কলমীর সমাচার

  • Home
  • কলমীর সমাচার

কলমীর সমাচার বৃহত্তর চর কলমীর সকল সংবাদ। বৃহত্তর চর কলমীর খোঁজখবর পেতে, আমাদের পেইজে লাইক কমেন্ট করে সাথে থাকুন।

ভোলা সহ উপকূলীয় জেলা সমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।চরফ্যাশন উপজেলার বিভিন্ন জায়গায় রাত ১২ঃ০০ থেকে দমকা ...
13/05/2023

ভোলা সহ উপকূলীয় জেলা সমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
চরফ্যাশন উপজেলার বিভিন্ন জায়গায় রাত ১২ঃ০০ থেকে দমকা বাতাস আর বৃষ্টি মধ্য দিয়েই শুরু হয়ে গেছে ঘুর্ণিঝড় মোখার তান্ডব।

দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নে চর দখলের পরিকল্পনায় প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা : দুই আসামী গ্রেফতার।𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, ...
25/12/2022

দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নে চর দখলের পরিকল্পনায় প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা : দুই আসামী গ্রেফতার।

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[𝟐𝟒 𝐃𝐄𝐂𝐄𝐌𝐁𝐄𝐑 𝟐𝟎𝟐𝟐]

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় চরফ্যাশন সার্কেল এ এসপি ও অফিসার ইনচার্জ, দুলার হাট থানা, ভোলার তত্ত্বাবধানে দুলার হাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদার চরের বাসিন্দা বকুল বেগম(৩২)'কে হত্যার প্রধান পরিকল্পনাকারীসহ দুই আসামী, আব্দুল মান্নান(৪৮) ও আব্দুল মালেক (৫২)'কে গ্রেফতার করেছে দুলার হাট থানার একটি চৌকস পুলিশ টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, শিকদার চরের জমির মালিকানা নিয়ে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে স্থানীয় মেম্বার আব্দুল মালেক। বকুল বেগম, যাকে হত্যা করা হয় তার স্বামী বাচ্চু এই মালেকের সাথে একই গ্রুপে আছেন। অপর দিকে আছে আসলাম গ্রুপ। ঘটনার ১ সপ্তাহ আগে তারা জনৈক সেলিমের বাসায় বসে পরিকল্পনা করে যে, চরের জমি দখল নেয়ার জন্য একটি হত্যাকান্ড সংগঠিত করতে পারলে প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিয়ে তারা এই জমি ভোগ করতে পারবে। এ পরিকল্পনায় উপস্থিত ছিল মালেক মেম্বার,সেলিম, মান্নান,জসিম ও রফিক। তারা পরিকল্পনামত প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বাচ্চুর স্ত্রী বকুল বেগমকে হত্যা করার টার্গেট নেয়। ঘটনার দুই মাস পূর্বে বকুল বেগমের সাথে মালেক গ্রুপের প্রতিপক্ষ আসলাম গ্রুপের সাথে একটি ঝগড়া হয় এবং এই ঝগড়ায় তারা বাচ্চুর স্ত্রীকে হুমকি দিয়েছিল এবং ঘটনাটি অনেক মানুষের সামনে হয়েছিল সুতরাং তারা যদি বাচ্চুর স্ত্রী বকুল বেগমকে হত্যা করে তাহলে প্রতিপক্ষ আসলাম গ্রুপের উপর দায় চাপাতে পারবে সহজে।

মালেক মেম্বার তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনৈক ইব্রাহিম নামক এক ট্রাক ড্রাইভারকে ভাড়াটিয়া কিলার হিসাবে ভাড়া করে।এছাড়া মান্নান, সেলিম, জসিম ও রফিক এ হত্যাকান্ডে অংশগ্রহন করবে বলে ঠিক হয়। গত ২৮ নভেম্বর ইব্রাহীমকে ঢাকা থেকে নিয়ে এসে পরিকল্পনাটি বুঝিয়ে দেয়া হয় এবং প্রতিশ্শ্রুতি দেয় যে, সে যদি পরিকল্পনা মত কাজ করতে পারে তাহলে চরের ভিতর থেকে তাকে ১০ একর এবং মান্নানকে ৫ একর জমি প্রদান করা হবে।

পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত ২৯ নভেম্বর সন্ধ্যার দিকে সেলিম, আব্দুল মান্নানকে বিকাশের মাধ্যমে ১৫,০০০ টাকা দেয়। তারা সেই টাকা উঠিয়ে দুইটি চাকু কিনে। ঘটনার আগের দিন ইব্রাহিম, বাচ্চুর বাড়ি এবং ঘরে কয়জন থাকে তা রেকি করে। মালেক মেম্বার মামলার হাজিরা দেওয়ার কথা বলে বাচ্চুকে তার কাছে নিয়ে আসে এবং সেই সুযোগে বকুল বেগমকে হত্যার জন্য অন্যান্য সদস্যদের পাঠায়। ২৯ নভেম্বর দিবাগত রাতে সেলিমের ভাইয়ের ছেলের ট্রলারে করে রাতে ইব্রাহীম, মান্নান, জসিম ও রফিক নদী পার হয়ে শিকদার চরে যায়। রফিক বাইরে পাহাড়া দেয়, জসিম নৌকায় অবস্থান করে, ইব্রাহিম এবং মান্নান সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে বলে তারা জিজ্ঞাসাবাদের জানায়।

উল্লেখ্য যে, গত ইং ২৯/১১/২০২২ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় মোঃ আলম বাচ্চু মেলকার মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়ে যায়। তখন মোঃ আলম বাচ্চু মেলকার এর স্ত্রী বকুল বেগম ও সাক্ষী মুকুল বেগম বসত ঘরে ছিলো। তারা প্রতিদিনের ন্যায় ইং ২৯/১১/২০২২ তারিখ রাতের খাওয়া শেষে বসত ঘরের সামনের বারান্দায় খাটের উপর ঘুমিয়ে পড়ে। ঐদিন দিবাগত রাত অনুমান ১২.৩০ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকার মধ্যে আসামীরা (মুখ বেঁধে) ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদার চরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ আলম বাচ্চু মেলকার এর পশ্চিম ভিটির দোচালা টিনের বসত ঘরের সামনে বারান্দার হোগল পাতার দরজা খুলে ভিতরে প্রবেশ করে বকুল বেগমকে এলোপাথারীভাবে কুপিয়ে বুকে, পেটে, ডান ও বাম হাতে এবং বাম পায়ের হাটুর নিচে গুরুতর জখম করে। আসামীদের ধারালো অস্ত্রের আঘাতে বকুল বেগম এর পেট কেটে নাড়ী-ভুড়ি বেড় হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। সাক্ষী মুকুল বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের হাত হতে তার বোন বকুল বেগমকে বাঁচাতে এগিয়ে আসলে আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্রশস্ত্র দিয়া তার গলায় পোচ দিয়া এবং হাতে কোপ দিয়া গুরুতর জখম করে ঘটনাস্থল হতে দ্রুত পালাইয়া যায়। তারপর সাক্ষী মুকুল বেগম তার ভগ্নীপতি মোঃ আলম বাচ্চু মেলকার এর বসত ঘরের বেড়ার উপর আঘাত সহ ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে বকুল বেগমকে বসত ঘরের সামনের বারান্দার মেঝেতে মাটির উপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সাক্ষী মুকুল বেগমকে গুরুতর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্ণিত ঘটনায় স্থানীয় অলিল চৌকিদার (৪২), পিতা-মৃত ইউনুছ আলী চৌকিদার, মাতা-রিজিয়া বেগম, সাং-শিকদারের চর ৯নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলা থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে দুলারহাট থানার মামলা নং-০১, তারিখ ০২/১২/২০২২ খ্রিঃ, ধারা-৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি এসআই/আমিনুল ইসলাম, দুলারহাট থানা, ভোলা তদন্ত করেন।

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য যাচাইপূর্বক ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
©Bhola District Police

03/12/2022
"দীর্ঘ ৮ বছর পর চালু হলো ঢাকা টু কলমী লঞ্চ সার্ভিস"কলমী থেকে সরাসরি ঢাকা যাতায়াতের অন্যতম মাধ্যম ছিলো বকশী, বাবুরহাট লাই...
03/12/2022

"দীর্ঘ ৮ বছর পর চালু হলো ঢাকা টু কলমী লঞ্চ সার্ভিস"

কলমী থেকে সরাসরি ঢাকা যাতায়াতের অন্যতম মাধ্যম ছিলো বকশী, বাবুরহাট লাইনের লঞ্চ। দীর্ঘ বছর যাবত রুট'টি অত্যান্ত জমজমাটের সহিত সার্ভিস দিয়ে আসছিলো, হঠাৎ করে লাইনটি সার্ভিস ড্রোপ করতে শুরু করে এছাড়া পরবর্তীতে বিভিন্ন মামলা মকদ্দমায় এক পর্যায়ে লাইনটি বন্ধ হয়ে যায়।

এতে করে ভোগান্তিতে পরে দক্ষিণ আইচা ও শশিভূষণ থানার লোকজন, বিকল্প পথ হিসেবে বেছে নিতে হয় বেতুয়া ও ঘোষেরহাট লাইট। যা দক্ষিণ অঞ্চলের লোকজনের জন্য ছিলো দূর ও সময় সাপেক্ষ!
এসব কিছুর ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য সু সংবাদ নিয়ে আসে কুয়াকাটা-১, পূবালী-৫ ও আসা যাওয়া-২ এই তিনটি লঞ্চ।
ঢাকা-চরমোন্তাজ নৌ-পথে যাত্রা শুরু করবে লঞ্চ, রোটেশন অনুযায়ী তিন টি লঞ্চ চলাচল করবে এই রুটে। যার মাধ্যমে সুবিধা পাবে ভোলা ও পটুয়াখালীর দ্বীপাঞ্চলের মানুষ।

বিশেষ করে, দক্ষিণ আইচা থানার ঢাকা গামী যাত্রীগণ বাবুরহাট লঞ্চ ঘাট হয়ে ও শশিভূষণ থানার যাত্রীগণ বকশী ঘাট (আঞ্জুরহাট) হয়ে সহজ যাতায়াত ও পণ্য পরিবহনে সময় ও পরিশ্রম কমে আসবে অনেকটাই।
এছাড়াও নতুনভাবে এই রুটে লঞ্চ চলাচল করায় ভোলা সহ পটুয়াখালীর দুর্গম দ্বীপাঞ্চলের মানুষ খুব সহজেই ঢাকার সাথে যাতায়াত করতে পারবে এবং সাথে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। খামারবাড়ি, চরকুকরি-মুকরি, তারুয়া বিচ ও সোনার চর বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমন পিপাসু পর্যটক এই লঞ্চে কম সময়ে যাতায়াত করতে পারবেন।

ঘাটসমূহঃ ঢাকা, ফতুল্লা, ধুলিয়া, কাশেম মিয়ার বাজার, গাছিরখাল, বাবুরহাট, চরমানিকা, গইনখালী, মন্ডলের সুইচগেট, চরবিশ্বাস (পূর্ব), চরমোন্তাজ।

সময়সূচীঃ
ঢাকা থেকে সন্ধ্যা ৬ঃ৪৫ টা
চরমোন্তাজ থেকে দুপুর ২ঃ৩০ টা
বাবুরহাট থেকে বিকাল ৪ঃ০০ টা
বকশী থেকে বিকাল ৪ঃ৩০ টা

প্রাথমিক ভাবে বলা যায় পদ্মা সেতুর প্রভাবে পটুয়াখালী ও গলাচিপা সদর এর লঞ্চ গুলোর যাত্রী ক্ষরার কারনেই লঞ্চ মালিক গন বিকল্প চিন্তা ধারনা থেকে রুট গুলো চালুর চেস্টা করছেন। আগে এই রুট গুলোর দিকে সেভাবে নজর দেয়া হয় নি, তবে সেবার মান ঠিক থাকলে এই রুট গুলো তে সাধারন যাত্রীর পাশাপাশি সারা বছর পর্যটক যাতায়াত সম্ভব।

দ্বীপ অঞ্চল পটুয়াখালী ও ভোলা এর উপকূল এ ছড়িয়ে রয়েছে অসংখ্য লুকায়িত সৌন্দর্য । বাংলাদেশ এর মানচিত্র এর দক্ষিনে ছোট ছোট বি...
27/11/2022

দ্বীপ অঞ্চল পটুয়াখালী ও ভোলা এর উপকূল এ ছড়িয়ে রয়েছে অসংখ্য লুকায়িত সৌন্দর্য । বাংলাদেশ এর মানচিত্র এর দক্ষিনে ছোট ছোট বিচ্ছিন্ন যে দ্বীপ চর গুলো দেখা যায় সেগুলো অনেক গুলোই এখনো জন বিচ্ছিন্ন বা দূর্গম । যেখান প্রকৃতি ছড়িয়ে রেখেছে তার অবারিত রূপ । চর গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো চর কুকরি মুকরি, চর মাইনকা, ঢাল চর, তারুয়া, চর নিজাম, চর বেস্টিন, চর বিশ্বাস , চর মোন্তাজ, চর লক্ষী, আন্ডার চর , সোনার চর , রুপার চর, কালার চর, চর হেয়ার, চর কলাগাছিয়া, শিপ চর, চর তুফানিয়া, মাঝের চর, চর হরিনা, চর বিজয় সহ নাম না জানা আরো অনেক জন বিচ্ছিন্ন দ্বীপ । প্রকৃতি প্রেমিক রা এতোদিন যোগাযোগ ব্যাবস্থা এর নানা প্রতিকূলতা মোকাবিলা করে এসব এলাকা ভ্রমন করেছে ।
এখন নতুন ভাবে এ সকল অঞ্চল গুলোর সেন্টার পয়েন্ট ও সমুদ্র উপকূল এর সর্বশেষ লোকালয় বিধৌত দ্বীপ চর মন্তাজ থেকে ঢাকা লঞ্চ সার্ভিস চালু হতে যাচ্ছে নতুন ভাবে। যদিও এই সার্ভিস টি নতুন নয়, অনেক আগে থেকেই চরমন্তাজ থেকে ঢাকা লঞ্চ সার্ভিস ছিলো মেলকার নেভিগেশন এর জামাল সিরিজ এর লঞ্চ সহ অন্যান্য লঞ্চ এই রুটে চলাচল করতো । যাত্রী ও নাব্যতা খরায় সার্ভিস গুলো কয়েক বছর পুর্বে বন্ধ হয়ে যায়।
আগামী ২৫ নভেম্বর থেকে নতুন আঙ্গিকে এম ভি কুয়াকাটা ১, এম ভি পুবালী ৫ ও এম ভি আসা যাওয়া ২ এই ৩ টি লঞ্চ নিয়ে শুরু হচ্ছে নতুন সার্ভিস ঢাকা - চর মোন্তাজ নৌ রুটে । এতে সাধারন যাত্রী গন এর পাশাপাশি দ্বীপ অঞ্চল গুলোর পর্যটন এও অসামান্য ভূমিকা অর্জন হবে বলে আমাদের বিশ্বাস।
ঢাকা - চর মোন্তাজ লঞ্চ চলাচল এর সময় সূচীঃ
ঢাকা থেকে ছাড়বে প্রতিদিন ১ টি লঞ্চ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট ।
চর মোন্তাজ থেকে ছাড়বে প্রতিদিন ১ টি লঞ্চ দুপুর ৩ টা ৩০ মিনিট ।
দূরত্ব অনুযায়ী অন্যতম বৃহৎ নৌ রুট হবে এটি এবং উভয় দিক থেকে লঞ্চ ছেড়ে এসে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা, কালাবদর, তেতুলিয়া নদী পাড়ি দিবে। যাত্রা বিরতী করবে যথাক্রমে নারায়ণগঞ্জ এর ফতুল্লা লঞ্চ ঘাট, পটুয়াখালী এর বাউফল উপজেলা এর ধুলিয়া লঞ্চ ঘাট, ভোলার বোরহান উদ্দিন উপজেলা এর গঙ্গাপুর লঞ্চ ঘাট, ভোলার লালমোহন উপজেলা এর নাজিরপুর ও পাঙ্গাসিয়া লঞ্চ ঘাট, ভোলার চরফ্যাশন উপজেলা এর ঘোসেরহাট, বকশী ঘাট ও বাবুরহাট লঞ্চ ঘাট, চর কুকরি মুকরি এর কাছের লঞ্চ ঘাট চর মানিকা, এরপর আবার পটুয়াখালী জেলার অন্তঃগত মন্ডলের সুইচগেট, চরবিশ্বাস (পূর্ব) এবং যাত্রা শেষ হবে সাগর উপকূল এর চরমোন্তাজ সুলিজ লঞ্চ ঘাট এ ।
ভাড়ার তালিকা ফিক্সড হওয়া মাত্র আমরা জানিয়ে দিবো । প্রাথমিক ভাবে বলা যায় পদ্মা সেতুর প্রভাবে পটুয়াখালী ও গলাচিপা সদর এর লঞ্চ গুলোর যাত্রী ক্ষরার কারনেই লঞ্চ মালিক গন বিকল্প চিন্তা ধারনা থেকে রুট গুলো চালুর চেস্টা করছেন। আগে এই রুট গুলোর দিকে সেভাবে নজর দেয়া হয় নি, তবে সেবার মান ঠিক থাকলে এই রুট গুলো তে সাধারন যাত্রীর পাশাপাশি সারা বছর পর্যটক যাওয়া আসা করবে।
ভ্রমন করতে পারেন এই রুটে, প্রকৃতির সান্নিধ্য পেতে ।

©Launch Vessel Finder's Bangladesh

সু খবর                       সু খবর                          সু খবর✅ আগামী ২৫ নভেম্বর থেকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে নতুন ন...
22/11/2022

সু খবর সু খবর সু খবর

✅ আগামী ২৫ নভেম্বর থেকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে নতুন নৌরুট "ঢাকা - চরমোন্তাজ"!
👉 কুয়াকাটা ১, আসা যাওয়া ২ এবং পূবালী ৫ এই তিনটি লঞ্চ সার্ভিস দিবে!
👉 ২৫ নভেম্বর উদ্বোধনী ট্রিপে থাকবে আসা যাওয়া ২, ২৬ নভেম্বর পূবালী ৫ এবং ২৭ শে নভেম্বর কুয়াকাটা ১! তিনটি লঞ্চ উভয় প্রান্ত থেকে রোটেশন করে চলাচল করবে!
✅ ঢাকা - চরমোন্তাজ রুটের ঘাট: ঢাকা, ফতুল্লা, ধুলিয়া, গঙ্গাপুর, নাজিরপুর, পাংগাসিয়া, ঘোষেরহাট, বকশি, বাবুরাহাট, মানিকারচর, গইনখালী, মন্ডলের সুইচগেট, চরবিশ্বাস (পূর্ব) এবং চরমোন্তাজ!
✅ চলাচলের সময়সূচী -
👉 ঢাকা থেকে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ছাড়বে
👉 চরমোন্তাজ থেকে দুপুর ৩ টা ৩০ মিনিটে ছাড়বে।

শুরু হলো ভোলা-চরফ্যাশন মূল সড়কের পিচ ঢালাইয়ের কাজ, ভোলা জেলার সর্ব শেষ প্রান্ত বাবুরহাট বাজার থেকে শুরু হয় এ ঢালাইয়ের ক...
14/04/2022

শুরু হলো ভোলা-চরফ্যাশন মূল সড়কের পিচ ঢালাইয়ের কাজ, ভোলা জেলার সর্ব শেষ প্রান্ত বাবুরহাট বাজার থেকে শুরু হয় এ ঢালাইয়ের কাজ।
কাজের যে অগ্রগতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই বাবুরহাট টু দক্ষিণ আইচার নিকটবর্তী স্থান পর্যন্ত, অর্থাৎ বাবুরহাট থেকে ১০ কিলো মিটার খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে।
এ রাস্তা নির্মাণের ফলে চর কলমী, ও নজরুলনগর ইউনিয়নে সাথে চর মানিকা ইউনিয়নের যোগাযোগ বাড়বে ও দক্ষিণ আইচা থানাধীন পশ্চিম অঞ্চলের যোগাযোগ সহজলভ্য হবে।
এছাড়াও খামারবাড়ি ও চরকুকরী-মুকরী দর্শনার্থীদের যাতায়াত দূরতম হবে।

সম্ভবত বাবুরহাট টু দক্ষিণ আইচার এই প্রজেক্টটিই সর্ব প্রথম এ সড়কের পুন-নির্মাণ কাজ শুরু করে এবং নানার প্রযুক্তির ব্যাবহারে খুব দ্রুত কাজে এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে ঈদের আগেই বাবুরহাট থেকে দক্ষিণ আইচার নিকটবর্তী ১০ কিলো মিটার কার্পেটিং সম্পন্ন হবে।
প্রজেক্টের ঠিকাদারী প্রতিষ্ঠানঃ নরারুণ ট্রেডার্স লিমিটেড।

17/11/2021

Address


Telephone

+8801511105052

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলমীর সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share