ইসলাম শান্তির ধর্ম

ইসলাম শান্তির ধর্ম সবসময় মনে রাখবেন আল্লাহ আপনার সকল কৃতকর্মের হিসাব নিবেন একদিন ।

20/01/2025
21/12/2024

বোন একটু নিজেকেই প্রশ্ন করুন😒😒

17/12/2024
আস্তাগফিরুল্লাহ।আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।আমিন
10/12/2024

আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।
আমিন

21/11/2024

আমরা যারা দুনিয়াবি ব্যস্ততায়, পড়াশোনায়, চাকুরি, পরিবার, ক্যারিয়ার ইত্যাদির অজুহাতে দ্বীন পালন করার সুযোগ পাইনা, ইসলাম নিয়ে পড়াশোনার সময় পাই না; তাদের উচিত এ হাদিসটি মনোযোগ দিয়ে পড়ে নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেওয়া-

🎀 রাসূল (ﷺ) বলেন,

আল্লাহ্ তা‘আলা বলেন, হে আদম সন্তান!
আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না!

[তিরমিযী : ২৪৬৬] 💔

06/11/2024

⧉ছেলেটা সারারাত পর্নোগ্রাফি দেখে দিনে বলে
ইসলামী নামাজি একজন মেয়েকে'ই বিয়ে করবো!

⧉সারারাত বয় ফ্রেন্ডের সাথে কথা বলে ঘুমিয়ে
পড়া মেয়েটিও ফেসবুকে স্ট্যটাস দিচ্ছে ঘুমের
চেয়ে নামাজ উত্তম!

⧉মাথায় জেল দিয়ে চুল খাড়া করে দেওয়া
ভাইটিও স্ট্যাটাস দিচ্ছে
আজকাল পর্দাশীন নারী পাওয়া খুব'ই কঠিন!
অথচ তার ফিচার ফটোতে নেলপালিশ পড়া
মেয়ের হাত!

⧉বুক টান টান করে ঠোঁটে লিপস্টিক দিয়ে ইনস্টাগ্রামে
পিক আপলোড করা মেয়েটিও ক্যাপশন দিচ্ছে
যে শেষ ঠিকানা হোক জান্নাত!

⧉মাথায় বাঁধাকপির মতো হিজাব পড়া মেয়েটিও
কড়া লাল লিপস্টিক দিয়ে ছবি আপ্লোড করে
বলছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না!

⧉মেয়েটার দুইটা আইডি একটা ভালো এবং অন্যটা
খারাপ। খারাপ আইডিতে ছেলেদের সাথে কথা বলা
সহ প*র্ননের মতো জঘন্য ভিডিওর গ্রুপেও এড
অথচ ভালো আইডিতে পর্দা এবং দ্বীন নিয়েও পোস্ট দেয়!

⧉ সুদখোর চাচাটাও মসজিদে গিয়ে নামাজ
পড়তে পড়তে কপালে বেহেশতের চিন্হ অঙ্কিত
করে ফেলেছে!
অথচ হাদিসে আছে অবৈধ উপার্জন দ্বারা গঠিত
শরীরের রক্ত মাংস দোজখে যাবে!

⧉ বাড়ির কাছে'ই মসজিদ...
নামাজ পড়তে'ই যায় না আবার ফেসবুকে
স্ট্যাটাস দিচ্ছে আমি একদিন মক্কা মদিনা যাবো!

⧉আসলে আমরা অনেকেই সভ্য কিন্তু সভ্যতার
মুখোশের আড়ালে আমাদের মাঝে আরেকটি
রূপ বাস করছে যেটি আমি কিংবা আপনি!

আল্লাহুম্মাগফিরলী...

আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং সঠিক ভাবে চলার তৌফিক দান করুন ‌।

🤲🤲🤲আমিন 🤲🤲🤲

এর অর্থ হল, চোখের রোগ রাতকানা অথবা তার কারণে যে অন্ধত্ব আসে। অর্থাৎ, যে আল্লাহর যিকর থেকে অন্ধ (বা উদাসীন) হয়ে যায়। এই শ...
25/05/2024

এর অর্থ হল, চোখের রোগ রাতকানা অথবা তার কারণে যে অন্ধত্ব আসে। অর্থাৎ, যে আল্লাহর যিকর থেকে অন্ধ (বা উদাসীন) হয়ে যায়।

এই শয়তান আল্লাহর যিকর থেকে উদাসীন ব্যক্তির সাথী হয়ে যায়। সে সব সময় তার সাথে থেকে তাকে সমস্ত নেকীর কাজে বাধা দেয়। অথবা মানুষ নিজেই এই শয়তানের সঙ্গী হয়ে যায় এবং তার নিকট থেকে কোন সময় পৃথক হয় না, বরং সমস্ত কার্যকলাপে তারই অনুসরণ করে এবং তার যাবতীয় কুমন্ত্রণায় তার আনুগত্য করে।
_______________________________________

অন্য আয়াতে আল্লাহ আরও বলেন,

👉শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।
সূরা আয-যুখরুফ: ৩৭

কোন সময় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারও কাছে কিছু চাইবেন না। অনেকে আছে পীর, মাজার, তাবিজ কবজ, নিয়ে খুব বিশ্বাস, এগুলোর কাছে চায়। এটা ইসলামে জঘন্য একটা পাপের কাজ, বড় পাপ যার নাম হচ্ছে শিরক। শয়তানের বড় চক্রান্ত। মানুষকে জাহান্নামে নিয়ার ফাদ।👈

কুরআনে আল্লাহ পাক বলেছেন,
হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে।
নিশ্চয় শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু হিসেবে গণ্য কর। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়।
(সূরা ফাতির, আয়াত: ৫,৬)

অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন,

👉আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহঙ্কার বশতঃ আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’

👉হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

সূরা মু’মিন : ৬০
সূরা আল বাকারা: ১৫৩

04/05/2024

রাসুল (সাঃ বলেছেন
"তোমাদের মধ্যে কেউ যদি সুস্থভাবে ঘুম থেকে জেগে ওঠে,নিরাপত্তা অনুভব করে আর তার কাছে যদি সেদিনের খাবার থাকে,তাহলে সে যেন গোটা দুনিয়াটায় জিতে নিয়েছে"।-সুনান ইবনে মাজাহ:৪১৪১

13/04/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

11/04/2024

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে!
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে!
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!
সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদে
র সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।
আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুক।৷৷

08/04/2024

আপনি যতই...
পাপ করে থাকেন,
মন থেকে একবার তওবা করলে,আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবেন,
🌺ইনশাআল্লাহ☝️

আর মাত্র কয়েক দিন তাহলে রমাযান মাস আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে যাবে।  জানি না সামনে বছর রমাযান পাব কি না।  জানি না ক...
08/04/2024

আর মাত্র কয়েক দিন তাহলে রমাযান মাস আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে যাবে। জানি না সামনে বছর রমাযান পাব কি না। জানি না কতটুকু গুনাহ মাফ করে নিতে পেরেছি। বলা হয়েছে যে, " যে ব্যাক্তি রমাযান মাস পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক"। আর কয়েক দিন সময় আছে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদুন। আর নিয়ত করুন অতীতে যা হয়েছে হয়েছে আজকের দিন থেকে তওবা করে ফিরে আসার। আল্লাহ অতি ক্ষমাশীল। তিনি ক্ষমা করে দিবেন। আর বেশি থেকে বেশি নিচের দোয়াটি পাঠ করুনঃ
اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي
➤উচ্চারণ:‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ’
➤অর্থ:‘হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন।

আরও প্রার্থনা করুন "
হে আল্লাহ
"আপনি আমাদেরকে গুনাহমুক্ত , ঋণ মুক্ত ,অভাবমুক্ত, দুশ্চিন্তা মুক্ত ,হতাশা মুক্ত,বিপদমুক্ত,শত্রুমুক্ত,একটি সুন্দর জীবন দান করুন!
আমাদের দুনিয়ায় ফিৎতা থেকে হেফাজত করুন। "
আমিন
28 Ramajan
© Md. Shamim Hossain

08/04/2024

নিরব সুনসান প্রকৃতি | মখমলে আবহাওয়া | খুব একটা গরমও নয়, আবার ঠান্ডাও নয় | যেন রেশমি চাদর ঢেউ খেলছে বাতাসে | চারিদিকে কিসের কানাকানি! এভাবেই কেটে যায় রাত | ঘড়ির কাঁটা একের পর এক পূর্ণ করে চক্কর | এক সময় মুয়াজ্জিনের কন্ঠে ভেসে আসে আজানের সুর | পুবের আকাশ লালচে করে দিয়ে উঁকি দেয় নতুন দিনের সূর্য | কিন্তু সূর্যটা ঠিক অন্য আর দশ দিনের মত নয় | কেমন একটা স্নিগ্ধ আভা উথলে পড়ছে ওর গা থেকে | চোখ তুলে তাকানো যাচ্ছে সহজেই | তাকালেই চোখে ঘা দেয় না মোটেও | মনের আয়নায় মাথাচাড়া দিয়ে উঠে একটা প্রশ্ন- আজকের রাতটা কি সত্যিই আলাদা? বিশেষ কোনো রাত ?

এ রাত মহিমান্বিত এক রাত | এ রাতেই অবতীর্ণ হয়েছে কুরআন | এ রাতে নির্ধারণ করা হয় মানুষের তাকদীর তথা ভাগ্যলিপি | এ রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসে দুনিয়ার উঠোনে | সিদরাতুল মুনতাহা থেকে এক একে সাত আকাশ পাড়ি দিয়ে নেমে আসেন জিব্রিল আলাইহিসসালাম নিজেও | আকাশ জমিন বিস্তৃত ডানা তাঁদের | ওই ডানা ওড়াতে ওড়াতে তাঁরা ছুটে যান পৃথিবীর আনাচে কানাচে | মুমিন বান্দার সাথে দেখা হলেই বলে ওঠে- সালাম | করেন তাদের সাথে মুছাফা ও । এ রাতের নাম লাইলাতুল ক্বদর | পুরো একটি সূরাই নাযিল করা হয়েছে এ রাতের মহিমা বর্ণনা করার জন্য |

‘জেগে ওঠো আবার’ বইয়ের “সহস্র রাতের চেয়েও ঝলমলে” অধ্যায় থেকে নেয়া টুকরো অংশ।

মিজানুর রহমান আজহারি।

সবাইকে পড়ার অনুরোধ করছি।১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি:১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।(নাউজুবিল্লাহ)২. তোর মুখ...
31/03/2024

সবাইকে পড়ার অনুরোধ করছি।
১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি:

১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
(নাউজুবিল্লাহ)

২. তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)।

৩. কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)

৪. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)।

৫. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)।

৬. লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা। (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)।

৭. কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা। (জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)।

৮. দুনিয়াতে কাউকে শাহেনসা বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)।

৯. নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা (এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)।

১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। (এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)।

১১. ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা
(মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)।

১২. বিসমিল্লায় গলদ বলা
(এটি সরাসরি কুফরি)।

১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা
(কুফরি বাক্য, তাই সাবধান)।

১৪. মধ্যযুগ বর্বরতা বলা
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)।

১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না
( ইসলাম ধংশকারি মতাবদ)।

১৬. নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা। (ইসলাম থেকে বের করার মূলনীতি)।

তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন

আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,আল্লাহতায়ালা আমাদের সঠিক বুঝদান করুন।
(আমীন)।

31/03/2024

লাইলাতুল যেন আমাদের মিস না হয় সে ক্ষেত্রে আমাদের করনীয়

31/03/2024

জীবন তো মাগরিবের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতোই সংক্ষিপ্ত।
আরিফ আজাদ

Address

Bogura

Telephone

+8801759088408

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম শান্তির ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share