ইসলাম শান্তির ধর্ম

ইসলাম শান্তির ধর্ম সবসময় মনে রাখবেন আল্লাহ আপনার সকল কৃতকর্মের হিসাব নিবেন একদিন ।

29/10/2023

রাসূল (সা:) বলেছেন,
'আল্লাহ্ ওই ব্যক্তি'র চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে, অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে!
(আবু-দাউদ- ৫১৫)

আমরা বিশ্বকাপ বিজয়ের অপেক্ষায় নয়,আমরা ফিলিস্তিনের বিজয়ের অপেক্ষায় আছি 💔🥀
24/10/2023

আমরা বিশ্বকাপ বিজয়ের অপেক্ষায় নয়,
আমরা ফিলিস্তিনের বিজয়ের অপেক্ষায় আছি 💔🥀

01/10/2023
23/09/2023

বোন তোমাদের জন্য ভিডিওটা

18/09/2023

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের মসজিদে বিয়ে মুখ খুললেন - শায়েখ আলী হাসান উসামা

MD Shamim Hossain

18/09/2023

পর্ন দেখা এক ধরনের চোখের যেনা,,,,
তওবা করে ফিরে আসেন রবের দিকে,,,।
পর্ণ দেখতে ৩টি জিনিস লাগে:
চিন্তা, ডিভাইস, গোপন জায়গা,
এই তিনটির মধ্যে যে কোনো একটি সরিয়ে নিন,
আপনি পর্ন দেখতে পারবেন না।
আল্লাহ আপনি সবাইকে এ পাক থেকে বাঁচার তৌফিক দান করুণ আমিন

18/09/2023

"নিশ্চয় শয়তান তোমাদেরকে আদেশ দেয় খারাপ ও অশ্লীল (গে)কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে,যা তোমরা জাননা"।
📖সূরা বাকারা,১৬৯🫵🏼

মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন ফিকে হয়ে আসে জীবনের সমস্ত রং, তখন আমরা এমন কাউকে খুঁজি, যে আমাদের একটু আশার আলো...
11/09/2023

মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন ফিকে হয়ে আসে জীবনের সমস্ত রং, তখন আমরা এমন কাউকে খুঁজি, যে আমাদের একটু আশার আলো দেখাবে।

হঠাৎ আমি অফলাইনে চলে যাবো! এভাবে করে ২-১ মাস কেটে যাবে! অনেক মেসেজ জমা হয়ে থাকবে‌! কেউ নতুন, কেউ পুরোনো! কেউ সালাম দিয়...
11/09/2023

হঠাৎ আমি অফলাইনে চলে যাবো! এভাবে করে ২-১ মাস কেটে যাবে! অনেক মেসেজ জমা হয়ে থাকবে‌! কেউ নতুন, কেউ পুরোনো! কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায়, আর কেউ রিপ্লাই না পেয়ে দু একটা বকাও দিয়ে রাখবে‌! এরপর বন্ধুদের টাইম লাইনে আচমকা একটা পোস্ট আসবে!🌸

'এই আইডির মালিক গত এত তারিখ, এত সময়ে ইন্তেকাল করেছেন! তার মাগফিরাতের জন্য দোয়া করবেন!🖤

এটা দেখে কয়েক'শ Sad react , আর কমেন্টের বন্যা! এভাবে ৩-৪ দিন! এরপর এটা ধামাচাপা, পুরোনো! ২-১ এক দিন হয়তো মন খারাপ হবে, যারা আমার খারাপ চাইতো তারাও সহানুভূতি হবেন! এভাবে করেই আমার নামটি মুছে যাবে! ব্যস্ত দুনিয়ায় সবাই ব্যস্ত হয়ে যাবেন! মুছে যাবে আমার নামটি!আইডি টাও পড়ে থাকবে! সময় তার গতিতে চলমান। শুধু আমার সময়টা শেষ হয়ে যাবে!এই তো ক্ষণিকের হৈ হুল্লোড়!🖤🤍

জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখুন:১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁক...
09/09/2023

জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখুন:

১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁকি দেওয়া যায় না।

২. আপনার কোনো ভালো কাজ আর ভালো চেষ্টাকে তিনি বৃথা যেতে দেবেন না৷ সেসবের প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে৷ হয় দুনিয়া এবং আখিরাত—দুই জায়গাতেই, অথবা—শুধু আখিরাতে।

05/09/2023

'আমাদের আরো একটা ব্যামো আছে। আমরা যখন পর্দার কথা বলি, পর্দা সংক্রান্ত আলাপ-আলোচনা করি, তখন আমাদের মানসপটে জ্বলজ্বল করে একটা বোরকা পরা নারীমূর্তির ছবি ভেসে উঠে। আমরা, পুরুষেরা ধরেই নিয়েছি যে, পর্দাটা কেবল নারীদের জন্যই। পুরুষ মানুষের আবার পর্দা কি? দুঃখের ব্যাপার হলো, পর্দা বলতে আমরা কেবল বোরকা-হিজাবকেই বুঝতে শিখেছি, ভাবতে শিখেছি। দৃষ্টিরও যে পর্দা আছে, শ্রবণেরও যে পর্দা থাকে, তা কি আমরা কখনো জানতে চেয়েছি?
কুরআনে সুরা আন-নুরে আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা পর্দার বিধান নাযিল করেছেন। মজার ব্যাপার হলো, সুরা আন-নুরের পর্দা সংক্রান্ত প্রথম আয়াতটাই পুরুষদের উদ্দেশ্য করে বলা, এবং ওই আয়াতে প্রধানত পুরুষদেরকে দৃষ্টির এবং লজ্জাস্থানের হেফাযত করতেই বলা হয়েছে। কুরআন যখন পর্দার বিধান নাযিল করেছে, সবার আগে, শুরুতে পুরুষদেরকেই উদ্দেশ্য করে কথা বলেছে। কিন্তু অতীব দুঃখের ব্যাপার হলো এই, আজকের সময়ে আমরা পর্দা বলতে যা কিছু বুঝি, সবকিছু একচেটিয়াভাবে নারীদের ওপরেই চাপিয়ে দিই।
পর্দাটা নারী এবং পুরুষ, দু’জনের জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা ফরয করেছেন। একজন নারী যেমন নিজেকে বোরকা আর হিজাবে আবৃত করবে, নিজের রূপ-লাবণ্যকে পর-পুরুষের দৃষ্টি থেকে বাঁচাবে, ঠিক একইভাবে একজন পুরুষও এমন পোশাক পরবেনা, যা তার শরীরের গড়ন-গাড়নকে প্রকাশ করে দেয়।
ঢিলেঢালা পোশাকই সুন্নাহর অধিক নিকটবর্তী। আজকাল আমরা দেখি, অনেক মুসলিম পুরুষেরা এমন ছিপছিপে শার্ট-প্যান্ট পরেন যা তাদের শরীরের গড়নকে মেলে ধরে। আপাতদৃষ্টিতে এটাকে ফ্যাশান কিংবা যুগের চাহিদা যা-ই বলা হোক না কেনো, এই ধরণের পোশাক নিজেকে এবং বিপরীত লিঙ্গের অন্য কাউকে যেকোন মুহূর্তে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। পর্দার আবশ্যিকতা-ই হলো এই কারণে যে, পর্দা আপনার দেহকে প্রদর্শনেচ্ছা থেকে বাঁচাবে। কিন্তু, আমরা যারা ছিপছিপে শার্ট-প্যান্ট পরি, যা শরীরের সাথে একেবারে লেপ্টে থাকে, তা আদতে কতোখানি আমাদের প্রদর্শনেচ্ছা থেকে বাঁচায় সেটা অবশ্য প্রশ্নসাপেক্ষ।
আমি বলতে চাইছি যে না যে ছিপছিপে শার্ট-প্যান্ট শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ কিংবা এই ধরণের পোশাক একেবারে পরাই যাবেনা। আসলে, আমি এখানে যা বোঝাতে চাই তা মোটাদাগে এই— সুন্নাহ সম্মত পোশাকের অর্থই হলো তা আমাদের শরীরকে এমনভাবে ঢেকে রাখবে, যাতে কোনোভাবে আমাদের শরীরের গঠন, গড়ন সেভাবে প্রকাশ পাবেনা। আমাদের পোশাকের চেহারা যদি হিন্দী কিংবা তামিল সিনেমার নায়কদের মতো হয়, তাহলে সেই পোশাক নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবার অবকাশ আছে বৈকি!
তবুও প্রশ্ন থেকে যায়, এ ধরণের পোশাক পরলে কি কেউ গুনাহগার হবে? প্রশ্নটার উত্তর অন্যভাবে দেওয়া যাক। গুনাহগার হবে কি না, সেই প্রসঙ্গ বাদ দিয়ে, উত্তম কিংবা অধিকতর উত্তমের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো-বা এই ধরণের ছিপছিপে, গায়ে লেপ্টে থাকা পোশাক পরিধান না করাই উচিত।
ইমাম আহমাদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যুহদের স্তর হচ্ছে তিনটা। মানে, আল্লাহকে ভয় করে, কিংবা আল্লাহকে ভালোবেসে একজন মানুষ তিনভাবে জীবনযাপন করে থাকে।
প্রথম স্তরের মানুষেরা কেবল যাবতীয় হারাম থেকে বেঁচে থাকে।
দ্বিতীয় স্তরের মানুষেরা হারাম থেকে তো বাঁচেই, হালালের মধ্যে যা অতিরিক্ত, তা থেকেও বিরত রাখে নিজেদের।
তৃতীয় এবং সর্বোচ্চ স্তরের মানুষেরা হালালের মধ্যেও এমন সব জিনিস এড়িয়ে চলে যা সাধারণত আল্লাহর ভাবনা থেকে গাফেল করে দেয়।
এখন, যদি ধরেও নিই যে ছিপছিপে পোশাক পরিধানে কোন অসুবিধে নেই, এটা জায়েজ, তবুও এটা তো নিশ্চিত যে, এই পোশাকের চেয়ে ঢিলেঢালা পোশাক-ই সুন্নাহর অধিক নিকটে। সুতরাং, যে ব্যক্তি আল্লাহর অধিকতর প্রিয় হয়ে উঠতে চায়, কিংবা আল্লাহকে বেশিই ভালোবাসতে চায়, তার কি উচিত নয় যে, এমন হালালের দিকে ঝুঁকে পড়া, যা অন্য একটা হালালের চাইতে অধিক উত্তম?
সাধারণত, বর্তমান আধুনিক জামানায় যে স্টাইলিশ হিজাব কতিপয় নারীকূল পরে থাকেন, তা অবশ্যই সর্বসম্মতিক্রমে অপছন্দনীয়। কিন্তু, আমরা যারা স্টাইলিশ হিজাব অপছন্দ করি, তারা যখন স্টাইলিশ শার্ট-প্যান্ট পরে, স্টাইলিশ হিজাবের বিরুদ্ধে বলতে যাবো, তখন কি আমাদের উচিত নয় আগে অন্তত একবার নিজের দিকে তাকানো?
আলোচনার সারবস্তু হলো, পুরুষেরও পর্দা আছে। পুরুষেরাও শালীন পোশাক পরিধান করবে এবং দৃষ্টির হেফাযত করবে। কিন্তু দুঃখের ব্যাপার, পর্দার আয়াতে যেখানে আগে আমাদেরকে উদ্দেশ্য করেই কথা বলা হয়েছে, সেখানে আমরা পর্দার যাবতীয় হুকুম যেন নারীকূলের ওপরে উঠিয়ে দিতে পারলেই বেঁচে যাই।'

04/09/2023

জীবনের বেলা একেবারে ফুরিয়ে যাওয়ার আগে আমাদের জীবন তরীকে নির্বিঘ্নে কূলে ভেড়াতে হবে। সেই কূল, যে কূলে আর কোনো দুশ্চিন্তা নেই। নেই কোনো মন খারাপের গল্প।

MD Shamim Hossainn

25/08/2023

দুনিয়াতে এমন অনেক মানুষের সাথে আপনার দেখা হবে যাদের সাথে জীবনে আর দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না।
সুতরাং, চেষ্টা করবেন প্রতিটা সাক্ষাতে মুগ্ধতা রেখে আসার।

— আরিফ আজাদ।
MD Shamim Hossainn

25/08/2023

স্বপ্নে জয়ের যু্দ্ধে জয়ী হতে যা করার সব করো
তবে ইমান বিধ্বংসী কিছু করো না।
আসল স্বপ্নতো জান্নাত পাওয়া।

Coppyed: Engineer Sabbir Hossain
মোঃ শামিম হোসেন,MD Shamim Hossain

কলিজায় বার বার কি যেন আঘাত করতেছে,,😓😓।। মুসলিম উম্মাহ আবারো একটা অবিভাবক শূন্য হলো  আমরা তাকে তার যোগ্য মূল্যায়ন করতে পা...
15/08/2023

কলিজায় বার বার কি যেন আঘাত করতেছে,,😓😓।।
মুসলিম উম্মাহ আবারো একটা অবিভাবক শূন্য হলো আমরা তাকে তার যোগ্য মূল্যায়ন করতে পারিনি 😔।

এখন আমাদের মূল্যায়নের আর প্রয়োজন নাই,,, কুরআনের পাখিকে আল্লাহপাক নিজেই মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ,,,,, আল্লাহপাক মাফ করুক,, জান্নাতুল ফেরদৌস নসিফ দান করুক,,, আমিন।।।।।।

14/08/2023

ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন-

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে:-

(১) কথা বেশি বলা।
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম।
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে:-

(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়:-

(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে:-

(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা এবং
(৪) আত্মসম্মান রক্ষা

চারটা জিনিস রিযক বৃদ্ধি করে:-

(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকর করা,
(৩) নিয়মিত দান করা এবং
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযক কমিয়ে দেয়:-

(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা এবং
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

[যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায়ঃ ৪/৩৭৮]

وما توفيقى الا بالله
(সংগৃহিত)

13/08/2023

আপনার শরীরে মজুদ থাকা এই অঙ্গপ্রত্যঙ্গগুলো ভালো থাকলে আপনিও ভালো থাকেন৷ একবার ভাবুন তো—এখানে থাকা প্রতিটা জিনিস যদি টাকা দিয়ে কিনতে হতো, দুনিয়াতে কতোজন মানুষ বাঁচার সৌভাগ্য লাভ করতো? সুবহানআল্লাহ! বিস্ময়কর এই পুরো প্রক্রিয়া সমেত একটা মানব-শিশু জন্মলাভ করে৷ এসবের জন্য তাকে টাকা দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, দিতে হয় না কোথাও উপরিপাওনা অথবা চাঁদা।

মানুষেরা নাকি কৃতজ্ঞ হওয়ার যথেষ্ট কারণ খুঁজে পায় না৷ সুবহানআল্লাহ! তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আলো-বাতাস আর পানি দিয়ে, শরীরের মধ্যে সুনিপণ কলাকৌশলের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন, স্রেফ এই একটা কারণে সারাজীবন সিজদায় পড়ে থাকলেও তো আল্লাহর এই নেয়ামতের এক কণা শুকরিয়া আদায় হবে না৷

22/07/2023

আপনি যেটাকে আপনার জীবনের শেষ ভাবছেন ,
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা হয়তো ঠিক সেখান থেকেই আপনার জীবনটাকে শুরু করতে চান।
-আরিফ আজাদ

17/07/2023

আপনি যখন বুঝতে পারেন যে আমি আপনাকে ঘৃণা করছি, নিশ্চিত জানবেন— কেবল আল্লাহর জন্যই এই ঘৃণা। আবার, যখন বুঝতে পারবেন যে আপনাকে আমি ভালোবাসছি, তখনও নিশ্চিত হোন— এই ভালোবাসাও কেবল আল্লাহর জন্যেই৷

আমাদের ভালোবাসা আর ঘৃণার মাঝামাঝি কিছু নেই এবং সেসবের কোনোকিছু ব্যক্তিগতও নয়৷

মনে রেখো যুবক! হস্তমৈথুন যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। দেহ মন অসুস্থ হয়ে যাবে।বিষন্নতার চাদ...
10/07/2023

মনে রেখো যুবক! হস্তমৈথুন যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। দেহ মন অসুস্থ হয়ে যাবে।বিষন্নতার চাদরে ঢাকা পড়বে তোমার সকাল দুপুর আর আলো ঝলমলে বিকেলটা। নানাব্যধি শরীরে জেঁকে বসবে। খেই হারিয়ে তুমি জীবনের অর্থ হারিয়ে ফেলবে। যারা এই কুঅভ্যাসে অভ্যস্ত, তারা যুবক বয়সেই হাড্ডিসার বুড়ো হয়ে যায়।আতংকে আতকে উঠে ও সর্বক্ষণ হতাশায় নিমগ্ন থাকে। সমাজ থেকে ভয়ে পলায়ন করে। মানুষের সাক্ষাতে অস্বস্তিবোধ করে। জীবনকে সে ভয় পায়। জীবন অনুসংগকে এড়িয়ে চলে। এমন যুবক বেঁচে থেকেও মরে যাওয়ার নামান্তর। সুতরাং এ পথ তুমি পরিহার কর। তোমার ভাইদের পরিহার করতে বলো। নিজ হাতে নিজেকে ধ্বংস করা থেকে বেঁচে থাকো। অন্যদেরও বেঁচে থাকার উপদেশ দাও। দেখবে সফলতা তোমার আমার পদচুম্বন করবে ইনশাআল্লাহ।
MD Shamim Hossain

09/07/2023

ও যুবক ভাই শোনেন,,

#তাকওয়া

অবাধ্য নফস বাধ্য হবে কাফনে, পরিবার পরিজন সেদিন ব্যস্ত হবে দাফনে 🙂🌿MDMD Shamim HossainhMD Shamim HossainoMD Shamim Hossai...
01/07/2023

অবাধ্য নফস বাধ্য হবে কাফনে, পরিবার পরিজন সেদিন ব্যস্ত হবে দাফনে 🙂🌿
MDMD Shamim HossainhMD Shamim HossainoMD Shamim Hossain

28/06/2023

আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত, রক্ত পৌঁছে না বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।
- সূরা আল-হজ্জ (আয়াত: ৩৭)]

আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
28/06/2023

আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

26/06/2023

যুকব শোন তোমাকেই বলছি.😳😳

26/06/2023

আজ যুকব তুমি যেনা এত সহজেই করতেছো বুজতায়ছো না। তওবা করে ফিরে আসো রবের দিয়ে। তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন।
MD Shamim Hossain

পবিত্র কাবা শরীফ 🙂🥀❤️❣️💝
13/06/2023

পবিত্র কাবা শরীফ 🙂🥀❤️❣️💝

10/06/2023

"যে তওবা করে, আর ঈমান আনে এবং অঅৎ কর্ম করে অথবা সৎ পথে অটল থাকে আমি তার তাঁর প্রতি অব্যশ্যই ক্ষমাশীল"

সূরা ত্বো-হা আয়াত ৮২

09/06/2023

কখনোই হেলায় হারাবেন না।

07/06/2023

মৃত্যর সময় যে কষ্ট হয় সবার শোনা উচিত 😟😟

#তাকওয়া

Address

Bogura

Telephone

+8801759088408

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম শান্তির ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All

You may also like