![আসসালামু আলাইকুম,সময় এসেছে বন্যার্তদের পাশে দ্বাড়ানোর। এ পর্যন্ত মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া" বিভিন্ন সামাজিক প্রত...](https://img5.medioq.com/683/509/820731876835099.jpg)
26/08/2024
আসসালামু আলাইকুম,
সময় এসেছে বন্যার্তদের পাশে দ্বাড়ানোর। এ পর্যন্ত মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া" বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কাজ করেছেন। আলহামদুনিল্লাহ
কিন্তু আগামীদিন গুলোতে আমাদের পার্শবর্তী এলাকার কথা চিন্তা করে
"মোমেনা হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন" একটি সুন্দর সিদ্ধান্ত গ্রহন করেছেন ।আমাদের কার্যক্রমে থাকবে ** মেডিকেল চেকআপ ও মেডিসিন বিতরণ ** কাপর বিতরণ** শুকনা খাবার বিতরণ ইত্যাদি ।
মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়ার সকল সদস্যদের ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান করা হচ্ছে।
আহ্বানেঃ মোঃ আব্দুর রহমান কবির।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭১০২৩৬৯৪৪
সভাপতিঃ মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া।
বিকাশ+রকেট+ নগদ
অফিসিয়ালঃ ০১৩০০২৯৭১৯৯ ইসমাইল ।