Sarkar shohag

Sarkar shohag We are working for unemployment free society.

09/07/2023

When success is not found in life, disappointment surrounds from all sides. But success will come only when failure is removed, perseverance and hard work are the keys to success

06/03/2022
28/12/2021

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর- শিক্ষা মন্ত্রী
-------------------------------------------------------
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিআইসিসি ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপেক্ষা।

04/11/2021

সরকারি-বেসরকারি স্কুলে এবারও লটারিতে ভর্তি:
-------------------------------------------------
গত বছরের মতো এ বছরও সরকারি ও বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিটকের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ নভেম্বর) সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

জানা গেছে, মহামারি করোনা সংক্রমণ এড়াতে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ভর্তি লটারির মাধ্যমে আয়োজন করা হবে। এ ছাড়া এই বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার এই নীতিমালা জারি করা হতে পারে।

ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এই সভায় রাজধানীর সরকারি ও বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

27/10/2021

প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও চলতি বছরের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। এবার মোট পরীক্ষার্থী সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এছাড়া ২০২২ সালের এসএসসি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।

তিনি বলেন, কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে- তা পরে জানানো হবে।

02/10/2021

একদিনের কোয়েলের বাচ্চা কিভাবে ব্রিডিং করতে হবে

22/10/2019

জাপানি উন্নত জাতের কোয়েল পাখির ১ দিনের বাচ্চা আমরাই সরবরাহ করে থাকি। যারা নতুন খামারি তাদের বিভিন্ন সহযোগিতা করা হয়।

It's a life changing speech. Glen close is an USA actress. She said in her speech, how to be patience to others or disab...
20/09/2019

It's a life changing speech. Glen close is an USA actress. She said in her speech, how to be patience to others or disable people. Don't underestimate their.
If you like this video, please subscribe our channel.
কীভাবে ভালোবাসা যায়, সে উপায় বের করতে হয়। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের নানা দিক নিয়ে ভাবতে গিয়ে আমি অন্যের প্রতি সহিষ্ণু হতে শিখেছি। অন্যের আবেগ-অনুভূতির সঙ্গে একাত্ম হতে শিখেছি। আক্ষরিক অর্থেই, অন্যের জুতোয় পা দিয়ে তার জীবন বুঝতে চেয়েছি। তার চোখ দিয়ে দেখেছি গোটা দুনিয়া।

আমি তোমাদের বলব, তোমরাও অন্যকে বুঝতে শেখো, অন্যের প্রতি সহানুভূতিশীল হও। এর জন্য চেষ্টা ও অনুশীলনের প্রয়োজন। প্রথমেই কৌতূহলী হতে হবে, কোনো ব্যক্তির কোনো বিশেষ আচরণের পেছনে কারণটা কী। এর চর্চা করতে করতেই তোমরা শিখে নেবে।
আমাদের অন্যকে বোঝার ক্ষমতা বেড়েছে, কারণ আমরা অন্যের দিকে তাকিয়েছি। তাদের মুখোমুখি হয়েছি। তাদের চোখে চোখ রেখেছি। আসলে কিন্তু কারও চোখের দিকে তাকিয়েই তার সঙ্গে যোগাযোগ করা যায়। এটা যোগাযোগের ক্ষেত্রে দ্রুত ও শক্তিশালী উপায়।

আমাদের সহানুভূতি বেড়েছে, কারণ ক্রমবিকাশের সূচনালগ্ন থেকে আমরা নিজেদের চোখে চোখ রেখেছি, ফোনের স্ক্রিনে নয়। গবেষণায় দেখা গেছে, অন্যের সঙ্গে দূরত্ব যত বাড়বে, যখন একজনের চোখ আরেকজনের চোখ দেখতে পাবে না, তখন সহানুভূতিশীলতাও কমে যাবে।

যদি মুক্ত ও সফল সমাজ গড়তে চাও, নিজেদের দিকে তাকাও, মোবাইল স্ক্রিনে নয়।
ইংরেজি থেকে অনুবাদ: শাহরোজা নাহরিন

It's a life changing speech. Glen close is an USA actress. She said in her speech, how to be patience to others or disable people. Don't underestimate their....

28/08/2019

আসুন নিজের কর্মসংস্থান নিজেই গড়ি।

28/08/2019

কোয়েল পাখি পালনের সুবিধা।

28/08/2019
27/08/2019
27/08/2019
27/08/2019
22/08/2019

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sarkar shohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarkar shohag:

Videos

Share