Abu kawsar sheikh

Abu kawsar sheikh "বাতাসে লাশের গন্ধ\\মাটিতে লেগে আছে রক্তের দাগ;

আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি!🤍~সূরা বাকারাঃ ১৪৪
07/04/2024

আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি!🤍

~সূরা বাকারাঃ ১৪৪

"চুপ থাকে যে মুক্তি পায় সে"
06/04/2024

"চুপ থাকে যে মুক্তি পায় সে"

03/04/2024

19/01/2024

ত্বালা’ আল বাদরু 'আলাইনা (আরবি ভাষা: طلع البدر علينا) একটি ঐতিহ্যবাহী ইসলামি গজল/গান, যাকে ইসলামি পরিভাষায় নাশিদ বলা হয়ে থাকে। হযরত মুহাম্মদ (দ.) যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার লোক জন (যাদের আনসার বলা হয়)/ আনসার সদস্যগণ এই গান/গজল গেয়ে তাঁকে তাদের মধ্যে বরণ করে নিয়েছিলেন। গানটি/গজলটি ১৪০০ বছরেরও বেশি পুরনো এবং ইসলামি সংস্কৃতির একটি অনন্য নিদর্শন।

16/01/2024

রাতের অন্ধকারই জীবনের শেষ কথা নয়;
প্রতিদিন ওঠে নতুন সূর্য
প্রতিদিন আসে ভোর
ভোরের আলোর ছটা রাতের কালিমা মুছে দিয়ে নতুন পথ দেখায়;

15/01/2024

৭ম শ্রেনীর বই নিয়ে যা বললেন
>আব্দুল হাই সাইফুল্লাহ

15/01/2024

#শৈশব

15/01/2024

জায়েদ খান

>আবরারুল হক আসিফ❤️

15/01/2024

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالۡبَـنِيۡنَ وَالۡقَنَاطِيۡرِ الۡمُقَنۡطَرَةِ مِنَ الذَّهَبِ وَالۡفِضَّةِ وَالۡخَـيۡلِ الۡمُسَوَّمَةِ وَالۡاَنۡعَامِ وَالۡحَـرۡثِ​ؕ ذٰ لِكَ مَتَاعُ الۡحَيٰوةِ الدُّنۡيَا ​ۚ وَاللّٰهُ عِنۡدَهٗ حُسۡنُ الۡمَاٰبِ‏ ١٤
মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান, স্ত্তপীকৃত স্বর্ণ ও রৌপ্যভান্ডার, চিহ্নযুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র, এসব পার্থিব জীবনের সম্পদ, আর আল্লাহ -তাঁরই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল।

29/12/2023

সর্বশক্তিমান কখনোই ঐ ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন।
-[শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক]

28/12/2023

একটি বাগান মানবজাতিকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন একটি মনোরম স্হান রয়েছে যেখানে মানুষ প্রকৃতির সর্বাধিক নিকট সান্নিধ্য লাভ করতে পারেন।

28/12/2023

No sound'

27/12/2023

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর গোশত খুব প্রিয় ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যমানাতে উট,গরু,খাসী,বক্রী,দুম্বা,মুরগী ইত্যাদি সাহাবায়ে কিরাম খেয়েছেন এবং স্বাভাবিক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসবের গোশত খেয়েছেন।

27/12/2023

ইসলামের দৃষ্টিতে বিড়াল লালন-পালন করা জায়েজ। বিড়াল পালনে ঘরে ইঁদুরের উৎপাত কমে আসে। এছাড়া মাছের কাঁটা, খাবারের ঝুটা খেয়ে আমাদের পরিবেশকেও রাখে সুন্দর ও পরিষ্কার। ইসলামে বিড়াল পালনকে যতটা সমর্থন করা হয়েছে আর কোনো পোষা প্রাণীকে এতটা করা হয়নি।

New is coming....Ramadan❤️🥰
27/12/2023

New is coming....
Ramadan❤️🥰

যে নিজের মর্যাদা বোঝেনা অন্যেও তার মর্যাদা দেয় না!—- হযরত আলী (রাঃ)
27/12/2023

যে নিজের মর্যাদা বোঝেনা
অন্যেও তার মর্যাদা দেয় না!

—- হযরত আলী (রাঃ)

হজরত কাবশা বিনতে কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘আবু কাতাদা (রা.) আমার কাছে আগমন করলেন। আমি তার জন্য পানিভর্তি একটি অজুর পাত...
27/12/2023

হজরত কাবশা বিনতে কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘আবু কাতাদা (রা.) আমার কাছে আগমন করলেন। আমি তার জন্য পানিভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম। এসময় একটা বিড়াল তা থেকে পানি পান করল। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন। যাতে সে নির্বিঘ্নে পান করতে পারে। কাবশা (রা.) বলেন, তখন আবু কাতাদা (রা.) দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি! তুমি কি আশ্চর্য বোধ করছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসুল (সা.) বলেন, ‘এরা (বিড়াল) অপবিত্র নয়, এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারিনী।’ (নাসায়ি: ৩৪১)

27/12/2023

"মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু ”

—- হযরত আলী (রাঃ)

27/12/2023

যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তার উপর রহমত বর্ষণ করেন না।
- আল হাদিস

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Abu kawsar sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All