Sabnom's universe

Sabnom's universe Welcome To My Universe -Full of happiness.�
(4)

Big shout out to my newest top fans! 💎 Fazla Rabbii Rassell, Lutfun Nahar Shikha
27/11/2024

Big shout out to my newest top fans! 💎 Fazla Rabbii Rassell, Lutfun Nahar Shikha

24/11/2024

অংক বুঝানোর পরে ছাত্র-ছাত্রী বুঝলে ভালই লাগে।

11/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/11/2024

পড়াশোনার ফাঁকে একটু বিনোদন

ক্লের কিছু কাজ 🫰
08/11/2024

ক্লের কিছু কাজ 🫰

07/11/2024

ক্লের তৈরি নানা রঙের ফুল।

06/11/2024

‼️৬ মাস বয়সী বাচ্চার খাবারের মধ্যে যা দিবেন‼️

🛑 ১ ভাতের পিউরি 🛑

✅উপকরণ:
রান্না করা - ভাত
পানি / ফর্মুলা দুধ

পদ্ধতি:
বাসায় রান্না করা নরম ভাত। আপনি হাত দিয়ে বা চাকনির সাহায্যে ভালো ভাবে ব্লেন্ড করে নিবেন। আর পাতলা করার জন্য পানি বা ফর্মুলা দুধ দিতে পারেন✅
ব্লেন্ডার ইউস করবেন না❌

🛑২ নাশপতি রেসিপি🛑

✅উপকরন :

নাশপাতি- ১টি

পানি / দুধ- ১/৪কাপ

পদ্ধতি:

পরিষ্কার করে ধুয়ে নাশপাতিটি ছাড়িয়ে নিন । ফলটি ছোট ছোট করে কেটে বীজ বের করে দিন ।

একটি প্যানে পানি ফুটিয়ে তাতে ফলটি দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন ।
সিদ্ধ নাশপাতিটি চটকে নিন ।

এটে পানি বা দুধ মিশিয়ে সঠিক অনুপাতে তৈরি করুন ।

🛑৩কলা পিউরি রেসিপি 🛑
✅উপকরণ
১টি কলা

পদ্ধতি:
কলা ধুয়ে, খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট বা হাত দিয়ে চটকে নিন। ব্যাস, রেড়ি গেলো কলার পিউরি রেসিপি। এর সাথে পানি বা ফর্মুলা দুধ মেশাতে পারেন৷

🛑৪.আপেল পিউরি🛑

✅উপকরণ
১টি আপেল

পদ্ধতি:
এটা দ্রুত তৈরি করা যায় আবার খেতেও দারুণ! চার টুকরো করে আপেলের দানা ফেলে দিন। টুকরোগুলো এবার পানিতে সেদ্ধ করে নিন।সিদ্ধ হয়ে গেলে খোলা ছাড়িয়ে চাকনির সাহায্য ছেকে শিশু কে দিন😘

🛑 ৫ গাজর পিউরি রেসিপি 🛑

গাজর ধুয়ে, খোসা ছাড়িয়ে নিন। কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা টুকরোগুলোই চাকনির সাহায্য চামচ দিয়ে ডলে পিসে দিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি মাঝারি থকথকে হবে। শিশুর জন্য খুবই পুষ্টিকর

🛑 ৬ মিষ্টি আলু/ আলু পিউরি রেসিপি🛑

মিষ্টি আলুর পিউরি শিশুর জন্য খুবই পুষ্টিকর। ময়লা ধুয়ে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার সেগুলি নরম করে সেদ্ধ করুন। আপনার প্রয়োজন চটকে দিন আপনারা যদি খাবারটি পাতলা করতে চান। তাহলে,পানি ও ফর্মুলা দুধ দিতে পারেন। এভাবে বানিয়ে নিন মিষ্টি আলুর পিউরি বানিয়ে নিন।

🌿🌿 এই ধরনের পোস্ট পেতে পেইজটি লাইক বা ফলো দিয়ে পাশে থাকবেন

আপনার শিশুর নাম কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

"ফুলের মতো হাসি থাকুক সবার মুখে।"
05/11/2024

"ফুলের মতো হাসি থাকুক সবার মুখে।"

😋🤤
03/11/2024

😋🤤

"মায়ায় মোড়া শীতের উষ্ণতায় পিঠার স্বাদ।"
02/11/2024

"মায়ায় মোড়া শীতের উষ্ণতায় পিঠার স্বাদ।"

শিশুরা সাধারণত চারপাশের মানুষের থেকে শেখে, বিশেষত পরিবারের সদস্যদের কাছ থেকে। জন্মের পর থেকেই শিশুরা তাদের আশেপাশের মানু...
30/10/2024

শিশুরা সাধারণত চারপাশের মানুষের থেকে শেখে, বিশেষত পরিবারের সদস্যদের কাছ থেকে। জন্মের পর থেকেই শিশুরা তাদের আশেপাশের মানুষজনের প্রতিটি আচরণ গভীরভাবে লক্ষ্য করে। তাদের দেখার এবং অনুসরণ করার ক্ষমতা স্বাভাবিকভাবেই জন্মগত, যা ধীরে ধীরে আরও বিকশিত হয়। এই অনুকরণ প্রবণতার মাধ্যমে শিশুরা বিভিন্ন সামাজিক, আবেগীয় এবং মানসিক দক্ষতা অর্জন করে।

মা-বাবার ভূমিকা

শিশুদের জন্য মা-বাবাই প্রথম শিক্ষাগুরু। তারা মা-বাবার মতো কথা বলতে চায়, হাঁটতে চায়, এমনকি তাদের আবেগীয় প্রকাশের ধরণও আয়ত্ত করতে চায়। তাই মা-বাবার দায়িত্ব হলো তাদের সামনে ইতিবাচক ও গঠনমূলক আচরণ প্রদর্শন করা। শিশুরা যা দেখে, তা খুব সহজেই নিজেদের মধ্যে গ্রহণ করে।

অনুকরণের গুরুত্ব

অনুকরণের মাধ্যমে শিশুরা নতুন শব্দ শেখে, আচরণগত দক্ষতা অর্জন করে, এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শিখে। এটি তাদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তাই পরিবারের সবার উচিত শিশুর সামনে গঠনমূলক আচরণ ও ইতিবাচক মূল্যবোধ প্রদর্শন করা, যাতে তারা সঠিক পথে বেড়ে উঠতে পারে।

30/10/2024

অহংকার সম্পর্কে ইসলামে কঠোর সতর্কবার্তা রয়েছে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।"
(সহীহ মুসলিম, হাদিস ৯১)

অন্য হাদিসে তিনি বলেন,
"আল্লাহ তা'আলা বলেন, অহংকার আমার চাদর, আর মহত্ত্ব আমার বস্ত্র; কেউ যদি এ দুটোর কোন একটিতে আমার সাথে অংশ নিতে চায়, তবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।"
(সুনান আবু দাউদ, হাদিস ৪০৯০)

এই হাদিসগুলোতে অহংকারকে অত্যন্ত ভয়াবহ পাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মানুষের আখিরাতকে প্রভাবিত করতে পারে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Chayon Raza, খাইরুল ইসলাম, Prã Ňtø, Hafez Abu Yousuf, Tan...
30/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Chayon Raza, খাইরুল ইসলাম, Prã Ňtø, Hafez Abu Yousuf, Tandra Adhikary, Md Asraful Islam, Khadimul Islam, Rk Roy Roy, হযরত মাও ইমাম উদ্দিন, MD Saju Ahmed, Israt Jahan, Sk Masud Raj

29/10/2024

দুষ্টু কোকিল...!!

No matter how many times I kissed you it's never enough, you are my true love 😘😘
29/10/2024

No matter how many times I kissed you it's never enough, you are my true love 😘😘

29/10/2024

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

১. ঘরের খাবার খান, যা–ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে খান।

২. অফিসে লাঞ্চবক্স নিয়ে আসুন।

৩. গণপরিবহন ব্যবহার করুন।

৪. হাঁটুন, হেঁটে অফিসে যান, বাজারে যান।

৫. যখন যে সবজির দাম কম, তখন সেটা খান।

৬. যখন ছাড় চলে, তখন কেনাকাটা করুন। অফ সিজনে কেনাকাটা করুন। যেখানে যে জিনিসের দাম কম, সেটা সেখান থেকেই কিনুন।

৭. ব্র্যান্ড পরিহার করুন। একই রকম দেখতে, একই মানের সেবা দেয়, এমন কিছু আপনি স্থানীয় বাজারেই খুঁজে পাবেন।

৮. রিসাইকেল, আপসাইকেল করুন।

৯. সেকেন্ডহ্যান্ড শপ থেকে কেনাকাটা করুন।

১০. কেনার বদলে ধার করুন। যেমন ধরুন, কোথাও বেড়াতে যাবেন এক দিনের জন্য আর নতুন পোশাক কেনার দরকার কী! দাওয়াত খেতে যাবেন, গয়না না কিনে ধার করে পরুন।

১১. কার্ডে নয়, ক্যাশে পে করুন। খরচ অনেকটাই কমে আসবে।

১২. ঘরে কাপড় ইস্তিরি করুন।

১৩. ফ্রি ওয়াই–ফাই ব্যবহার করুন।

১৪. পানি কিনে খাওয়ার বদলে ফিল্টার ব্যবহার করুন।

১৫. কিছু শাকসবজি চাষ করুন। যেমন ছাদে বা বারান্দায় কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা বা অন্যান্য শাকসবজি চাষ করুন।

১৬. ব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে ঠিক করে আবার ব্যবহার করুন।

১৭. পানি, বিদ্যুৎ, গ্যাস প্রয়োজনের বাইরে ব্যবহার করবেন না।

১৮. প্রয়োজনীয় কিছু জিনিস বানিয়ে নিন। যেমন কাপড় কিনে পর্দা বানিয়ে নিলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। ঘরের ল্যাম্পশেড বানিয়ে নিতে পারেন।

১৯. ঘরের অতিরিক্ত জিনিসপত্র বিক্রি করে দিন।

২০. এমন সব অ্যাপ ব্যবহার করুন, যাতে আপনার খরচ কমে। দামের তুলনা করা যায়, এমন অ্যাপ, খাদ্য–পুষ্টিবিষয়ক অ্যাপ, সবচেয়ে কম খরচে বিমানভাড়া বা হোটেল খোঁজার অ্যাপ ইত্যাদি।

২১. খরচ ভাগাভাগি করুন।

২২. সপ্তাহে এক দিন ‘নো স্পেন্ড ডে’ পালন করুন। সেদিন সারা দিন বাসায় থাকুন, বাইরে থেকে হেঁটে আসুন। মূল লক্ষ্য হলো একটি টাকাও খরচ না করে দিনটা পার করা। এভাবে খরচের অভ্যাসে লাগাম টানুন।

২৩. নিজের সঙ্গে সব সময় পানির বোতল বহন করুন।

২৪. ঘরের অতিরিক্ত জায়গা ভাড়া দিন।

২৫. অনলাইনে (হোয়াটসঅ্যাপে) কল করুন।

২৬. মাসের শুরুতেই একবারে মাসের বাজার করে ফেলুন।

২৭. ঘরেই করুন জিম।

***এই লিস্ট থেকে যার যেভাবে সেভ করা সম্ভব চেষ্টা করলে খরচ অবশ্যই কমবে!

©️প্রথম আলো জীবনযাপন

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Sabnom's universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabnom's universe:

Videos

Share