বস্তা বন্দি শহর

বস্তা বন্দি শহর স্মার্টফোনের শেকড়ে তোমার দু-হাত বেঁধে দেওয়া আছে,
তুমি ইচ্ছে করলেই সে বাঁধন খুলে ফেরত আসতে পারবেনা। I Love Bangladesh
(1)

03/09/2024

পা চাঁটার অভ্যাস আর রদবদলের অভ্যাসের পরিণতি খুবই ভয়াবহ।
কাজেই এই অভ্যাস খুব শিগ্রই ত্যাগ করুন।

26/04/2023
25/04/2023

মানুষ তাকেই আঁকড়ে ধরে

19/02/2023

Back to Back offer
Fast follow me and comment (Done)

13/02/2023

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিওনা,
এবং জানা সত্বেও সত্যকে গোপন করোনা।

----সুরা আল-বাক্বারাহ, আয়াত-৪২----

১.  মা ৯  মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন  #বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ২।  মা বিনা বেতন...
03/02/2023

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদের-কে উৎসর্গ করছি * স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাদের-কে!!!

(সংগৃহীত)

03/02/2023

নিজের মুল্যকে মুল্যায়ন করতে অবস্থানের পরিবর্তন করুন।

03/02/2023

ভাল থাকা আর ভাল থাকার অভিনয় করে জীবনযাপন। দুটোই ভিন্ন ব্যাপার।
ধূলোর ক্যানভাস

01/02/2023

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়ে 𝐃𝐨𝐧𝐞 লিখলে 💕 ✅
সাথে সাথে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 দিবো
🥀🥀ইনশাআল্লাহ 🥀 100%

01/02/2023

মিশন 10K Follows
কারা কারা পাশে থাকবেন তারাও পাশে পাবেন

19/12/2022
17/11/2022

🔹জীবনকে সহজ করার জন্য কিছু ভালো অভ্যাস🔹

◾বন্ধু কম থাকা ভালো।
◾বন্ধুত্বের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। Be less friendly।
◾কেউ পাত্তা না দিলে অযথা তার পিছনে দৌড়ানোর দরকার নেই।
◾নিজের চারপাশের সব কিছুর ব্যাপারে নাক গলানোর দরকার নেই।
◾যথা সম্ভব কম কথা বলার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত চিন্তা করা যাবে না।
◾অন্য ব্যক্তির হাতে নিজের ব্যক্তিত্বকে তুলে দিবেন না।
◾কুকুর হয়ে দীর্ঘ সময় বাঁচার তুলনায় সিংহ হয়ে একদিন বাঁচা অনেক ভালো।
◾ছোট ছোট জিনিসের মাঝে সুখ খুজতে হবে।
◾ব্যর্থতা খারাপ কিছু নয়।
◾বুঝতে হবে কোন কিছু অর্জন করা বাধ্যতামূলক নয়।
◾অতিরিক্ত ভালো হবার কোন দরকার নেই।
◾নিজেকে যথা সম্ভব শান্ত রেখে জীবন যাপন করুন।
◾অন্যদের কাছ থেকে মতামত নেন এবং নিজের মত সিদ্ধান্ত নেন।
This post copied from-
জান্নাতুল নাইমা জুই

11/11/2022

চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম অন্ধ ভালবাসা।
আবার সেই ভালবাসার সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত করা হল বেঈমানী।

09/11/2022

তোমার নিষিদ্ধ ইতিহাস
তুমি রেখে দাও তোমার
পুরানো খামে করে।

20/10/2022

দুরত্বের কষ্ট থেকে শান্তি খোজা মানুষ গুলো একদিন একাকীত্বকে শান্তির দূত হিসেবে বেছে নেয়।

16/10/2022

প্রেমের সম্পর্ক সর্বদা অনুভূতিতেই বিরাজমান।
যদিওবা সেই সম্পর্কের নাম থাক বা না থাক।

14/10/2022

অতীতে অযথা নষ্ট করা সময়ের জন্য প্রতিনিয়ত আফসোস হয়।

07/10/2022

সর্বাবস্থায় নিজের সুস্থতার জন্য পরম করুণাময় এর কাছে শুকরিয়া করুন।
সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে।

05/10/2022

বিশ্বাস করতে শেখো,
অন্যরা তোমাকে বিশ্বাস করবে।

17/09/2022

প্রাপ্তির শেষ কোথায়?

😟বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

😟অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

😟ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

😟গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

😟শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

😟প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

😟সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

😟নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

😟চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!

😟বেকার?
কবে যে একটা চাকুরী হবে!

😟সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!

😟সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

✔️এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।

কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ বলে, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ।

(সংগৃহীত)

10/09/2022

ভাবনার বিস্তারিত
আমার ভাবনার বিস্তারিত প্রচুর ধূসর হয়ে গেছে,
আমার ভাবনার চিরাচরিত নিয়ম ভেংগে বদ্ধ শিকলে বন্ধ হয়ে গেছে। জীবন এক কল্পনার সাগর, যেখানে সত্য-মিথ্যা, সাদা-কালো-রংগীন কল্পনার সমাহার। বাস্তবতা মেনে নিতে বুকের মাঝে পাথর চেপে বসে থাকতে হয়। জীবন-জন্মসূচনা থেকেই বাস্তবতা মেনে নেওয়া খুবই কঠিন।যদিওবা অবশেষে হার মেনে বরণ করে নেওয়া হয়।
তুমি তো আরো বেশি বাস্তবতার মোড়কে আবদ্ধ, কেনই বা হবেনা। মেনে না নিয়ে কি কোন উপায় আছে।
আমার এবেলা আর অবেলা সবকিছুই এখন সমান্তরাল পথ অনুসরণের চেষ্টায় থাকে।

10/09/2022

তোমার সময় ভাঁজ হয়ে পড়ে আছে
ওইখানে যাবার আশায়।
আমি হাত পেতে ছুয়ে দিতে এসেছি
তোমার অন্তর পৃষ্ঠায়।
কাল যেইটা আপন ছিল
আজ তাহা পর, মিছে মায়া
তোমার পাশেই মিশে আছে
দেখো ভাল করে দুচোখ মেলিয়া।

লক্ষ-কোটি সম্পদের চেয়ে মা-এর মুল্য অনেক বেশি।
10/09/2022

লক্ষ-কোটি সম্পদের চেয়ে মা-এর মুল্য অনেক বেশি।

09/09/2022

Address

South Bejora 21 No Word Bogra Paurashava Bogra
Bogura
5800

Telephone

+8801736146106

Website

Alerts

Be the first to know and let us send you an email when বস্তা বন্দি শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বস্তা বন্দি শহর:

Videos

Share


Other Digital creator in Bogura

Show All