Md Kowsar Islam

Md Kowsar Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Kowsar Islam, Digital creator, Bogura.

19/08/2024

মানুষ বলে না? Face Doesn’t Matter.
Actually কোনো কিছু যদি ম্যাটার করে সেইটা হচ্ছে Face আর Face সুন্দর হইলে ভালো ফ্রেন্ড পাবেন, না চাইতেও Attention পাবেন, Loyal পার্টনার পাবেন! ❤️

কথা গুলা তি-তা হলেও সত্যিই! 😊

16/08/2024

ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন সাড়ে ৬শ"মানুষ!

সোর্স : যমুনা টেলিভিশন

16/08/2024

৩ কোটি Gen-Z যদি ১ টা করে গাছ লাগায়, তাহলে ১ দিনেই দেশে ৩ কোটি গাছ লাগানো হবে । দেশের পরিবেশ বাঁচবে। যেহেতু বর্ষাকাল চলছে গাছ লাগার এখনই সময় । আসুন গাছ লাগাই, দেশ বাঁচাই। পিতামাতা সহ সবাই Gen -Z কে গাছ লাগাতে উৎসাহিত করি ।😊❤️

29/04/2024

আমার সাথে Flirt করতে আইসেন না,
আমি সহজ সরল মানুষ প্রেমে পড়ে যাবো.😩💔

29/04/2024

তারপর, কথা বলা বন্ধ হয়ে যায়! মানুষটা চেনা থেকে অচেনা হয়ে যায়, সম্পর্ক টাও শেষ হয়ে যায়! তবুও সেই মানুষ টার প্রতি একটা দূর্বলতা থেকে যায়! আর ভালােবাসাটা ও থেকে যায়!

কারন বিচ্ছেদ টা শুধু সম্পর্কের হয়, ভালােবাসার নয়!❤️

16/03/2024

ছেলেঃ জান তোমাকে না বলেছিলাম সেহরিতে ডেকে দিতে?
মেয়েঃ হ্যাঁ দিছি তো, ফোনের দিকে তাকিয়ে দেখো ১০০ এর উপরে মেসেজ করছি তোমায়।
ছেলেঃ মেসেজ দেখে কি হবে ফোন দিতে পারো নাই?😕
ছেলেঃ ফোন কি আমি আমার মাথা দিয়ে করবো, তোরে যে বলছিলাম টাকা দিতে দিছিলি টাকা😒
ছেলেঃ তুই কি ফকির, তোর কেউ নাই, আমার কাছে টাকা চাইতে লজ্জা করে না।
মেয়েঃ ওরে আমার বড়লোকের বাচ্চারে, মাইনসের বয়ফ্রেন্ড মানুষরে কত কিছু গিফট করে, তুই কি গিফট দিছস আমারে, এর পরেও আমি তোর লগে আছি, এই শোন বেশি বকবক করবি না নাহলে হাতে থালা ধরাই স্টেশনে বসিয়ে রাখবো, ভিক্ষা করে খাবি তুই ভিক্ষা করে।
ছেলেঃ আচ্ছা সরি আমার-ই ভুল হইছে, এখন বল সেহরিতে যে ডাকো নাই এখন যে আমি না খাইয়া রোজা রাখছি তোমার কষ্ট হয় না?
মেয়েঃ নিকুচি করেছি তোর খাওয়া, তুই বলছিলি না আমার খাওয়া মানেই তোর খাওয়া, তাহলে আমি তো এখন খাইছি তোর খাওয়ার কি প্রয়োজন, এখন আমার খাওয়ায় আর তোর খাওয়া হয় না?
ছেলেঃ মাফ চাই বইন, সব দোষ আমার আমার, এবার রাগ কমিয়ে ঝগড়া ছেড়ে নরমাল মুডে আসো।
মেয়েঃ ঠিক আছে জান।

এক ঘন্টা পর______

মেয়েঃ জান চলো না ঝগড়া করি!
ছেলেঃ কেনো? এই একটু আগেই না আমরা ঝগড়া করলাম।
মেয়েঃ আসলে তখন আমি অনেক মেইন মেইন পয়েন্ট ভুলে গেছিলাম এখন মনে পড়ছে + খাতায় লিখে লিখে রাখছি, এখন তুমি আবার আমার সাথে ঝগড়া করবা আর আমি ওগুলো খাতা দেখে দেখে বলবো, নাউ শুরু করো।
ছেলেঃ তুমি আমাকে সেহরিতে ডেকে দাও নাই কেনো?
মেয়েঃ সেহরি তো পরে আগে এটা বল সাদিয়ার প্রতিটি পোস্টে তোর লাভ রিয়েক্ট কেনো, হোয়াই লাভ, হোয়াই নট হাহা? ভালোবাসা এতো ভালোবাসা, তাই তো বলি আমার সাথে রোজ রোজ এতো ঝগড়া করিস কেনো, ঝগড়া করবিই তো আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না, এখন তো নিউ আরেকজন আইসা পড়ছে তোর লাইফে।
ছেলেঃ জান শুনো না!
মেয়েঃ আর কোনো শোনা শুনি নাই, তুই পাঁচ মিনিটের মধ্যে সাদিয়ার সকল পোস্টের লাভ রিয়েক্ট উঠাই হাহা রিয়েক্ট দিবি।
ছেলেঃ জান ওগুলা তো হাহা রিয়েক্ট দেওয়ার মতো পোস্ট না, ওগুলোতে হাহা দিলে মানুষ আমায় পাগল বলবে।
মেয়েঃ ওগুলো কিরকম পোস্ট সেটা কি আমার তোর কাছ থেকে শুনতে হবে, পাঁচ মিনিটের মধ্যে রিয়েক্ট পরিবর্তন হইলে সম্পর্ক থাকবে নাহলে সম্পর্ক এখানেই শ্যাষ ডিসমিস।
ছেলেঃ🥺🥺🥺🥺

#ঝগড়া
#আরেব্বা_চৌধুরী
#অনুগল্প

16/03/2024

- ইফতারের সময় যখন রোজাদার ব্যক্তি আযানের অপেক্ষা করে, তখন আল্লাহ্ তায়ালা শয়তানকে ডেকে বলেন, "দেখো আমার বান্দা যাকে তুমি নাফরমান বলেছো, যার কানে যতক্ষণ পর্যন্ত আমার নাম না পৌছাবে, ততক্ষণ সে এক লোকমা খাবার ও মুখে দেবে না!❤️
- ঠিক এই সময় আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা অবশ্যই পূরণ করবো!❤️

- সুবহানাল্লাহ্।

17/03/2023

লজ্জায় বলতে পারি নি , পেন্টের পকেট ছেঁড়া ছিলো 😥

বান্ধবী জোর করে টাকা নেওয়ার জন্য পকেটে হাত দিছিলো 😩😫

বাকিটা 🙂😵‍💫😵

17/03/2023

╱◥██████◣
│∩│🏞️▤│▤▤│
▓▆▇█▓∩▓█▇
কাজী অফিস খুলছি 🙂জো*ড়া*য় জো*ড়া*য় আসেন বি*য়া করাইয়া দিমু🙃🙃🙃

01/02/2023

- আমাকে attitude শিখাও.?
- বড় বড় সিম কোম্পানি আমাকে অনুরোধ করে, Please recharge your account.!

- But আমি পাত্তা দেই না.!😎😎

01/02/2023

পড়ালেখা করে বড় হয়ে কে কি হতে চান.....?🙂

১। সেনাবাহিনী
২। বিমানবাহিনী
৩। নৌবাহিনী
৪। বুদ্ধিজীবী
৫। বিজিবি
৬। কোস্ট গার্ড
৭। RAB
৮। আনসার
৯। প্রবাসী
১০। শিক্ষক
১১। বেকার
১২। টো টো কোম্পানির ম্যানেজার
১৩। কৃষক
১৪। ক্ষুদ্র উদ্যোগতা
১৫। ব্যবসায়ী
১৬। চাকরিজীবী
১৭। ইমাম
১৮। মোয়াজ্জিন
১৯। রাজনীতিবিদ
২০। চেয়ারম্যান
২১। মেম্বার
২২। হকার
২৩। ফকির
২৪। চোর
২৫। ডাকাত
২৬। মাস্তান
২৭। ছাত্র
২৮। ছাত্রী
২৯। পাইলট
৩০। মালী
৩১। কেয়ারটেকার
৩২। মালিক
৩৩। কর্মচারী
৩৪। রাজমিস্ত্রি
৩৫। কাঠমিস্ত্রি
৩৬। নাপিত
৩৭। মুচি
৩৮। ড্রাইভার
৩৯। হেলপার
৪০। বাড়িওয়ালা
৪১। কন্ডাকটর
৪২। ইঞ্জিনিয়ার
৪৩। ডাক্তার
৪৪। সরকারি চাকরিজীবী
৪৫। কোম্পানি চাকরিজীবী
৪৬। ঝাড়ুদার
৪৭। কম্পিউটার অপারেটর
৪৮। মার্কেটিং অফিসার
৪৯। বিক্রয় প্রতিনিধি
৫০। প্রভাষক
৫১। প্রফেসর
৫২। অধ্যক্ষ
৫৩। প্রধান শিক্ষক
৫৪। নাট্যকার
৫৫। সাহিত্যিক
৫৬। পুলিশ
৫৭। নায়ক
৫৮। অভিনেতা
৫৯। ক্রিকেটার
৬০। ফুটবলার
৬১। ম্যানেজার
৬২। মৎস্যজীবী
৬৩। আইনজীবী
৬৪। কুটিরশিল্প
৬৫। ব্যাংকার
৬৬। দালাল
৬৭। কেরানি
৬৮। দলিল লিখক
৬৯। উকিল
৭০। ঘটক
৭১। নার্স
৭২। গ্রাম্য ডাক্তার
৭৩। ঔষুধ বিক্রেতা
৭৪। দোকানদার
৭৫। রং মিস্ত্রি
৭৬। ইলেকট্রিক মিস্ত্রি
৭৭। ডিজাইনার
৭৮। অনলাইন ব্যবসায়ী
৭৯। ফিল্যান্সার
৮০। কবিরাজ
৮১। নায়িকা
৮২। গায়ক
৮৩। গায়িকা
৮৪। স্বাস্থ্য কর্মী
৮৫। নৃত্য শিল্পী
৮৬। আদা বেপারী
৮৭। মাঝি
৮৮। সর্দার
৮৯। রিক্সা চালক
৯০। লজিং মাস্টার
৯১। কোচিং ব্যবসায়ী
৯২। লেখক
৯৩। সাংবাদিক
৯৪। হোটেল বয়
৯৫। বিমানবালা
৯৬। বুয়া
৯৭। দপ্তরি
৯৮। চৌকিদার
৯৯। দফাদার
১০০। বাবুর্চি
১০১। গৃহিণী
১০২। মেথর
১০৩। রাখাল
১০৪। মেশ পালক
১০৫। চিন্তাইকারী
১০৬। পকেটমার
১০৭। মাওলানা
১০৮। মৌলভী
১০৯। মুফতি
১১০। স্বর্ণকার
১১১। জেলে
১১২। কামার
১১৩। কুমার
১১৪। তাতী
১১৫। দর্জি
১১৬। কারিগর
১১৭। গড ফাদার
১১৮। ঠাকুর
১১৯। দারোয়ান
১২০। আদম ব্যবসায়ী
১২১। কারি
১২২। হাফেজ
১২৩। টাইলস মিস্ত্রি
১২৪। মেরিনার
১২৫। প্যাথেলোজিস্ট

12/01/2023

প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি।
যাই হোক, বিয়ে করার আরেকটা দিন আগাইলো।

12/01/2023

রাস্তা দিয়ে কোন আন্টির বয়সী মহিলা গেলেই সালাম দেই
না জানি কোনটা আমার শাশুড়ী হয়;

12/01/2023

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠছে ওই।
লাইফে শুধু বাঁশটা খাইলাম চাঁদটা গেলো কই।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Md Kowsar Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share