MF.TV news24

MF.TV news24 মানবতার কল্যাণে আমরা আছি আপনার পাশে।

26/04/2020

🇧🇩 Stay Home,Stay Safe 🇧🇩

২৬/০৪/২০২০(রবি বার)
🔔 কোভিড-১৯ (করোনা ভাইরাস) বাংলাদেশ:- আপডেট
✅নমুনা পরীক্ষা ঃ ৩৪৭৬ জন
🛑 নতুন আক্রান্তঃ ৪১৮জন
🔴 মোট আক্রান্তঃ ৫৪১৬ জন

🔺 নতুন মৃত্যুঃ ৫ জন
🔻 মোট মৃত্যুঃ ১৪৫ জন

👉🏼 নতুন সুস্হঃ ৯জন
✅ মোট সুস্হঃ ১২২ জন
জন

সূত্র:আইইডিসিআর
ঘরে থাকুন-সুস্থ থাকুন

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০বোতল ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রী আটক-------------------------মোঃ সোহাগ মাহবুব ফটো স...
23/04/2020

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০বোতল ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রী আটক
-------------------------
মোঃ সোহাগ মাহবুব ফটো সাংবাদিক বগুড়া জেলাঃ
বুধবার (২২শে এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস.আই আলী আকবর, এএসআই মুক্তার হোসেন, এএসআই মামুনুর রশিদ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ী পুলিশ তার শয়ন কক্ষের খাটের নিচের মাটি খুরে মাটির ডাবরের ভিতরে বিশেষ কায়দায় ৪০ বোতল ফেন্সিডিল লুকিয়ে রেখে উপরে পিঁয়াজ দ্বারা ঢাকিয়ে রাখে। পুলিশ সারা বাড়ি তল্লাশি চালিয়ে উল্লেখিত স্থান থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় মাদক দ্রব্য ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অপরাধে মাদক ব্যবসায়ী নাটমরিচাই গ্রামের আব্দুর রহিম এর ছেলে আজমল হোসেন (৫০) ও তার স্ত্রী রহিমা বিবি (৪০) কে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান,
মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে বগুড়া জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।

এজন্যই বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। প্রাণঘাতী করোনার ছোবলে স্বামী কর্মহীন হয়ে পড়ায় সাভারে নিজের মাথার চুল বিক্র...
22/04/2020

এজন্যই বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

প্রাণঘাতী করোনার ছোবলে স্বামী কর্মহীন হয়ে পড়ায় সাভারে নিজের মাথার চুল বিক্রি করে বাচ্চার দুধ কিনে আনলেন অসহায় এক মা।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের ব্যাংক কলোনী এলাকায় নান্নু মিয়ার টিনসেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা অসহায় সেই মায়ের মুখ থেকে শোনা যায় এমন তথ্য। স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করছে পরিবারটি। তার বড় ছেলের বয়স আড়াই বছর ও ছোট ছেলে বয়স ১ এবছর।

সাথী বেগম জানান, গত দেড় মাস আগে তার স্বামী মানিকের সাথে সাভারের ব্যাংক কলোনি এলাকায় টিনশেডের ভাড়া বাড়িতে উঠেন। তার স্বামী পেশায় একজন দিনমজুর। তিনি নিজেও বাসা-বাড়িতে কাজ করেন। করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে বাড়িওয়ালা কাজে যেতে নিষেধ করে দিয়েছেন। তার স্বামীও কোন কাজ না পেয়ে বাড়িতে বেকার বসে দিন কাটাতে হচ্ছে।

তিনি জানান, এখানে নতুন এসেছেন, কাউকেই তেমন চেনে না। কোথায় ত্রাণ দেয়- সেটাও জানা নেই তার। প্রতিবেশীর কাছ থেকে ত্রাণের খবর পেয়ে দুই জায়গায় সহযোগিতার জন্য গিয়েছিলেন। তবে তাকে চেনে না বলে খালি হাতে ফিরিয়ে দেয়। খাদ্য সহায়তা খুঁজতে গিয়ে এক হকারের (চুলক্রেতা) সাথে পরিচয় হয়। পরে সাথী বেগম তার মাথার চুল বিক্রি করেন ১৮০ টাকায়। ওই টাকা দিয়ে শিশুর জন্য দুধ ও এক কেজি চাল কিনেছেন।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা প্রশাসেনর এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহফুজ জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঘটনাটি প্রাথমিকভাবে আমরা শুনেছি। বিষয়টি সত্যিই অনেক দুঃখজনক। তিনি দ্রুত ওই পরিবারে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

সাভার পৌর মেয়র আব্দুল গনি জানান, হতদরিদ্রদের পৌর এলাকায় অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে এক নারী তার বাচ্চার খাবারের জন্য নিজের চুল বিক্রি করার বিষয়ে তিনি জানেন না।

19/04/2020
 #বাবামরণব্যাধি রোগ করোনা ভাইরাস দুনিয়াতে কত শিক্ষা ও পরীক্ষা নীরিক্ষা দিয়েই যাচ্ছেন,আজকের দিনের সেরা হৃদয়স্পর্শী ঘটনা প...
18/04/2020

#বাবা

মরণব্যাধি রোগ করোনা ভাইরাস দুনিয়াতে কত শিক্ষা ও পরীক্ষা নীরিক্ষা দিয়েই যাচ্ছেন,

আজকের দিনের সেরা হৃদয়স্পর্শী ঘটনা পৃথিবীতে বাবার কাছে প্রিয় সন্তান ছাড়া অার কোন কিছু দামি হতে পারে না,

তার প্রমান ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাবার প্রিয় সন্তান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত,জরুরীভাবে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করতে হবে,

হাসপাতালের বাইরে এম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসার জন্য স্ট্রেচার প্রয়োজন,ডাক্তার,নার্স,ওয়ার্ডবয় কেউ এগিয়ে আসলেন না,

যদি তারাও সংক্রমিত হন,বুকের ধনকে বাঁচাবার জন্য বাবা নিজে সন্তানকে কোলে নিয়ে এম্বুলেন্স পর্যন্ত আনলেন,ছবিগুলো দেখে আর ঘটনার বিস্তারিত জেনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম,

বাবারা হারতে জানেনা,প্রিয় সন্তানদের জন্য শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়তে প্রস্তুত থাকেন। আল্লাহর কাছে এই বাবা এবং সন্তানের দ্রুত সুস্থতা কামনা করছি,

আল্লাহ পাক মরণব্যাধি রোগ করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে হেফাজত করুন,আমীন!

সংগৃহীত

গেইটের সামনে এম্বুল্যান্স নিয়ে দাঁড়িয়ে আছি... এই বাসা থেকেই করোনা পজিটিভ পেশেন্ট নামবে একটু পর...আশে পাশের সব প্রতিবেশির...
17/04/2020

গেইটের সামনে এম্বুল্যান্স নিয়ে দাঁড়িয়ে আছি... এই বাসা থেকেই করোনা পজিটিভ পেশেন্ট নামবে একটু পর...

আশে পাশের সব প্রতিবেশিরা বাড়ির জানালা, ছাদ থেকে ভীড় করে আমাদের দেখছে!

পেশেন্ট করোনা পজিটিভ হলেও
সবার এই আয়োজন করে দেখাটা
পেশেন্ট কে অনেক লজ্জায় ফেলছে।
যেনো তাদের তাকানো, ছবি তোলা জানান দিচ্ছে "তুই পজিটিভ, তুই অপরাধী।"

পেশেন্ট এম্বুল্যান্সে উঠলেন।
আমরা কথা বলতে চাইলাম
তিনি কোনো কথা না বলে চুপ চাপ রইলেন।

তাকে হাসপাতালে নিয়ে যাবার আয়োজন টা তার কাছে খুব বেশি লজ্জার!

এমন ভাবে মাথা নিচু করে এম্বুল্যান্সে বসে আছে যেনো আকাশের সব কালো মেঘ তার ঘরে জমেছে !!

হাসপাতালে ভর্তির ফর্ম ফিল-আপ হচ্ছে...
হঠাত দেখি পেশেন্টের কান্নার আওয়াজ!
তিনি নামাজে কাঁদছেন!
ডুকরে ডুকরে কেঁদে সৃষ্টিকর্তাকে কিছু বলছেন।
এতো আকুল ভরা কান্না!!!!
মন চাইছে না পেশেন্ট কে এখানে রেখে আমরা চলে যাই।

কিন্তু যেতে হবে
-আরেকটা কল এসেছে
অন্য জায়গা থেকে
"হ্যালোঃ অমুক জায়গা থেকে বলছি, পেশেন্ট পজিটিভ... প্লীজ নিয়ে যান"

Post from: Team Narayanganj

(ছোট্ট একটা লেখাও কখনো চোখে পানি এনে দিতে পারে,অশ্রুভেজা চোখেই দোয়া করি- আল্লাহ যেন এই মানুষটাকে সুস্থ করে দেন,সুস্থ করেন পুরো পৃথিবীকে,আমিন)

বিপদের এই চরম মূহুর্তে যে ব্যক্তিগুলো দায়িত্ব পালন করে যাচ্ছে, যাদের কোন ছুটি নেই তারা হল পুলিশ।  বিভিন্ন গুরুত্বপূর্ণ দ...
14/04/2020

বিপদের এই চরম মূহুর্তে যে ব্যক্তিগুলো দায়িত্ব পালন করে যাচ্ছে, যাদের কোন ছুটি নেই তারা হল পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেকে নিষ্ঠার সাথে পালন করে বলেই আজও কিছু নিরাপত্তা আমরা পেয়ে থাকি। যদিও পুলিশের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে কিন্তু তারপরও এখানেও অনেক ভাল মানুষ আছে। সুতরাং সেলুট সেই সমস্ত সৎ পুলিশভাইদের, সেনাবাহিনীদের ও যারা সেচ্ছাসেবী হিসাবে কাজ করছে, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও ভাল কাজ করে যাচ্ছে
মাশা আল্লহ।
💐💐💐🌹🌺🌺🌺🌷🌷🌷🌺🌻

সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে Uno Shibganj Bogura. স্যারের নির্দেশে মোকামতলায় স্কুল মাঠে বসেছে সবজি ও নিত্যপন্যের দোকান!
13/04/2020

সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে Uno Shibganj Bogura. স্যারের নির্দেশে মোকামতলায় স্কুল মাঠে বসেছে সবজি ও নিত্যপন্যের দোকান!

আজ বগুড়ার বনানী হাট, আজ হাটটি বেশ বড় একটা খোলা মাঠে বসেছে।  আজ ""করোনা ভাইরাস""   নামক এই দুর্ভিক্ষের মাঝে গত হাটের থেকে...
13/04/2020

আজ বগুড়ার বনানী হাট, আজ হাটটি বেশ বড় একটা খোলা মাঠে বসেছে। আজ ""করোনা ভাইরাস"" নামক এই দুর্ভিক্ষের মাঝে গত হাটের থেকেও আজ হাটটা বেশ ভালই লেগেছে। হাটে পাওয়া যাচ্ছে, মাছ, মাংস, তরী-তরকারী আরও সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। সবাই নিজ নিজ দূরত্ব বজায় রেখে পন্য ক্রয় বিক্রয় করছে।

আমরা সবাই নিজ নিজ দূরত্ব বজায় রাখবো!
অপ্রয়োজনে কেউ বাহিরে বের হবো না!!
হাচি কাশিতে রুমাল ব্যবহার করবো!!!
বেশি বেশি হাত ধৌত করবো!!!!

Please,,, সবাই সচেতন হন।।।

""ঘরে থাকুন
নিরাপদ থাকুন""

আলতাফুন্নেছা খেলার মাঠে বাজার পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ ও বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশ...
13/04/2020

আলতাফুন্নেছা খেলার মাঠে বাজার পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ ও বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)

Thanks Doctor 😍ডাক্তার আদিল।একজন পাকিস্তানী নাগরিক।বাংলাদেশে মেডিকেল পড়তে এসে পড়া শেষে বাংলাদেশেই স্বাস্থ্য সেবা দিয়ে যা...
13/04/2020

Thanks Doctor 😍

ডাক্তার আদিল।একজন পাকিস্তানী নাগরিক।বাংলাদেশে মেডিকেল পড়তে এসে পড়া শেষে বাংলাদেশেই স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন।জীবনের ঝুঁকি নিয়েই বর্তমানে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
সালাম,অফুরন্ত দোয়া ও ভালবাসা নিরন্তর 😍

করোনা ফ্যাক্ট:-রাত সাড়ে ৩ টা। হঠাৎ এক ফোন এল আশরাফ আলী রোড থেকে। প্রসব বেদনা উঠেছে এক মহিলার। সাথে অন্যান্য সমস্যাও। চিক...
12/04/2020

করোনা ফ্যাক্ট:-
রাত সাড়ে ৩ টা। হঠাৎ এক ফোন এল আশরাফ আলী রোড থেকে। প্রসব বেদনা উঠেছে এক মহিলার। সাথে অন্যান্য সমস্যাও। চিকিৎসা নিতে হবে, কিন্তু পাশে ডাক্তার নেই। হাসপাতালে নিতে হবে, কিন্তু রাস্তায় গাড়ি নেই। শেষে ফোন করে টিম কোতোয়ালী কে। কোন এম্বুলেন্স না পেয়ে থানার টহল গাড়িই নিয়ে যান এএসআই আজিজুল ইসলাম ও সুকুমার। সেখানে গিয়েই দেখেন, রোগীর অবস্থা খারাপ। অজ্ঞান অবস্থা প্রায়। এতে কিছুটা ভড়কে যান তারা, অঘটন ঘটলে আবার পুলিশের দোষ ধরে! শেষে এই 'ঝুঁকি' মাথায় রেখেই হাসপাতালে ছুটেন। পুলিশকে দেখে একটু আন্তরিকতা বেশি দেখাতে পারে সে চিন্তা থেকে হাসপাতালে দৌড়ঝাপ করলেন নিজেরাই। ডাক্তার ডেকে, নার্স ডেকে নিশ্চিত করলেন তাৎক্ষণিক চিকিৎসার। অবশেষে তাদের সব উদ্বেগ-উৎকণ্ঠা হাসিতে রূপ নিল ফুটফুটে বাচ্চার কান্নার শব্দে। প্রায় তিন ঘণ্টার কষ্ট সার্থক হল। মা- মেয়ে দুইজনই সুস্থ আছে। আর হাসিতে আছি আমরা!
ভালবাসা প্রিয় টিম কোতোয়ালী।
ইনশাআল্লাহ্ এভাবে একদিন বাংলাদেশ পুলিশ সাধারন মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে।।

collect from: Javed Nasim Dadu

বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে সরকারী চাল বিতরণ।বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করোনা ভাইরাসে  কর...
12/04/2020

বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে সরকারী চাল বিতরণ।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে সরকারী চাল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হতে করোনা ভাইরাসের কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য জাহানারা খাতুন, শিবগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, সচিব হেলাল উদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর আবু হাসান দুলাল, এবিএম শাফিউল ইসলাম শিপন, ফজলার রহমান, চুন্নু মিয়া প্রমূখ। উল্লেখ্য উক্ত চাল সিএনজি, অটোরিকশা ও ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দেওয়া হয়।

12/04/2020

করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া, শিবগঞ্জ থানার ইউনিয়ন ভিত্তিক অফিসারদের নাম ও মোবাইল নম্বর দেওয়া হল। আপনারা সংশ্লিষ্ট অফিসারগণের সহায়তা নিয়ে ঢাকা ও ও নারায়ণগঞ্জ হতে আসা লোকজনকে হোম কোয়ারেনন্টানে রাখতে বাধ্য করুনঃ-

এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, ০১৭১২৬৫৬২৮৮, ১২নং রায়নগর ইউনিয়ন,

এসআই (নিঃ) মোহাম্মদ আলী০১৭৩৩-২৯১১৪৪১, নং ময়দানহাট্রা ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ, ০১৭৩১-৯১৮২৯৫, ৮নং শিবগঞ্জ ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম, ০১৭২২-৭৭৫৯৭২, ৭নং বিহার ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, ০১৭১২-২৫৮৭২৫, ৬নং বুড়িগঞ্জ ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ আহসানুল হক, ০১৭৭২-৮০১২৬০, ৫নং মাঝিহট্ট ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ সাহেব গনি ০১৭৫৭-৯৮৪৪৭০, ২নং কিচক ইউনিয়ন,ইউপি

এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম-১, ০১৭১২-৬০২৮৫১, ৩নং আটমূল ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম ০১৭১৬-২৩৪৮৮১ ৪নং পিরব ইউনিয়ন,
এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম-২, ০১৭১৬-৩২৪০২৬৪নং পিরব ইউনিয়ন,


এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ০১৭১৮ ৪৭২২৮৯
এসআই (নিঃ) মোঃ আলী আকবর ০১৭২২-১৩৫২০৫, শিবগঞ্জ পৌরসভা,

এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান, ০১৭২২-৪৯২৬০১, ৯নং দেউলী ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান, ০১৭১৬-৯৮৫৬৯৭ ১১নং মোকামতলা ইউনিয়ন,

এসআই (নিঃ) মোঃ শাহাদত হোসেন ০১৭১৬-০৪০৯৬৭ ১০নং সৈয়দপুর ইউনিয়ন।

 #বাংলাদেশ_পুলিশ_আপনাদের_জন্য শুভ কামনা ও ভালোবাসা এবং দোয়া রইলো অবিরত ❣🌷❣ #সবকিছুর_জন্য_সমালোচনার_জায়গা_অনেক আছে, তবু ...
12/04/2020

#বাংলাদেশ_পুলিশ_আপনাদের_জন্য শুভ কামনা ও ভালোবাসা এবং দোয়া রইলো অবিরত ❣🌷❣
#সবকিছুর_জন্য_সমালোচনার_জায়গা_অনেক আছে, তবু বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু অনেকেই এই দুর্যোগ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্যেই কাজ করছেন। লকডাউন অবস্থায় মানুষকে ঘরে রাখা, ত্রাণ পৌঁছে দেয়া, সামাজিক দূরত্ব বজায় রাখতে সাহায্য করা ইত্যাদি গুরত্বপূর্ণ কাজ তাঁরাই বেশি করছেন। দেখা যাচ্ছে, মানুষ মরে পড়ে আছে, কেউ কাছে আসছে না। পুলিশই কিন্তু তাদের সংস্করণেই ব্যবস্থা করছেন।

#সচেতন_জনগণের_একজন_হিসেবে_অনেক_সৎ দুঃসাহসী পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সবাইকে আহ্বান জানাই, নিয়ম মেনে চলুন, পুলিশের কাজ সহজ করুন। আপনার বেপরোয়া চলাফেরা দায়িত্বরত পুলিশের জীবনকে ঝুঁকিতে ফেলে, তারও পরিবার পরিজন আছে, এই কথাটি মনে রাখুন। উত্তম পন্থা অবলম্বন করুন সুস্থ থাকুন, নিজেদের মাত্রিভূমির সকল মানুষকে সুস্থ রাখতে আপনার ও আপনার পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধি মাধ্যমেই, এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে দেশপ্রেমিক নাগরিকদের জন্য শুভ কামনা ও দোয়া রইলো❣ অবিরত ❣

কালিগঞ্জে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এন্তেকাল করলেন।দাফন কাফনে তার পরিবার এগিয়ে আসেনি।কালিগঞ্জের ওলামায়ে ...
12/04/2020

কালিগঞ্জে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এন্তেকাল করলেন।
দাফন কাফনে তার পরিবার এগিয়ে আসেনি।

কালিগঞ্জের ওলামায়ে কেরামদের একটি টিম তার দাফন কাফন সম্পন্ন করেন।

কিন্তু দুঃখজনক হলো স্থানীয় মসজিদের খাটিয়া দিতে অসম্মতি জানায় এলাকাবাসী।
জানাজায় অংশ নিতেও আসেনি তার মহল্লাবাসী এমনি তার স্বজনেরাও।

এইতো জীবন!!!

যেই আলেমদেরকে কাট মোল্লা,ক্ষ্যাত আরো কত কি বলে তিরষ্কার করা হত,
সেই তারাই পরোকালে কাজে আসবে এটা পাবলিক বিশ্বাস করেনি,
আল্লাহ পাক ওদের সামনে দেখিয়ে দিলেন দুনিয়াতেও এই কথিত কাট মোল্লারাই সেরা।

এরাই হিরো,
এরাই সোনার ছেলে!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই,  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মাহমুদুল হাসান রিপন  আমাদের সোনাতলা উপজেলায় ডাক্তারদ...
12/04/2020

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মাহমুদুল হাসান রিপন আমাদের সোনাতলা উপজেলায় ডাক্তারদের জন্য ৩০ পিচ পিপিই, ৫০০ পিচ মাস্ক প্রেরণ করেছেন। দূর্দিনে আপনার এ মানবিক সহায়তা সোনাতলা উপজেলা প্রশাসন শ্রদ্ধাজ্ঞাপন করছেন।
কপিঃ উপজেলা নির্বাহী অফিসার সোনাতলা, বগুড়া।

সরকারি সিদ্ধান্তে আগামীকাল থেকে রাজাবাজার ও ফতেহ আলী বাজারের খুচরা দোকানপাট শহরের 'আলতাফুন্নেসা খেলার মাঠ'-এ বসবে।  অস্থ...
12/04/2020

সরকারি সিদ্ধান্তে আগামীকাল থেকে রাজাবাজার ও ফতেহ আলী বাজারের খুচরা দোকানপাট শহরের 'আলতাফুন্নেসা খেলার মাঠ'-এ বসবে। অস্থায়ী এ বাজার ব্যবস্থা আশা করছি নিত্য প্রয়োজনীয় বাজারে আমাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সহায়ক হবে!.....স্বেচ্ছাসেবীরা এরই মধ্যে কাজ শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি একাজে সার্বক্ষনিক সহায়তাও প্রদান করবেন তাঁরা...

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া রাজাবাজারের খুচরা কাঁচাবাজার আগামীকাল থেকে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে বসবে।
12/04/2020

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া রাজাবাজারের খুচরা কাঁচাবাজার আগামীকাল থেকে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে বসবে।

করোনা সম্পর্কীত জরুরী সেবায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন সার্ভিস  গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবি...
11/04/2020

করোনা সম্পর্কীত জরুরী সেবায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন সার্ভিস
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলারবাসীকে জরুরী সেবা প্রদান ও
করোনা সম্পর্কীত জরুরী তথ্য আদানপ্রদানের জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হটলাইন সেবা চালু করা হয়েছে।

জরুরী সেবা ও তথ্য আদান-প্রদানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ট্রোল রুম হতে চারটি হটলাইন নাম্বার গোবিন্দগঞ্জবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে।হটলাইন নাম্বার চারটি-০১৭৩০-৩২৪৬৪৭,
০১৭২১৮৭১৪৪৪,০১৭১১১২৬৬৮১,০১৭২৯৫৬৭৫৭৫

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম জানিয়েছেন করোনা সম্পর্কীত জরুরি তথ্যসহ
স্বাস্থ্য বিষয়ক যেকোনো জরুরি প্রয়োজনে উপরোক্ত চারটি নাম্বারে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী যোগাযোগ করতে পারবেন।

এছাড়া সাধারণ সর্দি , কাশি, জ্বর, মাথা ব্যথা হলে হাসপাতালে না এসেও বাড়িতে অবস্থান করে নিম্নের নাম্বারগুলোতে যোগাযোগ করে সেবা নিতে পারবেন ১৭৩০৩২৪৬৪৭,০১৭১১১২৬৬৮১,০১৭২৯৫৬৭৫৭৫
০১৩১১৬৭৫৬৩৭,০১৬১৯৫৯৯৬৬৬,০১৭৬৬৩৯৯৪০৬
০১৬৭৪৯৬৭৯৭৭,০১৭৬৭৩৯৬০৯৬,০১৭১৮১৪৫৩১৩
০১৭২৩৩৬৫৩৪১,০১৭১১১৫৫৯২০,০১৭৮৮১৮৫৮৮০

10/04/2020

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার সকালে সর্দি জ্বরে নিয়ে রিমা খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের দক্ষিণ মিয়াপাড়া গ্রামের এনামুল হকের কন্যা।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত রিমার বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করতো এবং রিমা পরিবারের অন্য সদস্যদের সাথে গ্রামের বাড়িতে থাকতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে রিমার বাবা-মা গ্রামের বাড়িতে আসে এবং তাঁরপর থেকেই রিমা সর্দি, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। রিমা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিয়ে গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, ঘটনার পর পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল মৃত রিমার নমুনা সংগ্রহ করেছেন এবং তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর রিমা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যাবে। তবে সামাজিক নিরাপত্তার জন্য ওই বাড়িটি কোয়ারেন্টাইন করা হয়েছে।

মসজিদের খাটও দেয়নি গ্রামবাসী, ৩ ভাইয়ের কাঁধে লাশআব্দুস সালাম। টগবগে যুবক। বয়স ২৫ বছর। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার। পেটে...
10/04/2020

মসজিদের খাটও দেয়নি গ্রামবাসী, ৩ ভাইয়ের কাঁধে লাশ

আব্দুস সালাম। টগবগে যুবক। বয়স ২৫ বছর। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার। পেটের তাগিদে থাকতেন ঢাকায়। বাবা বক্তারপুর গ্রামের জয়নুল মিয়া।

করোনাকালে ঢাকা থেকে ফিরেছিলেন। মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই মসজিদে থাকা লাশের খাটিয়াটাও দেয়নি বর্বর গ্রামবাসী।

উপায় না পেয়ে আপন তিন ভাই মিলে ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে কবর দেয়।
নোট : ভাই বড় ধন, রক্তের বাঁধন...

 #করোনাভাইরাস সবার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতি একদিকে যেমন উদ্বেগ ও একঘেয়েমির মত স্বাভাবিক প্র...
09/04/2020

#করোনাভাইরাস সবার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতি একদিকে যেমন উদ্বেগ ও একঘেয়েমির মত স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, অন্যদিকে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে।

সংকটের এই মুহূর্তে পরিবার সদস্যরা একে অপরের অনুপ্রেরণার উৎস। তাই #বাসায়থাকুন এবং আপনজনকে সমর্থন করুন 💙

 #করোনাভাইরাস সংক্রান্ত বর্তমান এই সংকটময় পরিস্থিতি শিশু- কিশোরদের অধিক পরিমাণ ইন্টারনেট ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে, যা ...
09/04/2020

#করোনাভাইরাস সংক্রান্ত বর্তমান এই সংকটময় পরিস্থিতি শিশু- কিশোরদের অধিক পরিমাণ ইন্টারনেট ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে, যা অনেক ক্ষেত্রে তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই,

✅ অনলাইনে অধিক পরিমাণ সময় ব্যয় না করে নতুন কিছু শেখার কাজে লাগাতে হবে।

✅ যেকোন তথ্যে মানসিক ভাবে চাপ অনুভব করলে বাবা- মার সাথে খোলাখুলি আলোচনা করতে হবে।

✅ তথ্য শেয়ার করার আগে তার সততা যাচাই করে নিতে হবে এবং

✅ অনলাইন বুলিং এর শিকার হলে বাবা-মা অথবা প্রাপ্তবয়স্ক আপনজনকে জানাতে হবে।

, অনলাইন

 #করোনাভাইরাস প্রতিরোধে বাসায় থাকুন, এবং ভালবাসার মানুষকে নিরাপদ রাখুন 💙⚠ জ্বর, শুকনো কাশি অথবা শ্বাসকষ্ট যেকোন লক্ষণ যদ...
09/04/2020

#করোনাভাইরাস প্রতিরোধে বাসায় থাকুন, এবং ভালবাসার মানুষকে নিরাপদ রাখুন 💙

⚠ জ্বর, শুকনো কাশি অথবা শ্বাসকষ্ট যেকোন লক্ষণ যদি হালকাভাবে প্রকাশ পায়, তাহলে নিজেকে আলাদা রাখুন যেন আপনার দ্বারা অন্য কেউ সংক্রমিত না হতে পারে এবং সবসময় ১ মিটার দূরত্ব বজায় রাখুন।

☎ স্বাস্থ্য পরামর্শের জন্য আইডিসিআর এর হটলাইন ৩৩৩ নম্বরে যোগাযোগ করুন।

👩‍⚕শুধুমাত্র শ্বাসকষ্ট জনিত গুরুতর সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

করোনা ভাইরাস প্রতিরোধে  #জনাব_প্রভাষক_সোহরাব_হোসেন_ছান্নু-চেয়ারম্যান উপজেলা পরিষদ শাজাহানপুর ও  #মাহামুদা_পারভীন- উপজেলা...
09/04/2020

করোনা ভাইরাস প্রতিরোধে #জনাব_প্রভাষক_সোহরাব_হোসেন_ছান্নু-চেয়ারম্যান উপজেলা পরিষদ শাজাহানপুর ও #মাহামুদা_পারভীন- উপজেলা নির্বাহী অফিসার শাজাহানপুর, বগুড়ার নির্দেশে আজ সকালে মাঝিড়া ইউপির সামনে, মাঝিড়া বাজার, বন্দর, মার্কেট, মাঝিড়া বাইপাস রাস্তা-ঘাট, বিভিন্ন স্থানে, যানবাহনে, আমার নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং সচেতন মূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হয় ।

এসময় উপস্থিত ছিলেন সাগর, পারভেজ, রাকিবুল, রাকিব সহ এলাকার যুবকবৃন্দ ।

লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তার জমকালো বিয়ে!ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। উদ্ভুত পরিস...
09/04/2020

লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তার জমকালো বিয়ে!
ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। উদ্ভুত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করা হয়েছে জেলাটি। অথচ এ পরিস্থিতিতে বরযাত্রী নিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন সরকারি এক কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে এ বিয়ের অনুষ্ঠান হয়।

সততা থেকে মানবতা,মনুষ্যত্ব থেকে দান শিলতা..করোনা ভাইরাস মহামারীর তান্ডব যখন সারা বিশ্বের আতঙ্কে নাম,তখন মানবতার সেবায় শি...
09/04/2020

সততা থেকে মানবতা,মনুষ্যত্ব থেকে দান শিলতা..করোনা ভাইরাস মহামারীর তান্ডব যখন সারা বিশ্বের আতঙ্কে নাম,তখন মানবতার সেবায় শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক নিজে কে বিলিয়ে দিলেন.. আপনাকে হাজারো ছালাম... ( আল্লাহ আপনার সহায় হোক..আমিন..)

 #বগুড়ার_জন্য_সু_খবরসবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বগুড়ায় পৌঁছানোর কথা 'পলিমার চেইন রিয়্যাকশন বা 'পিসিআর' মেশিন। শহীদ জ...
09/04/2020

#বগুড়ার_জন্য_সু_খবর

সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বগুড়ায় পৌঁছানোর কথা 'পলিমার চেইন রিয়্যাকশন বা 'পিসিআর' মেশিন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থাপন করা হবে এই মেশিন। বুধবার-ই পিসিআর ল্যাবের অবকাঠামোগত কাজ প্রায় শেষ করেছেন কলেজ কর্তৃপক্ষ।
ধারণা করে হচ্ছে, বৃহস্পতিবার মেশিন আসার পর আগামী সাত দিনের মধ্যেই এটি প্রস্তুত হয়ে যাবে এবং তারপরপরই বগুড়ায় করোনার নমুনা পরীক্ষা করে যাবে। কলেজ কর্তৃপক্ষ গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আতঙ্কিত না হয়ে কিংবা আতঙ্কিত না করে সচেতনতা বাড়ান নিজের মধ্যে; নিজে নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন প্রিয় এই জনপদকে।
copy post

ভিক্ষার টাকায় অসহায়দের পাশে দাঁড়ালেন পা হারানো রেজাউল।শারীরিক প্রতিবন্ধী মো. রেজাউল হক (৪০) পেশায় একজন ভিক্ষুক। দুর্ঘটনা...
08/04/2020

ভিক্ষার টাকায় অসহায়দের পাশে দাঁড়ালেন পা হারানো রেজাউল।

শারীরিক প্রতিবন্ধী মো. রেজাউল হক (৪০) পেশায় একজন ভিক্ষুক। দুর্ঘটনায় নিজের একটি পা হারানোর পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন নগরের বায়েজিদ বোস্তামীতে। চট্টগ্রামে করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউন শুরু হলে বাসা থেকে আর বের হতে পারেননি রেজাউল।থেমে যায় রোজগার।

জানা গেছে, যে কলোনিতে রেজাউল থাকেন সেখানকার সবাই পেশায় হয়তো রিকশাচালক, নয়তো দিনমজুর। সব বন্ধ থাকায় তাদেরও উপার্জন বন্ধ।

তাদের ওখানে ক্রাণ না পৌঁছানোতে থাকতে হয় অনাহারে, অর্ধাহারে। প্রতিবেশীর এ কষ্ট সহ্য হয়নি রেজাউলের। গত কয়েক মাসে ভিক্ষা করে জমিয়েছিলেন ১২ হাজার টাকা। সিদ্ধান্ত নিলেন সে টাকা দিয়েই প্রতিবেশীদের করবেন সাহায্য। অন্য কারো ত্রাণের আশায় বসে না থেকে নিজের এ জমানো টাকা দিয়েই ৬০ জন প্রতিবেশীকে দিলেন চাল, আলু আর সাবান।

গত শনিবার (৪ এপ্রিল) রেজাউল নিজ হাতে তুলে দেন এসব ত্রাণ। ত্রাণের মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি আলু ও একটি সাবান। ত্রাণ পেয়ে খুশি পুরো কলোনির মানুষ। একজন ভিক্ষুক হয়ে প্রতিবেশীদের ত্রাণ বিতরণে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রেজাউলের গ্রামের বাড়ি রংপুরের লালমনিরহাট জেলায়। ৯ বছর আগে চট্টগ্রামে এসেছিলেন ভাগ্যের চাকা ঘোরাতে। কিন্তু দুর্ঘটনায় পা হারিয়ে পেটের দায়ে ভিক্ষা করতে বাধ্য হনয়। প্রতিবেশীদের মতে, রেজাউল দরিদ্র হলেও মনটা অনেক বড়।

শিবগঞ্জের মাটিয়ান উত্তর পাড়ার গ্রামের সৌদিআরব প্রবাসী মোঃ মুঞ্জ,৯০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে চাল,ডাল,তেল...
08/04/2020

শিবগঞ্জের মাটিয়ান উত্তর পাড়ার গ্রামের সৌদিআরব প্রবাসী মোঃ মুঞ্জ,৯০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে চাল,ডাল,তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

করোনা ভাইরাস (covid-19) প্রতিরোধের অংশ হিসেবে মাননীয় প্রধানন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী...
08/04/2020

করোনা ভাইরাস (covid-19) প্রতিরোধের অংশ হিসেবে মাননীয় প্রধানন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে
সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন নরসিংদী।
আয়োজনে- নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি মাধবদী

08/04/2020
08/04/2020

মানবতার কল্যাণে আমরা আছি আপনার পাশে।

08/04/2020

একটি শোক সংবাদ । রাজশাহীর স্বেচ্ছাসেবী Golam Rabbani ভাইয়ের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন ।

Address

Bogura
5810

Alerts

Be the first to know and let us send you an email when MF.TV news24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MF.TV news24:

Share

Category


Other TV Channels in Bogura

Show All