05/09/2022
" দুর্গাপুজায় নবপত্রিকা অর্থাৎ কলাবউ "
নবপত্রিকা অর্থাৎ কলাবউ সাধারণত গণেশের স্ত্রী হিসাবেই জানা যায় ৷ কিন্তু কলা বউ-এর সাথে গনেশের কোন সম্পর্ক নেই ৷
শ্রাস্ত্র এই কলা বউ-কে নবপত্রিকা বলে থাকে ৷ নবপত্রিকা হল একটি খুব জনপ্রিয় অনুষ্ঠান আমাদের পশ্চিম বাংলায় যা দুর্গাপুজার সপ্তমীর দিন হয়ে থাকে ৷ শরৎকালে আমন ধান বপন করার সময় গ্রামে নবপত্রিকা পুজো করা হয় যাতে ফসল ভালো হয় ৷ কিন্তু দুর্গাপুজার প্রথমদিনে অর্থাৎ সপ্তমীর দিন এই পুজো করে দুর্গাপুজো আরম্ভ হয় ৷
দুর্গা পুজার মন্ডপে গনেশের মূর্তির পাশে লাল পেড়ে শাড়ীতে ঘোমটাতে এক কলা বৃক্ষকে দেখা যায় .... আমরা একে শ্রীগণেশের বউ বলে থাকি , কিন্তু আদৌ এটি শ্রীগণেশের বউ নয় ৷ এটিকেই নবপত্রিকা বলা হয় ৷ এটি মা দুর্গা , অর্থাৎ গণেশের জননী ৷ শ্রীগনেশের স্ত্রীর নাম রিদ্ধি এবং সিদ্ধি ৷
পত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় নয়টি পাতা .... কিন্তু এখানে নয়টি উদ্ভিদ নিয়ে নবপত্রিকা গঠন করা হয় ৷ এই নয়টি উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক | এই নয়টি উদ্ভিদ হল কদলি বা রম্ভা ( কলা গাছ ) , কচু , হরিদ্রা , জয়ন্তী , বিল্ব (বেল ) , দাড়িম , অশোক , মান এবং ধান ৷
একটি সপত্র কলা গাছের সাথে অপর আটটি সপত্র উদ্ভিদ একত্র করে দুটি বেলের সাথে অপরাজিতা লতা দ্বারা বেঁধে লালপাড় ও সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়ে বধুর আকারে তাতে সিঁদুর দিয়ে দেবী দুর্গার ডানপাশে রাখা হয় অর্থাৎ গণেশের ডান পাশে ৷
নয়টি উদ্ভিদের অধিষ্ঠাত্রী দেবী ,
১ ) কলা গাছ ---- ব্রহ্মানী ,
২) কচু গাছ ----- দেবী কালিকা ,
৩) হলুদ গাছ --- দেবী উমা ,
৪) জয়ন্তী গাছ ---- দেবী কার্ত্তিকী ,
৫) বিল্বগাছ - --- দেবী শিবা ,
৬) দাড়িম গাছ ---- দেবী রক্ত দন্তিকা ৷
৭ ) অশোক গাছ --- দেবী শোকরহিতা ,
৮ ) মান গাছ --- দেবী চামুন্ডা ,
৯ ) ধানগাছ ---- দেবী লক্ষ্মী ৷
দুর্গাপুজার প্রথম দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালে পুরোহিত অমৃতযোগ বা মাহেন্দ্রযোগে নবপত্রিকা নিয়ে নিকটস্থ কোন নদী বা পুকুরে তাঁকে স্নান করাতে নিয়ে যান ..... সঙ্গে মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান ৷ শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয় ৷ পরে তাকে মন্ডপে নিয়ে এসে কাঠের সিংহাসনের উপরে শ্রীগনেশের পাশে রাখা হয় , এবং মা দুর্গার সাথে চারদিন ধরে তার পুজোও করা হয় ৷
নবপত্রিকা মন্ডপে প্রবেশের পূর্বে দেবী চামুন্ডার আবাহন ও পুজো করা হয় ৷