07/07/2023
একদল প্রফেসরকে ডেকে প্লেনে বসানো হলো। দরজা বন্ধ করে প্লেন উড়তে চলেছে, সব প্রফেসরদের জানানো হলো এই প্লেনটি তাঁদের ছাত্রদের তৈরি। তারপর সমস্ত অধ্যাপকরা বিমানের দরজার দিকে ছুটে যান, পালানোর চেষ্টা করেন এবং নিজেরাই বাঁচার চেষ্টা করেন।
কিন্তু একজন প্রফেসর আত্মবিশ্বাসের সাথে শান্তভাবে বসে থাকেন।কেউ একজন সেই প্রফেসরকে জিজ্ঞেস করলো, আপনি কেন বিমান থেকে পালিয়ে যাচ্ছেন না? প্রফেসর তাকে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, তারা আমার ছাত্র।
পরবর্তী প্রশ্ন: আপনি কি নিশ্চিত যে আপনি তাদের ভালোভাবে শিখিয়েছেন?
প্রফেসর শান্তভাবে উত্তর দিলেন: আমি নিশ্চিত এটি উড়বে না।