প্রভাতের খবর

প্রভাতের খবর বাংলাদেশের বৃহৎ অনলাইন ব্রেকিং নিউজ পেজে প্রভাতের খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ।

বাংলাদেশের সর্ব বৃহৎ অনলাইন ব্রেকিং নিউজ পেজে প্রভাতের খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম । আশাকরি সবাই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের নানা ভাবে উৎসাহ প্রদানের চেষ্টা করবেন ধন্যবাদ ।

09/12/2017

রোহিঙ্গা যুবতী নারীদের যৌনতার ফাঁদ...
রোহিঙ্গা যুবতী, নারীদের নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এতদিন খবর মিলছিল যে, তাদেরকে দিয়ে যৌন ব্যবসা করানো হচ্ছে। কিন্তু এখন তার চেয়েও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।
বলা হয়েছে, তাদেরকে বিদেশে পাচার করা হচ্ছে যৌনদাসী হিসেবে। মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতা থেকে জীবন বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৮ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা। তার মধ্যে নারীদের দিকে শকুনের চোখ পড়েছে।
তাদেরকে যৌন ব্যবসায় নামাচ্ছে একটি চক্র। এ বিষয়টি সামনে এনে জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আওএম) জরুরি ভিত্তিতে রোহিঙ্গা নারীদের রক্ষায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিযেছে।
বিভিন্ন সাহায্য বিষয়ক এজেন্সির মতে, এসব নারীকে পাচার করা হচ্ছে। বিপথে পরিচালিত করা হচ্ছে। আর এই ধারা ক্রমশ বাড়ছেই। এমনিতেই আশ্রয় শিবিরগুলোতে যৌন ব্যবসা ও যৌন দাসী বানানোর খবর প্রচলিত আছে।
দ্য সানডে টেলিগ্রাফের মতে, রোহিঙ্গা নারীদেরকে বিদেশে পাচার করা হচ্ছে এ বিষয়টিতে অবগত আইওএম। যেসব দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থা বাংলাদেশে শরণার্থীদের সহায়তা করছে তাদের সঙ্গে জড়িত আইওএম।
আইওএমের জরুরি বিভাগের তথ্য বিষয়ক কর্মকর্তা অলিভিয়া হেডন বলেন, তারা পাচার বিরোধী কর্মকান্ড রোধে তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। একই সঙ্গে লিঙ্গগত সহিংসতা প্রতিরোধেও কাজ করছেন।
উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতার ফলে বর্তমান রোহিঙ্গা সঙ্কটের সৃষ্টি। এ ঘটনাকে জাতিসংঘ জাতি নিধন হিসেবে অভিহিত করেছে। সেপ্টেম্বরে মানবাধিকার বিষয়ক প্রধান জায়েদ রা’দ আল হোসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদে বলেছেন, মিয়ানমারে জাতি নিধন চলছে।
তথ্যসূত্র: মানবজমিন

04/12/2017

নারকেলের পানি পান করলে তা ওজন কমাতে সাহায্য করে। নারকেলের পানির মধ্যে রয়েছে স্বাস্থ্যকর অনেক উপাদান।
এটি শরীরকে পরিশোধিত করতে সাহায্য করে। সারা পৃথিবীতেই এই পানির বেশ কদর রয়েছে। এর স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি।
টানা সাতদিন নারকেলের পানি খেলে শরীরের অনেক উপকার হয়। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তা গ্রহণ করুন।
আসুন জেনে নেই নারিকেলের পানির উপকারিতা –
নারকেলের পানির মধ্যে রয়েছে মূত্রবর্ধক উপাদান। এটি ইউরিনারি ট্র্যাক্ট পরিষ্কারে সাহায্য করে।
শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়ায়।
ব্যায়াম করার পর এক গ্লাস নারকেলের পানি শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে।
প্রতিদিন এক কাপ নারকেলের পানি পান করলে ত্বককে আর্দ্র থাকে। এটি ব্রণের সমস্যা কমায়।
নারকেলের পানির মধ্যে রয়েছে আঁশ। এটি হজমে বেশ সাহায্য করে। নিয়মিত নারকেলের পানি পান করলে গ্যাসট্রিকের সমস্যা কমায়।
নারকেলের পানি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণকারী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে।
এ ছাড়া মাড়ির রোগ, ঠান্ডা ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে।
নিয়মিত এক কাপ নারকেলের পানি খেলে উচ্চ রক্তচাপ কমে।
ওজন কমাতে নারকেলের পানি বেশ কার্যকর। এটি ক্ষুধা কমাতে সাহায্য করে। এতে ওজন কমে। ওজন কমাতে চাইলে নিয়মিত নারকেলের পানি পান করতে পারেন।

04/12/2017

#লাইফ_স্টাইল
ভেসলিনের কি কি ব্যবহার জানেন, এই বিচিত্র ব্যবহারতলো জানলে অবাক হবেন
 December 4, 2017...

** ভেসলিন প্রতিটি ঘরেই একটি পরিচিত নাম। শীতকাল আসলেই সবার ত্বকের নানাবিদ সমস্যার জন্যে অনেকেই ভেসলিন ব্যবহার করে থাকেন। ভেসলিন ১৮৫৯ সালে পেনসিলভানিয়াতে উদ্ভাবিত হয়। শুরুতে কাটা ছেঁড়া ও পোড়া নিরাময়ের জন্য ব্যবহৃত হত। তারপর শীতে ত্বকের সুরক্ষায় ব্যবহার শুরু হয়। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না শীতে ত্বকের সুরক্ষা ছাড়াও নানা কাজে ভেসলিন ব্যবহার করা যায়। ভেসলিনের না জানা কিছু ব্যবহারের কথা আজ আমরা জানবো।
১. সামান্য ভেসলিন আপনার হাতের কব্জিতে, পালস পয়েন্টে, কানের পেছনে লাগিয়ে তারপর আপনার প্রিয় স্প্রে ব্যবহার করুন। ভেসলিন স্প্রে এর গন্ধকে শোষণ করে রাখে যা অনেকক্ষণ স্থায়ী হয়।
২. নেইলপলিশ এর মুখ অনেক সময় আটকে যায়। নেইলপলিশ এর মুখে ভেসলিন লাগিয়ে নিলে মুখ আর আটকে যাবেনা।
৩. আপনার চামড়ার জুতা পরিষ্কার করে ভেসলিন লাগালে জুতাটি নতুনের মত চকচক করবে।
৪. আঙ্গুলে আংটি আটকে গেলে পেট্রোলিয়াম জেলি লাগান, আংটি বের করা সহজ হবে।
৫. চুলে রঙ করার সময় যাতে ত্বকে রঙ না লাগে সেজন্য চুলের নিচে ত্বকের খোলা অংশে ভেসলিন লাগান।
৬. ঘরের অথবা আলমারির দরজার চিঁ চিঁ শব্দ বন্ধ করার জন্য ভেসলিন লাগান, দেখবেন শব্দ বন্ধ হয়ে যাবে।
৭. কানের দুল পরতে সমস্যা হলে কানের লতিতে কিছুক্ষণ ভেসেলিন লাগিয়ে রাখুন। তারপর দুল পরুন, ব্যথা পাবেন না।
৮. চোখের আলগা পাপড়ি খোলার জন্য কটন বাডে ভেসেলিন লাগিয়ে আইল্যাশের উপরে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। সহজেই আলগা পাপড়ি খুলে আসবে।
৯. নখে নেইলপলিশ দেবার সময় নখের চারপাশে ভেসলিন লাগিয়ে নিন, এতে রঙ ছড়াবেনা।
১০. ঠোট, হাত ও পায়ের ফাটা রোধ করার জন্য নিয়মিত ভেসেলিন লাগান।
১১. মাশকারা ছাড়া চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে পারে ভেসেলিন।
তথ্য ও ছবি : এপি

26/11/2017

দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি। দামী টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামী ট্রিটমেন্ট, সবই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য। না, আজ থেকে আর কিছুই করতে হবে না, সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারবেন আপনি আপনার দাঁতগুলো? কীভাবে?
চলুন, জেনে নিন দাঁত সুন্দর করতে তেজপাতা ব্যবহারের প্রণালি।
দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী, তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোন টক ফলের সাথে। যেমন ধরুন কমলা বা লেবুর খোসা।

যা যা লাগবে
তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে)
কমলা ও লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ)
মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২/৩ টি

প্রণালি
-তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।
-কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন।
-সব উপকরণ সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন।
-ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরী। কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে।

ব্যবহার বিধি
এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করাই যথেষ্ট।

26/11/2017

আপনি সুস্থ কি-না তা আপনার কানের ময়লাই বলে দেবে। কানের ময়লার রঙ দেখে অনাসেই জেনে দিতে পারেন আপনি সুস্থ আছেন, না-কি কোনো অজানা অসুখ বাসা বেঁধেছে আপনার শরীরে। আসুন জেনে নেয়া যাক-

১. যদি কানের ময়লার রঙ ধূসর হয়, তবে চিন্তার খুব একটা কারণ নেই। ধুলোর কারণে এমনটা হতে পারে।

২. যদি দেখেন আপনার কান থেকে বের করা ময়লায় সামান্য রক্তের ছিঁটে রয়েছে, তবে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা তারই ইঙ্গিত। আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. খয়েরি রংয়ের কানের ময়লা দেখা গেলে বুঝে নিতে হবে গত কয়েক দিন ধরে আপনি বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই একটু কাজের চাপ কমিয়ে টুক করে কোথাও ঘুরে আসুন।

৪. কানের ময়লা যদি সাদা রংয়ের হয় তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। সেই ঘটাতি পুষিয়ে নিতে আয়রনযুক্ত খাবার খেতে পারেন।

৫. যদি দেখা যায় কানের ময়লা বের করার সময় একটু পানি পানি ভাব। তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে। কাজেই সময় নষ্ট না করে চেকআপ করে নিন।

17/10/2017
08/10/2017

ব্লু হোয়েল গেম একটা অনলাইন সুইসাইড গেম, যার ফাঁদে পরে সারা বিশ্বে শতশত টিনেজ ছেলে মেয়েরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। গেমটি কোথাও ডাউনলোড করে পাওয়া যায় না। তবে বিশেষভাবে গেমটির কিউরেটর বা এডমিনিস্ট্রেটরের নজরে আসা যায়। এরপর কিউরেটর বা এডমিনিস্ট্রেটর নিজেই যোগাযোগ করে গেমের অংশ হিসেবে প্রতিযোগীকে একেক দিন একেকটা চ্যালেঞ্জ টাস্ক দেয়। এভাবে পঞ্চাশ দিনের মোট পঞ্চাশটি চ্যালেঞ্জ পূরণ করতে হয় গেমটি শেষ করার জন্য। চ্যালেঞ্জগুলোও অনেক অদ্ভুত। যেমন- হাত কেটে কিছু লেখা, চাকু দিয়ে শরীরে তিমি মাছ আঁকানো, উঁচু বিল্ডিং এ চড়া, মাঝরাতে কবরস্থানে যাওয়া, গায়ের ভেতর সুই ফোটানো, ভোর রাতে বাহিরে বের হয়ে যাওয়া ইত্যাদি। প্রত্যেক চ্যালেঞ্জ শেষ করার পর এর ছবি আবার এডমিনিস্ট্রেটরকে পাঠাতে হয় প্রমাণ দেওয়ার জন্য। তখন এডমিনিস্ট্রেটর তার সাহসিকতার প্রশংসা করে তাকে পয়েন্ট দেয়। এভাবে উনপঞ্চাশটি চ্যালেঞ্জ শেষ করার পর শেষ চ্যালেঞ্জ দেওয়া হয় সুইসাইড বা আত্মহত্যা করার। আর এই চ্যালেঞ্জটিই বাস্তবায়ন করতে গিয়ে এ পর্যন্ত সারা বিশ্বে কয়েকশ টিনেজ ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। এমনকি পাশের দেশ ভারতেও বেশ কয়েকজন কিশোর আত্মহত্যা করেছে এই গেম খেলে। এর সাথে আমাদের দেশও নতুন করে যোগ হল। আবার কেউ যদি গেমটি শুরু করার পর আর না খেলতে চায়, তখন তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয় তার অথবা আত্মীয় স্বজনের ক্ষতি করার। যদিও এসব হুমকির কোন বাস্তবতা নেই, কিন্তু অনেক টিনেজরা এগুলো হুমকিকেই সত্যি ভেবে ভয় পেয়ে গেমটা চালিয়ে যায়। রাশিয়ার "ডেথ গ্রুপ" নামের একটা আন্ডারগ্রাউন্ড গ্রুপ গেমটি চালায়। এই গেমটি ২০১৩ সালে রাশিয়ার ফিলিপ বুদেকিন নামের একজন মনোবিজ্ঞানের ছাত্র তৈরি করে। সম্প্রতি রাশিয়ার পুলিশ ফিলিপকে গ্রেপ্তার করার পর এই ভয়াবহ তথ্য বের হয়ে এসেছে। ডাটা অনুযায়ী আট বছর থেকে বাইশ বছর পর্যন্ত কিশোর কিশোরীরা এই গেমে আসক্ত। এদের মধ্যে টিনেজরা বেশি আত্মহত্যা করেছে।

15/09/2017

জেনে নিন কাঁচা মরিচের উপকারিতা ....
======================== গরম কালে কাঁচা মরিচ খেলে ঘামের
মাধ্যমে শরীর ঠান্ডা থাকে। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ
খেলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়।
নিয়মিত কাঁচা মরিচ খেলে হৃদপিণ্ডের
বিভিন্ন সমস্যা কমে যায়।
কাঁচা মরিচ মেটাবলিসম বাড়িয়ে
ক্যালোরি পোড়াতে সহায়তা করে ।
কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টি
অক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা
কার্ডিওভাসকুলার (হার্ট) সিস্টেমকে
কর্মক্ষম রাখে।
নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায়।
কাঁচা মরিচে আছে ভিটামিন এ যা হাড়,
দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে
সহায়তা
করে।
কাঁচা মরিচে প্রচুর পরিমাণে
ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা
করে। .
নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের
বিভিন্ন সমস্যা কমে।
প্রতিদিন খাবার তালিকায় অন্তত
একটি করে কাঁচা মরিচ রাখলে ত্বকে সহজে
বলিরেখা পড়ে না।
কাঁচা মরিচে আছে ভিটামিন সি।
তাই যে কোনো ধরণের কাটা-ছেড়া
কিংবা ঘা শুকানোর জন্য কাঁচা মরিচ
খুবই উপকারী। .
কাঁচা মরিচের অ্যান্টি-অক্সিডেন্ট ও
ভিটামিন সি শরীরকে
জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা
করে।

18/08/2017

Red Crescent Youth, Bogra

চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট, বগুড়া "জরুরী বন্যা সহায়তা তহবিল'২০১৭" গঠন করেছে। যে সকল হৃদয়বান ব্যাক্তি আর্থিক ও শারীরিক ভাবে সহায়তা করতে ইচ্ছুক তাদের যুব রেড ক্রিসেন্ট, বগুড়া এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

একই সাথে যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার আওতাধীন প্রতিষ্ঠান ভিত্তিক সকল যুব রেড ক্রিসেন্ট দলগুলোকে চলমান বন্যা পরিস্থিতি মেকাবেলায় সর্বাত্মক অংশগ্রহনের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

এছাড়াও বগুড়ার কোন সংগঠন বা প্রতিষ্ঠান যৌথভাবে ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে যেকোন সাহায্যের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন।

ঢাকাস্থ ব্যাক্তিরা সাহায্যের জন্য যোগাযোগ করুন:
Elahi Rawshan Aananda
০১৭১৭-৬৮০৩৭০
Moinul Hossan Múìñ
০১৭২২-৫৩৫৮৯৯

বগুড়াস্থ ব্যাক্তিরা সাহায্যের জন্য যোগাযোগ করুন:
Asif Ur Rahman
০১৫২১-৩১৫২৫৫
Tasnimul Hasan Tauhid
০১৭৪৮-৪৩৫৩৫৯

ই-মেইলে যোগাযোগ করুন:
[email protected]
[email protected]

06/06/2017

বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ঃ
সুনামি - 26 ডিসেম্বর 2004
সিডর - 15 নভেম্বর 2007
নার্গিস - 02 মে 2008
রেশমি - 26 অক্টোবর 2008
বিজলী - 17 এপ্রিল 2009
আইলা - 25 মে 2009
মহাসেন - 16 মে 2013
হাইয়ান - 08 নভেম্বর 2013
রোয়ানু - 21 মে 2016

29/05/2017

দেশে বেকারের সংখ্যা এখন ২৬ লাখ। নারী
ও পুরুষ—উভয়েই ১৩ লাখ করে বেকার।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)

29/05/2017

গোপন ক্যামেরার হাত থেকে বাঁচবে কীভাবে?
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা
শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই
আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার।
পোষাকি নাম হিডন ক্যামেরা।

তবে একটু সতর্ক থাকলে খুব সহজেই নিজেকে রক্ষা করতে পারেন।
খুব সহজে খুঁজে নেওয়া যায়, ঘরের কোনও কোণায় গোপন ক্যামেরার
অস্তিত্ব আছে কি না। এর জন্য আপনার লাগবে একটামোবাইল ফোন (অ্যাক্টিভেটেড) যেটা থেকে ফোন করা যাবে।

এবার ধরুন ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল করুন।
যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে গোপন ওই ঘরে ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়- তাহলে অবধারিত ভাবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে।

গোপন ক্যামেরার সাথে একধরণের ফাইবার অপটিক্যাল কেবল থাকে।
সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে।
যার জন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করেনা।
এভাবেই গোপন ক্যামেরার থেকে বাঁচতে পারবেন।

শপিংমলের ট্রায়াল রুমে যে আয়না থাকে সেটাও আসল না হতে পারে,
এটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক! প্রযুক্তির অপব্যবহারে
আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে নকল আয়না বা ট্রান্সপারেন্ট গ্লাস। এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন, কিন্তু ভুলেও বুঝতে
পারবেন না যে অন্যপাশ থেকেও কেউ আপনাকে দেখছে। অথবা আয়নার
উল্টোদিকে রয়েছে কোনও অত্যাধুনিক ক্যামেরা।

কী করে বুঝবেন গ্লাসটি আসল না নকল? খুব সহজ,
আপনার আঙুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙুলের মাথার
প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে)
তাহলে আয়নাটি সাধারণ বা আসল। আর যদি আঙ্গুলের মাথা
প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল। সেটি
আসল আয়না নয়। আদতে একটি ‘ফলস গ্লাস’।

এছাড়াও যাঁরা অ্যান্ডরয়েড কিংবা আইফোন অপেরেটিং সিষ্টেমের
স্মার্ট ফোন ব্যবহার করেন, তাদের পক্ষে সবচেয়ে সহজ হবে
গোপন ক্যামেরা সনাক্তকরণ ‘অ্যাপস’ ইনস্টল করে নিন। সেক্ষেত্রে অ্যাপসটিই আপনাকে জানিয়ে দেবে, ঘরে কোনও লুকোনো ক্যামেরা
আছে কি না।-

06/04/2017
মাশরাফিকে টি-২০ ক্রিকেটে ফিরে পেতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ভক্তদের

মাশরাফিকে টি-২০ ক্রিকেটে ফিরে পেতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ভক্তদের

নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজাকে টি-২০ ক্রিকেটে ফিরে পেতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নড়াইলের ক্রিকেটপ্রেমী ও মাশরাফি ভক্তরা। বৃহস্পতিবার...

05/04/2017

প্রথম রমজান শুরু হবে ২৭শে মে থেকে. নবী পাক (সাঃ)বলেছেন রমজানের খবর যে লোক আগে অন্য কোন ব্যাক্তিকে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, অতএব আপনিও রমজানের খবর আগে ভাগে অন্য ব্যাক্তিকে খবর টি দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করেন,`
*রমজানের সময় সূচি*
```দিন= রমজান= তারিখ= সেহরি = ইফতার
রহমত
১,Sat 01/27/05 - 4:30 6:24
------------------------
২,Sun -02/ 28/05 4:30 6:24
------------------------
৩,Mon - 03/29/05 4:31 6:24
------------------------
৪,Tue 04 30/05 4:31 6:24
------------------------
৫,Wed 05 31/05 4:32 6:24
------------------------
৬,Thu 06 01/06 4:32 6:24
------------------------
৭,Fri 07 02/06 4:33 6:24
------------------------
৮,Sat 08 03/06 4:33 6:24
------------------------
৯,Sun 09 04/06 4:34 6:24
------------------------
১০,Mon 10 05/06 4:34 6:24
মাগফিরাত
১১,Tue 11 06/06 4:35 6:24
------------------------
১২,Wed 12 07/06 4:35 6:24
------------------------
১৩,Thu 13 08/06 4:36 6:24
------------------------
১৪,Fri 14 09/06 4:36 6:24
------------------------
১৫,Sat 15 10/06 4:37 6:24
------------------------
১৬,Sun 16 11/06 4:37 6:23
------------------------
১৭,Mon 17 12/06 4:37 6:23
------------------------
১৮,Tue 18 13/06 4:38 6:23
৬------------------------
১৯,Wed 19 14/06 4:38 6:23
নাজাত
২০,Thu 20 15/06 4:39 6:23
------------------------
২১,Fri 21 16/06 4:39 6:22
------------------------
২২,Sat 22 17/06 4:40 6:22
------------------------
২৩,Sun 23 18/06 4:40 6:22
------------------------
২৪,Mon 24 19/06 4:41 6:21
------------------------
২৫,Tue 25 20/06 4:41 6:21
------------------------
২৬,Wed 26 21/06 4:42 6:21
------------------------
২৭,Thu 27 22/06 4:42 6:21
------------------------
২৮,Fri 28 23/06 4:43 6:20
------------------------
২৯,Sat 29 24/06 4:43 6:20
------------------------
৩০,Sun 30 25/06 4:44 6:20
------------------------
দোয়ার জন্য দরখাস্ত.......
_Forward to All Muslims_

Address

Sutrapur
Bogra
5800

Telephone

01965810014

Products

অনলাইনে বাংলাদেশের আসল খবরা-খবর

Alerts

Be the first to know and let us send you an email when প্রভাতের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রভাতের খবর:

Share