২৭)

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, ঢাকা।
16/12/2022

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, ঢাকা।

১৯৭১ এর দুইজন মুক্তিযোদ্ধা। অস্ত্র পাশে রেখেই নামাজ পড়ছেন। ছবিটা তুলেছেন ফরাসি সাংবাদিক মার্ক রিবো। জাফর ইকবালের এর মতন ...
16/12/2022

১৯৭১ এর দুইজন মুক্তিযোদ্ধা। অস্ত্র পাশে রেখেই নামাজ পড়ছেন। ছবিটা তুলেছেন ফরাসি সাংবাদিক মার্ক রিবো।
জাফর ইকবালের এর মতন শাহবাগীরা বোঝানোর চেষ্টা করে যে দাঁড়ি-টুপি পরা লোকেরা সাধারণত রাজাকার এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়। কিন্তু এ কথা একদমই সত্য নয়।

16/12/2022

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩💖

এবারের বিজয় শপথ হোক মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সুশাসিত এবং দুর্নীতি মুক্ত করার।

15/12/2022

ইতিহাস বলে
চাটার দল যুদ্ধের সময় ওপারে বসে আয়েশ করেছে, যুদ্ধ শেষে এপারে এসে পায়েস খেয়েছে।

জনগণ যুদ্ধের সময় পাক হানাদারের গুলিতে মরেছে, যুদ্ধের পরে দুর্ভিক্ষ আর রক্ষীবাহিনীর হাতে মরেছে।

Address

Bogura
5880

Alerts

Be the first to know and let us send you an email when Anam Mahmud Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anam Mahmud Iqbal:

Videos

Share


Other Digital creator in Bogura

Show All

You may also like