27/11/2022
দ্বীপ অঞ্চল পটুয়াখালী ও ভোলা এর উপকূল এ ছড়িয়ে রয়েছে অসংখ্য লুকায়িত সৌন্দর্য । বাংলাদেশ এর মানচিত্র এর দক্ষিনে ছোট ছোট বিচ্ছিন্ন যে দ্বীপ চর গুলো দেখা যায় সেগুলো অনেক গুলোই এখনো জন বিচ্ছিন্ন বা দূর্গম । যেখান প্রকৃতি ছড়িয়ে রেখেছে তার অবারিত রূপ । চর গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো চর কুকরি মুকরি, চর মাইনকা, ঢাল চর, তারুয়া, চর নিজাম, চর বেস্টিন, চর বিশ্বাস , চর মোন্তাজ, চর লক্ষী, আন্ডার চর , সোনার চর , রুপার চর, কালার চর, চর হেয়ার, চর কলাগাছিয়া, শিপ চর, চর তুফানিয়া, মাঝের চর, চর হরিনা, চর বিজয় সহ নাম না জানা আরো অনেক জন বিচ্ছিন্ন দ্বীপ । প্রকৃতি প্রেমিক রা এতোদিন যোগাযোগ ব্যাবস্থা এর নানা প্রতিকূলতা মোকাবিলা করে এসব এলাকা ভ্রমন করেছে ।
এখন নতুন ভাবে এ সকল অঞ্চল গুলোর সেন্টার পয়েন্ট ও সমুদ্র উপকূল এর সর্বশেষ লোকালয় বিধৌত দ্বীপ চর মন্তাজ থেকে ঢাকা লঞ্চ সার্ভিস চালু হতে যাচ্ছে নতুন ভাবে। যদিও এই সার্ভিস টি নতুন নয়, অনেক আগে থেকেই চরমন্তাজ থেকে ঢাকা লঞ্চ সার্ভিস ছিলো মেলকার নেভিগেশন এর জামাল সিরিজ এর লঞ্চ সহ অন্যান্য লঞ্চ এই রুটে চলাচল করতো । যাত্রী ও নাব্যতা খরায় সার্ভিস গুলো কয়েক বছর পুর্বে বন্ধ হয়ে যায়।
আগামী ২৫ নভেম্বর থেকে নতুন আঙ্গিকে এম ভি কুয়াকাটা ১, এম ভি পুবালী ৫ ও এম ভি আসা যাওয়া ২ এই ৩ টি লঞ্চ নিয়ে শুরু হচ্ছে নতুন সার্ভিস ঢাকা - চর মোন্তাজ নৌ রুটে । এতে সাধারন যাত্রী গন এর পাশাপাশি দ্বীপ অঞ্চল গুলোর পর্যটন এও অসামান্য ভূমিকা অর্জন হবে বলে আমাদের বিশ্বাস।
ঢাকা - চর মোন্তাজ লঞ্চ চলাচল এর সময় সূচীঃ
ঢাকা থেকে ছাড়বে প্রতিদিন ১ টি লঞ্চ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট ।
চর মোন্তাজ থেকে ছাড়বে প্রতিদিন ১ টি লঞ্চ দুপুর ৩ টা ৩০ মিনিট ।
দূরত্ব অনুযায়ী অন্যতম বৃহৎ নৌ রুট হবে এটি এবং উভয় দিক থেকে লঞ্চ ছেড়ে এসে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা, কালাবদর, তেতুলিয়া নদী পাড়ি দিবে। যাত্রা বিরতী করবে যথাক্রমে নারায়ণগঞ্জ এর ফতুল্লা লঞ্চ ঘাট, পটুয়াখালী এর বাউফল উপজেলা এর ধুলিয়া লঞ্চ ঘাট, ভোলার বোরহান উদ্দিন উপজেলা এর গঙ্গাপুর লঞ্চ ঘাট, ভোলার লালমোহন উপজেলা এর নাজিরপুর ও পাঙ্গাসিয়া লঞ্চ ঘাট, ভোলার চরফ্যাশন উপজেলা এর ঘোসেরহাট, বকশী ঘাট ও বাবুরহাট লঞ্চ ঘাট, চর কুকরি মুকরি এর কাছের লঞ্চ ঘাট চর মানিকা, এরপর আবার পটুয়াখালী জেলার অন্তঃগত মন্ডলের সুইচগেট, চরবিশ্বাস (পূর্ব) এবং যাত্রা শেষ হবে সাগর উপকূল এর চরমোন্তাজ সুলিজ লঞ্চ ঘাট এ ।
ভাড়ার তালিকা ফিক্সড হওয়া মাত্র আমরা জানিয়ে দিবো । প্রাথমিক ভাবে বলা যায় পদ্মা সেতুর প্রভাবে পটুয়াখালী ও গলাচিপা সদর এর লঞ্চ গুলোর যাত্রী ক্ষরার কারনেই লঞ্চ মালিক গন বিকল্প চিন্তা ধারনা থেকে রুট গুলো চালুর চেস্টা করছেন। আগে এই রুট গুলোর দিকে সেভাবে নজর দেয়া হয় নি, তবে সেবার মান ঠিক থাকলে এই রুট গুলো তে সাধারন যাত্রীর পাশাপাশি সারা বছর পর্যটক যাওয়া আসা করবে।
ভ্রমন করতে পারেন এই রুটে, প্রকৃতির সান্নিধ্য পেতে ।
©Launch Vessel Finder's Bangladesh