Life With Guttu

Life With Guttu Sporsho's daily life

"ত্রিশ থেকে পঁয়ত্রিশ" এই বয়সটা খুব বাজে জানেন তো! এই বয়সে আমাদের মধ্যে বাবা-মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। ...
09/06/2024

"ত্রিশ থেকে পঁয়ত্রিশ" এই বয়সটা খুব বাজে জানেন তো!
এই বয়সে আমাদের মধ্যে বাবা-মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা-মাকে বৃদ্ধ হতে দেখি। সে এক তীব্র যন্ত্রণা।
একটা সময় বাবা-মা যতটা গর্ব করে বলে, আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে, বাবা-মার বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না।
বাবা-মা ঘুমিয়ে থাকলে অদ্ভুত ভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষ গুলো ঠিক আছেন তো? ঘুমের মধ্যে সুন্দর করে নিশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথর নেমে যায়।
ছোট বেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে। সেই মানুষ গুলোকেই যখন পাওয়ারওয়ালা চমশা পরতে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচর দিয়ে ওঠে।
"ত্রিশ থেকে পঁয়ত্রিশ" এই বয়সটা সত্যিই খুব বাজে। বাবা-মায়ের হাই প্রেশার, একটু একটু করে তাদের ঔষধের কৌটা ভারী হতে দেখা, রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেয়া এইগুলো আমাদের সন্তানদের ভীষণ পোড়ায়।
আমরা বড় হই সাথে সাথে আমাদের বাবা-মায়েরা বৃদ্ধ হতে থাকেন। এই যে চোখের সামনে নিজের বাবা-মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যেই যন্ত্রণা এটা বোধহয় এই বয়সের সন্তান গুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না।

©

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন  চুলগুলো  খোপা করে রাখতেই বেশি...
05/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা!আর তা নাহলে বসে বসে জানালায় বৃষ্টি দেখা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও,,,,

sometimes your child gives you the strength you need to keep going 🖤
03/06/2024

sometimes your child gives you the strength you need to keep going 🖤

01/06/2024

Swimming training day 1
🤽‍♀️🏊‍♀️😁

23/05/2024

তিন শব্দের কৌতুক-

"বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ"

My favorite thing is holding my baby. Thank you, God for this blessing.😍😍😍 Mashallah ❤️This picture  from 2 years ago
15/05/2024

My favorite thing is holding my baby. Thank you, God for this blessing.😍😍😍
Mashallah ❤️

This picture from 2 years ago

একেকটা মায়ের স্ট্রাগল একেক রকম হয়,,,জন্মের পর কারো বাচ্চার ঘাড় শক্ত করাতে হয়ত বহু দোয়া,এক্সারসাইজ লাগে,,আবার কারো বাচ্চা...
11/05/2024

একেকটা মায়ের স্ট্রাগল একেক রকম হয়,,,

জন্মের পর কারো বাচ্চার ঘাড় শক্ত করাতে হয়ত বহু দোয়া,এক্সারসাইজ লাগে,,
আবার কারো বাচ্চা পেট থেকে বের হয়ে ঘাড় উঠায় তাকায়,,,

কারো বাচ্চা হাঁটা শিখতে ২বছরের বেশি লাগে,,
কারো বাচ্চা হাঁটার আগেই দৌড়ায়,,,

কারো বাচ্চাকে ক্লাসে বসাতে মায়ের জীবন পানি হয়ে যায়,,ঘন্টা ধরে দরজা বা জানলা ধরে হয়ত গরমে সিদ্ধ হয়ে দাঁড়ায় থাকতে হয়,,,

কারো বাচ্চা হয়ত ১ম দিনই মায়ের দিকে দ্বিতীয় বার না তাকায় ক্লাসে বসে যায়,,,

কারো বাচ্চাকে পেন্সিল ধরাতে আধা বছর শেষ হয়ে যায়,,

কারো বাচ্চা হয়ত দেখে দেখেই সব অক্ষর লেখা শিখে যায়,,,

আপনার কাছে যেটা ডাল-ভাত,,,
আমার কাছে হয়ত সেটা ছোট ছোট যুদ্ধ,,,

একেক বাচ্চা নিয়ে একেক মা এর যুদ্ধ একেক রকম,,
একেকটা মাইলস্টোন পার করা একেক জনের কাছে হয়ত একেকটা এচিভমেন্ট,,,

আপনার চোখে সেটা দৈনন্দিন কাজ মনে হলেও,,,অন্য মায়ের কাছে হয়ত সেই ছোট্ট কাজটাই এচিভমেন্ট,,,খুশির কারন,,,তার জীবনের ছোট্ট অদৃশ্য একটা ট্রফি,,,

কেউ আপনার বাহবা চায় নাই,,,উৎসাহ ও চায় নাই,,,,তার খুশিতে খুশি না হন,,,
ভালো কথা বলতে না পারলে চুপ করে থাকুন কিন্তু কটু কথা কিংবা হাসাহাসি করবেন না,,,


10/05/2024

স্পর্শ প্রথম মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মাশাআল্লাহ ❤️
আল্লাহ নেক হায়াত দান করুন সারাজীবন মসজিদে নামাজ আদায়ের তৌফিক দান করুন 🕌
সবাই দোয়া করবেন স্পর্শের জন্য 🥰❤️

#জুম্মা

 #জুম্মা মোবারক
10/05/2024

#জুম্মা মোবারক

গুট্টু নানুর বাড়ি থেকে নিজের বাসায় ফিরছে 🚞🚊😑
03/05/2024

গুট্টু নানুর বাড়ি থেকে নিজের বাসায় ফিরছে 🚞🚊😑

মা হবার গল্প খুব বিশ্রী। আমি খুব কম মেয়েকে চিনি যারা সুন্দর ভাবে, মানসিক, শারীরিক এবং পারিবারিক ভাবে ভালো সাপোর্ট পেয়েছে...
22/04/2024

মা হবার গল্প খুব বিশ্রী। আমি খুব কম মেয়েকে চিনি যারা সুন্দর ভাবে, মানসিক, শারীরিক এবং পারিবারিক ভাবে ভালো সাপোর্ট পেয়েছে মা হবার সময়। অধিকাংশ মায়েরা বাচ্চা পেটে নিয়ে একটা অলিখিত যুদ্ধ করতে করতে ৮মাস কাটায়, এরপর ওটি তে যায়,ওটি থেকে বের হয়ে আবার ১ টা বছর শারীরিক মানসিক ও পারিবারিক ভাবে একটা অলিখিত যুদ্ধ করতে করতে শিশুটাকে নিয়ে বাঁচে। অথচ বিজ্ঞাপন থেকে শুরু করে সোশাল মিডিয়া, টেলিভিশনে ফলায় করে বিজ্ঞাপন দিয়ে ফেলে-
প্রেগন্যান্সির সময়, আগে ও পরে মাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।
সত্যিটা হলো, প্রেগ্ন্যাসির সময় গর্ভবতী মা বাদে সবাই ই ভালো থাকে।
একটা সুস্থ মা যে সুস্থ পরিবার তৈরি করতে পারে এই কনসেপ্ট টা আমাদের পারিপার্শ্বিক অবস্থা বিশ্বাস করতে চায়না।
পৃথিবী জানে, একজন মা হওয়া সুখের কিন্তু মা হওয়ার গল্পটা এতই কঠিন তার সাক্ষী পৃথিবী, পরিবার কিংবা অনেক সময় স্বামীও হন না। সাক্ষী হয়ে থাকেন কেবলমাত্র সেই মা ই!!

#মা_হবার_গল্প
©


17/04/2024

ঘুরাঘুরি 🚶‍♂️🚶‍♂️

শুভ নববর্ষ ১৪৩১ 😍
14/04/2024

শুভ নববর্ষ ১৪৩১ 😍

তাহার সাথে ছবি তোলাটা এখন যুদ্ধের সমান 😥👨‍👩‍👦
11/04/2024

তাহার সাথে ছবি তোলাটা এখন যুদ্ধের সমান 😥👨‍👩‍👦

Eid Mubarak। 💜💜💜 গুট্টুর এটি প্রথম ঈদের নামাজ♥️💙🤍আলহামদুলিল্লাহ।
11/04/2024

Eid Mubarak। 💜💜💜
গুট্টুর এটি প্রথম ঈদের নামাজ♥️💙🤍
আলহামদুলিল্লাহ।

07/04/2024

রমজানের শেষ ৩ দিন

👉আল্লাহ আকবার'আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লালাহু' আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ প্রতিদিন -১১ বার!

এই রমজানে
মহান আল্লাহ আমাদের সকলের গুনাহ গুলো মাফ করে দিন۔
সেই সাথে দোয়া গুলো কবুল করে নিন ۔
আমিন!!!

31/03/2024

লাইলাতুল কদর `হাজার মাস অপেক্ষা উত্তম।
(আল কোরআন ৯৭ঃ৩)
২১,২৩,২৫,২৭,২৯
রাসূল (সাঃ) বলছেন ঃ
তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো!
👉যদি লাইলাতুল কদর মিস না করতে চান
এখন থেকে এই ৫ টি আমল করুন,, 👇
👉১..প্রত্যেক রাতে ২,৪,৬,৮,শবে কদরের নিয়তে সালাত আদায় করা,,
২.. প্রত্যেক লাইলাতুল কদরের রাতে দান সদাকা করা,,
৩.. এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা,,
৪.. প্রত্যেক রাতে অল্প হলেও কোরআন তেলাওয়াত করা, এক পৃষ্ঠা, বা কোন সূরা, বাধ্যতামূলক পড়া,,
৫.. মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত,
রাসুলের প্রতি দরুদ প্রেরণ করা, যেকোনো দুরুদ পাঠ করা,২০, ৪০, ৬০, ৮০,১০০, যত বেশি আদায় করা যায়,,
৬..ইস্তেগফার পাঠ করা যত বেশি সম্ভব,,

সর্বশেষ লাইলাতুল কদরের রাতের দোয়া পাঠ করা,,
👉আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহীব্বুল আফুয়া-ফাআফু আন্নি,, বেশি বেশি এই দোয়া টা পড়া,,🥰

আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন,🥰
আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের জীবনে লাইলাতুল কদর নসিব করিয়ে দেন আমিন,, 🥰🥀

30/03/2024

রমজানের ৩য় ১০ দিন
👉আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতুল ফেরদৌস – ১০০০ বার

22/03/2024

রমজানের ২য় ১০ দিন
👉আস্তাগফিরুল্লাহ হাল্লাজি রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া'তুবু ইলাইহি লা হাওলা ওয়া'লা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম -১০০০ বার

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে  সব জাহান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০গু...
11/03/2024

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে সব জাহান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০গুন করে দেওয়া হবে সব সওয়াব। আটকে দেওয়া হবে সব শয়তানদের। প্রত্যেকদিন ইফতারিতে কুবল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। ইবাদতের মাস সবাই যতটা সম্ভব ইবাদত করুন।

রমাদান মোবারক 🤍

❤️💜

29/02/2024

বিয়ে করেও দেখলাম
বাচ্চা নিয়েও দেখলাম
সব শান্তি ঐ single জীবনেই 😁


বাবার মতো দাড়ানোর চেষ্টা চলছে 🥰😇😘
26/02/2024

বাবার মতো দাড়ানোর চেষ্টা চলছে 🥰😇😘

25/02/2024

আমরা মিলাদ উদযাপন ছেড়ে দিয়েছি। অতপর একে-একে ছাড়লাম শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা ই ইয়াজদাহুম। সব ছেড়ে আমরা যখন সহিহ সেজে বসলাম তখন চোখ ফিরিয়ে দেখি নিজ আঙ্গিনায় পালন হচ্ছে ভ্যালেন্টাইন্স , ইস্টার ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার, দূর্গাপুজা, রাস পূর্নিমা। আমরা আজ ঈদের দিন অলস হয়ে ঘুমাই আর পহেলা বৈশাখে সারা দুপুর রোদে পুড়ে বেহায়াপনা করি। আফসোস আমাদের দৈন্যতার প্রতি। আফসোস আমাদের উদাসীনতার প্রতি। আল্লাহ আমাদের মধ্যে আবার ইসলামের সোনালী অতীত আর নফল আমলের উৎসব ফিরিয়ে আনুন। পরবর্তী প্রজন্ম যেনো উৎসব আর সংস্কৃতির দৈন্যতার ফলে ইমানহারা না হয়ে যায়। দ্বীনে ইসলামের মধ্যে যেনো বেদ্বীনের সংস্কৃতি প্রবেশ না করে।
©️

10/02/2024

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"।

অর্থ : হে আল্লাহ! আপনি
আমার ভাগ্যকে খুলে দিন।আমিন....🤲

10/01/2024

আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?? 😇🥰

সৎ থাকুন, অল্পতে সন্তুষ্ট হতে শিখুন, আল্লাহর সাথে নিজের মনের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন, নিজের প্রতি যত্ন নিতে শিখুন, লো...
09/01/2024

সৎ থাকুন, অল্পতে সন্তুষ্ট হতে শিখুন, আল্লাহর সাথে নিজের মনের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন, নিজের প্রতি যত্ন নিতে শিখুন, লোকে কি বললো, তা এড়িয়ে চলুন। দেখবেন ভেতর থেকে শান্তি অনুভব করবেন।
অনেক বেশি সুখে থাকবেন। 🌸🖤

এই যে গুট্টুর দুষ্ট মিষ্টি হাসি মাশ-আল্লাহ 😘 সে কিন্তু সারাদিন এমনি হাসি খুশি থাকে 😇আল্লাহুম্মা বারিক লাহু ❤️🥰    🥰
27/12/2023

এই যে গুট্টুর দুষ্ট মিষ্টি হাসি মাশ-আল্লাহ 😘
সে কিন্তু সারাদিন এমনি হাসি খুশি থাকে 😇
আল্লাহুম্মা বারিক লাহু ❤️🥰


🥰

26/12/2023

মা-বাবা স্পর্শকে অনেক ভালোবাসে ❤️🥰

মা হলো আমাদের প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম ভালোবাসা এবং এমন একটি বন্ধু, যে আমাদের সকল বাধা বিপত্তি ও সমস্যায় আমাদের ...
25/12/2023

মা হলো আমাদের প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম ভালোবাসা এবং এমন একটি বন্ধু, যে আমাদের সকল বাধা বিপত্তি ও সমস্যায় আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে। তাইতো সকলের কাছে তাদের মা খুব প্রিয় একটা মানুষ..✨️❤️🌸

মা ছেলের গল্পচারি 😘
Best pic ever😇
All are candid pic ❤️🥰


🥰

❤️❤️
23/12/2023

❤️❤️

Address

Bogura Sadar
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life With Guttu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All

You may also like