FAHAD Hossain

FAHAD Hossain Band Music lover

29/12/2022

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সুরা ইনশিরাঃ ৫-৬।

10/10/2022

শুয়ে শুয়ে কেঁদেও শান্তি নাই। কান দিয়ে পানি ঢুকে যায় 🙂

07/10/2022

সত্যিকার জ্ঞানী কারা? – যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়।

— বুখারী

07/10/2022

যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।

— সহীহ বুখারী

07/10/2022

প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা, সমান দোষের কাজ।

— হযরত আলী(রাঃ)

07/10/2022

দয়ালুর প্রতি আল্লাহ্‌ও দয়াশীল হন। তাই, পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন – তিনি তোমার প্রতি দয়া দেখাবেন।

— আবু দাউদ, তিরমিযী

07/10/2022

অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো।

— বুখারী

07/10/2022

আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না।

— হযরত ওমর(রাঃ)

07/10/2022

ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ।

— হযরত আলী(রাঃ)

07/10/2022

যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।

— তিরমিযী

07/10/2022

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো।

— বুখারী

07/10/2022

ব্যক্তি গরীব দু:খীর আর্তনাদ শুনে কান বন্দ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবে না।

— হযরত সোলায়মান(আঃ)

07/10/2022

অল্পেতুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফুরায় না।

— হযরত আলী(রাঃ)

07/10/2022

প্রকৃত সাহসী তাহারা, যাহারা সাহস না হারাইয়া বিপদ ও দুঃখের মধ্যেও যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে।

— আল-কোরআন।

07/10/2022

আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে। — সহীহ মুসলিম

07/10/2022

আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়াকরে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না!

— ডা: জাকির নায়িক

07/10/2022

স্রষ্টার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাও একটি এবাদত।
— হযরত আলী(রাঃ)

07/10/2022

যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো।

— আল হাদিস

07/10/2022

বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয়তো?
— হযরত আলী(রাঃ)

07/10/2022

কোন ব্যক্তি সে পযর্ন্ত মৃত্যুবরণ করবে না, যে পযর্ন্ত না তার ভাগ্যে লিখিত শেষ খাদ্যকণাটুকু আহার না করে।
— আল হাদীস

07/10/2022

কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না।
আপনার মন যতদূর যেতে চায় আপনি ততদূর যান।
আপনি যা বিশ্বাস করেন, মনে রাখবেন-আপনি তা অর্জন করতে পারেন।
— মেরি কে অ্যাশ

07/10/2022

নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।

— নেপোলিওন হিল

07/10/2022

আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ।
যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

— এ পি জে আব্দুল কালাম

07/10/2022

জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাস রুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।

— এ পি জে আব্দুল কালাম

07/10/2022

আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়।
আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই।

— আইনস্টাইন

07/10/2022

আপনি যদি কোন কিছু ভালো ভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন।

— বিল গেটস

07/10/2022

সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশী দেরি করলে হারাতে হয়।

— উইলিয়াম আর্থার ওয়ার্ড

07/10/2022

আপনার যদি কোন কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই।

— পিয়েরে ওমিদিয়ার

সবাই রিয়েক্ট দেন টাকা দিমু 😀
22/09/2022

সবাই রিয়েক্ট দেন টাকা দিমু 😀

21/09/2022

Address

Bogura
1880

Alerts

Be the first to know and let us send you an email when FAHAD Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share