Freelancer Minar

  • Home
  • Freelancer Minar

Freelancer Minar I am Minar. i am Freelancer. Inspiration is the most important part of our digital strategy.

ডিজিটাল মার্কেটিং কি? জেনে নিন আপনি ডিজিটাল মার্কেটিং এ কোন কোন সেক্টর নিয়ে কাজ করতে পারবেন।বর্তমান যুগ ডিজিটাল যুগ। আপন...
24/03/2022

ডিজিটাল মার্কেটিং কি? জেনে নিন আপনি ডিজিটাল মার্কেটিং এ কোন কোন সেক্টর নিয়ে কাজ করতে পারবেন।

বর্তমান যুগ ডিজিটাল যুগ। আপনি পৃথিবীতে বাস করছেন ডিজিটাল প্রযুক্তির মাঝে। সেই হিসেবে আপনার ব্যবসায়ও অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে হবে। আপনি তুলনামুলকভাবে কম খরচে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়। ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা SEO মূলত একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা, তাহলে আপনার পণ্যের বিক্রিও বৃদ্ধি পাবে । আজকের প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। গুগল তার তথ্য গুলো নিয়মিত আপডেট করে।

👉 কন্টেন্ট রাইটিং

আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে অনলাইনে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে রয়েছে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। যাদের ইংরেজীতে রয়েছে অগাধ দক্ষতা তারাই নিজেদেরকে রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন অনায়াসে। বিভিন্ন ওয়েব সাইটে বিভিন্ন উদ্দেশে আর্টিকেল লিখা হয়। ব্লগ আর্টিকেল ছাড়াও প্রোডাক্টের রিভিউ, সার্ভিসের সেলস পেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের । মনে রাখবেন, একটি কার্যকর কৌশল আপনার পাঠকদের জন্য তৈরি করবেন এবং তারা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে আগ্রহী হবে। একটি ভাল কন্টেন্ট আপনার ব্যবসা ব্র্যান্ডিং জন্য সবচেয়ে ভাল উপায়।

👉 সোশ্যাল মিডিয়া মার্কেটিং

আপনার ব্যবসায়িক পণ্যের প্রচারের জন্য এর চাইতে ভাল জায়গা, এখনও নাই। একটি এ্যাক্টিভ কমিউনিটি তৈরি করুন। এমনভাবে একটি কমিউনিটি তৈরি করুন যেখানে সকল মেম্বার এ্যাক্টিভ থাকবে। ফেসবুকে কমিউনিটি তৈরি করার জন্য গ্রুপ কিংবা পেজ তৈরি করুন। এমনি করে টুইটার, ইন্সট্রাগ্রাম, গুগল প্লাস কিংবা লিংকেডিনে কমিউনিটি তৈরি করুন। আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহন করতে পারেন। কাউকে ইমেইল পাঠানোর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার পেজ কিংবা গ্রুপের লিংকগুলো সিগনেচার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার নিজের ওয়েবসাইটে কিংবা কোন ব্লগে পোস্ট দেয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লাইক বাটন যুক্ত করুন। নিয়মিত পোস্ট দিতে হবে। সেটা একটা রুটিন অনুযায়ী করলে ভাল হয়ে। যেমন, ৩ দিন পর, ১ সপ্তাহ পর। তাহলে নিয়মিত ভিজিটর আসবে নতুন কিছু পাবার আশায়।

👉 ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন

এটি অনেকটা আবার আপনার SEM এর একটি মার্কেটিং ব্যবস্থা। সম্ভাব্য শ্রোতাদের লক্ষ্য করে ডিসপ্লে বিজ্ঞাপন ফরম্যাটের বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন- এটি টেক্সট, ইমেজ, ব্যানার, সমৃদ্ধ মিডিয়া, ইন্টারেক্টিভ বা ভিডিও বিজ্ঞাপন হতে পারে। আপনার আগ্রহ, বিষয়বস্তু বিষয় বা ক্রয় চক্রের গ্রাহকের অবস্থানের উপর ভিত্তি করে আপনার বার্তা কাস্টমাইজ করতে পারেন।

👉 মোবাইল মার্কেটিং

এসএমএস(SMS) মার্কেটিং, এমএমএস(MMS) মার্কেটিং এর মাধ্যমে মোবাইল মার্কেটিং করা হয়। আর এগুলোর মধ্যে “SMS FOR MOBILE” মার্কেটিং পদ্ধতিটি খুবই গুরুতুপূর্ণ। আপনি ভার্চুয়াল জগৎ এর, ডিজিটাল যুগের মানুষ। আপনার ফেসবুক, টুইটারে অনেক ফলোয়ার থাকতে পারে। তাদেরকে আপনি মেসেজ অথবা টুইট করতে পারেন আপনার keyword গুলো। মেসেজ হবে সংক্ষিপ্ত, to-the–point এ এবং ১৬০ ওয়ার্ডের বেশী নয়। এই মার্কেটিং পদ্ধতিটি খুবই ফ্লেক্সিবল এবং এটি টাকা তৈরীর টুল হিসেবে ব্যবহৃত হতে পারে।

👉 ইন্টারেক্টিভ মার্কেটিং

আপনার ওয়েবসাইটে কি ধরনের ভিজিটর আসে আর কতজন ভিজিটর আসে তার উপরেই আপনার ওয়েবসাইটের সকল সাফল্য নির্ভর করে। আপনি একটা ভিডিও তৈরি করে সেটা বিভিন্ন ভিডিও সাইটে দিতে পারেন যেমন ইউটিউব, ডেইলিমোশন, ভিমিও, রেভের ইত্যাদি। এতে আপনার ভিডিওটি ছড়িয়ে পড়বে আর অনেক মানুষকে আপনার ওয়েবসাইটে আসতে বাধ্য করবে।

👉 ইমেইল মার্কেটিং

যখন আমি আমার বার্তা গ্রাহকদের কাছে ইমেইলের মাধ্যমে পোঁছাবো তখন তাকে আমরা ইমেইল মার্কেটিং বলব। ইমেইল মার্কেটিং হচ্ছে একটি অনলাইন মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার পন্যের এবং সেবার প্রচার করতে করতে পারবেন এবং আপনার সাইটের প্রচার করতে পারবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান এই পদ্ধতির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছে।

👉 অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যাবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এমন কোন বিষয় নয় যেখানে আপনি রাতারাতি খুব বেশি কিছু করে ফেলতে পারবেন। এখানে তারাই সফল হবে যারা ধৈর্য সহকারে কাজ করে যেতে পারবে।

👉 ওয়েব এনালিটিক্স

আপনার ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ওয়েব Analytics। মূলত, ওয়েব এনালিটিক্স সংগ্রহ করা, পরিমাপ, বুঝতে, বিশ্লেষণ, পরিকল্পনা, রিপোর্ট করা এবং আপনার ব্যবসার জন্য ওয়েব কার্যক্রম ভবিষ্যদ্বাণী করতে আপনাকে সাহায্য করবে। ওয়েব এনালিটিক্স ওয়েব পরিসংখ্যান সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ ওয়েব এনালিটিক্স হচ্ছে গুগল এনালিটিক্স, স্প্রিং মেট্রিক্স, অপেরা, প্রিন্ট। এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেক বিজ্ঞাপনদাতা তার ব্যবসা বুঝতে ওয়েব এনালিটিক্স ব্যবহার করা হয়।
--

এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ব্যবসার জন্য বিভিন্ন মার্কেটিং কৌশল ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে কোন কৌশলটি ব্যবহার করলে বেশি লাভবান হবেন। ডিজিটাল মার্কেটিং একটি গতিশীল মাধ্যম এবং আপনি সবসময় আপানার কাজের উপর ভিত্তি করে পরিবর্তন করতে পারবেন।

24/03/2022

বর্তমান বিশ্ব বাজারে Freelancer দের চাহিদা উত্তরত্তর বৃদ্ধি পাচ্ছে।আপনি কিন্তু চাইলেই হতে পারেন একজন দক্ষ ও সুযোগ্য Freelancer, আর আপনার ক্যারিয়ার গড়তে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও আপগ্রেডেড আইডিয়া। এই দুটির সমন্বয় ঘটাতেই আমরা রয়েছি আপনার পাশে।

14/03/2022

নতুন ফ্রিলান্সিং প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, যেখানে ফ্রিলান্সিং শেখার পাশাপাশি ১ম মাস থেকে প্রজেক্টে কাজ করে আয় করার সুযোগ পাবেন।
বিদ্রঃ যারা সুযোগটি পেতে চান দ্রুত যোগাযোগ করুন।

♦️বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না। কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।🥰কারন শু...
14/03/2022

♦️বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না।
কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।🥰

কারন শুধু মাত্র এই সেক্টরেই আপনি নিজের স্বাধীনমত কাজ করতে পারবেন আর নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।😇
তবে অনেকেরই জানা নেই কিভাবে এই সেক্টর এ কাজ শুরু করবে এবং ফ্রিল্যান্সিংটা আসলে কি, তাদের জন্যই আমাদের এই ক্লাস এর আয়োজন, যেখানে-
★ ফ্রিল্যান্সিং কি?
★ কিভাবে শুরু করবেন?
★ কিভাবে ইনকাম হয়?
★ কিভাবে শিখবেন, শিখতে কত দিন লাগবে?
★ শিখতে কত টাকা লাগবে, কোন বিষয় এ ফ্রিল্যান্সিং করলে সহজে ও কম সময়ে ভালো কাজ পাওয়া যাবে?

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের একটা চমৎকার ফ্রী অনলাইন ক্লাস আয়োজন করা হয়েছে😊

অনলাইন ক্লাস অংশ গ্রহণ করতে শুধু zoom apps টা মোবাইলের নিয়ে রাখবেন,

সবাই পূর্বপ্রস্তুতি নিয়ে রাখবেন।
🎆 বিস্তারিত বিষয়ে জানতে ও যারা আগ্রহী তারা ইনবক্স যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।🥰

Happy freelancing

ফাইবার থেকে নিজের সেরাটা বের করে আনুন জাস্ট ৬ টি উপায়ে-১. আপনার গিগের থাম্বনেইল ঠিক আছে কি না এবং সেটা যুগোপযোগী কি না, ...
12/03/2022

ফাইবার থেকে নিজের সেরাটা বের করে আনুন জাস্ট ৬ টি উপায়ে-

১. আপনার গিগের থাম্বনেইল ঠিক আছে কি না এবং সেটা যুগোপযোগী কি না, সেটা ভালোমতো যাচাই করুন।

২. সম্ভব হলে গিগ ভিডিও বানান। যাঁদের গিগে ভিডিও আছে, তাঁদের কাজ পাওয়ার হার তুলনামূলক ভালো। তবে খেয়াল রাখবেন, ভিডিও যেন আপনি যে ধরনের কাজ করছেন, সেটার ভালো একটা ধারণা দেয় এবং ভালো মানের হয়।

৩. গিগ টাইটেল ঠিক আছে কি না এবং ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে কি না, সেটা ভালোভাবে যাচাই করুন।

৪. যে সেবা দিচ্ছেন, সেটার প্রতিযোগিতা কেমন, সে অনুযায়ী আপনি আপনার সেবা সাজিয়েছেন কি না দেখুন। আপনার বিভাগে যাঁরা ভালো করছেন, তাঁদের থেকে আপনার গিগ সাজানোর পার্থক্য কী কী, সেটা বোঝার চেষ্টা করুন।

৫. ক্রেতাকে রিকোয়েস্ট পাঠিয়ে চেষ্টা করুন। সে ক্ষেত্রে ইংরেজিতে লেখা এবং বানানের দিকে সতর্ক থাকুন এবং পেশাদারির পরিচয় দিন।

৬. ফাইভারের এডুকেশন সেন্টার এবং ফোরামে তাদের নিজস্ব কিছু নীতিমালা আছে। সেখান থেকে আপনার কাজের ধরন অনুযায়ী ঘেঁটে দেখে ধারণা নিন।

বিভ্রান্ত হবেন না। নিজেকে কখনই বলবেন না যে আপনাকে সমগ্র বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড হতে হবে। বর্তমান মুহুর্তে আপনার যা...
09/03/2022

বিভ্রান্ত হবেন না। নিজেকে কখনই বলবেন না যে আপনাকে সমগ্র বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড হতে হবে। বর্তমান মুহুর্তে আপনার যা প্রয়োজন তা নিয়ে কাজ শুরু করুন এবং তারপরে আগামীকাল আপনার কী করা দরকার। সুতরাং, নিজেকে পরিচালনাযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন।

— জাস ব্যাগনিউস্কি, ইভ ম্যাট্রেসের প্রতিষ্ঠাতা এবং সিইও।

Don’t get distracted. Never tell yourself that you need to be the biggest brand in the whole world. Start by working on what you need at the present moment and then what you need to do tomorrow. So, set yourself manageable targets.

— Jas Bagniewski, founder and CEO of Eve Mattress.

“To be a champion, I think you have to see the big picture. It’s not about winning and losing; it’s about every day hard...
07/03/2022

“To be a champion, I think you have to see the big picture. It’s not about winning and losing; it’s about every day hard work and about thriving on a challenge. It’s about embracing the pain that you’ll experience at the end of a race and not being afraid. I think people think too hard and get afraid of a certain challenge.” – Summer Sanders

“একজন চ্যাম্পিয়ন হতে, আমি মনে করি আপনাকে বড় ছবি দেখতে হবে। এটা জয়-পরাজয়ের বিষয় নয়; এটি প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং একটি চ্যালেঞ্জে সাফল্য লাভের বিষয়ে। এটি এমন ব্যথাকে আলিঙ্গন করা যা আপনি একটি দৌড়ের শেষে অনুভব করবেন এবং ভয় পাবেন না। আমি মনে করি লোকেরা খুব কঠিন চিন্তা করে এবং একটি নির্দিষ্ট চ্যালেঞ্জকে ভয় পায়।" - সামার স্যান্ডার্স

😔উঠুন অন্যথায় আপনার সুবিধাজনক স্থান আপনাকে মেরে ফেলবে😀
03/03/2022

😔উঠুন অন্যথায় আপনার সুবিধাজনক স্থান আপনাকে মেরে ফেলবে😀

ভালোবাসা শিখতে হয় একাকীত্তের সংগী হতেপ্রকৃত ভালোবাসা মরে যায় বেকারত্তের আঘাতেবাংলাদেশে (করোনা) COVID19 ভাইরাস থেকেও বড়ো ...
28/02/2022

ভালোবাসা শিখতে হয় একাকীত্তের সংগী হতে
প্রকৃত ভালোবাসা মরে যায় বেকারত্তের আঘাতে

বাংলাদেশে (করোনা) COVID19 ভাইরাস থেকেও বড়ো মহামারীর নাম বেকারত্ব

বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট। ইংরেজি আনএমপ্লোয়মেন্ট (Unemployment) শব্দটি থেকে বেকারত্ব শব্দটি এসেছে। একজন মানুষ যখন তার পেশা হিসেবে কাজ খুজে পায় না তখন যে পরিস্থিতির হয় তাকে বেকারত্ব বলে।
বেকার হচ্ছে সেই ব্যক্তি যার বয়স ১৫ বছর বা তার চেয়ে বেশি এবং যে
সক্রিয়ভাবে কাজের সন্ধান করা বা কাজের জন্য তৈরি থাকা সত্ত্বেও কোন কাজ করছে না। বাংলাদেশে বেকারত্বের এই সংজ্ঞা অনুসারে বাংলাদেশের শ্রমশক্তি ও জরিপে দেখা যাচ্ছে ২০০২-০৩ এবং ২০০৫-০৬ সালে দেশের মোট বেসামরিক শ্রমশক্তি ছিলো যথাক্রমে ৫ কোটি ৬৩ লাখ ও ৪ কোটি ৯৫ লাখ। এর মধ্যে যথাক্রমে ৩ কোটি ৬০ লাখ ও ৩ কোটি ৭৪ লাখ ছিল পুরুষ এবং ১ কোটি ৩ লাখ ও ১ কোটি ২১ মিলিয়ন ছিল নারী।
দেশে কর্মজীবী শক্তির চেয়ে শ্রমশক্তির বেশি বৃদ্ধির কারণে বেকার সংখ্যার পরিমাণ বেড়েই চলেছে।
কাজের বাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সংগতিপূর্ণ না হওয়ায় দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা শিক্ষার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না।তাই বেকার বসে না থেকে সময়টুকু কাজে লাগানো প্রয়োজন। তাই নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং এর থেকে ভাল কিছু আর হতে পারে না।আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্তপেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরির থেকে বেশি আয় করে থাকেন

প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেন। কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজধোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন। সে জন্য বেকারত্ব দেখা দেয়।
— ড. মুহাম্মদ ইউনূস

❣️ফ্রিল্যান্সিং বা এফিলিয়েট ক্যারিয়ারে কেন লেগে থাকতে পারেন না! 🤔দুই মিনিট সময় নিয়ে পড়ুন তাহলেই জানতে পারবেন !♀️😛প্রচ...
27/02/2022

❣️ফ্রিল্যান্সিং বা এফিলিয়েট ক্যারিয়ারে কেন লেগে থাকতে পারেন না! 🤔

দুই মিনিট সময় নিয়ে পড়ুন তাহলেই জানতে পারবেন !♀️

😛প্রচন্ড ক্ষুদা লেগেছিল সকাল থেকেই না খেয়ে আছি!
ব্যস্ততার জন্য খেয়ে উঠা হয় নাই।
Versity Campus থেকে বের হয়ে KFC তে খেতে গেলাম।

খেতে বসে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেলসম্যান কর্নেল স্যান্ডার্সের ছবিটি দেখলাম আর ভাবলাম 🤔

একটা মানুষ কত পরিশ্রমী, কত ধৈর্যশীল, অধ্যবসায়ী, লেগে থাকার প্রত্যয়ী ছিলেন তা কি আপনাদের জানা আছে?
চলুন একটু জেনে নি ⬇️

সে তার জীবনে মাত্র ৫ বছর বয়স থাকতেই পিতাকে হারান।😓
১৭ বছর জীবনে ৪ টি চাকরি থেকে বিতাড়িত হন। এরপর একটি ইন্সুরেন্স কোম্পানির সেলসম্যানের চাকরি নেন এবং বিক্রি করতে ব্যর্থ হওয়ায় চাকরি হারান।

২০ বছর বয়সে তাঁর স্ত্রী তার একমাত্র কন্যাকে নিয়ে পালিয়ে বেঁচে যান ।😓

এরপর তিনি জীবন সম্পর্কে এতটাই হতাশ ছিলেন যে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন ,তারপর একদিন একটি গাছের নিচে বসে জীবনের ব্যর্থতার খতিয়ান নিয়ে ভাবতে গিয়ে তার মনে হলো জীবনে অনেক কিছু করার আছে! আমি কেন আত্মহত্যা করবো? আমি তো অন্যদের চেয়ে অন্তত একটা জিনিস ভালো পারি আর তা হলো মায়ের কাছ থেকে শেখা রান্না।

তারপর শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা এবং দুঃখজনকভাবে তিনি এই ব্যবসা ও সফল হতে পারলেন না।

এরপর তিনি নিজস্ব রেসিপিতে কয়েকটি মুরগি ফ্রাই করলেন এবং তার আশেপাশের এলাকা বাড়ি বাড়ি গিয়ে ফেরি করতে লাগলেন।

ওই সময়কার তার সহকর্মীরা বলেন তিনি ১০০৯ জন ব্যক্তির কাছে তার মুরগির ফ্রাই নিয়ে যান ।
তারপর ১০১০ তম ব্যক্তির কাছে বিক্রি করতে পারেন ।

এখন ১৩০ টি দেশে ২৪ হাজারের অধিক শাখা রয়েছে KFC এর এই মালিকের। বর্তমানে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ..✌️

তাহলে কল্পনা করেন বিক্রয় কর্মী হিসেবে কতটা ধৈর্যশীল অধ্যবসায়ী এবং পরিশ্রমী লেগে থাকার প্রত্যয়ীই ছিলেন।

এফিলিয়েট মার্কেটিং , ফ্রিল্যান্সিং থেকে সফল হওয়ার জন্য আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে ,পরিশ্রমই হতে হবে তাহলে ইনশাআল্লাহ সফল হবেন।

সময় থাকলে মনোযোগ দিয়ে আবার পড়ুন & কমেন্ট করুন কি শিখতে পারলেন।

📝রাইটার : তাওহিদ ❣️

Address

Bogura

Telephone

+8801715905597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Minar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Minar:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share