Golam Kibria

Golam Kibria Assistant Professor (Chemistry)
Vice Chairman, Paradise Gen Hospital Ltd. Director, EAM Holdings Ltd.

18/12/2023
27/10/2023

বিশ্ব রাজনীতির এক অনন্য নিদর্শন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

24/10/2023

ফেসবুকের ভিডিও কিভাবে Suggested for you তে নিবেন -

23/10/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-২১।

03/10/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-২০।

01/10/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৯।

27/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৮।

26/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৭।

25/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৬।

23/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৫।

22/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৪।

21/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১৩।

20/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১২।

19/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১১।

18/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১০।

17/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৯।

16/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৮।

15/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৭।

14/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৬।

13/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৫।

12/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৪
#সুবহানাল্লাহ ।

11/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-৩।

10/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-২।

09/09/2023

"ইউসুফ-জুলেখা" বাংলা ডাবিং পর্ব-১

02/09/2023

চাচায় ঠিক কথাই বলেছেন!!🤣😃

16/07/2023

সূরা মুলক!!🕋
শান্তির ঘুম এবং মন্দ থেকে রক্ষা পেতে প্রতি রাতে এটি শুনুন।🌸Surah Mulk! Listen this every night for peaceful sleep and protection from evils🌸

28/06/2023

মহান আল্লাহ,,, এমন নবী প্রেম আমাদের নসিব করুন ❤️👌

Study in UK (Apply 70 + UK Universities and Colleges).Processing fee is completely free.Contact for details +88017114740...
04/04/2023

Study in UK (Apply 70 + UK Universities and Colleges).Processing fee is completely free.
Contact for details +8801711474052.

02/04/2023

সিদরাতুল মুনতাহা কি:

সিদরাতুল মুনতাহাঃ আরবী ‘সিদরাহ’ শব্দের অর্থ হচ্ছে কুল বা বড়ই গাছ, আর ‘মুনতাহা’ শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা। সুতরাং, ‘সিদরাতুল মুনতাহা’ অর্থ হচ্ছেঃ একেবারে শেষ সীমানায় অবস্থিত বড়ই গাছ। এই গাছটি সাত আসমানের উপরে, একেবারে শেষ সীমানায় অবস্থিত, যা অত্যন্ত সুন্দর ও সুসজ্জিত। এই গাছটিকে সিদরাতুল মুনতাহা বলা হয় কারণ এটা হচ্ছে আল্লাহ তাআ’লার আরশ ও তাঁর সমগ্র সৃষ্টির মাঝে একটা সীমানা বা বাউন্ডারী। সিদরাতুল মুনতাহার উর্ধে কোন ফেরেশতা গমন করতে পারেনা, এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতাও না। সিদরাতুল মুনতাহার উর্ধে আল্লাহর আরশে মুআ’ল্লাকা অবস্থিত।

মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-কে জিব্রাঈল আ’লাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়ে একা রেখে চলে যান, কারণ সিদরাতুল মুনতাহার সীমানা অতিক্রম করে আরশের দিকে অগ্রসর হলে আল্লাহ তাআলা’র নূরে জিব্রাঈল আ’লাইহিস সালাম-এর ডানাগুলো পুড়ে যেত। আর তাঁর যাওয়ার অনুমতিও ছিলোনা।
আল্লাহ তাআ’লা যত ওয়াহী (আদেশ বা বিধানাবলী) নাযিল করেন, তা আরশ থেকে প্রথমে সিদরাতুল মুনতাহা নাযিল করা হয়। অতঃপর, সেখান থেকে ওয়াহী বহনকারী সংশ্লিষ্ট ফেরেশতাদের মাধ্যমে তা দুনিয়াতে প্রেরিত হয়। অনুরূপভাবে, বান্দাদের আমলনামা সমূহ প্রথমে সিদরাতুল মুনতাহা নিয়ে আসা হয়। অতঃপর, এখান থেকে আল্লাহর দরবারে পেশ করা হয়। ফেরেশতা বা নবী-রাসুল কেউই সিদরাতুল মুনতাহার স্থান অতিক্রম করতে পারেননি, একমাত্র আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ছাড়া।

মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ফিরে এসে সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলেছিলেন, “আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। এর ফল (বড়ই) যেন ‘হাজার’ নামক স্থানের (বড়) মটকার ন্যায়। আর তার পাতা যেন হাতীর কানের মতো বড়। সিদরাতুল মুনতাহার মূল থেকে চারটি ঝরনা প্রবাহিত হয়েছে। দুইটি ঝরণা ভেতরে, আর দুইটি ঝরণা বাইরে। এই (চারটি ঝরণা) সম্পর্কে আমি জিবরাঈলকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ভেতরের দুইটি ঝরণা জান্নাতে অবস্থিত। আর বাইরের ঝরণা দুইটির একটি হল (ইরাকের) ফুরাত, আর অপরটি হল (মিশরের) নীল নদ। সুবহানাল্লাহি ওবিহামদিহি।

পৃথিবীতে মোট২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোট...
01/04/2023

পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করিও,আমীন✅✅

25/03/2023

এই সেই রেডিওর আযান 👌👌
যতবার শুনি শুধুই মুগ্ধ হই ❤️💞

লেখাটি অবশ্যই পড়বেন ।ছবিটি শেয়ার করে হয়তো আপনিও কারো জীবন বাঁচাতে পারবেন।STROKE (স্ট্রোক): মনে রাখুন শব্দটির প্রথম ৩টি...
27/02/2023

লেখাটি অবশ্যই পড়বেন ।
ছবিটি শেয়ার করে হয়তো আপনিও কারো জীবন বাঁচাতে পারবেন।

STROKE (স্ট্রোক): মনে রাখুন শব্দটির প্রথম ৩টি অক্ষরঃ S, T এবং R.

আমরা সবাই-ই যদি এই ছোট্ট সাধারণ সণাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।
একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।
মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো, তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটা মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
একজন মস্তিষ্কবিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R...পড়ুন এবং জানুন!

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ

S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।
একজন খ্যাতনামা হৃদবিশেষজ্ঞ বলেছেন, যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।
সুতরাং, আপনি শিখলেন, আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান !!!!!

শেয়ার আপনার বন্ধুকেও জানান ...।

(লিখাটি ইংরেজি থেকে অনুবাদিত।)

ছবির এই লোকটিকে হয়তোবা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন ⁉️কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে  বাদ দিয়ে একটা রুটির 🍞 প...
30/01/2023

ছবির এই লোকটিকে হয়তোবা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন ⁉️

কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে বাদ দিয়ে একটা রুটির 🍞 পিছনে সময় নষ্ট করতেছে!

তাহলে আমি আপনি কি ?
আমি আপনিও কিন্তু এই লোকটির মতোই দুনিয়ার সামান্য রিজিকের জন্য আখিরাতের মুক্তি বা জান্নাতের পথকে ছেড়ে দিচ্ছি

এটা কি একবার ভেবে দেখেছেন ?
-আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন❤️

Love You Brazil 🇧🇷🇧🇷🇧🇷❤️
03/12/2022

Love You Brazil 🇧🇷🇧🇷🇧🇷❤️

Most FIFA World Cup goals scored :🇧🇷Brazil - 232🇩🇪Germany - 227 🇦🇷Argentina - 138🇮🇹Italy - 128🇫🇷France - 124🇪🇸Spain - 10...
01/12/2022

Most FIFA World Cup goals scored :

🇧🇷Brazil - 232
🇩🇪Germany - 227
🇦🇷Argentina - 138
🇮🇹Italy - 128
🇫🇷France - 124
🇪🇸Spain - 106

Most FIFA World Cup winners :

🇧🇷Brazil - 5
🇩🇪Germany - 4
🇮🇹Italy - 4
🇦🇷Argentina - 2
🇺🇾Uruguay - 2
🇫🇷France - 2
🇪🇸Spain - 1
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England - 1

Most match wins in FIFA World Cup :

🇧🇷Brazil - 73
🇩🇪Germany - 67
🇮🇹Italy - 45
🇦🇷Argentina - 43
🇫🇷France - 34

Most FIFA World Cup points holder teams :

🇧🇷Brazil - 237
🇩🇪Germany - 221
🇮🇹Italy - 156
🇦🇷Argentina - 144
🇫🇷France - 118

Most participations in FIFA World Cup :

🇧🇷Brazil - 22
🇩🇪Germany - 20
🇮🇹Italy - 19
🇦🇷Argentina - 18
🇫🇷France - 16

Most free-kick goals in FIFA World Cup :

🇧🇷Brazil - 13
🇦🇷Argentina - 5
🇰🇷South Korea - 5
🇪🇸Spain - 5
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England - 4
🇷🇸Yugoslavia - 4
🇺🇾Uruguay - 4

Most FIFA World Cup Golden Boot win by country :

🇧🇷Brazil - 5
🇩🇪Germany - 3
🇦🇷Argentina - 2
🇮🇹Italy - 2
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England- 2
🇭🇺Hungary - 2

Most FIFA World Cup Golden Ball win by country :

🇧🇷Brazil - 7
🇦🇷Argentina - 3
🇮🇹Italy - 3
🇺🇾Uruguay - 2

It's all about Brazil's Heritage🇧🇷❤️

ওয়ার্ল্ডকাপে এখন পর্যন্ত সেরা ১০ টিমের শীর্ষে ব্রাজিল। ফুটবল ওয়েবসাইট 90Mins এর মতে, ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ইম্প্রেসি...
27/11/2022

ওয়ার্ল্ডকাপে এখন পর্যন্ত সেরা ১০ টিমের শীর্ষে ব্রাজিল।

ফুটবল ওয়েবসাইট 90Mins এর মতে, ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ইম্প্রেসিভ পারফরম্যান্স করা দলগুলোর মধ্যে ১ নাম্বারে আছে ব্রাজিল। 🥰🇧🇷🇧🇷

🇳🇮🇧🇷 আর্জেন্টিনা বনাম ব্রাজিল🇧🇷ব্রাজিল বিশ্বকাপ খেলছে ২০ বার- আর আর্জেনটিনা ১৬ বার🇧🇷ব্রাজিল বিশ্বকাপ পাইছে ৫ বার- আর আর্...
26/11/2022

🇳🇮🇧🇷 আর্জেন্টিনা বনাম ব্রাজিল
🇧🇷ব্রাজিল বিশ্বকাপ খেলছে ২০ বার
- আর আর্জেনটিনা ১৬ বার
🇧🇷ব্রাজিল বিশ্বকাপ পাইছে ৫ বার
- আর আর্জেনটিনা ২ বার
🇧🇷ব্রাজিল ফাইনাল খেলছে ৭ বার
- আর আর্জেনটিনা খেলছে ৫ বার
🇧🇷আর ব্রাজিল যতবার ফাইনাল খেলছে, আর্জেনটিনা ততবার সেমিফাইনাল ও খেলে নাই।
🇧🇷ব্রাজিলের একটানা দুইবার (৫৮,৬২) বিশ্বকাপ নিছে একটানা তিনবার ফাইনাল খেলছে (৯৪,৯৮,০২)
🇧🇷ব্রাজিলের পেলে আর রোমিরও এর ১০০০+ গোল করার কৃতিত্ব আছে।
- আর আর্জেনটিনার ম্যারাডোনা ও মেসির গোল যোগ করলেও ১০০০ হয় না।
🇧🇷ব্রাজিলের রোনালদোর বিশ্বকাপে সব্বোর্চ ১৫ গোল করার রেকর্ড আছে।
- আর আর্জেনটিনার মেসি ও রোনালডোর গোল যোগ করলে হয় ৯ টা।
🇧🇷ব্রাজিল গত ২৪ বছরে কাপ পাইছে ১৫ টা।
- আর আর্জেনটিনা ১ টা পায়ছে ২৮ বছর সাধনা করার পর।
🇧🇷ব্রাজিলের সাথে আর্জেনটিনার তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই না। কিছু কিছু ব্যাক্তি আছে তাদের নিজেদের তো কিছুই নাই, সারাক্ষণ অন্যের দুর্নাম নিয়ে বসে থাকে,যেমন আর্জেনটাইন ভক্ত, তারা ব্রাজিলের সাথে তুলনা করতে এসে একটা কথাই বলতে পারে আমরাতো 7up খাইনি, ইতিহাস ঘেটে দেখুন আর্জেনটিনার ১১ গোল খাওয়ার রেকর্ড আছে।
২০১৮ সালে স্পেনের কাছে ৬ টা খাইছে। ২০০৬ সালে বলিভিয়ার মত টিমের কাছে ৬ টা খাইছে।
বিশ্বাস না হলে গুগল এ সার্চ দিয়ে দেখতে পারেন.
বিরোধের মূল কারণ : ভাস্কোডাগামা আমেরিকা আবিষ্কারের পর ইউরোপীয়রা লুটপাট শুরু করে। স্পেন দক্ষিণ আমেরিকা এবং ব্রিটেন উত্তর আমেরিকা স্থানীয়দের মেরে কেটে সম্প্দ লুটপাট করে দখল করা শুরু করে। ভাগাভাগির এক পর্যায়ে পর্তুগাল কিছুই পায় না তাদেরকে ব্রাজিল দেওয়া হয়, সেখানে বড় বনভূমি ছাড়া কিছুই ছিল না। মূলত আর্জেন্টিনার স্প্যানিশ ভাষা আর ব্রাজিলের পর্তুগিজ এ দুটোরই বিরোধের মূল কারণ।
বি:দ্র: প্রমাণ এবং যুক্তিছাড়া এখানে কিছুই বলা হয় নাই।🥰
বি:দ্র: ২ - বাংলাদেশ বিশ্বকাপে খেলে না তাই আমরা অন্য দেশকে সাপোর্ট করি তার মনে এই নয় যে আমরা অন্ধ সাপোর্টার।

Address

456/1, Sador Road, Sharif Para, Charfassion
Bhola
8340

Telephone

01711474052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam Kibria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golam Kibria:

Videos

Share