All Media Site

All Media Site All Site- E paper & Online News, World News, TV, Radio, Jobs, NGO, Marketing, Travel, Web Design, Government, Educational, Blog Site & Others site Etc

Web Designed, Developed & Hosted by ALL IT BD. Address: ALL IT BD (All Information Technology Bangladesh), Malotinagor, Bogra, Bangladesh. WebSite: http://www.allitbd.com/
Email: [email protected]
Mobile:01839 919465

31/08/2024

হ্যাঁ,
আল্লাহর রহমতে
আমার দ্বারা সবকিছুই সম্ভব ❤️
সবাই দোয়া করবেন

30/04/2024

এই দেশে এইসব কি হচ্ছে?
মানবতা কোথায়?
সম্মান কোথায়?
বিবেক কোথায়?

10/04/2024

আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া।

15/03/2024

একজন মানুষের পক্ষে দুনিয়ার সবাইকে খুশি করা কখনোই সম্ভব না। আপনার জীবনে চেনা-অচেনা এমন অনেক মানুষ থাকবেন, যারা কারণে এবং অকারণে আপনাকে অপছন্দ করবেই।

‘অল আইটি বিডি’ আইটি সেন্টারের সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানবাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পলি...
09/03/2024

‘অল আইটি বিডি’ আইটি সেন্টারের সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসা ছাত্রছাত্রীদের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টসহ বিভিন্ন স্কীল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ প্রদান করে " অল আইটি বিডি"।

প্রতি বারের ন্যায় এবারও প্রশিক্ষণ শেষে আজ শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড বিতরনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

জানা যায়, দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানের একদল উদ্যমী তরুণ-তরুণী। প্রশিক্ষণের পাশাপাশি এই পর্যন্ত হাজারের অধিক জব প্লেসমেন্ট করা হয়েছে।

বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করা ৪টি ব্যাচের প্রায় ৮০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেকটারের সাবেক পরিচালক মো. মাহমুদুর রহমান।

প্রতিষ্ঠাতা বায়েজীদ বোস্তমীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন আর্য বোস্তামী।
প্রতিষ্ঠানের সিইও সোনিয়া আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রগ্রেসে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান, হরি নারায়ন রায়, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিললুর রহমান শামীম প্রমুখ।

বিশেষ অতিথি মো. মোস্তাফিজার রহমান বলেন – অল আইটি বিডি’র স্টাফগণ বিশ্বাস করে বেকার ছেলে মেয়েদের দক্ষ করতে পারলে তারা দেশের জন্য সম্মান ও রেমিটেন্স বৃদ্ধিতে ভুমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথি হরি নারায়ন রায় বলেন- অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার একাডেমিক ছাত্র। কোন ছাত্র যখন ভালো কিছু করে তখন গর্বে টিচারদের বুক ভরে যায়। তার এ মহৎ উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিৎ।

বিশেষ অতিথি মো. জিললুর রহমান শামীম বলেন- অল আইটি বিডি’র অধীনে বর্তমানে বেসিক কম্পিউটার, ফ্রিল্যান্সিং, স্কীল ডেভেলপমেন্টসহ বিভিন্ন কোর্স চালু রয়েছে। ইতিমধ্যে প্রায় চার হাজার জনের মতো শিক্ষার্থী এই কোর্সগুলো সম্পন্ন করেছে, যাদের অনেকেই এখন নিজে ফ্রিল্যান্সিং করছে, কেউ কেউ হয়েছেন আইটি উদ্যোক্তা, আবার কেউ কেউ ভালো বেতনে চাকুরী করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বেকারমুক্ত জীবন করতে এমন উদ্যোগ গ্রহণ করাই অল আইটি বিডি’র টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের জন্য সমগ্র বাংলাদেশ জুড়ে এই প্রতিষ্ঠানের প্রচারনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনলাইনের বিভিন্ন খুটিনাটি বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন হাসান শেখ রাজা। মেন্টরদের মধ্যে থেকে ক্যারিয়ার বিষয়ে বক্তব্য রাখেন আরিফুর রহমান, শেখ রেদওয়ান হোসেন, তানভীর মাহাতাব, আসাদুল্লাহ হিল গালিব সহ আরো অনেকেই।

সফল ফ্রিল্যান্সারদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আহসান হাবিব, আনোয়ার হোসেন, তুহিন হোসেনসহ আরো অনেকেই।

এছাড়াও স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন খুশি জাহান, ফজলে রাব্বি, রাব্বি হাসান, তানভীর নাইম, লতা সরকার, মেহেদী হাসান, আশিকুর রহমান, পিয়াস, ইয়াসমিন মনি, জেসমিন আক্তার, আয়েশা আক্তার, হিজবুল্লাহ, আসফিয়া পুষ্প, সহ সম্পূর্ণ টিম ও স্টুডেন্টরা।

বক্তব্য শেষে অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রশিক্ষণ সমাপ্তকারী স্টুডেন্টরা।

অনুষ্ঠানের সভাপতির সমাপনি বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

25/02/2024

✍️অর্থ সংকটে থাকা মানুষ
যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন!!!
সুতরাং ইনকামে মনোযোগী হওয়া উচিত

15/01/2024

আত্মীয়-স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করবে আপনার টাকার উপর।
সুতরাং ইনকামের উপর জোর দেওয়া জরুরি।

👉 প্রতি বছরের ন্যায় এবারো নতুন বছরে অল আইটি বিডি’তে ৪০% টাকা জমা দিয়ে ৬০% টাকা আয় করে কোর্স ফি পরিশোধের সুযোগ, এ অফার  #...
08/01/2024

👉 প্রতি বছরের ন্যায় এবারো নতুন বছরে অল আইটি বিডি’তে ৪০% টাকা জমা দিয়ে ৬০% টাকা আয় করে কোর্স ফি পরিশোধের সুযোগ, এ অফার #সীমিত সময়ের জন্য।

🎯 ফ্রিল্যান্সিং শিখে পড়াশুনা, চাকুরী/ব্যবসার পাশাপাশি অনলাইনে ইনকাম করুন।
#কর্মজীবীদের জন্য শুক্রবার-শনিবার ছাড়াও সান্ধ্য/রাত্রীকালীন ক্লাসের সুবিধা রয়েছে।

√ কাজ শিখে ইনকাম না হওয়া পর্যন্ত বিনা খরচে বারবার শিখতে পারবেন

♦ ইনকাম নিশ্চিত, এখনই রেজিষ্ট্রেশন করুন: https://goo.gl/JvvYkR

🧑‍💻 আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার ১০০% নিশ্চিত। সঠিকভাবে বিড করার কৌশল, কাজ পাওয়ার টিপস, কাজ পাওয়া থেকে শুরু করে কাজ শেষ করে বায়ারদের বুঝিয়ে দিয়ে তারপর অর্জিত টাকা দেশে আনার পদ্ধতিসহ প্রভৃতি বিষয় হাতে কলমে শিখানো হয়।

📎 বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/allitbd
অথবা কল করুনঃ 01793 018042 বা 01970 461335
🏘 অফিস এর ঠিকানা: অল আইটি বিডি, জিএস ভবন (১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd

https://www.facebook.com/photo/?fbid=752175766946409

👉 প্রতি বছরের ন্যায় এবারো নতুন বছরে অল আইটি বিডি’তে ৪০% টাকা জমা দিয়ে ৬০% টাকা আয় করে কোর্স ফি পরিশোধের সুযোগ, এ অফার #সীমিত সময়ের জন্য।

🎯 ফ্রিল্যান্সিং শিখে পড়াশুনা, চাকুরী/ব্যবসার পাশাপাশি অনলাইনে ইনকাম করুন।

#কর্মজীবীদের জন্য শুক্রবার-শনিবার ছাড়াও সান্ধ্য/রাত্রীকালীন ক্লাসের সুবিধা রয়েছে।
√ কাজ শিখে ইনকাম না হওয়া পর্যন্ত বিনা খরচে বারবার শিখতে পারবেন

♦ ইনকাম নিশ্চিত, এখনই রেজিষ্ট্রেশন করুন: https://goo.gl/JvvYkR

🧑‍💻 আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার ১০০% নিশ্চিত। সঠিকভাবে বিড করার কৌশল, কাজ পাওয়ার টিপস, কাজ পাওয়া থেকে শুরু করে কাজ শেষ করে বায়ারদের বুঝিয়ে দিয়ে তারপর অর্জিত টাকা দেশে আনার পদ্ধতিসহ প্রভৃতি বিষয় হাতে কলমে শিখানো হয়।
√ আপনি আপনার কর্মের পাশাপাশি অনলাইন ফ্রিল্যান্সিং সেক্টরে আয় করে আপনার ক্যারিয়ার আরো মজবুত করতে পারবেন।
#বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

💟 কোর্স শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত #সার্টিফিকেট প্রদান করা হয়, যা দেশ/বিদেশের সরকারী/বেসরকারী সকল প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য।
👉 আমাদের কাছে কেন শিখবেন?
√ #প্রফেশনাল দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। √ ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার ক্ষেত্রে যেকোন সময় ১০০% সহযোগিতা করা হয়। √ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিংকে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান করানো হয়।√ সুসজ্জিত একাধিক কম্পিউটার ল্যাব। √ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সু-ব্যবস্থা। √ #আবাসিক সু-ব্যবস্থা আছে। √ যে কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান করা হয়। √ #প্রশিক্ষণ শেষ হওয়ার পরও যদি কেউ মনে করে- আমার আরো এক্সট্রা ক্লাশ করা প্রয়োজন তাহলে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো ক্লাশ করতে পারবেন।

(এই মহূর্তে যদি আপনার ক্লাশ করার সময় না হয় তবে এ অফারে ভর্তি হয়ে পরে আপনার সময় সুযোগ বুঝে যেকোন নতুন ব্যাচে ক্লাশ করতে পারবেন)। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত (সিডিউল অনুযায়ী আপনার পছন্দের যেকোন ২ঘন্টা ক্লাস করতে পারবেন)

❤️ আমরা ২০১০ ইং সাল থেকে ৬০টি’র বেশি দেশে ডোমেইন, হোস্টিং, বাল্ক এসএমএস, ওয়েবসাইট ডিজাইন/ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মাকেটিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং সহ আইটি’র বিভিন্ন বিষয় নিয়ে দক্ষতা দিয়ে বিশ্বস্ত ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি।
📎 বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/allitbd
অথবা কল করুনঃ 01793 018042 বা 01970 461335
🏘 অফিস এর ঠিকানা: অল আইটি বিডি, জিএস ভবন (১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd

=>নতুন বছর টিউশনি কমবে বলে মনে হচ্ছে না!!!কিন্তু টিউটর পরিবর্তন হয়ে যাবে।ক)স্কুলের শিক্ষকদের কাছে পড়ার প্রবণতা বাড়বে।...
05/01/2024

=>নতুন বছর টিউশনি কমবে বলে মনে হচ্ছে না!!!
কিন্তু টিউটর পরিবর্তন হয়ে যাবে।

ক)স্কুলের শিক্ষকদের কাছে পড়ার প্রবণতা বাড়বে।

খ)নতুন বিষয়ে, নতুন জ্ঞানে, নতুন নিয়মে যারা আপডেট হতে পারবে না,তারা টিউটর হিসেবে ঝরে পড়বে।

গ)আইসিটি শিক্ষকদের হোম টিউশনি বাড়বে। গণিত, ইংরেজি, বিজ্ঞানের মতো এটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।

ঘ)সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষকগণ।

ঙ)বিজ্ঞানের শিক্ষকগণের টিউশনি কমবে না, কিন্তু ভিন্ন অবস্থা সৃষ্টি হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভিত্তিক টিউশনি কমে গেলেও বিজ্ঞান সব বিভাগের জন্য জটিল হওয়ার কারণে ছাত্র বেড়ে গিয়ে গড়পড়তা ছাত্র কমবে না, বরং বাড়বে!!!

তবে,যারা শুধুমাত্র পাশের জন্য,বিবাহের উপযুক্ত হওয়ার জন্য,পরের ক্লাসে উঠানোর জন্য কোচিং, টিউশনিতে দেন সেই ধরনের ছাত্র ছাত্রীদের টিউশনিতে আগমন কমে যাবে।

14/06/2023

এক্সট্রা (পর্ব-১)

14/06/2023

এক্সট্রা (পর্ব-২)

14/06/2023

Hello

👉 ফেসবুকে বিজ্ঞাপন দিন, বৃদ্ধি করুন আপনার ব্যবসার পরিচিতি;পেজে লাইক বাড়ানোর জন্য Page Promote অথবা Post Boost করার জন্য ...
07/08/2022

👉 ফেসবুকে বিজ্ঞাপন দিন, বৃদ্ধি করুন আপনার ব্যবসার পরিচিতি;
পেজে লাইক বাড়ানোর জন্য Page Promote অথবা Post Boost করার জন্য আমরা আছি আপনার পাশে।
আপনের পণ্যের চাহিদা, বৃদ্ধি করবে মুনাফা, প্রসারিত হবে আপনার ব্যবসা, বাড়বে অনেক সম্ভাবনা। বিশ্বের বড় থেকে ছোট সব ধরণের কোম্পানি তাদের প্রচারণার অন্যতম প্রধান মাধ্যম হিসাবে ফেসবুককে বেছে নিচ্ছে। তাই আপনি আর দেরি করবেন কেন?
👉 কেন আমাদের কাছ থেকে পোস্ট বুস্ট কিংবা পেজ প্রমোট করবেন?
★ এলাকা ভিত্তিক বিজ্ঞাপন প্রচারের সুবিধা। ★ বয়স নির্ধারনের স্বাধীনতা। ★ লিঙ্গ বাছাই করার সুবিধা। ★ আপনার টার্গেট অনুসারে ক্লাইন্ট বাছাই করার সুবিধা। ★ আপনি বিকাশ, রকেট, নগদ কিংবা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন।
#অন্যান্য সেবা সমূহঃ
√ ই-কমার্স সলিউশন, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/ecommerce-packages/
√ উ-কমার্স সলিউশন, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/woocommerce-packages/
√ ওয়েব সাইট ডিজাইন/ডেভেলপমেন্ট, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/web-development/
√ সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/software/
√ অ্যাপ ডেভেলপমেন্ট, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/app-development-services/
√ বাল্ক এসএমএস, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/bulk-sms/
√ ডোমেইন রেজিষ্ট্রেশন, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/domains/
√ হোস্টিং/সার্ভার, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/shared-hosting/
√ ডিজিটাল মার্কেটিং, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/digital-marketing-services/
√ ICT মাধ্যমিক & উচ্চ মাধ্যমিক ট্রেনিং, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/ict-academic/
√ কমিউনিকেটিভ ইংলিশ ট্রেনিং, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/communicative-english/
√ ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ট্রেনিং, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/training/
√ কম্পিউটার ট্রেনিং, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/office-application/
√ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিং, বিস্তারিত দেখুনঃ https://allitbd.com/industrial-attachment/
✅ অফিস এর ঠিকানা: অল আইটি বিডি, জিএস ভবন (১ম, ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
মোবাইল নং: 01793 018042, 01722 461335
ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd
ফেসবুক পেজ: www.facebook.com/allitbd

প্রথমবার বাংলাদেশ সফরে এসেই নজর কাড়লেন রোমানিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। শুক্রবার ঢাকায় আসেন ‘বিলিয়নেরা’ খ্য...
25/07/2022

প্রথমবার বাংলাদেশ সফরে এসেই নজর কাড়লেন রোমানিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। শুক্রবার ঢাকায় আসেন ‘বিলিয়নেরা’ খ্যাত এই গায়িকা। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি ধরা দেন লাল টকটকে ঢাকাই শাড়িতে। যা দেখে বুঁদ আট থেকে আশি।
ছবিটি ওটিলিয়া নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়িতে দেখা যায় তাকে। তার সঙ্গে বাদামি রঙের হাল্কা কার্ল করা খোলা চুলে মাঝখান থেকে সিঁথি করা। ঠোঁটে হাল্কা রঙের লিপস্টিক।
ব্যস, আর কী চাই!.......................

প্রথমবার বাংলাদেশ সফরে এসেই নজর কাড়লেন রোমানিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। শুক্রবার ঢাকায় আসেন ‘বিল....

মানুষের প্রতি মানুষের সমবেদনায় ইসলাম....................
20/07/2022

মানুষের প্রতি মানুষের সমবেদনায় ইসলাম....................

একটি আয়াত ও একটি ছড়া দিয়ে প্রবন্ধের সূচনা করছি। আয়াতটি সূরাতুল ফাতহ’ এর ২৯ নম্বর আয়াত। وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى ا....

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি পবিত্র ঈদ উল-আযহা বা ত্যাগের উৎসব। এই উৎসব এর মূল বিষয় হল...
07/07/2022

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি পবিত্র ঈদ উল-আযহা বা ত্যাগের উৎসব। এই উৎসব এর মূল বিষয় হলো ত্যাগ করা। All Media Site পক্ষ হতে সবাইকে জানাই পবিত্র ঈদ উল-আযহার অগ্রীম শুভেচ্ছা।

ধন্যবাদ
All Media Site

17/06/2022
08/06/2022

নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন.! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

Address

Altafunnase Play Ground Lane, Serpur Road, Satmatha
Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when All Media Site posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All Media Site:

Videos

Share


Other Media/News Companies in Bogra

Show All