এসো চিরস্থায়ী সুখের পথে

এসো চিরস্থায়ী সুখের পথে আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত ?

05/12/2024
,😥😢
04/11/2024

,😥😢

অথচ আমদের দু:শ্চিন্তার শেষ নাই ---
31/10/2024

অথচ আমদের দু:শ্চিন্তার শেষ নাই ---

17/10/2024

মানুষ নয় আল্লাহর সন্তুষ্টি অর্জন জরুরী --

আমরা হলাম বেছে বেছে সালাম দেওয়া মুসলমান -- কি শিখলাম জীবনে !
14/10/2024

আমরা হলাম বেছে বেছে সালাম দেওয়া মুসলমান -- কি শিখলাম জীবনে !

[]- নফসকে নিয়ন্ত্রণেরাখার ১৫ টি কৌশল১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।২...
22/09/2024

[]- নফসকে নিয়ন্ত্রণে
রাখার ১৫ টি কৌশল

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়মিত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে ও আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক। আমিন🤲🌸🤍

সময় চলে এসছে ---
22/09/2024

সময় চলে এসছে ---

20/09/2024

বাহিরে থেকে দ্বীনদার
ভিতরটা আমল শূন্য
অন্যদের নসিহা করি প্রচুর ।
নিজেরি নফস পাপে পূর্ণ
আল্লাহ হেদায়াত দাও ---

10/09/2024

“সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে; জ্ঞান না দিলে সারা জীবন কাঁদবে; ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে।”

বেনামাজি ছেলেটি বলেছিল, আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু?পরের দিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিল,...
04/09/2024

বেনামাজি ছেলেটি বলেছিল, আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু?

পরের দিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিল, কিন্তু লাশ হয়ে!

বেপর্দা মেয়েটি বলেছিল, ভবিষ্যতে আমি যে কখনো পর্দা করবো না, সেটার গ্যারান্টি কতটুকু সত্য? প্রমাণ আছে কি?

মেয়েটি পরের দিনই পর্দা করেছিল, কাফনের সাদা কাপড় শরীরে মুড়িয়ে!

ভবিষ্যতে কে হেদায়েত লাভ করবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন জানেন। তাই বর্তমান দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারণ ভবিষ্যতে কী হবে তা তো আমরা জানি না!

কাল সকালে আমার ঘুম ভাঙ্গবে সেটার গ্যারান্টি কতটুকু? আজ রাত্রই যে আমার শেষ রাত্রি নয় সেটার গ্যারান্টি কতটুকু? তাই আসুন আমরা তাওবাহ করে ফিরে আসি আমাদের রবের দিকে। তাওবাহ করে ফিরে আসলেই আমাদের লাভ!

পবিত্র কুরআনে আল্লাহ বলেন - 'আর যে তাওবাহ করে, ঈমান আনে ও সৎকাজ করে আর সৎপথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল।'
[সূরা: ত্ব-হা, আয়াত: ৮২] 🌸

অথচ সত্যই সব সময় সুন্দর ও বাস্তব ---
01/09/2024

অথচ সত্যই সব সময় সুন্দর ও বাস্তব ---

08/08/2024

#পিছনে _পড়া ও ধারণা/ অনুমান বিষয়ে সতর্কতা : যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। [১] নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। [২] (সূরা বানু ঈসরাইল)

05/08/2024

প্রিয় দেশবাসী! বেশি উল্লসিত হওয়ার মতো এখনো কিছু ঘটেনি! বরং যা কিছু ঘটেছে তা নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ! কয়েকটি ইস্যু এগুলো মাথায় রাখবেন:

১. হঠাৎ গন ভবনের দরজা কিভাবে খুললো ! বাসিন্দারা কই গেলেন এবং কিভাবে গেলেন। কে তাদেরকে save exist দিলেন? গত রাতে কি কি ঘটেছে?

২. প্রধানমন্ত্রীর পদত্যাগ আর সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রের কোন কর্মচারী নয়। দেশে তো সামরিক শাসন চলছে না!

৩. সকল হত্যাকান্ডের বিচার হবে বলা হলো, কিন্তু এই সব মামলার সম্ভাব্য আসামি সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, আইন মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, আইসিটি আর তথ্য প্রতিমন্ত্রীকে সেফ এক্সিট কেন দেয়া হল?

৪. মাফিয়া প্রধানমন্ত্রী ও তার বোনকে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে কেন সেফ এক্সিট দেয়া হল, কার নির্দেশে? দেশে তো সামরিক আইন নেই।

৪, সেনা প্রধান শুধু হত্যার বিচারের কথা জোর দিয়ে বললেন। দূর্নীতি আর পাচারের কথা বাদ দিয়ে। এ ব্যাপারে তার কমিটমেন্ট উচ্চারিত হোল না কেন?

৫. সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সম্ভাব্য দ্রুততায় ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবেন,এই নিশ্চয়তা তার প্রথম ভাষনে নেই কেন?

৬. তিনি কার নির্দেশনায় সিদ্ধান্ত নিচ্ছেন, তার জবাবদিহিতা কার কাছে? প্রশ্নগুলো রয়েই গেল!

আগামী কয়েকটি দিন জাতির জন্য খুবই সংকটাপন্ন ! সবার বুদ্ধি - সবার পরামর্শ - সবার সহযোগিতা ছাড়া সংকট কাটবে না - বরং বাড়বে। সবাই চোখ কান খোলা রাখুন। আল্লাহ আমাদেরকে সহায় হোন।

17/07/2024

যে ব্যবসায় কোন লস নাই সেটা কী ?

মৃত্যুর পর মানুষের ৯টি আপসোস★ হায়! আমি যদি মাটি হয়ে যেতাম। (সূরা নাবা || আয়াত ৪০)★ হায়! পরকালের জন্য যদি কিছু করতাম। (সূ...
28/06/2024

মৃত্যুর পর মানুষের ৯টি আপসোস

★ হায়! আমি যদি মাটি হয়ে যেতাম। (সূরা নাবা || আয়াত ৪০)

★ হায়! পরকালের জন্য যদি কিছু করতাম। (সূরা ফজর || আয়াত ২৪)

★ হায়! আমাকে আমার আমলনামা না দেয়া হতো। (সূরা হাক্কাহ|| আয়াত২৫)

★ হায়! আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। (সূরা ফুরকান || আয়াত২৮)

★ হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল সাঃ এর আনুগত্য করতাম। (সূরা আহযাব || আয়াত৬৬)

★ হায়! আমি যদি রাসূল সাঃ এর অনুসরণ করতাম। (সূরা ফুরকান|| আয়াত২৭)

★ হায়! আমিও যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। (সূরা নিসা || আয়াত ৭৩)

★ হায়! আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। (সূরা কাহাফ ।। আয়াত৪২)

★ হায়! এমন যদি কোন সূরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমাদের প্রতিপালককে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারগণের সামিল। (সূরা আনআম || আয়াত২৭)

আমরা পেট ভরে খাইনা গলা পর্যন্ত খাই --
27/06/2024

আমরা পেট ভরে খাইনা গলা পর্যন্ত খাই --

Address

Satmatha
Bogura

Telephone

+8801731329766

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো চিরস্থায়ী সুখের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এসো চিরস্থায়ী সুখের পথে:

Videos

Share


Other Digital creator in Bogura

Show All