Newtv- নিউ টিভি

Newtv- নিউ টিভি We always try to tatecast latest news

02/06/2024

বিসমিল্লাহির রহমানির রহিম

"বঙ্গবন্ধুর বাংলার বৈষম্যের ঠাঁই নাই"

বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ

জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবিসমূহ:

দাবীনামা-১
পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

দাবীনামা-২
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে।

দাবীনামা-৩
সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

দাবীনামা-৪
টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনঃবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পরিবর্তে পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকার=৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
দাবীনামা-৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপীল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ। আউট সোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।

দাবীনামা-৬
ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে, এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ মর্যদা দিতে হবে।

দাবীনামা-৭
বাজার মূল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পূণঃনির্ধারণ করতে হবে। চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

বাস্তবায়নে: বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ

প্রচারে,
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ-১২০৪৮ (আনিস-রবিউল)

28/05/2024

শিবগঞ্জ উপজেলাবাসীরকে জবাব ফিরোজ আহম্মেদ রিজু মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান।

22/05/2024

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর।

08/01/2024

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিস-রবিউল [রেজি: এস-১২০৪৮ ] শিবগঞ্জ উপজেলা শাখা, বগুড়া'র পক্ষ থেকে ৩৭ বগুড়া -২ ( শিবগঞ্জ) থেকে তৃতীয় মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি মহোদয়কে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন।

12/09/2023

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩
শিবগঞ্জ উপজেলা, বগুড়া।
#শিবগঞ্জ উপজেলা বগুড়া।
#জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২৩


22/04/2023

ঐতিহাসিক মহাস্থানগড় "শাহ সুলতান বলখী (র) এর এর মাজার মসজিদ" এ ঈদুল ফিতর নামাজের বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়।

08/04/2023

#বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ
#১১-২০ তম গ্রেডের কর্মচারীদের মানববন্ধন
#নিউটিভি টুয়েন্টি ফোর




31/03/2023

#বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এস ১২০৪৮
#শিবগঞ্জ, বগুড়া
#বাংলাদেশ

#ইফতার মাহফিল ও আলোচনা সভা

26/03/2023

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ
রেজি: (এস-১২০৪৮) শিবগঞ্জ উপজেলা শাখা, বগুড়া।
#বাংলাদেশ
#শিবগঞ্জ
#শিবগঞ্জ উপজেলা বগুড়া
#বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এস-১২০৪৮

24/05/2022

আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এ অংশগ্রহণের জন্য নৃত্য অনুশীলন। অনুশীলন করছে মোছাঃ শরিফা আক্তার, ৪র্থ শ্রেণী, ভরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

21/05/2022

গ্যাস সিলেন্ডার একটি ছোটখাটো বম। আপনার অসাবধানতায় হতে পারে এটির বিস্ফোরণ। হঠাৎ ঘটতে পারে দুর্ঘটনা। হারিয়ে যেতে পারে আপনার প্রিয় মানুষের প্রাণ। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। ভরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের মাঠে, মোকামতলা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত অগ্নি নির্বাপন কৌশল প্রশিক্ষণ মহরা চলাকালীন সময় ধারণকৃত ভিডিও ক্লিপ। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন।

13/05/2022

মহাস্থানগড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলা। গত ২ বছর মহামারি করোনা ও রমজান মাসের কারণে মেলার কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু এবার মেলা প্রিয়সীদের আগমনে জনস্রোতে পরিনত হয়েছে।
আজ সারা-রাত হযরত শাহ সুলতান রহঃ এর মাজার ভক্ত আসেকান, সাধু-সন্ন্যাসী, জটাধারী বাউল, ফকির দরবেশ শরিয়ত ও মারফত জারি সারি আধ্যাতিক গানে মগ্ন ছিলো ।
অন্যদিকে মাজার জিয়ারতকারী মুসুল্লিরা সারা-রাত জেগে ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন ।
মেলাকে ঘিরে মহাস্থান মাজারের চতুর্পাশে বিচিত্র আলোকসজ্জায় সাজানো হয়েছে। মহাস্থান শেষ বৈশাখী মেলায় শতশত মণ এখানকার ঐতিহ্যবাহী কটকটি বিক্রির ধুম পড়ে গেছে।

12/05/2022

আজ মহাস্থানগড়ে ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলা। অনৈতিক কার্যকলাপ রোধে সজাগ পুলিশ। লাখো মানুষের পাদচারণায় মুখরিত হয়ে উঠেছে মহাস্থানগড়ের বৈশাখী মেলা ।
অতীত সভ্যতার লীলা ভূমিতে শায়ীত আছেন বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ সুলতান। তার স্মৃতি স্মরণে প্রতি বছর বাংলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড় এ মেলা উদযাপিত হয়।
গত ২বছর মহামারি করোনা ও রমজান মাসের কারণে মেলার কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু এবার মেলা প্রিয়সীদের আগমনে জনস্রোতে পরিনত হয়েছে।
মেলা শুরুর আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা অস্থায়ী দোকানপাট বসিয়েছে। আজ সারা-রাত হযরত শাহ সুলতান রহঃ এর মাজার ভক্ত আসেকান, সাধু-সন্ন্যাসী, জটাধারী বাউল, ফকির দরবেশ শরিয়ত ও মারফত জারি সারি আধ্যাতিক গানে মগ্ন থাকবে।
অন্যদিকে মাজার জিয়ারতকারী মুসুল্লিরা সারা-রাত জেগে ইবাদত বন্দেগি করবেন।
মেলাকে ঘিরে মহাস্থান মাজারের চতুর্পাশে বিচিত্র আলোকসজ্জায় সাজানো হয়েছে। মহাস্থানগড়ে আগে কথিত গাঁজার মেলা বলা হলেও কালের বিবর্তনে গত কয়েক বছর হলো মাজারের পাশে কোন গাঁজার ধোঁওয়া উড়েনি। তবে মাজার এলাকা থেকে বেশদূরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু জটাধারী ভন্ডদের প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখা গেছে। মহাস্থান মাজার এলাকা গাঁজা বা অসামাজিক কার্যকলাপ যাতে না হয়, এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মহাস্থান হযরত শাহ সুলতানের মাজারের পবিত্রতা রক্ষার্থে বৈশাখী মেলায় কোন প্রকার গাঁজা, মদ, হেরোইন, ফেন্সিডিল, লটারী, জুয়া সহ কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করতে দেওয়া হবে না। এজন্য গত ৯ মে সোমবার মহাস্থান মাজার মসজিদ কমিটির আয়োজনে এলাকাবাসীদের নিয়ে প্রশাসনের সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাজার এলাকা থাকবে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে। ইতিমধ্যেই মাজারের মানকালী ও পাথরপট্রি এলাকায় আস্তানা গেড়ে বসে পড়েছে হযরত শাহ সুলতানের অনুসারীরা।
মহাস্থান মাজার এলাকায় বাড়তি নিরাপত্তা হিসেবে কেমন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস (পিপিএম) বলেন, মহাস্থানগড় হযরত শাহ সুলতানের বাৎসরিক উরস উপলক্ষে মাদক, অসামাজিক কার্যকলাপ, চুরি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে সর্বাত্মক সজাগ। মেলাকে কেন্দ্র করে বৈরাগত মানুষদের নিরাপত্তায় প্রায় ৬ শতাধিক পোশাক ধারী ও সাদা পোশাকে পুলিশ, ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মহাস্থান মাজার ও মসজিদ এলাকায় শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু হতে দেয়া হবে না। এ জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলার কন্ট্রোল রুম মহাস্থান ডাকবাংলোয় বসানো হয়েছে।
মেলা উপলক্ষে মহাস্থান মাজারের আশেপাশে এলাকাবাসীদের বাড়ি বাড়ি মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনদের ভির জমেছে। মহাস্থান শেষ বৈশাখী মেলায় শতশত মণ এখানকার ঐতিহ্যবাহী কটকটি বিক্রির ধুম পড়ে গেছে।

04/05/2022

এ কেমন সংস্কৃতি? ঈদ আনন্দের নামে রাস্তাঘাটে চলছে উঠতি বয়সী কিশোরদের নানা অপকর্ম।
এই অপসংস্কৃতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়ানো উচিত। গত কয়েক বছর যাবৎ উঠতি বয়সের কিশোররা ভটভটি, নসিমন এমনকি ট্রাক নিয়ে সাউন্ড বক্স ভাড়া করে অশ্লীল গানের সাথে বেহাপনা ডিজে ডান্স দিয়ে রাস্তায় রাস্তায় মা-বোনদের সাথে ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক ও খারাপ কাজে জড়িয়ে পড়ছে। নিঃসন্দেহে এই ধরনের কার্যকলাপ সকল ধর্ম, সমাজ ও রাস্ট্র বিরোধী। সচেতন ব্যক্তিবর্গের উচিত নিজ নিজ এলাকা থেকে এভাবে রুখে দাঁড়ানো । সবাই নিজেদের সন্তানের খোঁজ খবর রাখি যেন তারা কখনোই এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। সেই সাথে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

02/05/2022

নিউ টিভি এর সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।

14/04/2022

নিউটিভি এর পক্ষ থেকে নিউটিভি'র সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই নতুন বর্ষের শুভেচ্ছা।

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newtv- নিউ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newtv- নিউ টিভি:

Videos

Share

Category


Other TV Channels in Bogura

Show All

You may also like