দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

  • Home
  • Bangladesh
  • Bogra
  • দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

দি পাথফাইন্ডার পাবলিকেশন্স The Pathfinder Publications is a book publisher with the aim to promote writer with values. Our books are available across Bangladesh.

মনীষীদের বইয়ের নেশার ৩য় সংস্করণ ও আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা" দু'টি  বই কিশোর,যুবকসহ সবার জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ...
30/09/2024

মনীষীদের বইয়ের নেশার ৩য় সংস্করণ ও আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা" দু'টি বই কিশোর,যুবকসহ সবার জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরছি ৷
১. মনীষীদের বইয়ের নেশা
লেখক: সাকী মাহবুব
পৃষ্ঠা: ৪৮
ধরন: পেপারব্যাক
প্রচ্ছদমূল্য: ১২০/

২. আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা"
লেখক: সাকী মাহবুব
পৃষ্ঠা: ৪৫
ধরন: পেপারব্যাক
প্রচ্ছদমূল্য: ৯০/
✅ বই দু'টির একত্রে মুদ্রণ মূল্য ২১০/ টাকা
✅ পাঠক পাচ্ছেন মাত্র ১৫০/টাকায়
কুরিয়ার চার্জ ফ্রি

✅ বইগুলো অর্ডার করতে ইনবক্সে আপনার মোবাইল নাম্বার
আর ঠিকানা দিন প্লিজ। আমরা যোগাযোগ করে অর্ডার
নিশ্চিত করব, ইনশাআল্লাহ ৷

ইসলামের ইতিহাসের পথ বেশ রক্ত-পিচ্ছিল। অনেক সময়  বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না। তখন জিহাদের ...
16/09/2024

ইসলামের ইতিহাসের পথ বেশ রক্ত-পিচ্ছিল। অনেক সময় বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না। তখন জিহাদের রক্তশপথ নিতে হয়-----মৃত্যু নয় জীবন, যেকোনো একটিকে বেছে নিতে হয় একজন মুসলিম মুজাহিদকে।

"বদর থেকে বালাকোট " এসব যুদ্ধের দীর্ঘ ইতিহাসের ঘটনা-পরম্পরা। বক্তব্য নাতিদীর্ঘ। উদেশ্য পাঠকের সামনে এ সব যুদ্ধের টুকরো টুকরো ছবিকে তুলে ধরা। পাঠকের কাছে এমনি একটা ম্যাসেজ পৌঁছে দেওয়া যে, সহজে-স্বচ্ছন্দে আমরা ইসলামকে পাইনি ----অর্ধ-পৃথিবীর মানচিত্র ও শাসন-প্রতিষ্ঠা এমনিতে হয়নি।
তাগুত ও বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ-দ্রোহিতা, প্রতিরোধ ও সংগ্রাম দিনে দিনে ভয়াবহ যুদ্ধের নিয়েছে। জয় নয়তো শহিদী-মৃত্যুর শারবান তহুরা----যেকোনো একটিই কাম্য একজন মুসলিম বীর সেনানীর। প্রিয় রাসুল(স.) তো নিজেই তরবারি ধরেছেন। এই ধারাবাহিকতায় হজরত আলী(রা.), হামজা(রা.) খালিদ(রা.), আবু ওয়াদা(রা.) হোসেন (রা.),তারিক, মুসা, কাশিম, ঘুরী, বখতিয়ার খলজি----সবার হাতের অস্ত্র যুদ্ধজয়ের কথা বলেছে, ঝনঝনিয়ে উঠেছে বারবার। শত্রুর সাথে এই মোকাবিলা তৌহিদের সুরভিতে উজ্জীবিত। এসব কথামালা দিয়ে সাজানো " "বদর থেকে বালাকোটে"র প্রতিটি রূপালি পাতা। প্রিয় পাঠক, আপনিও নিজেকে জড়িয়ে নিন বইয়ের এক-একটি দৃশ্যপটের সাথে...

বদর থেকে বালাকোট
লেখক : বদরুজ্জামান
প্রকাশনী : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স
প্রচ্ছদ মূল্য: ২০০/
পৃষ্ঠা : ১৪৪
কভার : পেপার ব্যাক
৩০% ছাড়ে মূল্য: ১৪০/
সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি

অর্ডার করতে ঠিকানা ও মোবাইল নাম্বারসহ ইনবক্স করুন ৷

আলেকজান্ডার, মাত্র উনিশ বছরের যুবক। শিকার ধরা আর ঘোড়ায় চড়ে বেড়ানো তার নেশা। সবেমাত্র যৌবনে পা রাখা এ বয়সের একজন রাজপুত্র...
21/08/2024

আলেকজান্ডার, মাত্র উনিশ বছরের যুবক।
শিকার ধরা আর ঘোড়ায় চড়ে বেড়ানো তার নেশা। সবেমাত্র যৌবনে পা রাখা এ বয়সের একজন রাজপুত্রের জীবনকে উপভোগ করার জন্য আরোও কিছু ছিল। বাবা ফিলিপ ব্যস্ত ছিলেন একটা অভিযানের শেষ প্রস্তুতিটা সেরে নিতে। পারস্য সীমান্তে একটা অভিযানে সেনা পাঠাবেন তিনি, তারই শেষ মুহুর্তের দেখাশোনা চলছিল।

প্রায় ৪ হাজার বছর ধরে গড়ে উঠা পারসিক সভ্যতা সেকালে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ও শক্তিশালী সাম্রাজ্য।
সম্পদ ও প্রাচুর্যের চমক ছিল চোখ ধাধানো।

আরব মুসলমানদের হাতে এই পারস্যের পরাজয় হলো কিভাবে জানতে হলে পড়ুন
জিয়াউল হক স্যারের ❝ইতিহাসের দর্পণে ❞ বইটি।
যোগাযোগ -দি পাথফাইন্ডার পাবলিকেশন্স
শুভেচ্ছা মূল্য -২৩০৳

বই- যুবপ্রজন্মের প্রতি হিতোপদেশ আলি আহমাদ মাবরুর দি পাথফাইন্ডার পাবলিকেশন্সমূল্য মাত্র ৫০৳
20/08/2024

বই- যুবপ্রজন্মের প্রতি হিতোপদেশ
আলি আহমাদ মাবরুর
দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

মূল্য মাত্র ৫০৳

বই: মহামতি আকবর নায়ক না খলনায়কলেখক: জিয়াউল হকদি পাথফাইন্ডার পাবলিকেশন্সসম্রাট আকবরকে নিয়ে বহু ইতিহাস রচিত হয়েছে।  কিছু ই...
19/08/2024

বই: মহামতি আকবর নায়ক না খলনায়ক
লেখক: জিয়াউল হক
দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

সম্রাট আকবরকে নিয়ে বহু ইতিহাস রচিত হয়েছে। কিছু ইতিহাসের রচনায় বিকৃতি ঘটেছে। তার দীর্ঘদিনের শাসন পুরো ভারতবর্ষকে প্রভাবিত করে। লেখক সেই বিষয়টিকেই সামনে এনেছেন ঐতিহাসিক তথ্যের বিশ্লেষণের মাধ্যমে।
এমন অনেক ইতিহাস তিনি তুলে এনেছেন যা আমাদের অনেকেরই অজানা।

বইটি পেতে ইনবক্স করুন ইনশাআল্লাহ।

প্রচ্ছদ মূল্য -৩০০৳
ছাড় মূল্য-২১০৳

কেন হবেন উদ্যোক্তা? উদ্যোক্তা কি?উদ্যোক্তা হওয়ার উপায়?আইসিটি ও নারী উদ্যোক্তা ব্যবসায়ী ও উদ্যোক্তাসফল উদ্যোক্তা হওয়ার জন...
18/08/2024

কেন হবেন উদ্যোক্তা?
উদ্যোক্তা কি?
উদ্যোক্তা হওয়ার উপায়?
আইসিটি ও নারী উদ্যোক্তা
ব্যবসায়ী ও উদ্যোক্তা
সফল উদ্যোক্তা হওয়ার জন্য ১০টি কার্যকরী উপাদান।

আরো অজানা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে বইটি পড়ুন।

বই; উদ্যোক্তা এবং সফলতা
ড. মুহিব্বুল্লাহ শাহিন
দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

ইনবক্স

বই রিভিউ : ইসলামেই মিলবে সমাধান লেখক : আলী আহমাদ মাবরুরপ্রকাশনায় : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স পাঠ্যানুভূতি : অনেক সহজ ভা...
18/08/2024

বই রিভিউ : ইসলামেই মিলবে সমাধান
লেখক : আলী আহমাদ মাবরুর
প্রকাশনায় : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

পাঠ্যানুভূতি : অনেক সহজ ভাষায় লেখা বইটা পড়ে ভালো লাগবে। অনেক অজানা বিষয়ের সাথে পরিচয় হওয়া যাবে এবং নতুন অনেক কিছু জানার সুযোগ হবে।

আলোচ্য বইটিতে মুসলমানদের যাপিত জীবনের কিছু সমস্যার সর্বোত্তম পথ দেখিয়ে দেওয়ার পাশাপাশি সেসবের গ্রহণযোগ্য সমাধান বলে দেয়া হয়েছে। এছাড়া আপনি কীভাবে একজন ভালো মুসলিম হবেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। এসবের মধ্যে আছে তাকওয়ার গুরুত্ব, তাকওয়াবান মানুষ কীভাবে চিনবেন, রিযিকের ঝুঁকি কমানোর কিছু উপায়, মৃতদের জন্য করণীয়, আল্লাহর পছন্দনীয় কিছু গুণ, নবীজির শাফায়াত প্রসঙ্গ, নবীজীর ভাষ্যমতে উত্তম মুসলিম কারা ইত্যাদি।

বইটির প্রয়োজনীয়তা : বইটি পড়ার মাধ্যমে আপনার ঈমান ও আমল বৃদ্ধি পাবে, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। সময়ের মূল্যায়ন বুঝবেন। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার তাগাদা অনুভব করবেন। অপ্রয়োজনীয় বিষয়কে এড়িয়ে চলতে শিখবেন। শোকরগুজার মুসলিম হবেন। উত্তম মুসলিম হওয়ার পথে অনেকদূর এগিয়ে যাবেন। রিযিকের পেরেশানি কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রতি নির্ভরতা বাড়বে। দান-সদাকার গুরুত্ব উপলব্ধি হবে। ভালো-মন্দ মূল্যায়ন করার জ্ঞান আসবে। প্রাত্যহিক জীবনের জন্য শরীয়াহ মোতাবেক চলা কতোটা জরুরী এবং উপকারী সে বিষয়ে ধারণা লাভ হবে।

লেখার মান : লেখক একদম সহজ ভাষা, যা পড়া মাত্রই পাঠক বুঝতে পারবে, হৃদয়ে ধারণ করতে পারবে এমন কথামালা দিয়ে বইটি সাজিয়েছে।

বইটি পেতে ইনবক্স করুন/কমেন্ট করুন।

বই: অল্প আমল বেশি সাওয়াব। লেখক:আলি আহমদ মাবরুর।বইটি পেতে ইনবক্স করুন / কল করুন।
17/08/2024

বই: অল্প আমল বেশি সাওয়াব।
লেখক:আলি আহমদ মাবরুর।

বইটি পেতে ইনবক্স করুন / কল করুন।

জীবন গড়ার নতুন বই                   "স্বপ্নীল উদ্যান" হাছনা বিনতে বোরহান এর লেখা বইটিতে জীবন-যাপনের ক্ষেত্রে ইসলামের সৌন...
15/08/2024

জীবন গড়ার নতুন বই
"স্বপ্নীল উদ্যান"

হাছনা বিনতে বোরহান এর লেখা বইটিতে জীবন-যাপনের ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন ৷ তিনি ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে সাজাতে ইসলামি শরীয়তের প্রায় প্রতিটি বিষয়ই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছেন । প্রিয় পাঠক “স্বপ্নীল উদ্যান” বইটি পড়ে নিজেকে ও পরিবারকে ইসলামি জীবন বিধানের আলোকে সাজাতে পারবেন ।

"স্বপ্নীল উদ্যান" বইটি পাচ্ছেন ৩০% ছাড়ে মাত্র ১৫৮/ টাকায় সারাদেশে চার্জ ফ্রি ৷

বইটি সংগ্রহ করতে দি পাথফাইন্ডার পাবলিকেশন্সের পেজে ম্যাসেজ দিন অথবা
কল করুন
০১৭১১৪৮৩৪৯৯
০১৭১১৪৮৪২২৮

রুস্তমের হুংকারে হযরত মুগীরা (রা:) তেমন কোনো প্রতিক্রিয়াই দেখালেন না। তিনি নির্লিপ্ত থেকে অত্যন্ত স্বাভাবিক কন্ঠে বলে উঠ...
14/08/2024

রুস্তমের হুংকারে হযরত মুগীরা (রা:) তেমন কোনো প্রতিক্রিয়াই দেখালেন না। তিনি নির্লিপ্ত থেকে অত্যন্ত স্বাভাবিক কন্ঠে বলে উঠলেন, তুমি যদি
সত্যি সত্যিই আমাদেরকে হত্যা করো,তাহলে আমরা তো জান্নাতে যাবো।আর আমরা যদি তোমাদের হত্যা করি তাহলে তোমরা জাহান্নামে জ্বলবে।
এর পরে যারা বেঁচে থাকবে,তারা আমাদেরকে জিযিয়া দিবে।

রুস্তম আর তার সভাসদরা জীবনেও এরকম পরিস্থিতিতে পড়েননি।তারা ভেবেই পাচ্ছেনা যে মাত্র কয়েক বছরের মধ্যে নিকট প্রতিবেশী আরবভূমিতে এমন কি হয়ে গেছে যে, এই হতদরিদ্র মরুচারী আরব পারস্যে এসে পারস্যের সেনাপ্রধানের সামনে এভাবে কথা বলে?

যে মরুচারী বর্বর আরবদের দিকে সভ্য ইরানীরা কোনোদিন ঘৃণাভরে চোখ তুলে তাকানোর প্রয়োজনও মনে করেনি।সেই আরবরা কোনো এক অজ্ঞাত কারণে এতটাই সাহসী হয়ে উঠেছে যে, তারা নিজ থেকে ছুটে এসেছে পারস্যে, পারস্যের সেনাপ্রধানের সামনে বসে তার মুখের উপর বলে বসতে পারে; আমাদের অধীনতা স্বীকার করো,আর তা না হলে যুদ্ধে এসো, ফয়সালা সেই যুদ্ধের ময়দানেই হবে।

মাত্র কিছুদিন আগেই তো পারসিকরা তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি পারস্যের পরে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার রুম/বাইজেন্টাইন সাম্রাজ্যকে তছনছ করে দিয়ে তাদের হাত থেকে সিরিয়া,মিশর,জেরুজালেম দখল করে নিয়েছে।সে ঘটনা তো ঘটেছে আরবদের চোখের সামনেই-

পারস্যের শক্তি আর ক্ষমতা সম্বন্ধে এরা এতটা উদাসীন হলো কিভাবে?
ওদের শক্তির উৎসই বা কি?

সেইসব "মুসলিম বীরত্ব গাঁথা" ইতহাস জানতে পড়ুন শ্রদ্ধেয় জিয়াউল হক স্যারের লেখা ইতিহাসের দর্পণে বইটি।

ইতিহাসের দর্পণে
প্রকাশনা - দি পাথফাইন্ডার পাবলিকেশন্স
বইটি পেতে কমেন্ট/ইনবক্সে নক দিন

বই: অল্প আমল বেশি সাওয়াব লেখক: আলী আহমাদ মাবরুর। প্রকাশনা : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স প্রচ্ছদ মূল্য ২৮০৳একবার রাসুলুল্ল...
13/08/2024

বই: অল্প আমল বেশি সাওয়াব
লেখক: আলী আহমাদ মাবরুর।
প্রকাশনা : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স
প্রচ্ছদ মূল্য ২৮০৳

একবার রাসুলুল্লাহ সাঃ এর মেয়ে ফাতিমা রা. যাতা ঘুরাতে ঘুরাতে হাতে ফুসকা পড়ে যায় তা দেখে হুজুর সা. এর কাছে যুদ্ধবন্দীদের মধ্য থেকে একজন খাদেমা হিসেবে চাইলেন।

হযরত ফাতিমা রা. যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন রাসুলুল্লাহ সাঃ এর আগমন ঘটে এবং রাসুলুল্লাহ সাঃ আলী ও ফাতিমা রা. কাছে গিয়ে বসলেন আর বললেন আমি কি তোমাদের এমন একটি উত্তম পথ সম্পর্কে বলবো না, যা তোমাদের পার্থিব জিনিসের চেয়ে উত্তম হবে? তাহলো তোমরা ঘুমানোর পূর্বে তেত্রিশবার সুবহানাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহু আকবার বলবে।
আর এটা তোমাদের উভয়ের জন্য একটি খাদেমের চেয়ে অধিক উত্তম হবে।(বুখারী)

যুবক-যুবতিদের জন্য এই ৩টি বই পাচ্ছেনবিশেষ মূল্য ছাড়ে। নিতে চাইলে যোগাযোগ করুন ইনবক্সে। ল্যাংগুয়েজ অব লাভ যুব প্রজন্মের প...
11/08/2024

যুবক-যুবতিদের জন্য এই ৩টি বই পাচ্ছেন
বিশেষ মূল্য ছাড়ে।
নিতে চাইলে যোগাযোগ করুন ইনবক্সে।

ল্যাংগুয়েজ অব লাভ
যুব প্রজন্মের প্রতি হিতোপদেশ
ইতিহাসের অনন্যা
দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

বই রিভিউ: ইসলাম ও মানবিক মূল্যবোধলেখক: ড. ইউসুফ আল কারযাভীঅনুবাদ: মু. সাজ্জাদ হোসাইন খাঁনপ্রকাশনায়: দি পাথফাইন্ডার পাবলি...
10/08/2024

বই রিভিউ: ইসলাম ও মানবিক মূল্যবোধ
লেখক: ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ: মু. সাজ্জাদ হোসাইন খাঁন
প্রকাশনায়: দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

পাঠ্যানুভূতি : ‘ইসলাম ও মানবিক মূল্যবোধ’ বইটি পড়ার মাধ্যমে ইসলাম যে দুনিয়াকে মানবিক মূল্যবোধের যথাযথ শিক্ষা দিয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম। বইটিতে উল্লেখিত কুরআন ও হাদিসের আলোকে এটাও জানতে পারলাম, ইসলাম কেবল মানবিক মূল্যবোধের কথা বলেই ক্ষান্ত হয় না, বরং তা পালনে কি কি উপকার লাভ হবে সে বিষয়েও অনেককিছু বলে গেছে। পাশ্চা*ত্য সভ্যতা আর তার মানবিক মূল্যবোধ ফেরি করা গোলা*মদের শেখানো তথাকথিত মূল্যবোধ যে ইসলামি মানবিক মূল্যবোধের আশপাশেও নাই, সে বিষয়েও পরিষ্কার ধারণা পেলাম।

উপরিউক্ত বইতে লেখক অতি গুরুত্বপূর্ণ প্রধান কিছু মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন এবং ইসলামি শরিয়তে এসবের কী অবস্থান তাও ব্যাখ্যা করেছেন। এগুলোর মধ্যে আছে স্বাধীনতা, পরামর্শ, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ববোধ, একতা, পারস্পরিক সহোযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি।

বইটির প্রয়োজনীয়তা : বইটি পড়ার মাধ্যমে ইসলামিক মানবিক মূল্যবোধ কেন পাশ্চাত্য মানবিক মূল্যবোধ অপেক্ষায় শ্রেষ্ঠ! সে বিষয়ে ভালো ধারণা তৈরি হবে। পাশাপাশি মুসলিম হওয়ার কারণে ইসলামকে নিয়ে আপনার গর্ব হবে। হতে বাধ্য। এছাড়া আপনার ঈমান ও আমল অনেকাংশে বাড়বে ইনশা আল্লাহ।

লেখার মান: লেখকের লেখার মান অনেক বেশি প্রশংসনীয় হয়েছে। তিনি অল্প কথায় কুরআন ও হাদিসের সমন্বয়ে ইসলাম যেভাবে সবচেয়ে উত্তম মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছে, তা খুব সুন্দর রূপে ফুটিয়ে তুলতে পেরেছেন। পাঠক হৃদয়ে লেখক তার নাম বহুদিন শুধু এই বইয়ের মাধ্যমে জ্বালিয়ে রাখতে পারবেন ইনশা আল্লাহ।

অনুবাদের মান: বইয়ের আলোচনার শুরুর দিকের ভূমিকা পড়ে-ই আঁচ করতে পেরেছিলাম, অনুবাদক একজন জাত পাঠক। বইয়ের শুরু থেকে শেষ অবধি পড়া পর্যন্ত আমার এই ধারণা সত্যি হয়েছে। পড়ার সময়ে একবারও মনে হয়নি এটা কোনো অনুবাদ বই ছিলো। যথোপযুক্ত সহজ এবং পরিচিত শব্দ, বাক্যের দ্বারা অনুবাদ করার কারণে বইয়ের বিষয়বস্তু বুঝতে কোনো প্রকার বেগ পেতে হয়নি আলহামদুলিল্লাহ।

বইয়ের ত্রুটিগুলো : পুরো বই জুড়ে কেবলমাত্র কয়েকটা শব্দ ভেঙে দুইভাগে ভাগ হয়ে গেছে। ‘আশেপাশে’ শব্দটি 'আশে পাশে’ এভাবে লেখা হয়েছে। এছাড়া দুটো শব্দের টাইপজনিত বানান ভুল চোখে পড়েছে।

প্রচ্ছদ মূল্য -১৮০৳
অফারে পাচ্ছেন-১২০৳
বইটি পেতে ইনবক্স করুন।

পরিবার ও সামাজিক জীবন সম্পর্কিত  বই দি ল্যাংগুয়েজ অব লাভ (দাম্পত্য সম্পর্কের সৌন্দর্য)লেখক : ড. ইয়াসির ক্বাদিপ্রকাশনী : ...
10/08/2024

পরিবার ও সামাজিক জীবন সম্পর্কিত বই

দি ল্যাংগুয়েজ অব লাভ (দাম্পত্য সম্পর্কের সৌন্দর্য)

লেখক : ড. ইয়াসির ক্বাদি

প্রকাশনী : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

বিষয় : পরিবার ও সামাজিক জীবন, বিয়ে

পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক

একজন সঙ্গী/সঙ্গীনি তার পার্টনারকে দৃশ্যমান কিছু উপহার দিবে। আমরা আমাদের প্রিয়জনকে উপহার দেয়ার মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি। নিজেদের সম্পর্ককে মজবুত করতে পারি। রাসূল (সা.) নিজেও ছোট্ট একটি হাদিসে ভালোবাসার এ ভাষাটি সম্পর্কে সুপারিশ করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা একে অপরকে উপহার দাও। তাহলেই তোমরা একে অন্যের প্রিয় হয়ে উঠতে পারবে।’

এখানে উল্লেখ্য যে, উপহার দেয়া নেয়ার ক্ষেত্রেও নারী পুরুষের মানসিকতায় পার্থক্য আছে। একজন পুরুষের সবসময়ই দৃষ্টিভঙ্গিটা এমন যে, আমার স্ত্রী যদি আমাকে কিছু দিতেই চায় তাহলে তা যেন প্রয়োজনীয় বা আমার কাজে লাগার মতো কিছু হয়। একজন পুরুষ খুচরা খুচরা উপহার চায় না। এগুলো তার কাছে অপচয় বলে মনে হয়। পুরুষ চায় তার স্ত্রী প্রয়োজনে সারা বছর টাকা জমিয়ে একবারে একটি গিফট দিক, কিন্তু ভালো কিছু দিক।

বইটি পেতে যোগাযোগ- ইনবক্স
ইমু/হোয়াটসঅ্যাপ - 01950607871

03/08/2024

আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য দি পাথফাইন্ডার পাবলিকেশন্স এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। ধন্যবাদ৷

বই রিভিউ : অল্প আমল বেশি সাওয়াবলেখক : আলী আহমাদ মাবরুরপ্রকাশনায় : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স এই একবিংশ শতাব্দীর মুসলমানদ...
03/08/2024

বই রিভিউ : অল্প আমল বেশি সাওয়াব
লেখক : আলী আহমাদ মাবরুর
প্রকাশনায় : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

এই একবিংশ শতাব্দীর মুসলমানদের মন থাকে অস্থির আর চঞ্চলতায় পরিপূর্ণ। দুনিয়াবি নানাবিধ নিত্যকার কাজের চাপে পিষ্ট হয়ে আমল করার ফুরসত মেলে না বললেই চলে। অনেকে কিছু আমল করলেও সেগুলো সদা জারি রাখতে পারে না। কাজের চাপ, সময়ের অভাব, হেলায় সময় কাটানো, ইবাদতে অলসতা করা গুনাহগার মুসলমানদের জন্য উক্ত বইটি রহমতের ফল্গুধারার ন্যায় হবে।

বইটিতে এমন বহু আমলের আলোচনা এসেছে যা করতে সময় কম লাগে। সওয়াবও পাওয়া যাবে অনেক বেশি। এমন কিছু আমলের কথা পাবেন, যেগুলো আপনি প্রায়শই করে থাকেন কিন্তু নিয়মিত করেন না। এর পাশাপাশি আমলগুলোর গুরুত্ব এবং নিয়মিত করে গেলে বিনিময়ে কি প্রতিদান দেয়া হবে তা হাদিসের দলিল সহকারে উল্লেখ করা হয়েছে।

পুরো বইটি বিভিন্ন জিকির ও দুআয় পরিপূর্ণ। কম সময়ের মধ্যে, কম কষ্টে এসকল জিকির ও দুআ চলমান রাখতে পারলে আল্লাহর প্রিয় হতে পারবেন। রিয়া মুক্ত আমল করার দীক্ষা পাবেন। আমল চলমান রাখার গুরুত্ব উপলব্ধি হবে। দুনিয়ার জীবনের পেরেশানি কমে আসবে আর আখিরাতের প্রতিদান তো আছেই।

আমরা যেন ছোট বলে কোনো আমলকে পরিত্যাগ না করি। নেক নিয়তের কারণে ছোট ছোট অনেক আমল পাহাড়সম উচ্চতায় পৌঁছবে। বান্দার মর্যাদা বৃদ্ধি করবে। অপরদিকে আমলকে তুচ্ছজ্ঞান করা, লোক দেখানো আমলের কারণে তা ধুলোবালির মতো উড়ে যাবে। যার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে নাই।

আলী রদ্বিয়াল্লাহু আনহুম যুদ্ধের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা জিকিরগুলো করেছেন। সাহাবীরা এর কারণ জিগ্যেস করলে তিনি উত্তরে বলেন, যখনই আমি সংকটে পড়ি, সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন এই জিকিরের মাত্রা আরো বাড়িয়ে দিই।

সর্বশেষ যে কথা না বললেই নয়, আমল গোপনে অনেক বেশি করে যেতে হবে। ছোট আমলগুলো নিয়মিত করে যাওয়ার অভ্যাস করতে হবে। কারণ আল্লাহর নিকট ঐ আমলই সবচেয়ে প্রিয়, যা বান্দা নিয়মিত করে।

এবারের বইটিতেও লেখক অনেক দরদ নিয়ে লিখেছেন। আলোচনা পরম্পরায় যার ছাপ স্পষ্ট হয়েছে। বইটির প্রচ্ছদ, লেখার মান, কাগজ, ছাপা, বাঁধাই সবকিছু যুতসই হয়েছে। যেকোনো আমল পিপাসু পাঠকমাত্রই মুগ্ধ হবে।

লিখেছেন: Muhammad Ashraful

বইটি নিতে ইনবক্সে অথবা নীচের নাম্বারে যোগাযোগ করুন ৷
০১৭১১৪৮৩৪৯৯/০১৭১১৪৮৪২২৮ (WhatsApp)
প্রচ্ছদ মূল্য:২৮০/
ছাড় মূল্য: ১৯০৳
কুরিয়ার চার্জ ফ্রি

“প্রতিষ্ঠিত বা পরীক্ষিত পথে ব্যবসা প্রতিষ্ঠা করলেই উদ্যোক্তা  হওয়া যায় না । একজন উদ্যোক্তা রাস্তা নিজে তৈরি করেন । এখানে...
01/08/2024

“প্রতিষ্ঠিত বা পরীক্ষিত পথে ব্যবসা প্রতিষ্ঠা করলেই উদ্যোক্তা হওয়া যায় না । একজন উদ্যোক্তা রাস্তা নিজে তৈরি করেন । এখানে ঝুঁকির সম্ভাবনা শতভাগ । তাই যারা এপথে হাঁটার সাহস করেন , তাদেরকে সবার উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া উচিৎ ”

উদ্যোক্তা ও সফলতা বই থেকে -
লেখক: ড. মুহিব্বুল্লাহ শাহিন
দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

বইটি পেতে ইনবক্স করুন।

Address

বাংলাবাজার রোড
Bogra
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801711483499

Website

Alerts

Be the first to know and let us send you an email when দি পাথফাইন্ডার পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দি পাথফাইন্ডার পাবলিকেশন্স:

Videos

Share

Category