Roza's Diary

Roza's Diary Nothing helps me express more than writing!
(2)

05/12/2024

হাসতে হাসতে শেষ আমি 🤣🤣

23/11/2024

কাছের মানুষের কাছে ঠকে যাবার যে ব্যাপারটা 🤣🤣🤣
কারো সাথে মানুষ প্রতারনা করে কি করে?আমি বিশ্বাস করি প্রকৃতি কারো ঋণ রাখেনা,সুদে আসলে ফেরত দেয়৷ তবুও এটাই চায় কাছের মানুষগুলা ভালো থাকুক ৷আল্লাহ ঠিক ভুল বোঝার জ্ঞান দিক৷

আজ রাতের খাবার সেই স্বাদ 😋 আপনাদের সবার দাওয়াত রইলোশুভ রাত্রি Roza's Diary
30/10/2024

আজ রাতের খাবার সেই স্বাদ 😋 আপনাদের সবার দাওয়াত রইলো
শুভ রাত্রি Roza's Diary

নিজেকে আল্লাহরসাথে জুড়ে দাও।বাকিসব আল্লাহরউপর ছেড়ে দাও।
27/10/2024

নিজেকে আল্লাহর
সাথে জুড়ে দাও।
বাকিসব আল্লাহর
উপর ছেড়ে দাও।

24/10/2024

আল্লাহ তা‘আলা আরও বলেন:
(وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)) [العصر: 1 - 3].
‘মহাকালের শপথ, (১) মানুষ অবশ্যই ক্ষতিতে আছে। (২) তবে তারা ব্যতীত, যারা ঈমান আনে, সৎকাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়’ (সূরা আল-আছর: ১-৩)।

A beautiful sunset 🌅 📍Talaimari,Rajshahi
06/09/2024

A beautiful sunset 🌅

📍Talaimari,Rajshahi

Ya Allah save the Ummah from the fire of Jahannam 🥺💔
05/09/2024

Ya Allah save the Ummah from the fire of Jahannam 🥺💔

সকালের বৃষ্টি ভেজা শাপলা 🪷📍 রাজশাহী বিশ্ববিদ্যালয়
04/09/2024

সকালের বৃষ্টি ভেজা শাপলা 🪷
📍 রাজশাহী বিশ্ববিদ্যালয়

27/08/2024

জন্মনিয়ন্ত্রণের দুইটা পিল তেলের সাথে মিক্স করে মাথায় দিছি, "এবার দেখি উ'কু'ন কিভাবে বংশ বিস্তার করে!"🙂

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়ি...
27/08/2024

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️

পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।

২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।

৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।

৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।
সকল খবর পেতে ফলো দিন :Daily কুষ্টিয়া নিউজ

৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।

404 ত্রুটি!!ক্রেডিট- আর্টিস ম্যান
27/08/2024

404 ত্রুটি!!

ক্রেডিট- আর্টিস ম্যান

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্...
23/08/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যবেলিটি বুঝে দূরের গ্রাম গুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।
#বন্যা #বাংলাদেশ

বন্যা কবলিত এলাকায় জনসাধারণের পাশে বাংলাদেশ পুলিশ👮     Bangladesh Police
22/08/2024

বন্যা কবলিত এলাকায় জনসাধারণের পাশে বাংলাদেশ পুলিশ👮




Bangladesh Police

14/08/2024

গত বছর এই দিনেই তিনি মারা যান। . . . . . . .
আল্লাহ তাকে জান্নাত বাসী করুক
আমিন

゚ #নামাজ #সুন্দর

দুই বন্ধু বাসা থেকে না বলে ট্যুরে যাওয়ার সময় কট
13/08/2024

দুই বন্ধু বাসা থেকে না বলে ট্যুরে যাওয়ার সময় কট

Address

Rajshahi
Binodpur
6206

Alerts

Be the first to know and let us send you an email when Roza's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roza's Diary:

Videos

Share