16/03/2024
ছেলেঃ জান তোমাকে না বলেছিলাম সেহরিতে ডেকে দিতে?
মেয়েঃ হ্যাঁ দিছি তো, ফোনের দিকে তাকিয়ে দেখো ১০০ এর উপরে মেসেজ করছি তোমায়।
ছেলেঃ মেসেজ দেখে কি হবে ফোন দিতে পারো নাই?😕
ছেলেঃ ফোন কি আমি আমার মাথা দিয়ে করবো, তোরে যে বলছিলাম টাকা দিতে দিছিলি টাকা😒
ছেলেঃ তুই কি ফকির, তোর কেউ নাই, আমার কাছে টাকা চাইতে লজ্জা করে না।
মেয়েঃ ওরে আমার বড়লোকের বাচ্চারে, মাইনসের বয়ফ্রেন্ড মানুষরে কত কিছু গিফট করে, তুই কি গিফট দিছস আমারে, এর পরেও আমি তোর লগে আছি, এই শোন বেশি বকবক করবি না নাহলে হাতে থালা ধরাই স্টেশনে বসিয়ে রাখবো, ভিক্ষা করে খাবি তুই ভিক্ষা করে।
ছেলেঃ আচ্ছা সরি আমার-ই ভুল হইছে, এখন বল সেহরিতে যে ডাকো নাই এখন যে আমি না খাইয়া রোজা রাখছি তোমার কষ্ট হয় না?
মেয়েঃ নিকুচি করেছি তোর খাওয়া, তুই বলছিলি না আমার খাওয়া মানেই তোর খাওয়া, তাহলে আমি তো এখন খাইছি তোর খাওয়ার কি প্রয়োজন, এখন আমার খাওয়ায় আর তোর খাওয়া হয় না?
ছেলেঃ মাফ চাই বইন, সব দোষ আমার আমার, এবার রাগ কমিয়ে ঝগড়া ছেড়ে নরমাল মুডে আসো।
মেয়েঃ ঠিক আছে জান।
এক ঘন্টা পর______
মেয়েঃ জান চলো না ঝগড়া করি!
ছেলেঃ কেনো? এই একটু আগেই না আমরা ঝগড়া করলাম।
মেয়েঃ আসলে তখন আমি অনেক মেইন মেইন পয়েন্ট ভুলে গেছিলাম এখন মনে পড়ছে + খাতায় লিখে লিখে রাখছি, এখন তুমি আবার আমার সাথে ঝগড়া করবা আর আমি ওগুলো খাতা দেখে দেখে বলবো, নাউ শুরু করো।
ছেলেঃ তুমি আমাকে সেহরিতে ডেকে দাও নাই কেনো?
মেয়েঃ সেহরি তো পরে আগে এটা বল সাদিয়ার প্রতিটি পোস্টে তোর লাভ রিয়েক্ট কেনো, হোয়াই লাভ, হোয়াই নট হাহা? ভালোবাসা এতো ভালোবাসা, তাই তো বলি আমার সাথে রোজ রোজ এতো ঝগড়া করিস কেনো, ঝগড়া করবিই তো আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না, এখন তো নিউ আরেকজন আইসা পড়ছে তোর লাইফে।
ছেলেঃ জান শুনো না!
মেয়েঃ আর কোনো শোনা শুনি নাই, তুই পাঁচ মিনিটের মধ্যে সাদিয়ার সকল পোস্টের লাভ রিয়েক্ট উঠাই হাহা রিয়েক্ট দিবি।
ছেলেঃ জান ওগুলা তো হাহা রিয়েক্ট দেওয়ার মতো পোস্ট না, ওগুলোতে হাহা দিলে মানুষ আমায় পাগল বলবে।
মেয়েঃ ওগুলো কিরকম পোস্ট সেটা কি আমার তোর কাছ থেকে শুনতে হবে, পাঁচ মিনিটের মধ্যে রিয়েক্ট পরিবর্তন হইলে সম্পর্ক থাকবে নাহলে সম্পর্ক এখানেই শ্যাষ ডিসমিস।
ছেলেঃ🥺🥺🥺🥺
#ঝগড়া
#আরেব্বা_চৌধুরী
#অনুগল্প