Shout out to my newest followers! Excited to have you onboard! Md Nuhu Miha A, Ariful Islam, মোঃ সবুজ আকন্দ
বিসমিল্লাহির রহমানির রহিম
"বঙ্গবন্ধুর বাংলার বৈষম্যের ঠাঁই নাই"
বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ
জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবিসমূহ:
দাবীনামা-১
পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
দাবীনামা-২
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে।
দাবীনামা-৩
সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।
দাবীনামা-৪
টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনঃবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পরিবর্তে পেন
শিবগঞ্জ উপজেলাবাসীরকে জবাব ফিরোজ আহম্মেদ রিজু মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান।
বগুড়ায় শিবগঞ্জ উপজেলার স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিস-রবিউল এস-১৩৪৮ শিবগঞ্জ উপজেলা শাখা, বগুড়া।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিস-রবিউল [রেজি: এস-১২০৪৮ ] শিবগঞ্জ উপজেলা শাখা, বগুড়া'র পক্ষ থেকে ৩৭ বগুড়া -২ ( শিবগঞ্জ) থেকে তৃতীয় মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি মহোদয়কে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩
শিবগঞ্জ উপজেলা, বগুড়া।
#শিবগঞ্জ উপজেলা বগুড়া।
#জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২৩
#education
#everyone
#Newtv
ঐতিহাসিক মহাস্থানগড় "শাহ সুলতান বলখী (র) এর এর মাজার মসজিদ" এ ঈদুল ফিতর নামাজের বিশাল জমায়েত।
ঐতিহাসিক মহাস্থানগড় "শাহ সুলতান বলখী (র) এর এর মাজার মসজিদ" এ ঈদুল ফিতর নামাজের বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়।
#news #eidmubarak #EidUlFitr
১১-২০ তম গ্রেডের কর্মচারীদের মানববন্ধন
#বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ
#১১-২০ তম গ্রেডের কর্মচারীদের মানববন্ধন
#নিউটিভি টুয়েন্টি ফোর
#Newtv24bd
#Newtv
#News
#Education
#News #BreakingNews
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (এস-১২০৪৮)
#বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এস ১২০৪৮
#শিবগঞ্জ, বগুড়া
#বাংলাদেশ
#newtv
#ইফতার মাহফিল ও আলোচনা সভা
#editor
#educational
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রেজি: (এস-১২০৪৮)
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ
রেজি: (এস-১২০৪৮) শিবগঞ্জ উপজেলা শাখা, বগুড়া।
#বাংলাদেশ
#শিবগঞ্জ
#শিবগঞ্জ উপজেলা বগুড়া
#বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এস-১২০৪৮
অনুষ্ঠিত হলো মহাস্থানগড়ে ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলা। রাতের আধারে মহাস্থানের শেষ বৈশাখী মেলায়।
মহাস্থানগড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শেষ বৈশাখী মেলা। গত ২ বছর মহামারি করোনা ও রমজান মাসের কারণে মেলার কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু এবার মেলা প্রিয়সীদের আগমনে জনস্রোতে পরিনত হয়েছে।
আজ সারা-রাত হযরত শাহ সুলতান রহঃ এর মাজার ভক্ত আসেকান, সাধু-সন্ন্যাসী, জটাধারী বাউল, ফকির দরবেশ শরিয়ত ও মারফত জারি সারি আধ্যাতিক গানে মগ্ন ছিলো ।
অন্যদিকে মাজার জিয়ারতকারী মুসুল্লিরা সারা-রাত জেগে ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন ।
মেলাকে ঘিরে মহাস্থান মাজারের চতুর্পাশে বিচিত্র আলোকসজ্জায় সাজানো হয়েছে। মহাস্থান শেষ বৈশাখী মেলায় শতশত মণ এখানকার ঐতিহ্যবাহী কটকটি বিক্রির ধুম পড়ে গেছে।
এরা কারা? হঠাৎ এদের মারপিটের কারণ কি? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।
এ কেমন সংস্কৃতি? ঈদ আনন্দের নামে রাস্তাঘাটে চলছে উঠতি বয়সী কিশোরদের নানা অপকর্ম।
এই অপসংস্কৃতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়ানো উচিত। গত কয়েক বছর যাবৎ উঠতি বয়সের কিশোররা ভটভটি, নসিমন এমনকি ট্রাক নিয়ে সাউন্ড বক্স ভাড়া করে অশ্লীল গানের সাথে বেহাপনা ডিজে ডান্স দিয়ে রাস্তায় রাস্তায় মা-বোনদের সাথে ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক ও খারাপ কাজে জড়িয়ে পড়ছে। নিঃসন্দেহে এই ধরনের কার্যকলাপ সকল ধর্ম, সমাজ ও রাস্ট্র বিরোধী। সচেতন ব্যক্তিবর্গের উচিত নিজ নিজ এলাকা থেকে এভাবে রুখে দাঁড়ানো । সবাই নিজেদের সন্তানের খোঁজ খবর রাখি যেন তারা কখনোই এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। সেই সাথে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।