Md.Ridoy Ali

Md.Ridoy Ali আসসালামু আলাইকুম
ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে
জানতে পেইজ টি ফলো করে পাশেই থাকুন।

ইনশা আল্লাহ

 #জুমআর_দিনের_ফজিলত_ও_আমলপ্রতি কদমে ১ বছর নফল রোজা ও নফল নামাজের সওয়াব"যদি এমন একটা অফার পাওয়া যায় যে,\"প্রতি কদমে এক বছ...
20/09/2024

#জুমআর_দিনের_ফজিলত_ও_আমল

প্রতি কদমে ১ বছর নফল রোজা ও নফল নামাজের সওয়াব

"যদি এমন একটা অফার পাওয়া যায় যে,

\"প্রতি কদমে এক বছর নফল রোজা, আর এক বছর নফল নামাজের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে\"

আমরা কি কেউ তা মিস করব? নিশ্চয়ই না!

জুমআর দিন ৫টি কাজের মাধ্যমে জুমআর নামাজে অংশ নিলে আল্লাহ তায়ালা বান্দার প্রতি কদমে কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল সালাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ!!!

অর্থাৎ কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি ১০০ কদম হয়, তাহলে এই পাঁচটা কাজ করলে সে ব্যক্তি ১০০ বছর নফল রোজা ও ১০০ বছর নফল সালাতের সওয়াব পেয়ে যাবে।

পাঁচটি কাজ হচ্ছে:

গোসল করা
আগে আগে মসজিদে আসা
পায়ে হেটে মসজিদে আসা
ইমামের কাছাকাছি বসা।
অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা।

আওস ইবনু আওস আস-সাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি

যে ব্যক্তি জুমু’আহ্‌র দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে (সকাল-সকাল ও আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হবে), জুমু’আহ্‌র জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মাসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মাসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সলাত আদায়ের (সমান) সাওয়াব পাবে।

হাদীসের মানঃ সহীহ। আবু দাউদ ৩৪৫

আল্লাহ আমাদেরকে প্রতিটা জুমআতেই এই সওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমীন।

আমাদের পরিবারের নারী সদস্যগণ, যারা জুমআয় অংশ নিতে পারেন না। তাদের জন্য আলেমগণ পরামর্শ দেন তারা যেন বাসার পুরুষদেরকে এই আমলগুলো করতে উৎসাহ দেন ও উদ্বুদ্ধ করেন। পুরুষদেরকে এই ভাল কাজগুলোতে সহযোগিতা করার মাধ্যমে ইনশাআল্লাহ নারীরাও এই সওয়াবের অংশীদার হতে পারবেন।

জুমআর দিনের আরো কিছু সুন্নাহ সমর্থিত আমলঃ

গোসল করা
ফজরের ফরজ সালাতে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা
উত্তম পোশাক পরা
সুগন্ধি ব্যবহার করা
আগে আগে মসজিদে যাওয়া
সূরা কাহফ তিলাওয়াত করা (বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে)
জুমআর সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করা
দুই খুতবার মাঝে দুআ করা। এসময় দুআ কবুল হয়। এছাড়াও সারা দিন সাধ্য মত দুআ করা
বেশি বেশি দরূদ পড়া
মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা বা কোনো অনর্থক কাজ না করা। মোবাইল ফোনে ব্যস্ত থাকা এমন কি এ সময়ে মসজিদের দানবাক্স চালানোও অনর্থক কাজের অন্তর্ভুক্ত। খুতবার সময় কেউ কথা বলতে থাকলে তাকে নিষেধ করলেও তা অনর্থক কাজ হিসাবে গণ্য। আর খুতবার সময় অনর্থক কাজ করলে তা জুমআকে বরবাদ করে দেয়। তাই খুতবার খুতবা শোনা ব্যতীত সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো ক্রমেই এ সময় মসজিদের দানবাক্স চালানো যাবে না। খুতবার আগে বা সালাতের পরে দানবাক্স চালানো যেতে পারে। (সূত্র: https://www.alkawsar.com/bn/article/804)

আবু হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করার পর জুমু‘আর সলাতে এলো, নীরবে মনোযোগ সহকারে খুতবাহ্‌ শুনল, তার পরবর্তী জুমু‘আহ্‌ পযর্ন্ত এবং আরো অতিরিক্ত তিন দিনের পাপ ক্ষমা করে দেয়া হয়। আর যে ব্যক্তি (অহেতুক) কঙ্কর স্পর্শ করল সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করল।

সহীহ মুসলিম ১৮৭৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: জুমু’আর দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাক বলবে, অথচ ইমাম খুত্‌বা দিচ্ছেন, তা হলে তুমি একটি অনর্থক কথা বললে।

বুখারী ৯৩৪

আল্লাহ আমাদেরকে জুমআর সময় সকল অনর্থক কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমীন।"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

অনেক মসজিদে দেখা যায়, খুৎবা চলা অবস্থায়ও দানবাক্স চলতে থাকে। হাদীস শরীফে খুৎবা চলা অবস্থায় অন্যকে চুপ করতে বল.....

01/05/2024

দোয়া কবুল না হওয়ার কারন :
রাসুল(স.)বলেছেন,

তার আহার্য হারাম, তার পরিধেয় হারাম এবং হারাম খাদ্যে সে প্রতিপালিত হয়েছে। সুতরাং কেমন করে তার দোয়া কবুল হবে? (মুসলিম ২৩৯৩, তিরমিযী ২৯৮৯)
#দোআ

কা হা ফ গা র ড!নিজের জন্য। নিজের পরিবারের জন্য। বন্ধুবান্ধবের জন্য। যাদেরকে ভালোবাসি সবার জন্য। কা হা ফ গার্ড অ্যাপটা ডা...
30/04/2024

কা হা ফ গা র ড!
নিজের জন্য। নিজের পরিবারের জন্য। বন্ধুবান্ধবের জন্য। যাদেরকে ভালোবাসি সবার জন্য।
কা হা ফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে আটকে দেবে।
অর্থাৎ, আপনি যখন কোনোকিছু সার্চ দেন ইউটিউব অথবা গুগলে, তখন সাজেশানে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট অথবা আর্টিকেল লিঙ্ক চলে আসা যার মধ্যে হারাম কন্টেন্ট বিদ্যমান। কাহাফ গার্ড সেসমস্ত হারাম উৎসগুলোকে আপনার সামনে আসতে দিবে না।
কা হা ফ গার্ড আরো যেসব সুবিধা আপনাকে দেবে:
০১. কোনো ধরণের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর, বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় । ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।
০২. ৫.৫ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।
০৩. ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন এন্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।
০৪. পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।
০৫. গুগল/Bing এ দিবে সেইফ সার্চ নিশ্চয়তা যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে।
০৬. ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।
মোস্ট ইন্টারেস্টিংলি, কাহাফ গার্ড অ্যাপ একদম ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ । শুধুমাত্র মুসলিমদের জন্য নিরাপদ এবং হারাম মুক্ত ইন্টারনেট নিশ্চিত করাই এই প্রজেক্টের একমাত্র লক্ষ্য।
কা হা ফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে । নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, বন্ধ বান্ধব ,আত্মীয়স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন ।
প্লে-স্টোর/অ্যাপ স্টোরে গিয়ে Kahf Guard লিখলেই পেয়ে যাবেন অ্যাপটি।
আমাদের ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত।

পোস্ট: আরিফ আজাদ

12/01/2024

জুম্মার দিনের আমল ()

সুরা কাহাফ তেলাওয়াত করা। 📖
(অন্তত ---দশ আয়াত ১০)

- বেশি বেশি ইস্তিগফার ( আস্তাগফিরুল্লাহ/ আল্লাহুম্মাগফিরলি)

- দূরদ শরিফ পাঠ করা (সর্বশ্রেষ্ঠ দুরুদ- "দরুদে ইব্রাহিম "আর সব থেকে ছোট দুরুদ
"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম")

দোয়া কবুলের মুহুর্তে (আসর মাগরিব এর মধ্যবর্তী সময় দোয়া করা

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ

মহান আল্লাহ সবাইকে আমল গুলো করার তৌফিক দিন... আমিন

02/01/2024

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না ।
— শেখ সাদী (রঃ)

29/12/2023

– শুক্রবার মানে😍

– গুনাহ মাফের আরেকটা সুযোগ”❤️
– পবিত্র জুম্মা ডে.🕋😘

28/12/2023

নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।
— হযরত আলী (রাঃ)

23/12/2023

যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না ।
— হযরত আলী (রাঃ)

21/12/2023

যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ।
— হযরত আলী (রাঃ)

19/12/2023

সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো ।
— আল হাদিস

18/12/2023

আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ।
— আল হাদিস

17/12/2023

জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে,
তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন

17/12/2023

সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে, তার স্বামীর জন্য

15/12/2023

গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবেনা,
কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফোটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে !!

15/12/2023

দোয়া করতেই থাকুন একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা উপহার দিবেন !
ইনশাআল্লাহ !

14/12/2023

মোনাজাতের এক ফোটা চোখের পানি একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে !!
ইনশাআল্লাহ !

13/12/2023

সত্যিকারের হ্যান্ডসাম পুরুষ তো সেই,
যে বেপর্দা অসভ্য নারী দেখলেও আল্লাহর ভয়ে দৃষ্টি নত রাখে !!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md.Ridoy Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Ridoy Ali:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share