21/04/2024
মাঝেমধ্যে আমার ভিষণ অবাক লাগে এই ভেবে যে, আমার বাচ্চাটা আমার জন্যও মনেহয় এতোটা কাদেনাই এখন পর্যন্ত,,
যতোটা ওর নানু ওকে কোলে না নিলে কাদে।
আমি আর আমার মা পাশাপাশি শুয়ে বসে থাকলেও দেখা যায় সেই নানুর সাথেই লেগে থাকবে,দুষ্টুমি করবে।
রাতে ঘুমুতে গেলেও নানুকে জড়িয়ে ঘুমাবে।
আর কোলের আনন্দ মানেই যেনো তার বাবা আর নানুর কোল।
অথচ তার নানাভাই এর কোলে যেতে চায়না কারন সে একজায়গায় নিয়ে বসে থাকে তাই।তবে যদি টিভি ছাড়বে ভাবে তখন ঠিক ই যায় হেসেখেলে(এই বয়সেই নানাভাইয়ের সাথে জমিয়ে রাজনৈতিক টক শো আর খেলা দেখে সে🫢)
এই যে নানুর জন্য সে ঘ্যানঘ্যান করে,
আমি মাকে প্রশ্ন করি ও এমন করে কেনো তোমার জন্য।
মা বলে ও আসলে মজা পায় ওকে কোলে নিয়ে সারাঘর ঘুরে ঘুরে এটা ওটা কাজ করি চারপাশ রংবেরঙের সব জিনিস দেখে ও পএসব দেখে আনন্দ পায়।
আপাতত ওর কাছে ওর নানুর কোল মানেই যেনো এক প্রকার বিশ্বজয়।
নিচের ছবিখানা এমন সময়ে তোলা যখন আমি তার পাশে শুয়ে আছি তবুও সে তার নানুর জন্য কাদতেছে।🥹
Don't forget to say.......💁♀️👇
-মা শা আল্লাহ-
(আল্লাহুম্মা বারিক লাহা)
[𝑨𝒍𝒍𝒂𝒉𝒖𝒎𝒎𝒂 𝑩𝒂𝒓𝒊𝒌 𝑳𝒂𝒉𝒂]
{”الله بريك لها“}💞{”شُكر اَلْحَمْدُ لِلّٰهِ“}