North Bangal News Tv 24

North Bangal News Tv 24 ভিডিও এডিটিং,ফটোগ্রাফি,ভিডিও ধারন,কা?

ডিজেল, কেরোসিন, ফানের্স অয়েল ও এলপিজি গ্যাসের মূল্য ও বাস, লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতআ...
08/11/2021

ডিজেল, কেরোসিন, ফানের্স অয়েল ও এলপিজি গ্যাসের মূল্য ও বাস, লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আজ ০৮নভেম্বর’২১বেলা ১১:৩০টায় ডিজেল কেরোসিন , ফার্নেস অয়েল ও এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্রিক জোটের কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সাত মাথায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত করেন বাম গণতান্রিক জোট বগুড়্ া জেলার অন্যতম নেতা, বাসদ বগুড়া জেলার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল। বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ,গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কার্ ীআব্দুর রশীদ, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, অ্যাড.দিলরুবা নুরী। সমাবেশ সঞ্চালনা করেন শাহনেয়াজ খান পাপ্পু ।

সমাবেশের সভাপতি সাইফুজ্জামান টুটুল বলেন,“ সরকার ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি করে আবারো প্রমাণ করলো লুটপাটই হলো তাদের উদ্দেশ্য। গত সাত বছর আন্তর্জাি বাজারে তেলের দাম কম ছিল কিন্তু সরকার তো তখন তেলের দাম কমায় নি। আর দুই মাস না যেতেই আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধির দোহাই্ দিয়ে আবার; তারা দাম বাড়িয়ে দিল। এটি সরকারের গণ বিরোধী সিদ্ধান্ত। গত সাত বছরে যে ৪০হাজার কোটি টাকা লাভ করল তা আজ ভর্তুক্হি দিয়ে এই মূল্য বৃদ্ধি বন্ধ্ করা উচিত।”

জিনাতুল ইসলাম বলেন , “জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, পরিবহন মালিক সারা দেশে ধর্মঘট করল। তা মূল্য কমানোর জন্য নয় বরং পরিবহনের ভাড়্ াবৃদ্ধির জন্য এবং সরকার দাম সমন্বয়ের নামে বাস ভাড়াও বৃদ্ধি করে দিল।সরকার আর মালিক যে একই গাঁটছড়ায় বাঁধা তা আর খতিয়ে দেখতে হয় না। আজ এটা জণগণের কাছে সুস্পষ্ট।”
অন্যান্য নেতৃবৃন্দ্ বলেন , জ্বালানি তেলের; মূল্য বৃদ্ধি, বাসের ভাড়া বৃদ্ধি; দ্রব্য মূল্য বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে। মানুষ যখন দ্রব্য মূল্যের উদ্ধগতিতে হাঁসফাঁস করছে তখন আরেক দফা মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে অতীষ্ট করে তুলবে। মানুষের বেঁচে থাকাটা কঠিন থেকে আরো কঠিনতর হয়ে যাচ্ছে । একটা দেশের সরকার জণগণের উপর এই অত্যাচার করতে পারে না। নেতৃবৃন্দ জণগণকে সরকারের এই গনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।

13/07/2021

বগুড়ার কিং যার দাম হাঁকিয়েছেন ৭ লাখ টাকা

শখের বসে গরু লালন পালন করেছে জামিল আদর করে গরুটির নাম রেখেছেন "বগুড়ার কিং" । ৩৩ মাস ধরে লালন পালন করছেন গরুটি।

বগুড়ার কিং এর জাত হলো শাহীওয়াল ক্রস। যার ওজন ২৮ মণ বা ১১২০ কেজি। বগুড়ার কিংয়ের দাম হাঁকিয়েছেন ৭ লাখ টাকা। আর দাম হবে নাই বা কেন? দেখতেও যেমন গড়নে তেমনি ভাব বাংলার কিংয়ের মত। জামিলের বাড়ি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট এলাকার দৌপাড়ায়।

জামিল বলেন, প্রথমে যখন গরুটি পালন করা শুরুকরি তখন অনেকেই বলেছে হবে না।

তবে আমি চেষ্টা করে গেছি। নিজের সন্তানের মত লালন পালন করেছি বগুড়ার কিংকে। আগে কোন নাম না থাকলেও পরে এসে নাম দেই "বগুড়ার কিং"।

এপর্যন্ত ৪ লাখ টাকা দাম উঠেছে। কিন্তু চাহিদামত দাম না হওয়াই এখনো বিক্রয় করা হয়নি।

প্রতিদিন বাড়িতে ক্রেতারা ও পাইকারেরা আসছেন। ঈদের আগে ভাল দামে হলে বিক্রি করব।

এদিকে আশপাশের গ্রামের মানুষ প্রায় প্রতিদিনই ভিড় করছেন ২৮ মণ ওজনের বগুড়ার কিংকে দেখতে। অনেকে শাহীওয়াল ক্রসজাতের গরু আগামীতে লালন পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করছেন বলেও জানা গেছে।

27/06/2021

রাত ৯.৩০ মিনিটের দিকে ঠনঠনিয়ায় পপুলার ডাইগোনেস্টিক সেন্টারের সামনে একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় এলাকার লোকজন আধাঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় পরে ফায়ার সার্ভিস এর একটি টিম এসে আগুন নিভাতে সক্ষম হয়

27/06/2021

করোনা প্রতিরোধে আজ রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম প্রায় ২ ঘন্টা অভিযান পরিচালনা করেন।

এসময় মটরসাইকেল আরোহী ও প্রাইভেট কার সহ সকল ধরনের যানবাহন আটকিয়ে জিজ্ঞেসাবাদ করা হয় এবং যারা অপ্রয়োজনীয়ভাবে বের হয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হয় ও সচেতন করা হয়।

যেসব মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিধিনিষেধ না মানার কারনে মটরযান আইনে বিভিন্ন যানবাহনে ৪২ টি মামলায় ১লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার বলেন, জেলায় করোনা আক্রান্ত রুগী বৃদ্ধি পাওয়ায় এবং জেলায় চলমান লকডাউন সফল করতে বগুড়া জেলা পুলিশ কঠোরভাবে সব জায়গায় কাজ করছে। অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ রাখতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া জেলা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।

অভিযানে আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশীদ, (ডিএসবি) মোতাহার হোসেন, (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা ও ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন৷

27/06/2021

বগুড়া শাজাহানপুরে ৪২ লক্ষ টাকা ব্যায়ে মাঝিরা খরনা বাইপাস লিংক রোডের ২৬২ মিটার দৈর্ঘ্য ৮ ইঞ্চি আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন ৪২ বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
সকালে ১০.৩০ মিনিটে এই কাজের উদ্বোধন করা হয়।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু”র নিজস্ব বরাদ্ধে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যযে এ রাস্তা র্নিমাণ করা হচ্ছে।
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সহকারী প্রকৌশলী মুঞ্জুর হোসেন উপটজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবু হাসান, নুরুল ইসলাম , উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, এমপির’র ব্যাক্তিগত সহকারী রেজাউল করিম, ঠিকাদার আজিজুল ইসলাম প্রমুখ ।

এমপি রেজাউল করিম বাবলু জানান, এ প্রকল্পের আওতায় শাজাহানপুর উপজেলায় আরও ১৩ টি রাস্তা র্নিমাণ কাজ চলমান রয়েছে ।

10/06/2021

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর বগুড়া সদর বগুড়ার ক্যাম্পাসে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ প্রর্দশনী ২০২১ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রর্দশনীতে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বগুড়া উক্ত প্রর্দশনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক বিশেষ অতিথি জনাব মোঃ ফয়সাল মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর ও জনাব মোঃ রাগেবুল হাসান রিপু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা।

30/05/2021
27/05/2021
27/04/2021

বগুড়া ডিবির অভিযানে ইফাদ গ্রুপের প্রায় ৪৫ লক্ষ টাকার মালামালসহ আন্তঃজেলা কাভার্ড ভ্যান ডাকাত দলের মূলহোতা সহ ৬ ডাকাত সদস্য গ্রেফতার, লুন্ঠিত মালামাল সহ কাভার্ড ভ্যান উদ্ধার।

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এবং পুলিশ পরিদর্শক মোঃ এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র একটি চৌকস দল নিখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ২৬/০৪/২০২১ তারিখ দিবাগত রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোঃ জমসের প্রাং, পিতা-মৃত আলকেস প্রাং, সাং- উত্তর শ্যামপুর, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া এর বাড়ি হইতে লুন্ঠিত মালামাল উদ্ধার করা সহ ইয়াছিন নামের এক জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে শিবগঞ্জ থানাধীন মোকামতলা এলাকা এবং ধুনট থানাধীন পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া এলাকা হইতে ডাকাত দলের মূলহোতা জাহাঙ্গীর আলম সহ আন্তঃজেলা ডাকাত দলের ০৬(ছয়) সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী চান্দাইকোনা বাজার হইতে লুন্ঠিত কাভার্ড ভ্যান যাহার নং ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩, উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদের নামঃ

১। মোঃ জাহাঙ্গীর আলম(৪০), পিতা- মৃত মুতরাজ আলী খান, সাং- আওলাকান্দি, থানা-সারিয়াকান্দী, জেলা- বগুড়া।
২। মোঃ সোলাইমান মিয়া(৪২), পিতা-মৃত সানাউল্লাহ ,সাং-২০৫/১ ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
৩। মোঃ শামিম আহম্মেদ(৩৮), পিতা-মোঃ খাদেম আহম্মেদ বিশ্বাস, সাং-মধুখালি, থানা-শালিখা, জেলা-মাগুড়া।
৪। মোঃ ইয়াছিন আলী(২৭), পিতা- মোঃ জহুরুল ইসলাম ,সাং-উত্তর শ্যামপুর, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া।
৫। মোঃ দুলাল মিয়া ড্রাইভার (৪০), পিতা-মৃত ওয়াজেত আলী, সাং- বৈরেরচড়, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।
৬। মোঃ রাসেল খান সুজন (৪০), পিতা- মোঃ মাসুদুর রহমান খান, সাং-হারিসাংগান, থানা চন্দনপুর, জেলা- নরসিংদী।

আটককৃত ডাকাতদের হেফাজত হতে উদ্ধারকৃত আলামতঃ

১। ইফাদের আতপ চাউল, মুড়ি, আটা, বিস্কুট, মাফিন কেক, লুডুলস, সরিষার তৈল, পানি এবং চিপস্ যাহার মূল্য ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা।

২। একটি পণ্যবাহী ০১ টি কার্ভাড ভ্যান যাহার নং ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩, আনুমানিক মূল্য ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জাহাঙ্গীর আলম জানায় যে, ডাকাত সদস্য সোলাইমান মিয়া তার বোন জামাই এবং ইয়াছিন আলী তার ভাগ্নি জামাই। গত ৪/৫ বছর পূর্বে কাভার্ড ভ্যান চালক দুলালের সহিত তার ঢাকা টঙ্গি রেলষ্ট্রেশন এলাকায় পরিচয় হয় এবং পাশাপাশি বসবাস করাকালে সে ভিআইপি ২৭ নামক গাড়ীর ড্রাইভার ছিল। সে সময় হইতে তাহারা আন্তঃজেলা ডাকাত দল গঠন করে ঢাকা, চিটাগং, সিলেট এলাকা হতে কাভার্ড ভ্যান সহ বিভিন্ন গাড়ী ডাকাতি করে লুন্ঠিত মালামাল বগুড়া এলাকায় আনে এবং উত্তরবঙ্গ হইতে কাভার্ড ভ্যান ডাকাতি করে লুন্ঠিত মালামাল ঢাকা, চিটাগং, সিলেট এলাকায় নিয়ে যায়। গত ২২/০৪/২০২১ ইং তারিখে ঢাকা জেলাধীন আশুলিয়া থানার অর্ন্তগত ইফাদ কোম্পানীর গোডাউন হইতে ডাকাত সদস্য ড্রাইভার দুলাল এবং তার হেলপার রাশেদ মালামাল কাভার্ড ভ্যানে লোড করে সিলেটের উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে ডাকাত সর্দার জাহাঙ্গীর এবং ড্রাইভার দুলাল পরস্পর যোগসাজেস করে নরসীংদি জেলার মনোহরদী থানা এলাকা হইতে জাহাঙ্গীর এবং রাসেল খান সুজন নামে দুইজন ডাকাত একই তারিখ রাত্রী ১১.৩০ ঘটিকার সময় যাত্রী বেশে কাভার্ড ভ্যানে উঠে এবং হেলপারকে বুঝতে না দিয়া কাভার্ড ভ্যান সহ কিশোরগঞ্জ শহরে গিয়ে হেলপার রাশেদকে সু-কৌশলে ম্যাঙ্গো জুসের মধ্যে মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করাইলে হেলপার রাশেদ অচেতন হইয়া পরলে তাহারা কাভার্ড ভ্যানটি সিলেট না নিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতী এলাকায় নিয়ে আসে এবং ঢাকা টাঙ্গাইল রোডের পাশে ঘুমন্ত অবস্থায় হেলপার রাশেদকে ফেলে রেখে কাভার্ড ভ্যানটি বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় উল্লেখিত ঠিকানায় বিক্রয়ের জন্য আনলোড করে ক্রেতার অপেক্ষায় থাকে। কাভার্ড ভ্যান যাহার নং ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী চান্দাইকোনা বাজার এলাকায় রেখে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রেতা খুঁজতে থাকেন। এছাড়াও জনসাধারণের চোঁখ আড়াল করার জন্য প্র্রথমে শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় এবং পরে ধুনট থানাধীন পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া এলাকায় মোঃ রফিকুল ইসলাম , পিতা মোঃ ইব্রাহিম হোসেন আকন্দ, সাং পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া, ধুনট, বগুড়ায় ৪,০০০/- টাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করিতে থাকে। ধৃত ডাকাতগণ আরো জানায় যে, তারা বিভিন্ন সময় কাভার্ড ভ্যান লুন্ঠন করলেও অজ্ঞাত আসামী হিসেবে মামলা হওয়ায় তাহার সনাক্ত/গ্রেফতার হয় নাই।

24/04/2021

রানা প্লাজার ৮ম বার্ষিকীতে বগুড়ায় পৃথক মানব বন্ধন

এদিকে রানা প্লাজার অষ্টম বার্ষিকীতে বগুড়া সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের সাতমাথায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ফন্টের নেতারা ক্ষোভ প্রকাশ করে।
বাংলাদেশের পোশাক শিল্পে সবচেয়ে বড় দুর্ঘটনার ৮ বছর পার হলো।
অথচ তার বিচার হলো না বিচারহীনতার এই সংস্কৃতিক শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীন করে তুলছে।
তারা ওই দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

24/04/2021

বগুড়ায় ব্যতিক্রমধর্মী প্রতীকী মানববন্ধন থেকে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদানের দাবি
বগুড়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এক ব্যতিক্রমধর্মী প্রতীকী মানববন্ধন থেকে লকডাউন এর সময় দেশের শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদানের দাবি করা হয়েছে।
করোনাকালীন দেশের স্বাস্থ্য খাতে প্রণোদনা বাড়ানো সহ সরকারের করোনা চিকিৎসার হাসপাতালে আইসিইউর শয্যা সংখ্যা বাড়ানোর দাবি করা হয়।
শহরের সাতমাথায় অনুষ্ঠিত এই প্রতীকী মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করা হয়েছে।

22/04/2021

মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা ও হয়রানি থেকে পরিত্রাণের দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বগুড়া শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকার তাসলিমা বেগমের ভাই নূর আলমের নামে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা থেকে পরিত্রাণ ও গাড়ীদহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমাতার অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে বুধবার ২১ এপ্রিল দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নু আলমের মা নুর জাহান বেগম।

সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন উক্ত এলাকায় জনৈক আব্দুল মান্নানের স্ত্রী থাকা সত্তেও বিগত ১৪ বছর আগে তাসলিমাকে জোর করে অপহরণ করে ২'য় স্ত্রী হিসেবে বিবাহ করে।

পরে স্থানীয়দের মদতে আব্দুল মান্নান ব্যবসার নামে ১,৫০,০০০ টাকা যৌতুক দাবী করে।
যৌতুক না পেয়ে মান্নান ও তার বোন ফুলেরা তাছলিমাকে নির্মম নির্যাতন করে। এ বিষয়ে থানায় অভিযোগ হলে ওসি আদালতে মামলার পরামর্শ দেন।

আদালতের মামলাটির তদন্তভার দেয় চেয়ারম্যান দবীর উদ্দিনের উপর।

চেয়ারম্যান ঘটনা তদন্ত না করেই মিথ্যা ও বানোয়াট রিপোর্ট পাঠিয়ে দেয়।

তাসলিমা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মান্নানের প্রথম স্ত্রী নাছিমা বেগম তার মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে নুর আলমের বিরুদ্ধে মামলা করে।

এদিকে তাছলিমা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আব্দুল মান্নান ও ফুলেরার বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং নুর আলমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত ভারও চেয়ারম্যানের কাছে দেওয়া হলে এতেও চেয়ারম্যান মিথ্যা বানোয়াট প্রতিবেদন দেন।

এমতাবস্থায় মাললাগুলোর সঠিক তদন্তপূর্বক ন্যায় বিচার ও চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংবাদ সম্মেলনে।

19/04/2021

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বগুড়ায় বাম-গণতান্ত্রিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

চট্টগ্রাম বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহরের সাতমাথায় অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের শ্রমিক বিক্ষোভ সমাবেশ জোটের নেতৃত্ব বৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন।

বাঁশখালীতে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের শ্রমিকদের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বিনা উস্কানিতে মালিকের নির্দেশে পুলিশ আনসার ও সন্ত্রাসী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মানবতার সকল নিয়ম কে হার মানিয়েছে এর সাথে জড়িতদের শাস্তির দাবি করা হয় নিহত ও আহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয় বগুড়া বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ থেকে।

18/04/2021

বগুড়া জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে ও করণা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রর গাড়ি
উদ্বোধন করেন
বগুড়া জেলা প্রশাসক মহোদয় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার।

এসময় দায়িত্বপ্রাপ্ত এলএসপি সহযোগিতায় সোমবার সকাল ১১.৪৫ মিনিটে বকশিবাজার মোড়ে এই ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম তালুকদার।

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক রানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।

অতিরিক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তুষার আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফয়সাল আহমেদ।

17/04/2021

বগুড়ায় লকডাউন এর চতুর্থ দিনে আনন্দ উল্লাসে মেতে আছে সবাই?
সারা দেশে যখন কঠোর লকডাউন চলছে সেখানে বগুড়ায় তার কোন প্রকার প্রভাবনে মানুষ অসচেতন হয়ে ঘুরছে। সাস্থবিধি মানার সময় যেন এদের কাছে নেই?

24/01/2021

নর্থ বেঙ্গল আইএসপি এ্যাসোসিয়েশন (এনবিআইএসপিএ) এর বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ২৩'শে জানুয়ারী বিকালে শহরের রহমান এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জব্বার ক্লাব চত্বরে এই কমিটি গঠন করা হয়।

পূর্বের ৬ সদস্য নিশিষ্ট আহবায়ক কমিটি বিলুপ্ত করে ১ নছর মেয়াদী নতুন কমিটির নেতৃবৃন্দদের পরিচয় করে দেন, সংগঠনের উপদেষ্টা ও বোল সিস্টেমের প্রোপাইটর মোঃ মাহমুদুর রহমান মিথুন।

নব নির্বাচিত সভাপতি হলেন হেলপ লাইনের প্রোপাইটর মোঃ জিন্নাতুল রায়হান রনি, সাধারণ সম্পাদক স্পাইডার মেশের প্রোপাইটর মোঃ শফিকুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক নেটওয়ের পরিচালক মোঃ তানভীরুল আলম, অর্থ সম্পাদক বগুড়া ইনফোর প্রোপাইটর মোঃ রেজা বিপ্লব, দপ্তর সম্পাদক ওয়াল্ড টাচের প্রোপাইটর মোঃ আতিকুর রহমান কমল ও প্রচার সম্পাদক লোমানূর ইসলাম জুয়েল।

24/01/2021

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

24/01/2021

আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে ১৩'নং ওয়ার্ড বাসীর ভাগ্যের উন্নয়নে আল মামুন আকন্দ'র বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বগুড়া পৌরসভার ১৩'নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আল মামুন আকন্দ'র বিশাল এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩'শে জানুয়ারী সকালে এলাকাবাসীর উদ্যোগে গণ্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এলাকার প্রবীন ব্যক্তিত্ব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৩'নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আল মামুন আকন্দ।
স্থানীয় এলাকার সাজেদুর রহমান মিলন ও নুরুন্নবী সরকারের সঞ্চালনায় অত্র ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বক্তব্য রাখেন আব্দুল মজিদ সরকার, মুঞ্জুরুল হক, শাহাজাদা ইসলাম, আমীর আলী, রেজাউল করিম, আলী হায়দার টিক্কা, শহিদুল ইসলাম শহীদ, জাফরুল ইসলাম বাদল, সাবেক মেম্বার ছাফের উদ্দিন, মোছাঃ চাঁদনী খাতুন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মুক্তিযোদ্ধা মাহফুজার রহমান, এ্যাড: মুসলেম উদ্দন লিটন, সুরেশ চন্দ্র, ঠিকাদার একেএম শহিদুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম টিপু, জিল্লুর রহমান মাষ্টার, ওয়াজেদ আলী, রতন সরকার প্রমুখ।

মাঠের কানায় কানায় পূর্ণ নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, "১৩'নং ওয়ার্ড বাসীর ভাগ্যের উন্নয়নে আল মামুন আকন্দ'র বিকল্প নেই" উল্লেখ করে আসছে ২৮'শে ফেব্রয়ারী বিপুল ভোটে তাকে নির্বাচিত করার অঙ্গীকার বদ্ধ হন।

23/01/2021
অমর কথাশিল্পীশরৎচন্দ্র চট্টোপাধ্যায়এর ছোট গল্প অবলম্বনে নাটক পরেশকাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা আওরঙ্গজেব বাবুল ...
22/01/2021

অমর কথাশিল্পী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এর ছোট গল্প অবলম্বনে
নাটক পরেশ
কাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা
আওরঙ্গজেব বাবুল

https://youtu.be/jIyn4wqgOjA

অমর কথাশিল্পীশরৎচন্দ্র চট্টোপাধ্যায়এর ছোট গল্প অবলম্বনে নাটক পরেশকাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা আওরঙ.....

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।এসময় ত...
19/01/2021

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ৫'টি নিষিদ্ধ ঘােষিত জিহাদি বই, ১০'টি লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া সুমন (৩৯) আনসার আল ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার কাচারীকান্দি গ্রামের মাওলানা মাহমুদুর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে আনসার আল-ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। সে দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল।

মঙ্গলবার ১৯'শে জানুয়ারি বেলা সারে ১২'টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী এক প্রেস কনফারেন্স এ এতথ্য নিশ্চিত করেন।

https://youtu.be/seV16iLxKoQ

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়ে....

17/01/2021

পুলিশ, র‍্যাব ও বিজিবির কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ জানে আলম খোকা।
শনিবার ১৬'ই জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী জানে আলম খোকা জগ প্রতিকে ৮৭৭২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার নৌকা প্রতিকে ৪৬৫১ এবং বিএনপি মনোনীত প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু ধানের শীষ প্রতিকে ৩৩৭১ ভোট পেয়েছন।
শেরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সকাল ৮'টা থেকে বিকাল ৪'টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ভোটে ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

13/01/2021

বগুড়ায় ব্যবসায়ী ফরিদুল খুনের ৫ জন আটকসহ রহস্য উন্মোচন

বগুড়া শেরপুর উপজেলার মধ্যপাড়ার ব্যবসায়ী ফরিদুল ইসলামকে খুনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো একই উপজেলার আটাপাড়ার আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক, ইটালির দুলাল হোসেনের ছেলে ফারুক আহমেদ, একই গ্রামের রসূল প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক, কেরামত আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ও তার স্ত্রী স্বপ্না খাতুন।
পাওনা টাকা ও জমি জমার বিরোধ নিয়ে নিহতের ছোট ভাই, ভাবী ও ভাতিজা মিলে তাকে খুন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটককৃতরা।
বুধবার ১৩ জানুয়ারী এক প্রেস ব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ৫ জানুয়ারী সন্ধ্যায় নিজ বাড়িতে খুনের শিকার হয় ব্যবসায়ী ফরিদুল।
তিনি স্থানীয় বাজারে সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

# নর্থ বেঙ্গল নিউজ টিভি, আমাদের শুরু থেকে আজ অবধি আমরা সাফল্যের সাথে নিশ্চিত করছি যে অন্যায়ের প্রতি ন্যায়বিচার আনতে হবে, নির্বোধকে কণ্ঠ দিতে হবে এবং প্রতিটি অন্যায়ের প্রতি আলোকপাত করা যা আমাদের সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা খাঁটি খবরের সাথে কখনও আপস করি না এবং কখনও হলুদ সাংবাদিকতার প্রচার করি না।
অযৌক্তিক তথ্যের উপর ভিত্তি করে এতগুলি অব্যক্ত সংবাদ সম্পর্কে বিভ্রান্ত? আমাদের সংবাদগুলি নির্ভরযোগ্য উত্স থেকে সংগ্রহ করা হয় এবং রয়টার্স, এপিটিএন, এসএনটিভি থেকে আন্তর্জাতিক সংবাদ সংগ্রহ করা হয়। আপনি যদি সঠিক পথে যেতে চান তবে এখনই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

"NORTH BANGOL NEWS TV intro Test Transmission" is a channel for
Like | ? Share | ? Subscribe

# ব্রেইকিং নিউজ # নিউজ # নর্থ বেঙ্গল নিউজ টিভি #বাংলাদেশ

11/01/2021

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় নেকটার বৃক্ষরোপন কর্মসূচি পালন।

# নর্থ বেঙ্গল নিউজ টিভি, আমাদের শুরু থেকে আজ অবধি আমরা সাফল্যের সাথে নিশ্চিত করছি যে অন্যায়ের প্রতি ন্যায়বিচার আনতে হবে, নির্বোধকে কণ্ঠ দিতে হবে এবং প্রতিটি অন্যায়ের প্রতি আলোকপাত করা যা আমাদের সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা খাঁটি খবরের সাথে কখনও আপস করি না এবং কখনও হলুদ সাংবাদিকতার প্রচার করি না।
অযৌক্তিক তথ্যের উপর ভিত্তি করে এতগুলি অব্যক্ত সংবাদ সম্পর্কে বিভ্রান্ত? আমাদের সংবাদগুলি নির্ভরযোগ্য উত্স থেকে সংগ্রহ করা হয় এবং রয়টার্স, এপিটিএন, এসএনটিভি থেকে আন্তর্জাতিক সংবাদ সংগ্রহ করা হয়। আপনি যদি সঠিক পথে যেতে চান তবে এখনই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

"NORTH BANGOL NEWS TV intro Test Transmission" is a channel for
Like | ? Share | ? Subscribe

# ব্রেইকিং নিউজ # নিউজ # নর্থ বেঙ্গল নিউজ টিভি # বাংলাদেশ

07/01/2021

বগুড়া সদর উপজেলার সাবগ্রামে সমাজের অসহায়, হত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

শীতের তীব্রতাকালীন এ সময়ে এসব শীতবস্ত্র পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন সমাজের অসহায় ও ছিন্নমুল মানুষ।

বৃহঃবার ৭ জানুয়ারী বগুড়া র‌্যাব- ১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এ এসপি সজল কুমার সরকার এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় ডিএডি আবদুস সালাম, পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রায় দেড় শতাধিক কম্বল হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

কথা সাহীত্যিক শওকত ওসমান এর ছোট গল্প অবলম্বনে নাটক দুই মুসাফির কাহিনী শওকত ওসমানকাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা আও...
06/01/2021

কথা সাহীত্যিক শওকত ওসমান এর ছোট গল্প অবলম্বনে
নাটক দুই মুসাফির
কাহিনী শওকত ওসমান
কাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা আওরঙ্গজেব বাবুল
প্রধান সহকারী পরিচালক রাজীব আওরঙ্গজেব

https://nbnewstv.com/

বৈষম্যপূর্ণ শুল্ক প্রত্যাহার ঠিক বাগুড়ায় বিড়ি শ্রমিকদের হিসাবরক্ষক। বিগলিতী বৈষম্যমূলক শুল্ক সহকারী অঞ্চল...

কথা সাহীত্যিক শওকত ওসমান এর ছোট গল্প অবলম্বনে নাটক দুই মুসাফির কাহিনী শওকত ওসমানকাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা আও...
06/01/2021

কথা সাহীত্যিক শওকত ওসমান এর ছোট গল্প অবলম্বনে
নাটক দুই মুসাফির
কাহিনী শওকত ওসমান
কাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরিচালনা আওরঙ্গজেব বাবুল
প্রধান সহকারী পরিচালক রাজীব আওরঙ্গজেব

https://www.youtube.com/watch?v=c4pRYS35W7E&t=53s

কথা সাহীত্যিক শওকত ওসমান এর ছোট গল্প অবলম্বনে নাটক দুই মুসাফির কাহিনী শওকত ওসমানকাহিনী বিন্যাস চিত্র নাট্য ও পরি...

06/01/2021

বিড়িতে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য ইউনিয়ন।

সোমবার ৪ জানুয়ারী বেলা সারে ১১টায় বগুড়া রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বক্তব্য দেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুস সালামসহ অন্নান্য নেতারা।

বক্তাগণ বলেন, ক্রমাগত মূল্যস্তর ও শুল্ক বৃদ্ধি এবং বৈষম্যমূলক নীতির কারণে শত শত বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এতে কর্ম হারিয়ে কয়েক লক্ষ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।

মানববন্ধন শেষে বগুড়া রাজস্ব কর্মকর্তার মাধ্যমে এনবিআর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।

স্মারকলিপিতে বিড়ির উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রিম ১০% আয়কর প্রত্যাহার, সিগারেটের ন্যায় বিড়িতেও ৩টি মূল্যস্তরকরণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও ব্যান্ডরোলবিহীন বিড়ির ব্যবসা বন্ধ এবং ভারতের ন্যায় বিড়িশিল্পকে সুরক্ষা আইন বাস্তবায়নসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।

খাজা sent Yesterday at 8:01 PM
২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়িতে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য ইউনিয়ন।

সোমবার ৪ জানুয়ারী বেলা সারে ১১টায় বগুড়া রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বক্তব্য দেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুস সালামসহ অন্নান্য নেতারা।

বক্তাগণ বলেন, ক্রমাগত মূল্যস্তর ও শুল্ক বৃদ্ধি এবং বৈষম্যমূলক নীতির কারণে শত শত বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এতে কর্ম হারিয়ে কয়েক লক্ষ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।

মানববন্ধন শেষে বগুড়া রাজস্ব কর্মকর্তার মাধ্যমে এনবিআর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।

স্মারকলিপিতে বিড়ির উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রিম ১০% আয়কর প্রত্যাহার, সিগারেটের ন্যায় বিড়িতেও ৩টি মূল্যস্তরকরণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও ব্যান্ডরোলবিহীন বিড়ির ব্যবসা বন্ধ এবং ভারতের ন্যায় বিড়িশিল্পকে সুরক্ষা আইন বাস্তবায়নসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।

02/01/2021

বগুড়ায় আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক যুবককে অপহরণের পর হত্যা।

সোমবার ২১ ডিসেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিমুল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই বিহার ইউপি সদস্য রায়হান মিয়া বাদী হয়ে স্থানিয় ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, শিমুল মিয়া বগুড়ার আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সদরের টেংরা বন্দরে সিএনজি থেকে নামলে চেয়ারম্যানের ব্যবহৃত মাইক্রোবাসে তাঁকে টানা হেচড়ে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা।

পরে গোবিন্দগঞ্জ থেকে বস্তাবন্দী অবস্থায় শিমুলকে উদ্ধার করে একটি পল্লী চিকিৎসকের কাছে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

মামলার আসামীরা হলো চেয়ারম্যান মহিদুল ইসলাম,
মিনহাজ ইসলাম, মোন্তেজার রহমান নূরুন্নবী, জিল্লুর রহমান, শাহ জালাল, শামীম, আজিজুল, ডন, সোহেল, মেহেদুল ইসলাম মিষ্টার, আপেল, ছোহেল।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, শিমুলকে অপহরণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়। তাঁর একটি পা কোপানো ও ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ হত্যাকান্ডে আরো শুনুন বিক্ষিপ্ত এলাকাবাসী ও স্বজনদের প্রতিকৃয়া।

31/12/2020

বগুড়ার দুপচাঁচিয়ায় আনোয়ার গ্রুপ এর আনোয়ার ইস্পাত কর্তিক আয়োজিত নির্মান শিল্পীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুপচাঁচিয়া উপজেলার গার্ডেন ভিউ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিথী আয়রন হাউজের স্বত্বাধিকারী মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে এবং বুশরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ খান শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য আনোয়ার ইস্পাতের সিনিয়র ম্যানেজার মনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সেলস ম্যানেজার মোঃ গোলাম সারোয়ার।

এসময় বিভিন্ন পর্যায়ের নির্মান শিল্পীগণ উপস্থিত ছিলেন।

Address

M. A. Khan Lane
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when North Bangal News Tv 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

নর্থ বেঙ্গল নিউজ টিভি

নর্থ বেঙ্গল নিউজ টিভি, আমাদের শুরু থেকে আজ অবধি আমরা সাফল্যের সাথে নিশ্চিত করছি যে অন্যায়ের প্রতি ন্যায়বিচার আনতে হবে, নির্বোধকে কণ্ঠ দিতে হবে এবং প্রতিটি অন্যায়ের প্রতি আলোকপাত করা যা আমাদের সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা খাঁটি খবরের সাথে কখনও আপস করি না এবং কখনও হলুদ সাংবাদিকতার প্রচার করি না। অযৌক্তিক তথ্যের উপর ভিত্তি করে এতগুলি অব্যক্ত সংবাদ সম্পর্কে বিভ্রান্ত? আমাদের সংবাদগুলি নির্ভরযোগ্য উত্স থেকে সংগ্রহ করা হয় এবং রয়টার্স, এপিটিএন, এসএনটিভি থেকে আন্তর্জাতিক সংবাদ সংগ্রহ করা হয়। আপনি যদি সঠিক পথে যেতে চান তবে এখনই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।