হৃদয়ের অনূভুতিツ

হৃদয়ের অনূভুতিツ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন
(1)

12/05/2024

আমি বোধহয় একটু বেশি ই সাধারণ! যতটা সাধারণ হলে কারোর নজরে পড়েনা! যতটা সাধারণ হলে কেউ পছন্দ করে না! যেমন সাধারণ হলে কোনো শখ থাকে না, কারো কাছে Special অনুভব হয় না! যতটা সাধারণ হলে কোনো ইচ্ছে থাকে না!'🙂

12/05/2024

আমি মনে করি ২২ বছর বয়সেই একটা ছেলের বিয়ে করে ফেলা উচিত। ২২ এ বিয়ে। ২৫ বছর বয়সে সন্তানের বাপ। আবার সেই সন্তানকে ২২ এ বিয়ে দিয়ে ৫০ হবার আগেই সাংসারিক ঝামেলা টামেলা শেষ করে, বাকী লাইফটা উপভোগ করবে।
৩২/৩৫ এ বিয়ে করে সন্তানকে বড় করতে করতেই ম*রে যাওয়ার কোনো মানে দেখি না! বিয়ে নিয়ে বর্তমান সমাজের চিত্রটা বদলানো উচিত।💔🥹

09/05/2024

বিয়ার পর শশুরবাড়িতে কেমনে বলবো আমার এই তরকারি পছন্দ না আমাকে ওই তরকারি দেন!🤭🫣

09/05/2024

🦋:ইনশাল্লাহ এমন দিন আসবে ! সেদিন আর কোন প্যারা থাকবে না ,সেদিন মন খুলে বলবো প্যারা নাই চিল,,,। পরিবারের মুখে হাসি ফুটবে । সেদিন সবার সাথে অতীতের কষ্ট গুলো হাসি মুখে শেয়ার করবো । টাকা দিয়ে অনেক আপনজন। প্রিয় বন্ধু কিনে নিবো । সেদিন মনে হবে পৃথিবীতে আমি সবার থেকে সুখী মানুষ....!!❤️☺️ইনশাআল্লাহ দিন আমারও আসবে...///🤲❤️

ঝড়-বৃষ্টির দিনে  আগে আম কুড়ানোয় ব্যস্ত থাকতাম।আর এখন ছেলে মেয়ে মোবাইলের চার্জার খুঁজতে ব্যস্ত থাকে।
07/05/2024

ঝড়-বৃষ্টির দিনে আগে আম কুড়ানোয় ব্যস্ত থাকতাম।আর এখন ছেলে মেয়ে মোবাইলের চার্জার খুঁজতে ব্যস্ত থাকে।

06/05/2024

তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমায় খুব ভালোবাসে?
আরে না বস, তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসিখুশি রাখো,তাদের কাজ করে দাও,তাদের প্রতি Effort দাও।যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না,তাদের হাসিখুশি রাখবে না,এই effort দেওয়া বন্ধ করে দেবে,বুঝে যাবে আসল রূপটা।শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি! 🌸

06/05/2024

লাইফে এমন একটা মানুষ থাক, উত্তেজিত কথার জবাবে দোষারোপ না করে সে জানতে চাক, "কি হয়েছে, তুমি তো এমন নও সে তো আমি জানি!❤️

04/05/2024

আমাকে বিয়ে দিয়ে দাও..!😁😅🫣

29/04/2024

কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেইটা আমার কাছে most Important.🖤

যেদিন চুমু খাওয়ার জন্য ঝোপঝার থাকবে না সেইদিন বুঝবি গাছের কি মর্ম, location :  তোমাদের ওন্ডারল্যান্ড শিশু পার্ক। 😁
26/04/2024

যেদিন চুমু খাওয়ার জন্য ঝোপঝার থাকবে না সেইদিন বুঝবি গাছের কি মর্ম,
location : তোমাদের ওন্ডারল্যান্ড শিশু পার্ক। 😁

26/04/2024

এই গরমে একটা বউ হলে ভালো লাগতো 🙂🙂

25/04/2024

গেঞ্জি কিনতে গেসিলাম। একটা পছন্দ হইসে, কিন্তু সাইজে একটু ছোট, দোকানদার বলল: "নিয়া যান, ধুইলে ছাড়বে"

রুমে আইসা দেখি রুমমেট সেম গেঞ্জি নিয়া আসছে, জিজ্ঞেস করে শুনলাম সেইম দোকান থেকে। ওর আবার একটু বড় হইসে। দোকানদার নাকি বলসে, "নিয়া যান, ধুইলে চাপবে।" 🙂

আমি কথা বলতে খুব পছন্দ করিকিন্তু তাদের সাথেই, যারা আমার কথা শুনতে পছন্দ করে!🖤
23/04/2024

আমি কথা বলতে খুব পছন্দ করি
কিন্তু তাদের সাথেই, যারা আমার কথা শুনতে পছন্দ করে!🖤

18/04/2024

Assalamu Alaikum, আমি একজন মেয়ে, আমার সম্পর্ক+বিয়ে নিয়ে প্রায় 3+ বছর হয়েছে। আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক আলহামদুলিল্লাহ্ ভালো। তবে সমস্যা হচ্ছে আমার স্বামী অতিরিক্ত ফানি একজন মানুষ, সবার সাথে না, একমাত্র আমার সাথে অনেক বেশি ফাইজলামি করে, সারাদিন আমাকে চিমটি মারবে, নাহয় চুল টান দিবে, নাহলে পানি ছিটাবে, সাজলে চেতাবে, মানে সে যে আমার স্বামী তা মনে হয় না, মনে হয় আমার কোনো ফ্রেন্ড, অথচ তার আর আমার বয়সের পার্থক্য অনেক বেশি।

সে আমাকে ফুল দিয়ে প্রপোজ না করে ফুল দিয়ে দৌড় দিয়ে চলে যায় তার নাকি লজ্জা করে। আরো অনেক অনেক ফাইজলামি সারাদিন করতেই থাকে, যা বলার মত না। আমি একা থাকতে চাইলে বা সবসময় তো আর হাসতে বা কথা বলতে মন চায় না, তখন সে পিছে লেগে থাকবে কাতুকুতু দিবে এইটা ঐটা গল্প বলে হাসাবে তবে এইসব আমার পছন্দ না, আমি চাই সে অতিরিক্ত মজা বাদ দিক। অনেক বলছি সে পরিবর্তন হয় না। আমার করণীয় কী!!

©️ Justice For Women Bangladesh

18/04/2024

Big shout-out to my newest top fans! Mst Suraya Rahman, Monika Jahan Liza

16/04/2024

হিন্দু নারী অনিতা চক্রবর্তি তার ফেইসবুক আইডিতে লিখেছেনঃ

"বৈশাখী সংস্কৃতি কোন মুসলমান পালন করতে পারে না।"

“বৈশাখী সংস্কৃতি শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য পালন করা একটি আনন্দের কথা। মুসলিমদের কেন?”

“মুসলিমদের সংস্কৃতি শুধু আরবি মাসে পালন করবেন। আরবি সন হিসেবে। এটা হোক আপনাদের আনন্দ উল্লাসের দিন।”

“ বৈশাখীর শোভাযাত্রর মিছিলে প্রথম সারিতে খেয়াল করে দেখবেন দেব দেবীর ছবিসহ মিছিল করা হয়। এটা হিন্দুদের প্রতিমা।”

“আপনি একজন নামাজ পড়ুয়া কোরআন পড়ুয়া বিবেকবান বুদ্ধিমান মানুষ যদি হিন্দু ধর্মের সংস্কৃতিতে বিশ্বাসী ও তা পালন করেন, তাহলে আমার আব্বু সুনিল চক্রবর্তী ও আপনার মাঝে তফাৎ কোথায়?”

“এছাড়া অনেক মুসলিম ভাই বোনদের দেখেছি বোরকা কিংবা পাঞ্জাবি পরে বিভিন্ন পুজায় অংশ গ্রহন করতে।”

“কেন? কেন যাবেন?”

“আপনার ধর্মীয় মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে কতজন হিন্দু এটেন্ড করে?
পারবেন কোন জবাব দিতেন? পারবেন না।”

“পরিশেষে বলছি যারা শ্লোগান দেন ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ধোকাবাজি শ্লোগান। ধর্ম যার যার উৎসব তার তার।”

আচ্ছা আমাদের নামধারী মুসলমান গুলো এতো বেহায়া, নির্লজ্জ কেন?

16/04/2024

~☆আপনার কি মন খারাপ?☆~

কষ্ট অনূভুতি হচ্ছে??

অসহায় লাগছে??? তাহলে গভীর মনোযোগ দিয়ে নিচের লেখাটি পড়ুন।
আপনার ঘরে যদি খাবার থাকে, গায়ে কাপড় থাকে, রাতে ঘুমানোর জন্য জায়গা থাকে, তাহলে বুঝবেন পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ভালো আছেন।

আপনি যদি সুস্থ, সবল,নীরোগ শরীর নিয়ে কালকের দিনটি বাঁচেন তাহলে আপনি ১০ লক্ষ লোকের চেয়ে সুখী জীবন অতিবাহিত করবেন।
আপনি যেহেতু উপরের লাইন টুকু পড়তে পেরেছেন তার মানে আপনি ৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান, যারা চোখে দেখতে পায়না।

জীবনটা পাওয়া- না পাওয়ার হিসেব মিলাবার স্থান নয়। আসুন না,,, আজ যে আমরা মানব জীবন লাভ করেছি এবং সুস্থ আছি সেজন্য সব কষ্ট ভুলে সৃষ্টিকর্তাকে প্রাণভরে স্মরণ করি।☆~

আলহামদুলিল্লাহ☆~

14/04/2024

Big shout-out to my newest top fans! Milon Kulsum, Riya Riya

13/04/2024

ক্যামেরার সামনে দাঁড়ালে বুঝে উঠতে পারিনা হাত দুইটা রাখবো কোথায়।😕😕😐

12/04/2024

১০০ টাকার ছেঁড়া নোটের মতো নিজেকে চালিয়ে নিচ্ছি কোন রকম!🙂

11/04/2024

যে মেয়ে ঈদের দিন নতুন ড্রেস পড়ে নাই, হাতে মেহেদী দেয় নাই, ডিপি চেইঞ্জ করে নাই, তারা আসলেই ডিপ্রেশনের সর্বোচ্চ লেভেলে চলে গেছে! আনরোমান্টিক মেয়ে! 🙂😏😏

11/04/2024

সবাই ঘুরতেছে, আর আমি বেডে শুয়ে সবার ছবিতে লাভ রিয়েক্ট দিচ্ছি!😊🙂

10/04/2024

তোমাদের মেহেদী পড়া হাতটা একটু দেখি 🤭

09/04/2024

বাপের কাছে লেহেঙ্গা কেনার টাকার জন্য কান্না করা মেয়ের কাছে, তুই পাঞ্জাবি গিফটের আশা করিস কেমনে?🙂

09/04/2024

ছাদে উইঠো না আজকে,
চাঁদ দেখা কমিটি তোমাকে দেখে ফেললে মনে করবে কালকে ঈদ!😌🖤

09/04/2024

,আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবিল্লাহি,,_কিছু নেকি এভাবে পাওয়ায় যায়_🖤🥰

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)
১৩.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম) /(3বার)
১৪.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~( সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম)/(3বার)
১৫.اَللّٰهُمَّ صَلِّ عَلٰی سَيِّدِنَا مُحَمَّدٍ ~ (আল্লাহুমা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ) /(3বার)
১৬.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~( রাব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা)/(3বার)
১৭.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ (রাব্বী হাবলী মিনাছ ছলীহিন)/(3 বার)

আলহামদুলিল্লাহ 🥰

যতখুশি তত বার পড়া শেষে আবার একবার আলহামদুলিল্লাহ। 🤍🥰

08/04/2024

ছেলে: আন্টি কয়টা বাজে ?
আন্টি: বলবো না !
ছেলে: কেন ?
আন্টি: আরেকদিন যেকোনো জায়গায় দেখা হলে
জিজ্ঞাসা করবে তাই
ছেলে: করতে'ই তো পারি !
আন্টি: সে জন্য'ই বলব না!
ছেলে: কারণ টা কি ?
আন্টি: এই ধরো.. এই ভাবে কথা বলতে বলতে
আমরা পরিচিত হবো !
হঠাৎ আমার বাসার সামনে দিয়ে যাবে!
চোখের সামনে পরলে বাসায় আসতে
বলবো ভাতিজার খাতিরে! বাসায় এনে বসতে দিবো,তারপর চা এনে দিবো !
তারপর তুমি বলবে চা টা দারুন হয়েছে, কে তৈরি করছে ??
আমি বলবো আমার মেয়ে,তারপর তুমি বলবে দেখি আপনার মেয়েকে ,
এতো ভালো চা বানায় একটা ধন্যবাদ জানাই, তারপরে হাই,হ্যালো এসব
হবে,কিছু কথা বার্তা হবে, তারপর মাঝে মাঝে আমার বাসায় আসতে
থাকবে, এক সময় ভালোবাসা হবে ,তোমার মিষ্টি কথায় আমার মেয়ে তোমার প্রেমে পরতে পারে! এক সময় বিয়ের জন্য প্রস্তুত হবে, আমার কাছে আমার মেয়েকে চাইতে আসবে !
তারপর আমার মেয়ে বলবে আম্মু রাজি হয়ে যাও !

আমি এমন ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিবো না,😼
যে একটা ঘড়ি কিনতে পারে না।
ছেলে:বেঁহুশ🥴
কেউ এ্যাম্বুলেন্স ডাকেন🤪🤪

08/04/2024

আকাশের দিকে তাকিয়ে আছে সৌদি আরব,🌙🌒

অন্য দিকে বাংলাদেশ তাকিয়ে আছে সৌদি আরবের
দিকে! 🙂

Address

Rajshahi
Bogura
5800

Telephone

+8801885392914

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ের অনূভুতিツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয়ের অনূভুতিツ:

Videos

Share


Other Digital creator in Bogura

Show All