Muhammad Abdur Razzak

Muhammad Abdur Razzak আসসালামু আলাইকুম....
পেজে ফলো দিয়ে পাশে থাকুন😊
আশা করি ভালো লাগবে আপনাদের, ইনশাআল্লাহ 🥰🥰

23/06/2024

এইসব কোটিপতির ছেলে মেয়েদের ল্যাভিস লাইফ আর বিলাস বহুল রঙিন জীবন নিয়ে হাজারো অভিযোগ শেষ হলে আমরা বুঝি, আমাদের বাবারা আমাদের ছাগল কিনতে ১৫ লাখ টাকা দিতে না পারলেও, "আমার বাবা একজন সৎ বাবা" এটুকু বলার ফ্লেক্সটা আমাদের দিয়েছেন ।

অন্তত এই বয়সে এসে বুঝি, এই পরিচয়ের, এই গর্বের দাম কতটা বেশি।

১৫ লাখ কেন, ১৫ কোটি টাকা দিয়েও কি এই গর্ব কেউ কিনতে পারবে? "তোমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন" এই একটা বাক্য শোনার মধ্যে যত শান্তি, সারা দুনিয়ার সব অডি নিয়াসলেও কি সেই শান্তি পাওয়া সম্ভব?

বাবার সততার চেয়ে বড় আভিজাত্য একজন সন্তানের জন্য আর কিছু হতে পারে না। কিচ্ছু না।

-Collected

Ziaul Hoque Polash

@সেরা ফ্যান
22/06/2024

@সেরা ফ্যান

18/06/2024

গ্রামের সৌন্দর্য উপভোগ করছি।

ঈদ মুবারাক 🥰তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়। @সেরা ফ্যান
16/06/2024

ঈদ মুবারাক 🥰

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়। @সেরা ফ্যান

একটা ফুটফটে কন্য সন্তান   #তাহসান আর  #মিথিলাকে এক সঙ্গে করতে পারে নাই।অথচ টাকা ওদের এক টেবিলে বসিয়ে দিল। টাকা সত্যি তুই...
14/06/2024

একটা ফুটফটে কন্য সন্তান #তাহসান আর #মিথিলাকে এক সঙ্গে করতে পারে নাই।অথচ টাকা ওদের এক টেবিলে বসিয়ে দিল।
টাকা সত্যি তুই মহান 👏

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘...
13/06/2024

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।
অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।

Public Figure University of Bangladesh
Copy post

সে থেরাপি যায়গা মতই দিয়েছে।  #তৌহিদ_রিদয়
08/06/2024

সে থেরাপি যায়গা মতই দিয়েছে।
#তৌহিদ_রিদয়

05/06/2024

মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয় → অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়।

01/06/2024

ভাগ্যিস গুনাহ্ গন্ধহীন!
- নয়তো পৃথিবীর দুর্গন্ধময় ডাস্টবিন টা আমি-ই হতাম🥲

ভাগ্যিস গুনাহ্ বর্ণহীন!
- নয়তো পৃথিবীর বিবর্ন চেহারাটা আমার-ই হতো।

اللّهُـمَّ اغْفِـرْ لي🤲📿 -(হে আল্লাহ, ক্ষমা করুন)

কোন এক জুমার দিন🥰
31/05/2024

কোন এক জুমার দিন🥰

30/05/2024

সময় পেলে
- কবরস্থান থেকে ঘুরে আসুন।
- অহংকার ধুলোয় মিশে যাবে।
#উপদেশ

হুদাই না জেনে একটা ভুল নিউজ ছড়াচ্ছে, ফিলিস্তিনকে এর আগে ১৪৩ টা দেশ স্বীকৃতি দিয়েছে এখন নতুন করে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্প...
30/05/2024

হুদাই না জেনে একটা ভুল নিউজ ছড়াচ্ছে, ফিলিস্তিনকে এর আগে ১৪৩ টা দেশ স্বীকৃতি দিয়েছে এখন নতুন করে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন দিল।
ফিলিস্তিন বহু আগে থেকেই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রাপ্ত।
#ফিলিস্তিন

28/05/2024

হায়াৎ সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত!

28/05/2024

অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।

বরিশালের এক ছেলে😃সুপারি গাছের গোড়ায় পান গাছ😎লাগিয়েছে,,, পান গাছটা সুপারি গাছবেয়ে উঠছে😁একদিন একপাখি এসে পান পাতায়পা*...
22/05/2024

বরিশালের এক ছেলে😃
সুপারি গাছের গোড়ায় পান গাছ😎
লাগিয়েছে,,,
পান গাছটা সুপারি গাছ
বেয়ে উঠছে😁
একদিন এক
পাখি এসে পান পাতায়
পা*য়খা*না করে দিল😢
তো, নোয়াখালির
এক ছেলে
সেখানে গিয়ে এসব
দেখে তো অবাক...!
একই গাছে পান - সুপারি...!
এদিকে,,, পান পাতায়
পাখির পা*য়খা*না শুকিয়ে সাদা😂😂
ছেলেটি পাখির😀
পা*য়*খা*না ভরা পাতা আর
গাছের সুপারি পেড়ে মুখে দিয়েছে😢
আর বলছে😁
কিবা দেশে আইলাম😊
রে ভাই😀
কিবা দেশের গুণ😢
যেই গাছে পান-সুপারি😶
সেই গাছেই চুন 🤣
কপি..

কিছুদিন পর আপনি পৃথিবীতে থাকবেন না (আপনি মারা যাবেন)/,কিন্তু আপনার আপলোড করা খারাপ ভিডিও আর ফটো কিন্তু ফেসবুকে থেকেই যাব...
21/05/2024

কিছুদিন পর আপনি পৃথিবীতে থাকবেন না (আপনি মারা যাবেন)/,কিন্তু আপনার আপলোড করা খারাপ ভিডিও আর ফটো কিন্তু ফেসবুকে থেকেই যাবে।
#উপদেশ #ইসলামিকপোস্ট

ভাত যাতে গরমে নষ্ট না হয়, তাই একসময় পানি ঢেলে রাখা হত। সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হত। এই সমস্যা থেকে বাঁচার ...
15/05/2024

ভাত যাতে গরমে নষ্ট না হয়, তাই একসময় পানি ঢেলে রাখা হত। সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হত। এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হল। এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায়, ফেসবুকে পান্তা নিয়ে আদিখ্যেতা করে।

প্লেট সহজলভ্য ছিলো না বলে মানুষ একসময় কলাপাতা কেটে তাতে খাবার খেত। এখন সবার বাড়িতে প্লেট, কিন্তু নামী রেস্তোরাঁয় কিংবা কখনো বাড়িতেও কলাপাতায় খাবার সুযোগ পেলে মানুষ সেটাকে লাক্সারি মনে করে।

লুঙ্গি-পাঞ্জাবি কিংবা শাড়ি পরাটাই একসময় চল ছিল। ঘরে-বাইরে প্রতিটা জায়গায় ওগুলোই ছিল স্বাভাবিক পোশাক। ওগুলো পরার ঝামেলা বলেই পরবর্তীকালে প্যান্ট-শার্ট মানুষের মাঝে জনপ্রিয় হল। এখনকার ছেলেমেয়েরা ধুতি কিংবা শাড়ি পরে ভীষণ স্পেশাল অকেশনে কিংবা উৎসবের সময়।

গ্রামের জীবনযাত্রাকে অত্যাধুনিক করার জন্য এবং মানুষের জীবনকে আরামদায়ক বানাবার জন্যেই শহরের সৃষ্টি হল। কুঁড়েঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হল, চাষের জমিতে কারখানা তৈরি হল, গাছ কেটে চওড়া রাস্তা বানানো হল। কিন্তু এখন যেকোনো শহরবাসীকে জিজ্ঞেস করুন তার শহর পছন্দ নাকি গ্রাম। বেশিরভাগই উত্তর দেবে, 'গ্রাম'। প্রকৃতির সান্নিধ্য পাওয়া এখন লাক্সারি। পাহাড়ে-জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষ। অথচ জঙ্গল কেটেই আমাদের এই নগরের সৃষ্টি, কারণ আমরা জঙ্গলের বদলে নগর চেয়েছিলাম।

এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেই সেগুলো মূল্যবান হয়ে যায়। সাথে থাকাকালীন কেউ মূল্যই বোঝেনা। কখনো নিজের গুরুত্ব বোঝানোর জন্য হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন।
#গ্রাম #উপদেশ #গল্প #প্রকৃতি

05/05/2024

গ্রামের ভিতর দিয়ে রাইড।
#পন্ডিতপুকুর #নন্দীগ্রাম #বগুড়া

অবশ্যই বটগাছ ওয়ালার সাথে অন্যায় হচ্ছে।যদি তোমাদের গাছের প্রতি এতই মায়া হয় তাহলে জায়গাওয়ালাকে তার মূল্য পরিশোধ করো।টাকা চ...
02/05/2024

অবশ্যই বটগাছ ওয়ালার সাথে অন্যায় হচ্ছে।
যদি তোমাদের গাছের প্রতি এতই মায়া হয় তাহলে জায়গাওয়ালাকে তার মূল্য পরিশোধ করো।টাকা চাইলে আর কারো মায়া থাকবেনা,দাদী কে বলি দাদী জীবন দিতে হবেনা টাকা দিলেই হবে।
#বটগাছ #রাঙামাটি #বাংলাদেশ

 #গাছ_লাগান
28/04/2024

#গাছ_লাগান

 #ইসলামিকপোস্ট  #উপদেশ
25/04/2024

#ইসলামিকপোস্ট #উপদেশ

17/11/2023

হাত কেটে প্রেমিকাকে খুশি
করার চেয়ে
ধান কেটে বাবাকে খুশি
করা উত্তম
#উপদেশ @ফলোয়ার

আমার দর্শক সংখ্যা 800 জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗 @ফলোয...
14/11/2023

আমার দর্শক সংখ্যা 800 জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗 @ফলোয়ার

12/11/2023

বি টিভির সেই আযানের কথা মনে পরে?
#ওবায়দুল্লাহ #আযান

08/11/2023

হায় আফসোস, 😰
ডাক্তার নিষেধ করলে তুমি #হালাল খাবারও ছেড়ে দাও,

আর #হারাম ছাড়তে বললে, ছাড়তে পারোনা,
যেটা ছাড়তে বলেছে স্বয়ং তোমার #রব,
#সুদ #ঘুষ #মদ।

নবী কারীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক হাতের মুবারক আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখন্ডিত হয়েছিলো আজকের এই দিনেই...
04/11/2023

নবী কারীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক হাতের মুবারক আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখন্ডিত হয়েছিলো আজকের এই দিনেই ১৪৪১ চন্দ্রবছর আগে। যখন চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন দ্বিখণ্ডিত হওয়া তো বহু দূর চাঁদ সম্পর্কে কারো কোন ধারণাই ছিলো না ঠিকমতো। ঘটনার সূত্রপাত হয়েছিলো এরূপ যে, তখনকার মক্কার কাফেররা হুজুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নবুওয়াতকে অস্বীকার করে। তারা উনার কাছে নবুওয়াতের নিদর্শন চায়। তখন নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ কে দু’ টুকরো করে তাদের দেখিয়েছিলেন কিন্তু তাও অনেক বড় বড় জাহেল ঈমান আনেনি।

এই মুবারক বিষয়টি পবিত্র কুরআনুল কারীমেও উল্লেখ করা হয়েছে। কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে, কেয়ামত আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে (তা থেকে তারা) মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাচরিত যাদু (বৈ কিছু নয়)। (সুরা কামার শরীফঃ আয়াত শরীফ ১-৩) চাঁদ দিখন্ডিত হওয়ার বিষয়টি সহীহ হাদীসেও রয়েছে। আল্লামা ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি এ সম্পর্কিত হাদীস শরীফকে মুতাওয়াতির বলেছেন। (তাফসীরে ইবনে কাসীর ৪/২৭৬)

নিম্নে কয়েকটি হাদীস শরীফ উদ্ধৃত করা হল।

০১) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমরা মিনায় নবী কারীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছিলাম। তিনি চন্দ্রকে দিখন্ডিত করলেন এবং এক খন্ড পাহাড়ের পশ্চাতে চলে গেল ও এক খন্ড পাহাড়ের উপরে রইল। তখন রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থেকো। (সহীহ বুখারী শরীফ ১/৫৪৬; সহীহ মুসলিম শরীফ ২/৩৭৩)

০২) হযরত আনাস ইবনে মালেক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, মক্কা শরীফ বাসীরা রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে (নবুওয়্যাতের) কোনো নিদর্শন দেখতে চাইল। তখন রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ তায়ালা উনার হুকুমে চন্দ্রকে দিখন্ডিত করে দেখিয়ে দিলেন। তারা (সাহাবায়ের কিরাম ও কাফেররা) দেখতে পেল যে, চাঁদের দুই খন্ড হেরা পাহাড়ের দুই পার্শ্বে চলে গিয়েছে।

সূত্রঃ সহীহ বুখারী শরীফ ১/৫৪৫; সহীহ মুসলিম শরীফ ২/৩৭৩; জামে তিরমিযী শরীফ ৩২৮৫; মুসনাদে আহমদ শরীফ ৩/১৬৫; দালাইলুন নুবুওয়াহ ২/২৬২-২৬৮; আল বিদায়া ওয়ান নিহায়া ৩/৩৫৪, ৩৬১; ফাতহুল বারী ৭/২২১; আততাহরীর ওয়াত তানবীর ২৭/১৬৩; আদ্দুররুল মানসুর ৬/১৩২-১৩৪; তাফসীরে কুরতুবী ১৭/১২৫-১২৮; তাফসীরে মাযহারী ৯/১৩৫)

আমরা মুসলিম হিসেবে ইসলামকে বিশ্বাস করব কোরআন ও হাদিস অনুসারে। ইসলামের যে কোন কথা আজকের কথিত বিজ্ঞান সমর্থন করুক বা না করুক এতে আমাদের কিছু যায় আসে না। বিজ্ঞানের উপরে নির্ভর করে ইসলামে বিশ্বাস করাটা আসলে একটা প্রতারনা ও মূর্খতা ছাড়া কিছু না, এক ধরণের ভন্ডামী। নিজেকে একজন মুসলিম দাবী করে, এদিকে ওদিকে বিজ্ঞানে সমর্থিত হলে ইসলামের কথা বিশ্বাস করে এমন ভন্ডকে ইংরেজীতে hypocrite বলে যেটার আরবী সমার্থক শব্দ হল মুনাফেক। ইসলামের তথ্যমতে মুনাফেকের স্থান ৭ম জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেখানে কোন কাফের ও প্রবেশ করবেনা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সঠিক ঈমান অর্জন করার ক্ষমতা দিন, আমাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।

এছাড়াও ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের (বর্তমান কেরালা অঞ্চল) তৎকালীন রাজা চক্রবর্তী ফারমাস (চেরামান পিরুমেল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) আকাশে চাঁদ দুই টুকরো হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে, আরব দেশে শেষ নবীর আবির্ভাব ঘটেছে এবং রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই চাঁদ কে দ্বিখণ্ডিত করেছেন, তখন তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আজ থেকে ১৪৪১ চন্দ্রবছরেরও আগে ১৪ই জিলহজ্জ নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মোজেযার প্রকাশ হিসেবে উনারই পাক পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় পূর্ণ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল।

আবু জেহেল লানাতুল্লাহি আলাল কাজিবিনের নেতৃত্বে একদল মূর্তিপূজারী ও ইহুদি জানায় যে, রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মহান আল্লাহ পাক উনার রসূল তা তারা মেনে নেবে, যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন। তখন রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ পাক উনার কাছে মোনাজাত করে চাঁদের দিকে উনার মুবারক পবিত্র আঙ্গুলের ইশারা করলে ওই অলৌকিক ঘটনাটি ঘটে।

ওই আরব মুশরিকরা এই মোজেজা অস্বীকার করে একে যাদু বলে অভিহিত করে। কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ দুই ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ, ওই ইহুদিরা তাওরাতে পড়েছিল যে হযরত মূসা আলাইহিস সালাম উনার উত্তরসূরী হযরত ইউশা আলাইহিস সালাম উনার জন্য মহান আল্লাহ পাক চাঁদ ও সূর্যকে স্থির করে রেখেছিলেন।

ভারতের ইতিহাস গ্রন্থ ‘তারিখ-ই-ফেরেশতা’য় ওই ঘটনা উল্লেখিত হয়েছে। চেরামান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামে ভারতের কেরালা রাজ্যে একটি মসজিদও রয়েছে।

ভারতীয় রাজা যে ওই ঘটনা দেখেছিলেন, তার লিখিত বিবরণের একটি প্রাচীন দলিল বর্তমানে লন্ডনে ভারতীয় দূতাবাসের লাইব্রেরিতেও সংরক্ষিত রয়েছে। ওই দলিলে ভারতীয় সেই রাজার ভ্রমণের বিস্তারিত বর্ণনা আছে। ওই রাজা ভারতে ফেরার পথে ইয়েমেনে মারা যান।
#চাঁদ #মুহাম্মদ #সাঃ #ইসলামিক_পোস্ট @ফলোয়ার

30/10/2023

বাবারা দেখো তোমাদের মেয়েরা কতটা #ভালোবাসে তোমাদের😰😰
#ভালবাসা #বাবার

25/10/2023

#তুমি নামাজকে🤗 তোমার সঙ্গী বানাও
—নামাজ তোমাকে—
জান্নাতের সঙ্গী বানিয়ে দিবে😊

—🪴🥀ইনশাআল্লাহ🥰🫰—

#ইসলামিক_পোস্ট

22/10/2023

#পূজা
যেখানে ভয়ংকর শিরক করা হচ্ছে,আমার আল্লাহকে অপমান করা হচ্ছে,তুমি সেটা দেখতে গিয়েছো,দেখে আনন্দ পাচ্ছ,
তাহলে কি বুঝা গেলো?তোমার ভিতরে #ঈমানের যে দাবী করেছো তার কিছুই নেই।😰😰
যে বলবে ধর্ম যার যার উৎসব সবার, আমি বলবো সে ধর্ম সম্পর্কে একেবারেই গন্ড মূর্খ, ধর্মের কিছুই নেই তার ভিতর।
বুজতে হবে শয়তানে লাড়ছে তারে।
#ইসলামিক_পোস্ট #সাবধান #ঈমান #ইসলাম।
@ফলোয়ার

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abdur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All

You may also like