Darbar বাংলা

Darbar বাংলা Opinion, views, analysis

03/05/2024

কেউ কি আসলে বাঙালি?

26/04/2024

এই দেশে বহুত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। গণপ্রজাতন্ত্রী নামের দেশে যখন রাষ্ট্রের মালিকানা থেকে জনতা পুরাই মাহরুম হয়ে যায়, তখন অনেক কিছুই ঘটে যা আগে কল্পনাও করা যেত না। দেশের দুর্দশার জন্য কিন্তু কখনোই হিন্দু সম্প্রদায়কে দায়ী করতে যায়েন না। এদেশের রাষ্ট্র ধ্বংসের কাজে ইমামতি মুসলমানদের একদল কুলাঙ্গার ই করেছে আর তাদের মুক্তাদি ছিল হিন্দু মুসলমান ও অন্যান্য বেকুবরা।
যেদেশের ৯২% মুসলমান, সে দেশের কল্যাণের দায়িত্ব মুসলমানদেরকেই নিতে হবে, হিন্দু বা অন্যান্যরা সহযোগী হতে পারে নাও পারে।কিন্তু মুসলমানদের বুঝ না আসলে কিছুই সম্ভব নয়। নিজেদের ব্যর্থতার দায় হিন্দুর উপর চাপায়ে লাভ নাই। রোগের এলাজ করান, ওষুধ খান।

সুকুমারী ভট্টাচার্য এর গবেষণালব্ধ লেখা।
17/04/2024

সুকুমারী ভট্টাচার্য এর গবেষণালব্ধ লেখা।

গৌতম দাস এর আলোচনা।
05/04/2024

গৌতম দাস এর আলোচনা।

বাংলার ধর্ম ও দর্শন (পর্ব ৭): ধর্মের পর্যালোচনা: ইউরোপ ও বাংলাদেশের অভিজ্ঞতা বক্তা: গৌতম দাস, লেখক ও রাজনৈতিক বিশ্লে...

27/03/2024

বাংলা সাহিত্যের অন্ধকার যুগ : মিথ বনাম বাস্তবতা

সুনীতি কুমার চট্টোপাধ্যায়,শ্রীকমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন,ভূদেব চৌধুরী, গোপাল হালদার , অসিতকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ ভাষাবিদ, গবেষকদের দাবি-
চর্যাপদ পরবর্তী কালে বাংলা ভাষা বন্ধ্যাত্বের সম্মুখীন হয়ে এক অন্ধকার সময় অতিক্রম করে। মোটামুটি ১২০০-১৩৫০ সাল এই অন্ধকার যুগ বিদ্যমান ছিল।
তারা এই পিছনে যেসব কারণ উল্লেখ করেছেন - ১. তুর্কী মুসলমানদের আক্রমণ হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠ ধ্বংস করে যেগুলো ছিল সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র। ফলে মঠ মন্দিরে রক্ষিত গ্রন্থ ধ্বংস হয়ে যায়। ২.দেশময় ব্যাপক অরাজকতা চলছিল, এই সময় ত আর সাহিত্য করা যায় না। ৩. জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছিল।
বাংলাদেশের উদিয়মান গবেষক মুসা আল হাফিজ এই দাবিগুলোর অসারতা আলোচনা করেছেন তাই বইতে।

01/12/2023

২০-২৪ বছর বয়সী পিএইচডি বাবুদের বারা সায়েন্স ল্যাব পদক দিয়ে সম্মানিত করার দাবি জানাচ্ছি। এই যামানার মহান বাবু বিজ্ঞানী সুবর্ণ আইজাক বারা থুক্কু বারীর নিজ হাত থেকে পদক প্রদানের ব্যবস্থ গ্রহণ করা হোক।

24/11/2023

বাংলাদেশের প্রতিবেশী ভাগ্য খুব খারাপ। একদিকে বুদ্ধিভ্রস্ট বার্মিজ মিলিটারি রাজ্য, আর অন্য দিকে কঞ্জুস, ভরত জনতা।

06/11/2023

প্রথম আলো হল হিন্দুত্ববাদের বাম সংস্করণ। উপমহাদেশের বামেরা হিন্দুত্ববাদের / হিন্দু জাতিবাদের মশাল বাহক।অতএব, সিপিবি থেকে উঠে আসা মতি বাবু দুজ্ঞা দুজ্ঞা করে মদির বাম হস্ত হওয়ার চেষ্টা করবে এতে আশ্চর্যের কি আছে?

05/11/2023

মার্কিন সময় ম্যাগাজিনের এক কভার নিয়া খুব হইচই। সাদা চামড়ার লোক মানেই কামেল লোক/ খুব গুরুত্বপূর্ণ এই ধারণা দেমাগ থেকে বাহির করে দিতে হবে। এর চেয়ে অনেক ভালো লেখা এই দেশে অনেকেই লেখতে পারবে! পশ্চিম কে এত গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে।ওদের গু এর মধ্যেও সুবাস খোজার হীনমন্যতার পরিচয়।

28/10/2023

Israel occupied the land, killed Palestinians, Damaged their property, Illegally detained them.
Each & every day. Israel is killing & torturing Palestinians for 75 years. Israel is a genocider, an apartheid system, colonizer of Palestine.

28/10/2023

হেডম ছিল যা
সে করেছে তা
লাগছে গায়ে যার
মার দিতে হবে তার

28/10/2023
27/10/2023

ঝরে ঘাম
কি করবে কাম
যদি আসে ঝাকে ঝাকে আম
বাহির হয়ে যাবে জমানো সব পাম

21/10/2023

Western media is engaged in false propaganda against Palestine.

They've caught spreading lie, some times apologise.Still they continue their evil practice of false propaganda to normalise
War crimes of Israel.

ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি:৮০০ জন ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তা ইউনিয়ন কমিশ্ন  প্রেসিডেন্টের  কাছে  চিঠি দিয়েছেন।  এই চিঠিতে তার...
21/10/2023

ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি:

৮০০ জন ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তা ইউনিয়ন কমিশ্ন প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন। এই চিঠিতে তারা ইসরায়েলকে অনিয়ন্ত্রিত সমর্থন দেওয়ার সমালোচনা করেছে। তারা ইউক্রেন ও ফিলিস্তিন ইস্যুতে ইউ এর ডাবল স্টান্ডার্ড এর দিকে আঙ্গুল তুলেছেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক জনতার নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নিতে আহবান জানিয়েছেন।

Hundreds sign a letter to Ursula von der Leyen, saying the bloc’s position is enabling more violence.

গুরুত্বপূর্ণ  খবর:ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে আর  চীন ৬ টি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে এক সপ্তাহে। 💀💀
20/10/2023

গুরুত্বপূর্ণ খবর:
ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে আর চীন ৬ টি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে এক সপ্তাহে। 💀💀

The arrival of a replacement es**rt group in the Gulf region meant two advanced 052D destroyers have been stationed there at a time of heightened tensions.

20/10/2023

এখন না হোক, একদিন আমেরিকা এক ইসরায়েলকে বাচাতে গিয়াই ফান্দে আটকাবে। অন্যায্য যুদ্ধ বেশিদিন টানা যায় না।ফিলিস্তিনের হারানোর বেশি কিছু নাই, ওরা আগে থেকেই সর্বহারা।

ইসরা.. য়েলের দাবি মিথ্যা প্রমাণ করলো  আল-জাজিরার অনুসন্ধান। রকেট মিসফায়ার হয়ে গাজার হাসপাতালে বিস্ফোরণ হয় নি। ধরা খেল ইস...
20/10/2023

ইসরা.. য়েলের দাবি মিথ্যা প্রমাণ করলো আল-জাজিরার অনুসন্ধান।
রকেট মিসফায়ার হয়ে গাজার হাসপাতালে বিস্ফোরণ হয় নি। ধরা খেল ইস্রা..ল

Israel says Palestinian fighters bombed Gaza’s al-Ahli Arab Hospital in a misfire. Is that true?

20/10/2023

ট্রিলিয়ন ডলার খরচ করা সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ যেমন ব্যর্থ বুমেরাং হইছিল, ইরাক আফগান দুই দেশই আমেরিকার হাত থেকে বাইর হয়া গেছে।পশ্চিমা অধিপত্যে ফাটল ধরছে।

ইসরায়েলের পা চাটার পরিনতিও ভালো হবে না, আজ কিংবা কাল মধ্যপ্রাচ্যে আমেরিকা ন্যাংটা হয়ে যাবে।

কবুল করলো ইচিনাই যে তাহার বিচি
20/10/2023

কবুল করলো ইচি
নাই যে তাহার বিচি

ফিলিস্তিনের একমাত্র ক্যান্সার  হাসপাতাল বন্ধ হওয়ার পথে। ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানি সংকট এ হাসপাতালটি বন্ধ হতে চলেছ...
19/10/2023

ফিলিস্তিনের একমাত্র ক্যান্সার হাসপাতাল বন্ধ হওয়ার পথে। ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানি সংকট এ হাসপাতালটি বন্ধ হতে চলেছে৷ চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রীরও তীব্র সংকট চলছে।

Starved of fuel, the hospital has already stopped some services, such as radiology. Gaza has 9,000 cancer patients.

19/10/2023

ইউ কারিগরি পর্যবেক্ষক পাঠাচ্ছে।
নির্বাচন কারিগরি কিভাবে করতে হয় সব চেয়ে ভালো শিখতে পারবে এখানেই।

19/10/2023

Shame on USA
Shame on UK
Shame on France
Shame on Germany
Shame on Japan
Shame on EU.

19/10/2023

Israel Attack on Palestine Hospital is the worst form of War crime.
Try Israel in International Court.

19/10/2023

পশ্চিমা সভ্যতা হল ভ্যাম্পায়ার সভ্যতা।
আফ্রিকা এশিয়া আমেরিকার কৃষক শ্রমিক কারিগর দের রক্ত চুষছে আর কিছু টাইপড়া কর্পোরেট দাস পালছে।
শোষণ, ঘৃণা, যুদ্ধ আর অস্ত্র ব্যবসা হল তার লাইফ লাইন

গাজায় গাধার পিঠে করে পানি মানুষের কাছে সাপ্লাই করছে জামিল আক কারোবি।  তার প্রিয় গাধা যার নাম আলমন্দ, তাকে এই মহত কাজের জ...
18/10/2023

গাজায় গাধার পিঠে করে পানি মানুষের কাছে সাপ্লাই করছে জামিল আক কারোবি। তার প্রিয় গাধা যার নাম আলমন্দ, তাকে এই মহত কাজের জন্য দিনে ১ ব্যাগ খাবার বেশি দেয় জামিল।
গাজায় পানি সহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সাপ্লাই বন্ধ করেছে ইসরায়েল। বন্ধ রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট।

Jameel al-Karoubi and his donkey used to sell vegetables, now they deliver water to the thirsty.

17/10/2023

লেবু বেশি কচলালে নাকি তিতা হয়ে যায়।

ইসরায়েল গাজার বাসিন্দাদের বলেছিল,  উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় সরে যেতে। যারা প্রাণ বাচাতে দক্ষিণ গাজার দিকে রওনা হয়েছি...
15/10/2023

ইসরায়েল গাজার বাসিন্দাদের বলেছিল, উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় সরে যেতে। যারা প্রাণ বাচাতে দক্ষিণ গাজার দিকে রওনা হয়েছিলেন, পথিমধ্যে তারা ইসরায়েলের বিমান হামলার স্বীকার হন।
ধিক শত ধিক! শঠ ইসরাইল!

Thousands of Palestinians are fleeing south after Israel warned them to evacuate – but it then bombarded southern Gaza.

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darbar বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darbar বাংলা:

Videos

Share



You may also like