20/09/2019
It's a life changing speech. Glen close is an USA actress. She said in her speech, how to be patience to others or disable people. Don't underestimate their.
If you like this video, please subscribe our channel.
কীভাবে ভালোবাসা যায়, সে উপায় বের করতে হয়। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের নানা দিক নিয়ে ভাবতে গিয়ে আমি অন্যের প্রতি সহিষ্ণু হতে শিখেছি। অন্যের আবেগ-অনুভূতির সঙ্গে একাত্ম হতে শিখেছি। আক্ষরিক অর্থেই, অন্যের জুতোয় পা দিয়ে তার জীবন বুঝতে চেয়েছি। তার চোখ দিয়ে দেখেছি গোটা দুনিয়া।
আমি তোমাদের বলব, তোমরাও অন্যকে বুঝতে শেখো, অন্যের প্রতি সহানুভূতিশীল হও। এর জন্য চেষ্টা ও অনুশীলনের প্রয়োজন। প্রথমেই কৌতূহলী হতে হবে, কোনো ব্যক্তির কোনো বিশেষ আচরণের পেছনে কারণটা কী। এর চর্চা করতে করতেই তোমরা শিখে নেবে।
আমাদের অন্যকে বোঝার ক্ষমতা বেড়েছে, কারণ আমরা অন্যের দিকে তাকিয়েছি। তাদের মুখোমুখি হয়েছি। তাদের চোখে চোখ রেখেছি। আসলে কিন্তু কারও চোখের দিকে তাকিয়েই তার সঙ্গে যোগাযোগ করা যায়। এটা যোগাযোগের ক্ষেত্রে দ্রুত ও শক্তিশালী উপায়।
আমাদের সহানুভূতি বেড়েছে, কারণ ক্রমবিকাশের সূচনালগ্ন থেকে আমরা নিজেদের চোখে চোখ রেখেছি, ফোনের স্ক্রিনে নয়। গবেষণায় দেখা গেছে, অন্যের সঙ্গে দূরত্ব যত বাড়বে, যখন একজনের চোখ আরেকজনের চোখ দেখতে পাবে না, তখন সহানুভূতিশীলতাও কমে যাবে।
যদি মুক্ত ও সফল সমাজ গড়তে চাও, নিজেদের দিকে তাকাও, মোবাইল স্ক্রিনে নয়।
ইংরেজি থেকে অনুবাদ: শাহরোজা নাহরিন
It's a life changing speech. Glen close is an USA actress. She said in her speech, how to be patience to others or disable people. Don't underestimate their....