Mehedi Hassan মেহেদী হাসান

Mehedi Hassan  মেহেদী হাসান 🇧🇩,,,,সত্যের পথে সব সময়,,,🤲
,,,,,,,,,, ইনশাআল্লাহ,,,,,,
(1)

02/07/2024

এগুলো যদি ক্যামেরাবন্দী না হতো, ভিডিও ধারণ করা না হতো, তাহলে কাপুরুষজাতি কখনও বিশ্বাস করতো না বীরদের বীরত্ব সিনেমার দৃশ্যকেও হার মানায়।

সুনামগঞ্জ সদর উপজেলার পানিবন্ধী বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপস্থিত ছিলেন ইসলামী যুব ...
02/07/2024

সুনামগঞ্জ সদর উপজেলার পানিবন্ধী বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমদ তাছলিম প্রমুখ।

আলহামদুলিল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে লাকসামে আয়োজিত আজকের সম্মেলনে উপস্থিত ছি...
02/07/2024

আলহামদুলিল্লাহ।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে লাকসামে আয়োজিত আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ এবং মুফতী রেজাউল করিম আবরার হাফিঃ ও মুফতী শামছুদদোহা আশরাফী হাফিজাহুল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীলগণ।

ইনশাআল্লাহ আগামী ১০ জুলাই ২০২৪ রিপোর্টার্স ইউনিটিতে
সংবাদ সম্মেলন করবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেসময় শিক্ষা সিলেবাস নিয়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

ছেলেটি হারিয়ে গেছে। মায়ের কোলে ফিরে আসতে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো। নাম ও ঠিকানা-  মোঃ আব্দুল্লাহ (১১), পিতা- মোঃ ন...
02/07/2024

ছেলেটি হারিয়ে গেছে। মায়ের কোলে ফিরে আসতে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।

নাম ও ঠিকানা- মোঃ আব্দুল্লাহ (১১), পিতা- মোঃ নয়ন মিয়া, গ্রাম-পাবই, থানা-মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা। সে ভালুকা সিডস্টোর মেহের বাড়ি ইমদাদুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র গত ইং ২৯/০৬/২০২৪ তারিখ সকাল বেলা ৮:৩০ মাদ্রাসা থেকে বের হবার পর বাসায় ফেরত আসে নাই। সন্ধান পাওয়া গেলে, যোগাযোগের জন্য অনুরোধ রইল- 01618068045 lll 01766521306

কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের মাঝে ইদ্দিখার ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ক...
02/07/2024

কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের মাঝে ইদ্দিখার ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউপির বিগত নির্বাচনে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি ফয়জুল হাসান চৌধুরী ও ইদ্দিখার ফাউন্ডেশনের সেচ্ছাসেবী টিম।

#ইসলামি_আন্দোলন_বাংলাদেশ

 #রিপোস্ট সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার কথাটা গল্পে পড়লেও বাস্তব উদাহরণ তিনি। বড় হয়েছেন বিদেশে। নামিদামি শিক্ষা ...
20/06/2024

#রিপোস্ট
সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার কথাটা গল্পে পড়লেও বাস্তব উদাহরণ তিনি। বড় হয়েছেন বিদেশে। নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন। গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ছিলেন তিনি। এক হাদীসে পরোপকারী মানুষকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে।তিনিই ছিলেন এর উপমা। মানুষকে কোটি কোটি টাকার সাহায্য করেছেন। বিপদে আপদে আপনজনের চেয়ে বেশি ভূমিকা রেখেছেন।

উলামায়ে কেরামের সাথে তাঁর রয়েছে নিবিড় সেতুবন্ধন। মাওলানা আহমদ শফী রহ., মুফতী আব্দুর রহমান রহ. নূর হোসাইন কাসেমী রহ. প্রফেসর হযরত রহ. চরমোনাই মরহুম পীর ফজলুল করিম রহ.সহ অসংখ্য উলামায়ে কেরাম-এর সাহচর্য তাঁর জীবনের একটি অন্যতম দিক। দ্বিনী প্রয়োজনে সবার আগে লাব্বাইক বলে হাজির হতেন তিনি, সাড়া দিতেন পুরো শক্তি নিয়ে।

তাওয়াক্কুল, তাকওয়া ও লিল্লাহিয়াতের উঁচু স্তরে উন্নীত ভাইটি তাঁদের থেকে ইলম অর্জন, দ্বিনের সহিহ সমঝ আহরণ, চিন্তা বিশুদ্ধকরণ, অন্তর পরিশুদ্ধকরণ, জটিল বিষয়ের সমাধান গ্রহণে সঠিক নির্দেশনা অর্জনে সরাসরি দ্বারস্থ হতেন দেশ বিদেশের ওলামা হাযরাতদের একান্তে। দেওবন্দের ওলামায়ে কেরামসহ দেশের বহু আলিমদের নিজ বাসায় দাওয়াত করে মারহুমা স্ত্রীর হাতের রান্না দিয়ে আপ্যায়ন করতেন নিয়মিত। অল্প সময়ে স্ত্রীও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। একের পর এক দুনিয়াবি পরীক্ষায় সহায়-সম্বলসহ জীবনের সবকিছু হারাতে থাকেন। মাতা পিতা হয়ে পড়েন শয্যাশায়ী। পিতা ছিলেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা।
একসময় যিনি মসজিদ মাদরাসা ও আর্ত মানবতার সেবায় অকাতরে দান করতেন তিনি নিজেই হয়ে পড়েন অন্যের অনুকম্পার পাত্র।

বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছেন। প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছেন। কিন্তু সুস্থ হয়ে ওঠেননি। ডাক্তারগণ তার সঠিক রোগ নির্ণয় করতে পারেননি। বর্তমানে ক্রনিক হার্ট ফেইলিউর, কনস্ট্রিক্টিভ পেরিকারডাইটিস সহ জানা-অজানা বিভিন্ন রোগে আক্রান্ত। সিনিয়র ডাক্তাররা বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য উপদেশ দিচ্ছেন। এর জন্য প্রায় ৩০/৪০ লক্ষ টাকা প্রয়োজন। হাদীসের বাণী, কারও পার্থিব কষ্টলাঘব করলে তার বিনিময়ে দুনিয়া ও আখিরাতের কষ্টলাঘবের সুসংবাদ দেওয়া হয়েছে। এমন পরোপকারী মানুষটি আজ নিঃস্ব হয়ে অর্থাভাবে বাসায় পড়ে ধুকছেন। না নিজের চিকিৎসা করাতে পারছেন না পিতামাতার জন্য কিছু করতে পারছেন! বাধ্য হয়ে আমি ভাইটির কষ্টলাঘবে আপনাদের সহযোগিতার আশায় পাশে দাঁড়িয়েছি। জানাতে চাচ্ছি তাঁর করুন অসহায়ত্বের কথা। আশা করি যতদূর সম্ভব আমরা তার জন্য মজবুত একটি ফান্ড কালেকশন করতে সক্ষম হব। আল্লাহ সহায়।

আমার সময়ের অভাবে সরাসরি অসুস্থ দ্বিনী ভাই আব্দুল্লাহ ভাইয়ের নিজ নাম্বার দিয়ে দিচ্ছি।

বিকাশ/ নগদ : 01626123456

বিঃদ্রঃ তিনি বর্তমানে যাকাতের হকদার॥

Md. Fahim Siddike
20502400203182109
Islami bank Bangladesh limited
Khilgaon branch Dhaka

আপডেট তারিখ ২০/০৬/২০২৪ : আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সর্বমোট ১,৫০০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা আপনাদের পক্ষ থেকে এসেছে।
আব্দুল্লাহ্ ভাই -এর চিকিৎসায় প্রয়োজন আরো অনেক বেশি। সকলেই দোয়া করি আল্লাহ যেন পুরো ইন্তেজাম গায়েব থেকে করে দেন, সহজ করেন। সম্ভাব্য জায়গায় এ দাওয়াত পৌঁছে দেই।

10/06/2024

#বয়কট চলছে, চলবে,,,,

'ওই জায়গা'র সকল পণ্য —
খাওয়া, ব্যবহার, কেনাকাটা, বিক্রি করা #নাজায়েয।

কারণ, 'ওই জায়গা'র পণ্য, পণ্য নয়;
বরং তার প্রতিটি বিন্দু মজলুম মুসলিম ভাইদের তাজা রক্তের বিন্দু।

আর
আপন ভাইবোন-সন্তানদের রক্ত পান কি জায়েয?

তাই এগুলো খাওয়া, ব্যবহার , কেনাকাটা ও বিক্রি বাদ দিন। যদি মুসলিম হয়ে থাকুন।

আর
এগুলোর প্রচারণা-বিজ্ঞাপনে যারা অংশ নেয় তারাও 'ওই জায়গা'র জিনিস। তাদেরই প্রডাক্ট।

এই প্রডাক্টগুলো চিনে রাখুন,
প্রত্যাখ্যান জারি রাখুন।

#বয়কট


Copy

কোন আপোষ নাই একেবারে আজীবন বয়কট।কোক খাওয়া বাদ দিন, এটা 'ওই জায়গা'র পণ্য। কোকের প্রচারণা-বিজ্ঞাপনে যারা অংশ নেয় তারাও ...
10/06/2024

কোন আপোষ নাই একেবারে আজীবন বয়কট।
কোক খাওয়া বাদ দিন, এটা 'ওই জায়গা'র পণ্য। কোকের প্রচারণা-বিজ্ঞাপনে যারা অংশ নেয় তারাও 'ওই জায়গা'র জিনিস। চিনে রাখুন, প্রত্যাখ্যান জারি রাখুন।

কোনো কোনো কোমল পানীয় পানীয় নয়, বরং মজলুম মুসলিম ভাইদের রক্ত। আপন ভাইবোন-সন্তানদের রক্ত পান থেকে বিরত থাকুন।

- শরীফ মুহাম্মাদ
"ফি*লিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে!"

এমন গু*জব ছড়িয়ে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ-অনুভূতিতে আ*ঘাত করেছে এই দু*র্বৃত্তরা। এদের বি*রুদ্ধে অতিসত্ত্বর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
একইসাথে এই মিথ্যা প্র*পাগান্ডায় যারা জড়িত তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বয়কট ও জবাবদিহিতার আওতায় আনা হোক।




  তাদের ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে সরাসরি জানিয়ে দিয়েছে তারা ট্রান্সজেন্ডার ও সমকামীতার পক্ষে। এবার আপনার জানিয়ে দেয়ার সম...
05/06/2024

তাদের ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে সরাসরি জানিয়ে দিয়েছে তারা ট্রান্সজেন্ডার ও সমকামীতার পক্ষে। এবার আপনার জানিয়ে দেয়ার সময়, আপনি ফুটবল এর পক্ষে নাকি ঈমানের পক্ষে..? আপনি ফিফা কে ভালোবাসবেন নাকি ঈমান হারাবেন...!!
C.....y

04/06/2024

সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতা রোধে জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।

27/05/2024

এইটা দারুণ ছিল 😆😆
আলগা পিরিতি বাদ,

অব্যাহত ইস'রাঈলী আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে
08/05/2024

অব্যাহত ইস'রাঈলী আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে

মানবতার সেবায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ। অসহায় কৃষকের ধান কাটা সহযোগিতায় কাজ করছেন ইসলামী ছাত্র আন্দ...
08/05/2024

মানবতার সেবায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

অসহায় কৃষকের ধান কাটা সহযোগিতায় কাজ করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলার আওতাধীন মহেশখালী দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।

06/05/2024

#যোগদান_যোগদান -
বগুড়া শেরপুর পৌরসভার বর্তমান মেয়রের আপন ছোট ভাই এবং কুসুম্বি ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত বর্তমান সফল চেয়ারম্যান জনাব শাহ আলম পান্না সাহেব আজ সদস্য ফরম পূরণ করে শায়খে চরমোনাইর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেন।
আরো যোগদান করেন শেরপুরের সাবেক এমপি মহোদয়ের পিএস জনাব আজিজুর রহমান সাহেবও।
আলহামদুলিল্লাহ
ধন্যবাদ, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখা

ফরিদপুরের ইস্যুতে রাজধানী সহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সফলতা কামনা করছি, ...
03/05/2024

ফরিদপুরের ইস্যুতে রাজধানী সহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সফলতা কামনা করছি, প্রিয় বগুড়া বাসী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন৷

02/05/2024

✍️আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি , সাহায্য করে দেখেছি সাধ্য মতো সবকরেই দেখেছি আর আমি বার বার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য
সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ংকর!
C

29/04/2024

গর্ভে থাকা বাচ্চার জন্য নাম নয়❌
বাচ্চার মায়ের জন্য
২ জন রক্তদাতা প্রস্তুত রাখুন🩸🩸

ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত...
24/04/2024

ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল।

সময় : ২৬ এপ্রিল'২৪ শুক্রবার, বাদ জুমা।
স্থান : বায়তুল মোকাররম উত্তর গেইট।

আমরা কোন দেশে বসবাস করি? 😢😢ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিস্কার নামাজের অনুমতি দেয় নি প্রশাসন!
24/04/2024

আমরা কোন দেশে বসবাস করি? 😢😢
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিস্কার নামাজের অনুমতি দেয় নি প্রশাসন!

ভারতীয় পণ্য বর্জন করুন,দেশীয় পণ্য  ব্যবহার করুন।-পীর সাহেব চরমোনাই  #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
25/03/2024

ভারতীয় পণ্য বর্জন করুন,
দেশীয় পণ্য ব্যবহার করুন।
-পীর সাহেব চরমোনাই

#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

13/03/2024

✊বিক্ষোভ মিছিল✊
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রোডাক্টিভ রমাদান সেমিনারে ছাত্রলীগ কর্তৃক বর্বর হামলার প্রতিবাদে "বিক্ষোভ মিছিল"

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম মহানগর।

৩ মে ২০২৪ , শুক্রবার ঢাকায় বড়সড় আয়োজনে আযমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ বাদ মাগরিব জাতীয় ওলামা মাশায়...
10/03/2024

৩ মে ২০২৪ , শুক্রবার ঢাকায় বড়সড় আয়োজনে আযমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আজ বাদ মাগরিব জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয় যে, ৩ মে শুক্রবার ঢাকায় আযমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিস্তারিত আপডেট পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ।

04/03/2024

প্রতিদিন ৫ বার আহ্বান করা হচ্ছে, স্মরণ করিয়ে দেয়া হচ্ছে —
"Come to prayer." حَيَّ عَلَى الصَّلَاةِ
আসো! নামাযে!
"Come to success." حَيَّ عَلَى الْفَلَاحِ
আসো! সফলতায়!

সুতরাং
সফলতা আছে নামাযে,
সফলতা আছে মসজিদে!

আল্লহ তাআলা আমাদের সকলকে তাওফীক দান করুন আমীন।

03/03/2024

চরমোনাইকে মহব্বত করার ১০১ কারণ!
(লেখাটি পড়ুন, শেয়ার কপি করে দাওয়াতের নিয়তে ছড়িয়ে দিন)

১. তিনি বাংলাদেশের পীরদের মাঝে এক ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অধিকারী। সমকালে একইসাথে খানকাহ ও রাজপথের কার্যক্রম আর কেউ এভাবে এত মজবুতির সাথে ধরে রেখেছে বলে আমার জানা নেই।

২. নবী সা. এর অন্যতম ৪টি মিশন- দাওয়াত, তালীম, তাযকিয়া ও জিহাদ- সবগুলোতেই ভূমিকা রাখার চেষ্টা ও সদিচ্ছা রাখে।

৩. ইসলামের ব্যাপারে সরকারী বেসরকারী নানামুখী দেশী বিদেশী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলিষ্ঠ ভূমিকা রাখে।

৪. আমর বিল মারুফ এর আমল হিসেবে অসংখ্য অগণিত আল্লাহভোলা বান্দাদেরকে আল্লাহপাগল বানানোয় ভূমিকা রাখে।

৫. সবরকম ভয়-ভীতি আর লোভ-লালসা উপেক্ষা করে হিম্মতের সাথে ইসলামের পক্ষে বিকল্প শক্তি হবার পথে এগিয়ে যায়।

৬. কে কী বললো, কে কী মনে করলো- তা নিয়ে মাথা না ঘামিয়ে মাশওয়ারাভিত্তিক কার্যক্রম চালিয়ে যায়।

৭. বিশ্ববরেণ্য ও দেশবরেণ্য আলেমদের দ্বারে দ্বারে গিয়ে পরামর্শ আনার চেষ্টা করে। হক্কানী রব্বানী আলেমদের রাহনুমায়িকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে।

৮. আল্লাহর জিকির ও নবীজির দরূদকে আলেম আওয়াম সবার মুখে মুখে জারি করে দেয়ার চেষ্টা করে।

৯. শিক্ষিত অশিক্ষিত অর্ধ শিক্ষিত আলেম আওয়াম সবাইকে আল্লাহর সাথে জুড়ে দেয়ার ফিকির করে।

১০. কেবল সাময়িক, ইস্যুভিত্তিক, আঞ্চলিক আন্দোলন সংগ্রামেই নিজেদের সীমাবদ্ধ রাখে না। রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েমের চূড়ান্ত লক্ষ্যে অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখে।

১১. ইসলামী হুকুমত কায়েমের লড়াইয়ে সকল মুসলমানকে শরীক করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছে। ইতোমধ্যেই যা সর্বমহলে নিজেদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছে।

১২. ছাত্রদের জন্য গড়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। হাজারো জেনারেল ভাইদের পথের দিশা পাবার ওসীলা তৈরি করেছে। এ সংগঠনের জেনারেল ভাইদের সুন্নতি আমল আর লিবাস দেখলে আপনার চক্ষু জুড়িয়ে যাবে।

১৩. রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, শ্রমিকদেরকে ইসলামী হুকুমত কায়েমের লড়াইয়ে শরীক করতে ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেছে।

১৪. মজলুম মানুষের পাশে দাঁড়াতে ইসলামী আইনজীবী পরিষদ গঠন করেছে।

১৫. জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ও প্রেরণা থেকে সম্মৃদ্ধ হতে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ গঠন করেছে।

১৬. জাতির রাহবার হযরত ওলামায়ে কেরামের নেতৃত্ব ও রাহনুমায়ি নিশ্চিত করতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন করেছে।

১৭. মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ঐক্য ও সংহতি রক্ষায় জাতীয় শিক্ষক ফোরাম তৈরি করেছে।

১৮. যুবকদেরকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ করার সুমহান ইচ্ছায় ইসলামী যুব আন্দোলন নামের সংগঠন তৈরি করেছে।

১৯. অপসংস্কৃতি রোধ ও সুস্থ সংস্কৃতির বিকাশে কলরব, আহবান, শিহরণসহ অনেক সংগঠন তৈরি করেছে।

২০. নামে বেনামে জাতীয় সামাজিক আঞ্চলিক এত এত বলয় তৈরি করেছে, যা উল্লেখ করতে গেলে কলেবর বড় হয়ে যাবে।

২১. আমাদের আকাবীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী, ফকীহুন নফস মুফতি রশীদ আহমদ গাঙ্গুহী, শায়খুল আরব ওয়াল আযম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ. - দের পদাঙ্ক অনুকরণে রাতের বেলা তাহাজ্জুদগুজার আর দিনের বেলা ঘোর সওয়ারের চেতনা পুনরুজ্জীবিত করেছে।

২২. এনজিও, মিশনারী, দেওয়ানবাগীর মত ভন্ড পীরপূজারী, লা মাযহাবী, মওদুদীবাদী, হিযবুত তাওহীদের মত ফেরকাগুলোর ব্যাপারে ব্যপক জনসচেতনতা সৃষ্টি করেছে।

২৩. আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী আমেরিকা ও ভারত এবং তার সেবাদাসদের মুখোশ উন্মোচন করেছে।

২৪. বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে এদেশে হাজার হাজার কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। বোর্ডের নিজস্ব জমিতেই আছে কয়ক শ। দাওরায়ে হাদীস হয়ে গেছে শতাধিক।

২৫. দেরিতে হলেও স্কুল হসপিটাল ইত্যাদি গড়ার পদক্ষেপ নিচ্ছে।

২৬. নিজেদের প্রোগ্রামে দেওবন্দ হাটহাজারীসহ দেশ বিদেশের উল্লেখযোগ্য বুযুর্গ আলেমদের হাজির করার চেষ্টা করে। সরেজমিনে ঘুরিয়ে সরাসরি তাদের দিকনির্দেশনা গ্রহণ করে।

২৭. দেশের তৃণমূল আলেমদের মাঝে নেতৃত্ব দেয়ার যোগ্যতা সাহস ও হারিয়ে যাওয়া চেতনা সঞ্চার করেছে। যার ফলাফল ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে।

২৮. মুরীদদের নিয়মিত সবকের অন্তর্ভুক্ত করে দেয়ার মাধ্যমে সাপ্তাহিক তালীমে কুরআনের মশক ও আকাবীরদের কিতাব ও জীবনী পড়ায় উৎসাহ দিচ্ছে। মুজাহিদ প্রকাশনির বই বিক্রির পরিমাণ শুনলে হৃদয়ে প্রশান্তি আসে।

২৯. উসূল ঠিক রেখে সমাজের নানা সেক্টরে ঐক্য গড়ার নিয়মতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত রাখে।

৩০. হাফেজ্জী হুজুর রহ. ও শাইখুল হাদীস সাব রহ. এর সুযোগ্য ছাত্র হিসেবে তাদের রেখে যাওয়া স্বপ্ন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ও ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মাদ্রাসা কায়েমের চেষ্টা সবচেয়ে জোরদারভাবে অব্যাহত রেখেছে।

৩১. দেশের অসংখ্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, লম্পট, বদমাশদেরকে চোখের পানি ফেলে ফেলে দাওয়াত দিয়ে মাওলার পাগল বানিয়েছে।

৩২. তাসাউউফকেন্দ্রিক খেদমতের ইচ্ছায় এবং ভবিষ্যত লড়াইয়ের মানস সৃষ্টিতে বাংলাদেশ মু*জাহিদ কমিটি গঠন করেছে।

৩৩. যা বলার সরাসরি বলে। সরাসরি করে। আতাত লেজুড়বৃত্তি সুবিধাভোগিতা ও স্বার্থবাদিতাকে সচেতনভাবে এড়িয়ে চলে। যা হাজারো অভিযোগ অনুযোগ অপবাদ অপপ্রচারের পর এখন আল্লাহর ইচ্ছায় দিবালোকের ন্যায় সুস্পষ্ট।

৩৪. গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ও মওদুদীবাদের ব্যাপারে সবচেয়ে খোল্লামখুল্লা কথা বলে।

৩৫. আপ টু বটম; জাতীয় থেকে তৃণমূল - সবার মাথায় চূড়ান্ত টার্গেটের কথা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। সেজন্য নির্বাচনের পর তারা হতোদ্যম হয় না। নব উদ্যমে কাজ শুরু করে।

৩৬. দ্বীন ও মিল্লাতের স্বার্থে নিজেরা মাশওয়ারামাফিক যা করার নিয়ত করে। দুনিয়া উলটে গেলেও তা থেকে পিছপা হয় না। প্রশংসাকারীর প্রশংসা বা নিন্দুকের নিন্দার প্রভাব থেকে আল্লাহর রহমতে তারা বেঁচে থাকার চেষ্টা করে।

৩৭. নিজেদের কার্যক্রমকে শুধু কওমী, শুধু আলীয়া, শুধু জেনারেল কিংবা শুধু আওয়ামের মাঝে সীমাবদ্ধ রাখার বদলে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।

৩৮. কেবল নির্দিষ্ট কোন অঞ্চলের চিন্তা বাদ দিয়ে দেশের প্রতিটি গ্রামে গঞ্জে দাওয়াত পৌছানোর আগ্রহ রাখে।

৩৯. রাজধানী থেকে মফস্বল- সারা দেশের জেলা থানা এমনকি ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত রাজনৈতিক অরাজনৈতিক নানামুখী কার্যক্রমের মাধ্যমে পৌঁছার চেষ্টা করেছে।

৪০. রোহিঙ্গা ইস্যু, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড, বাইশের বন্যা এমন নানা মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ায়।

৪১. দেশ ধর্ম ও মানবতাবিরোধী যে কোন পদক্ষেপের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

৪২. এ দল, ও দলের লেজুড়বৃত্তি কিংবা ক্ষমতার সিঁড়ি হওয়ার মনোবৃত্তি বাদ দিয়ে ইসলামের স্বতন্ত্র শক্তি তৈরিতে সর্বোচ্চ মনোযোগ রাখে।

৪৩. মানবরচিত কোন তন্ত্র মন্ত্রে যে শান্তি আসতে পারে না, তা জনতার হৃদয় অলিন্দে গেঁথে দেয়ার চেষ্টা করে।

৪৪. আপনি মানেন আর নাই মানেন। এই দেশের হকপন্থী দলগুলোর মাঝে এটি এখন সবচেয়ে অগ্রসর, মজবুত, জনসম্পৃক্ত ও সম্ভাবনাময়।

৪৫. অত্যন্ত বিচক্ষণ একজন আমীর পেয়েছে। পাচ্ছে পোড় খাওয়া রাজনীতিবিদ ও বরেণ্য আলেমদের রাহনুমায়ি।

৪৬. জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে তার নায়েবে আমীরের বক্তব্য শুনলে অবাক নাহয়ে পারবেন না।

৪৭. আছে গাজী আতাউর রহমানদের মত একঝাঁক মেধাবী মুখ।

৪৮. ভুল হলে ধরিয়ে দিন, শোধরে নেব- এমন আন্তরিকতাপূর্ণ আহবান তারা সবসময় করে।

৪৯. চোখের পানি ফেলে দ্বীনের কথা বুঝায়, পিঠে হাত বুলায়, প্রয়োজনে পায়ে হাত দিয়ে হলেও অনৈসলামিক কার্যকলাপ থেকে ফেরায়।

৫০. ভুল ত্রুটি সীমাবদ্ধতা মানবিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভুল নেই, এমন কোন ব্যক্তি দল নেই। তবে তারা একে শোধরে সামনে এগুবার মানসিকতা রাখে।

৫১. চরমোনাইর মুরিদ হয়ে আওয়ামীলীগ বিএনপি বা অপরাপর কোন দুনিয়াবী রাজনৈতিক দল করলে তার এখানে আসার দরকার নেই- এমন কথা বাংলাদেশের আর কোন পীর সাহেব বলেন বা বলার হিম্মত রাখেন বলে আমি শুনিনি।

এমন আরো সহস্রাধিক কারণ লেখা আছে ডায়রিতে। সময় হলে কখনো এ নিয়ে লিখব। আপনার কাছে দলটির কোন কোন বিষয় ভালো লাগে?

প্রিয় ভাই, চলুন একে এগিয়ে নিই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে বেগবান করি।
,,,সংগৃহীত,,,,

03/03/2024

তুমি তোমার দলীয় গুরুর সমালোচনা সহ্য করতে পারো না;
তাহলে বলো,
আমার জীবনের আদর্শ সাহাবায়ে কেরামের সমালোচনা আমি সহ্য করি কী করে?
প্রতিবাদ ছাড়া থাকি কিভাবে?

আলহামদুলিল্লাহ আজ বাদ যোহর আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম,পীর সাহেব হুজুর চরমোনাই'র উদ্বোধনী ব...
28/02/2024

আলহামদুলিল্লাহ
আজ বাদ যোহর আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম,পীর সাহেব হুজুর চরমোনাই'র উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তিনদিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাই'র বার্ষিক (ফাল্গুনের) মাহফিল।লক্ষ লক্ষ মানুষের পদযাত্রায় মুখরিত হয় চরমোনাই'র ময়দান।

আল্লাহ তায়ালা এই জমায়েতকে দেশ-জাতিসহ মুসলিম উম্মাহর জন্য কবুল করুন

28/02/2024

চরমোনাই মাহফিলে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী হাফিজাহুল্লাহকে মুবারক এস্তেকবাল করলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ

27/02/2024

সরাসরি! বরিশাল টু চরমোনাই সড়ক থেকে হাজার হাজার মুসল্লির ঢল!

27/02/2024

ঐতিহাসিক চরমোনাই মাহফিলের সার্বিক পরিস্থিতি...

27/02/2024

এই মুহুর্তে চরমোনাই ফাল্গুনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি।
ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ফাল্গুনের মাহফিল

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hassan মেহেদী হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hassan মেহেদী হাসান:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Bogura

Show All