Lalmohan Times

Lalmohan Times সত্যের সন্ধানে নির্ভীক

16/05/2023

ব্যাপক কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। সাথে বজ্রপাত ফি।।

14/08/2021
লকডাউনের ৩য় দিনে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর নেতৃত্বে  লাল...
25/07/2021

লকডাউনের ৩য় দিনে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর নেতৃত্বে লালমোহন উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে লকডাউনে পুলিশ কাজ করে যাচ্ছে। বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবেন না। ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন।

19/07/2021

h

আ"লীগ নেতা রাজ্জাক পঞ্চায়েত আর নেইলালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এমপি শাওনের চাচা মোঃ আব্দুর রাজ্জাক পঞ্চ...
28/06/2020

আ"লীগ নেতা রাজ্জাক পঞ্চায়েত আর নেই

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এমপি শাওনের চাচা মোঃ আব্দুর রাজ্জাক পঞ্চায়েত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
অদ্য ২৮ জুন অসুস্থতা জনিত কারণে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়ার সময় দুপুর ১২টার দিকে লালমোহন হেলিপোর্টে হেলিকাপটারে উঠালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেণ।

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন, আক্রান্ত ৩৫০৪ জন
27/06/2020

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন, আক্রান্ত ৩৫০৪ জন

█▒▒▒ ব্রেকিং নিউজ /Breaking ▒▒▒█*** করোনায় আরও ৪০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৬৬১*** ১৮৪৯৮ নমুনা পরীক্ষায় ৩৮৬৮ জনের করোন...
26/06/2020

█▒▒▒ ব্রেকিং নিউজ /Breaking ▒▒▒█

*** করোনায় আরও ৪০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৬৬১
*** ১৮৪৯৮ নমুনা পরীক্ষায় ৩৮৬৮ জনের করোনা শনাক্ত
*** নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৯১ শতাংশ
*** সারা দেশে এ পর্যন্ত ১,৩০৪৭৪ জনের করোনা শনাক্ত
*** ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৩৮ জন, মোট সুস্থ ৫৩১৩৩

প্রতিটি মুহূর্তই আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের ভাগ্যোন্নয়ন নিয়ে চিন্তা করি-এমপি শাওনপ্রতিটি মুহূর্তই আমি ভাবি লালমোহন...
25/06/2020

প্রতিটি মুহূর্তই আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের ভাগ্যোন্নয়ন নিয়ে চিন্তা করি-এমপি শাওন

প্রতিটি মুহূর্তই আমি ভাবি লালমোহন-তজুমদ্দিন কে নিয়ে। সন্ত্রাসের অভয়ারণ্য একটি জনপদকে সর্বোচ্চ উন্নয়ন দিয়ে ঢেলে সাজানোর কাজটি যথেষ্ট বন্ধুর ছিল। আমি নির্বাচিত হবার পরই নিজের থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম যেভাবে হোক লালমোহন-তজুমদ্দিন কে আমি এমন একটা জায়গায় দাঁড় করাবো যেখানে এই অঞ্চলের মানুষ অহংকার করতে পারে। আমার উন্নয়নসমৃদ্ধ স্থাপনাগুলোই জানান দিচ্ছে ইচ্ছে করলে কোন কিছুই করা অসম্ভব নয়। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত আমি নিজেকে ব্যস্ত রাখি কর্মের মাধ্যমে। পরিশ্রম সফলতার চাবিকাঠি। এই তত্ত্বকে সামনে রেখেই আমার প্রতিদিনের পদচারনা। বাংলাদেশে আমিই সর্বপ্রথম “সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক” নির্মান করেছি। দৃষ্টিনন্দন এই নির্মানশৈলী দেখতে দুর-দুরান্ত থেকে লোকজন প্রতিদিনই জড়ো হয়। এটা আমার কোন অবদান নয়। এটার একমাত্র অবদান জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার। আমাকে তিনি উক্ত অঞ্চলে প্রনিতিধিত্ব করার সুযোগ দিয়েছেন বিধায় আমি “সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক” সহ বিভিন্ন স্থাপনা নির্মান করতে সক্ষম হয়েছি। আপনাদের প্রতিশ্রুতি দিলাম যতদিন থাকবো আপনাদের কল্যানের নিজের সর্বোচ্চটুকু উজাড় করে উন্নয়নমুখী কর্মকান্ড অব্যাহত রাখবো।

25/06/2020

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩৯৪৬ জন, ৩৯ জন মৃত্যুবরণ করেছেন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

24/06/2020

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৪৬২ জন, মারা গেছে ৩৭ জন

20/06/2020

২৪ ঘন্টায় দেশে করোনা সনাক্ত ৩২৪০ জন, মৃত্যুবরন করেছেন ৩৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। একই সময়ে আরও ৩ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা "হিরো এমপি শাওনের" নানামুখী পদক্ষেপ, প্রশংসায় ভাসছে দেশজুড়েমোঃ ফরিদ উদ্দিনঃ ভোলা-৩ আসনের...
19/06/2020

প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা "হিরো এমপি শাওনের" নানামুখী পদক্ষেপ, প্রশংসায় ভাসছে দেশজুড়ে

মোঃ ফরিদ উদ্দিনঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, করোনা মহামারি রোধে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও জনপ্রতিনিধি হিসেবে জনগনের প্রতি আমার দায় অনুভব করে যথাসাধ্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।
এপ্রিল মাসের ২ তারিখে আমি নির্বাচনীয় এলাকায় থেকেই নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদি প্রদানের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করি এবং আজ অবধি খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কৃষক, পরিবহন ও ট্রাক শ্রমিক, রিক্সা-ভ্যান-অটো চালক, নরসুন্দর, বেদে, নির্মান শ্রমিক, প্রতিবন্ধি, ক্ষুদ্র ব্যবসায়ী, অন্যান্য শ্রমিক, কর্মক্ষমহীন, অসহায়, দরিদ্র সহ নিম্ন-মধ্যবিত্তদের মাঝেও নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়া মাত্র‌ই আমি নিজ জেলা, বিশেষ করে নিজ নির্বাচনী এলাকা করোনা ভাইরাস মুক্ত রাখতে ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালাই এবং আজ অবধি অব্যাহত রেখেছি। এই কার্যক্রমের অংশ হিসেবে নির্দেশনা মূলক লিফলেট বিতরন, শহর থেকে গ্রাম পর্যায়ে মাইকিং, সচেতনতা মূলক প্রচার ও নিয়মিত জীবানুনাশক স্প্রে করে যাচ্ছি।

এমপি শাওন আরো বলেন, নিজস্ব অর্থায়নে আমি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকসহ মাঠ পর্যায়ে যে সকল স্বেচ্ছাসেবীগণ কাজ করছেন তাদের প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, বিশেষায়িত চশমা ইত্যাদি সরবরাহ করার চেষ্টা করেছি।

এছাড়াও আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সামরিক কর্মকর্তা, সিভিল সার্জন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সাথে সমন্বয় করে সার্বক্ষনীক কাজ চালিয়ে যাচ্ছি।

সমাজের বিত্তশালী, সাংবাদিক ও সমাজকর্মীদের এই দূর্যোগ মোকাবিলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য অনুরোধ, অনুপ্রেরণা ও উৎসাহ যোগানোর চেষ্টা করছি।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী ও সামাজিক সংগঠনকে সাথে নিয়ে এই দূর্যোগ মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছি।

হট লাইন চালু করেছি। হট লাইনে কোন দুঃস্থ ব্যক্তির ফোন আসা মাত্র আমি নিজে যত রাত হোক সেখানে খাবার সামগ্রী অথবা চাহিত সামগ্রী পৌঁছে দিচ্ছি।

এ পর্যন্ত ২৫ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন করেছি। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগনের মাঝে নিত্য খাদ্য সামগ্রীর পাশাপাশি ইফতার সামগ্রী বিতরন করা হয়। এছাড়া আমি নিয়মিত প্রায় ৫০০ জন পথচারির মাঝে প্রস্তুতকৃত ইফতার প্রদানের ব্যবস্থা করেছি।

স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত এই ত্রাণ বিতরন সহ সকল কার্যক্রম চালিয়ে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা চার বারের সফল প্রধানমন্ত্রী, আধুনিক বাংলার রুপকার জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত মহান দায়িত্ব দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পালন করে যাবো ইনশাআল্লাহ্‌।

আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগন‌ই আমার সাহস ও অনুপ্রেরণা। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই মহামারি জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্‌।

28/10/2019

হাসানকে গ্রেফতারের পর ভিডিওটি ভাইরাল হয়েছে.....ওসি মীর খায়রুল কবীর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া ভোলার লালমোহন ডাওরী বাজার এলাকায় নির্যাতনের শিকার জসিমের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন, ২৭ অক্টোবর-২০১৯ রাত পৌনে ১০টার দিকে কালমা ইউনিয়নের হাসানকে অন্য একটি মামলায় গ্রেফতার করার পর জসিমের উপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জসিমকে নির্যাতন করা হয় ২০১৮ সালের ২৫ জুলাই। তখন এঘটনা কেউ প্রশাসনকে অবহিত করেনি। জসিম বর্তমানে ৫টি মামলার আসামি হয়ে জেল-হাজতে আছে। জসিমের স্ত্রী বাদী হয়ে আজ দুপুরে অভিযুক্ত হাসানকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছে। প্রশাসন এব্যাপারে তদন্ত করে হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে জসিমের উপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় তুলে সাধারণ মানুষ,সবার একটাই প্রত্যাশা এইসব অপরাধী জেনো কোনো মতে ছাড়া না পায়,তাহলে তারা আবার অপরাধ করে বেরাবে।

28/05/2019

শান্তির জেলা ভোলায় কোন অপরাধীর স্থান হবেনা- এসপি মোকতার হোসেন

ডেক্স নিউজঃ
ভোলায় কোন অপরাধীর স্থান হবেনা। চাঁদাবাজ দেখতে যাদুঘরে যাওয়া লাগবে। সকল আপরাদ কমে এসেছে। নারি ও শিশু নির্যতনও কমে এসেছে, মাদক মুক্ত ঘোষনা এখন সময়ের ব্যাপার। বাল্যবিবাহ এখন অনেক নিয়ন্ত্রনে। ভোলায় এসিড সন্ত্রাস এখন ইতিহাস। সব মিলিয়ে ভোলা এখন শান্তির নগরি ওপেন হাউজ ডে তে ভোলার আইনশৃঙ্খলা নিয়ে খোলা মেলা এসব কথা বলেন ভোলার সময়ের সফল পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।

পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহন করুন এই স্লোগানে ভোলায় সদর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ভোলা সদর থানার চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার স্বার্থে বিভিন্ন পরামর্শ সমাধানের লক্ষ্য ওপেন হাউজ ডে বক্তারা তুলে ধরেন।

এবং সকল বক্তারাদের পরামর্শ নোট করে সমাধান করার আশ্বাস দিয়েছেন সভার প্রধান অতিথি পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।

ভোলা সদর থানার ওসি ছগির মিঞার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক আহ্বায়ক এম এ তাহের, বর্তমান সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, চর সামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিদ্দিন মাতাব্বর, ওসি ডিবি শহিদুল ইসলাম, ভোলা নিউজের প্রকাশক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম বলেন, মাদক এবং নারী নির্যাতন,চাদাবাজীসহ কোন অপরাধের সাথে পুলিশ আপস করবে না যদি কোন পুলিশের কাছে গিয়ে সুবিচার না পাওয়া যায় তাহলে আমি এসপি আছি আমাকে জানাবেন, সাথে সাথে সমাধান করবো ইনশাল্লাহ।

ওপেন হাউজ ডে বাপ্তার আলোচিত মাদক ব্যবসায়ী এবং ৪ টি মাদক মামলার আসামী জসিম উদ্দিন (৪৫) পুলিশের হাতে আত্মসমর্পণ করেন। জসিম বাপ্তার ১ নং ওয়ার্ডের সেরাজল ফলবানের ছেলে।

20/12/2018

ভোলা-৩ আসনে টপলিষ্টে শাওন

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে হিসেবে দিন যতই যাচ্ছে ততই ঘনিয়ে আসছে এই নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো ভোলা ৪টি আসনের মনোনীত প্রার্থীরাও জোরালোভাবেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই প্রচারণায় বর্তমান ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই অন্যদের চেয়ে বেশি এগিয়ে রয়েছেন।

তাদেরকে কেন্দ্র করেই ভোটের হিসেব নিকেশ কষা শুরু হয়েছে। এই হিসেব নিকেশের ফলাফলে অন্যদের চেয়ে ভোলা-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার রিপোর্টেও এই তথ্য উঠে এসেছে। যেখানে ভোলার অন্যান্য আসনে বর্তমান ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা জায়গা করে নিতে পারেননি। সকলের ক্ষেত্রেই তাদের জয় নিয়ে অবকাশ রয়ে গেছে।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছিল। বিশেষ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক বিএনপির অংশগ্রহণের ব্যাপারে নিশ্চয়তা ছিল না। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে একটু পিছিয়ে ছিলেন। তবে নির্বাচনের কাছাকাছি সময়ে বিএনপি সিদ্ধান্ত নেয় এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এর আগে তারা ২০ দলীয় জোট ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তুলে। সর্বশেষ তারা গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

তারই অংশ হিসেবে সকল রাজনৈতিক দলগুলো মনোনয়ন ফরম বিক্রয় করা শুরু করে। সারাদেশের ধরাবাহিকতায় ভোলার ৪টি আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে। একই সাথে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করে।

এদের মধ্যে থেকে বাছাই করে আওয়ামীলীগ থেকে ভোলা-১ (ভোলা সদর) আসনে মনোনয়ন দেয়া বর্তমান মন্ত্রী তোফায়েল আহমেদকে, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বর্তমান সংসদ সদস্য আলী আযম মুকুল, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বর্তমান সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মনোনয়ন দেয়া হয়। এছাড়া বর্তমান মন্ত্রী ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবকে মনোনয়ন দেয়া হয়।

18/12/2018

ভোলা-৩: প্রচারে আওয়ামী লীগ, নিরবে বিএনপি

মোঃ ফরিদ উদ্দিনঃ
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার চলছে জোরেশোরে। গ্রাম, হাটবাজার ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। প্রতিদিন দুপুরের পর কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠছে বিভিন্ন এলাকা।

আওয়ামী লীগের প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকছেন গণসংযোগে। কিন্ত বিএনপি প্রার্থীর কোনো গণসংযোগ চোখে পড়ছে না নেই কোনো পোস্টার।

সর্বত্র একটাই আলোচনা বিএনপির ভোট নেই সে কারনে প্রার্থী সময় পাড় করছে ও গাঢাকা দিয়ে আছেন। আড্ডায়-আলোচনায় চায়ের দোকানে একটাই প্রশ্ন ।

পোস্টার, মিছিল, মাইকিং, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম, পথসভাসহ সব ক্ষেত্রেই নৌকার প্রচার চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ফেসবুক ও পেজ খুলে প্রচার চালাচ্ছেন। হাটে বাজারে আওয়ামী লীগের নেতারা গভীর রাত পর্যন্ত গণসংযোগ করে যাচ্ছেন।

অপর দিকে বিএনপি নেতাকর্মীরা প্রার্থীর কার্যকলাপে হতাশ হয়ে পরেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা, জানিয়েছেন তাদের প্রার্থী গাঢাকা দিয়েছেন খরচের ভয়ে। তারা আরও জানান। বিএনপি প্রার্থী একটু চাঙ্গা হলে এখনো লড়াই করা সম্ভব।

13/07/2017

ভোলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন এর বৎস পূর্তি পালন

মোঃ ফরিদ উদ্দিন
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন এর সফলতার ১ বছর পূর্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়। গত ১৪ জুলাই ২০১৬ ভোলায় যোগদানের পর থেকেই পুলিশ সুপার মাদক নির্মূলে জেহাদ ঘোষনা করেন। তার ধারাবাহিগতায় ভোলায় বিপুল পরিমানে মাদক উদ্ধারসহ অসংখ্য মাদক ব্যবসায়ীকে আটক করে ভোলার মানুষের মন জয় করে নিয়েছেন পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন । এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করেছেন। তার এই সফলতায় বিভিন্ন সামাজিক সংগঠন ফুলের শুভেচ্ছা জানান। এসময় তাকে পুলিশের সকল থানার কর্মকর্তা ও পুলিশ অফিসের কর্মকর্তাসহ ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ভোলা চেম্বারর অব কমার্স ও বাংলার কন্ঠর পক্ষ থেকে পুলিশ সুপার মোকতার হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কেটে এক বছরের সফলতার উদযাপন করা হয়।

এরপর পুলিশ সুপারের এক বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধারা হয়। এর মধ্যে গত এক বছরে ভোলায় ১৪৮৬৪ পিচ ইয়াবা, ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় ৬২৬ জন মাদক ব্যাবসায়ীকে আটক করাসহ বিভিন্ন মামলার সামাধান করা হয়।

পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, মাদক সেবনে অনেক পরিবার আজ পথে বসে গেছে, ধ্বংস হয়ে গেছে সেই পরিবার। তাই আমি যে জেলায় চাকুরী করি আমার প্রথম কাজ সেই জেলাকে মাদক মুক্ত করা। ভোলায় এসেই অসংখ্য মাদক ব্যাবসায়ীকে আটক করা সহ বিপুল পরিমানে ইয়াবা উদ্ধার করা হয়। আজ ভোলায় অনেকাংশেই মাদক ব্যাবহার কমে গেছে। আমি যে কদিন এ জেলায় থাকবো মাদক বন্ধে সর্বাত্ব কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন মাদক ব্যাবসায়ীদে কোন ছড় আমি দিবো না, কারো সুপারিস আমি নেবো না, গত এক বছরে কোন আটককৃত মাদক ব্যাবসায়ীকে ধরার পর ছেড়ে দেবার কোন ঘটনা গত এক বছরে নাই, আগামীতেও থাকবেনা। তিনি বলেন, ভোলা একটি সুন্দর শহর সেই শহরে কোন চাদাবাজি, জঙ্গীবাদ থাকবে না। জলদস্যু বিষয়ে তিনি বলেন, তার পুলিশ বাহীনি জেলেদের নিরাপত্তা কাজ করছে,, মনপুরা ঢালচরে, চর জহিরউিদ্দনসহ বিভিন্ন বিছিন্ন চরে পুলিশের সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছে ।

লালমোহন সার্কেল অফিসার রফিকুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাঈফুদ্দিন সাহিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আফসার উদ্দিন বাবুল।

08/07/2017

মেজর হাফিজ ২৩ বছরে যে উন্নয়ন করেছেন আমি ৬ বছরে তার দ্বিগুন উন্নয়ন করেছি..................এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন
লালমোহন-তজুমদ্দিনে স্বাধীনতার পর গত ৪৭ বছরে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হয়ে ৬ বছরে তার দ্বিগুন উন্নয়ন করেছি বলেন ভোলা-৩ অাসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, মেজর হাফিজ ২৩ বছর এমপি ছিলেন, তিনি সন্ত্রাস, চাদাঁবাজী আর নিজের ভাগ্যের উন্নয়ন ছাড়া কিছুই করেননি।

ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) বিএনপি থেকে মেজর হাফিজ ৬ বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন কিন্তু এ এলাকার কোন উন্নয়ন করেননি । বর্তমান সরকারের শাসনামলে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, এখন সময় এসেছে এ অবস্থা অব্যাহত রাখতে হবে। আমি এ এলাকায় পরিবর্তন করেছি সফল হয়েছি। আপনারা গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আমি তাঁর প্রতিনিধি হিসেবে এই জনপদকে মডেল রুপে রূপান্তরিত গড়বো। এমপি শাওন বলেন, এই শান্তির জনপদকে আর অশান্তি করতে দেয়া হবে না। আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি থাকবো।

07/07/2017

একজন ছোট পুলিশের বড় কীর্তি!
ঘটনাটি আজ শুক্রবার সকাল ১১ টার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস ডোবায় পড়ে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন রাস্তায় ট্রাফিক সামলাতে ব্যস্ত।
অবস্থার ভয়াবহতা ভেবে নিজের জীবনের কথা চিন্তা না করেই পুলিশের এই ভারী ভারী পোশাক নিয়েই পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে লাফিয়ে পড়েন পারভেজ।
একে একে গাড়ির জানালার গ্লাস গুলো ভেঙ্গে দেন যেন সহজে গাড়ির যাত্রীরা বেরিয়ে আসতে পারে। এরপর নিজেই চলে যান গাড়ির ভেতর। ডুব দিয়ে বের করে আনেন ৭ মাসের এক শিশুকে। গাড়ির ভেতর আটকে পড়া ৫ নারীসহ ১০/১২ জন যাত্রীকে উদ্ধার করেন।
স্থানীয় জনগণও তাঁকে উদ্ধার কাজে সহযোগিতা করে। দূর্ঘটনায় অনেকে আহত হলেও কেউ মারা যায়নি।
কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ হাজার টাকা পুরষ্কার ঘোষনা করেন।
এই ১৫ হাজার টাকা দিয়ে পারভেজ কি করবেন জানিনা। বাড়িতে পাঠালে বড় জোড় একমাসের বাজার খরচ হতে পারে। কিন্তু যে ঝুকিটা নিলেন তাতে জীবনটা হারালে ওই পরিবারটা হয়তো ১৫ বছরেও ঘুরে দাঁড়াতে পারত না।
পুলিশের চাকরিতে কনস্টেবল পোস্টটা অনেক ছোট্ট। কিন্তু ছোট্ট চাকরির ছোট্ট সুবিধায় আটকে থাকেননি তিনি। প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু।
কৃতজ্ঞতা: S M Nahidur Rahman

18/10/2016

সুস্থ দেহ, সুন্দর মন' আর সেটা পাবার আকাঙ্খা সবার থাকে। আজীবন তারুণ্য ধরে রাখতে এবং যৌবনের রাঙিন দিন অতিবাহিত করতে কার না ইচ্ছে করে। সেই ইচ্ছে পূরণের জন্য নিয়মিত পুষ্টিকর ভেজালমুক্ত খাবার খাওয়ার কোনো বিকল্প নেই।

শুধু তাই নয় যৌনজীবনে উদ্দীপনা আনতে ভায়াগ্রার সাহায্য নেন অনেকেই। বর্তমান জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে যৌনজীবনে শিথিলতা আসছে। প্রতিদিনের খাদ্যতালিকায় যদি থাকে এমন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনসিনোসাইড, তাহলে আপনার জীবনে ফিরে আসতে পারে যৌবন।

জেনে নিন এ জাতীয় ৫টি ভেষজ খাবারের নাম, যা ভায়াগ্রার চাইতে বেশি উত্তেজক-

সজনে ডাঁটা: এক গ্লাস দুধে সজনে ফুল, লবন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলেও আপনার যৌন ক্ষমতা বাড়বে। আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স সূত্র জানায়, পুরুষদের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভাল কাজ করে সজনে ডাঁটা। আপনি প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন সজনে ডাঁটা।

রসুন: রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন। ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে যৌন উত্তেজনা বাড়বে। আফ্রিকান হেলথ সায়েন্সসও এটা প্রামাণ করেছে, আদার মতোই উপকারী রসুন।

হিং: রান্নায় আমরা হিং মেশাই। প্রতিদিন সকালে ১ গ্লাস জলে এক চিমটি হিং ফেলে খেলে আপনার কামনা বাড়বে। এ ব্যপারে ডা. এইচ কে বাকরু তার ‘হার্বস দ্যাট হিল ন্যাচরাল রেমেডিস ফর গুড হেলথ’ বইয়ে লিখেছেন, যদি টানা ৪০ দিন ধরে রোজ ০.০৬ গ্রাম হিং খাওয়া যায় তাহলে পেতে পারেন সুস্থ যৌনজীবন।

জিরা: জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বাড়ে যৌন উদ্দীপনা। প্রতিদিন এক কাপ গরম চায়ে জিরা ফেলে খেতে পারেন উপকার পাবেন।

আদা: বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সবার কম-বেশি জানা। সুস্থ যৌনজীবন বজায় রাখতেও অপরিহার্য্য হতে পারে আদা। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে।

02/10/2016

#তেতো কথা # অনেকেই বলে থাকেন এত লোক দলে নেয় কেন? আমি বলি আরে ভাই লোক অবশ্যই লাগবে।নৌকা যখন বিজয়ের জন্য উজানে পাড়ী দিবে,আর আমরা যখন হয়রান হয়ে বলব,মন মাঝী তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারিনা।তখন এরাই গুন টেনে আমাদের নৌকাকে বিজয়ী করতে কুলে নিয়া যাবে।আমরা তখন বলব ( সারা জনম বাইলাম তৈরী কুলের নাগাল পাইলাম না,) সুতরাং অবশ্যই দলে লোকের দরকার আছে।

লেখকঃ ইউনুছ
নির্বাহি পরিচালক দ্বীপউন্নয়ন সোসাইটি।

18/08/2016

Zabed Habib Talukdar > �প্রানের শিক্ষাঙ্গন লালমোহন মাধ্যমিক বিদ্যালয় বাচাঁও

আজ তেমন কিছু বলবো না! নিচের এই ভদ্র লোক গত কুড়ি বছরের ও বেশি সময় লালমোহন মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে লালমোহনের শিক্ষা ব্যবস্থার গারের উপর দারিয়ে আছেন। তার নেতৃত্বেই লালমোহনের মাধ্যমিক শিক্ষার এই হাল। কুড়ি বছরে ভোলার মানচিত্র বদলে গেছে, কিন্তুু এই ভদ্র লোক লালমোহন থেকে বদলি হয়নি। ইদানিং নাকি উনি লালমোহনে তার শেখর আরও শক্ত করেছে! পাশে যে ভদ্র মহিলাকে দেখছেন ইনি তার সহধর্মীনি মিসেস জাকিয়া, লালমোহন হাইস্কুলের শিক্ষিকা। এইটা কোন সমস্যা না। নিচের ছবিতে মাঠের কোনায় যে বাউন্ডারি দেখছেন এটা হচ্ছে লালমোহনের খেলাধুলার আতুরঘর, বড় ধরনের কোনো খেলার পূর্বে এখানে খেলোয়ারেরা ওয়ারমাপ করতো, আর নরমাল টাইমে সিনিয়র রা মুল মাঠে খেলতো জুনিয়র রা এই কোনায় খেলতো, তো এখানেই মুল সমস্যা! রফিক সাহেবের চোখ পড়ে এই জায়গার উপর! এখানে একটা বাড়ী করলে মন্দ হয় না, সামনে কি সুন্দর মাঠ! কি হাওয়া! উপরি হিসাবে লালমোহনের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজর ও রাখা যাবে। উপজেলার প্রধান শিক্ষা কর্মকর্তা কে খুশি করবার এই সুযোগ কি লালমোহন হাইস্কুল কর্তৃপক্ষ হেলায় হারাইতে পারে?।তাই তারা এই জমি বিক্রির নামে দিয়ে দিলো রফিক সাহেব এবং শিক্ষিকা জাকিয়া কে। তারা একবার ও চিন্তা করলো না লালমোহন হাইস্কুল কে বাড়ীর উঠান বানিয়ে মাঠ দখল করা কতোটা অন্যায় তারা করছে.... শুনেছি এখন তারা এই জায়গা বিক্রি করে দিতে চায়, কিনতু ভালো খরিতদার পাচ্ছে না। আগেই বলেছি আজ তেমন কিছু বলবো না, শুধু দুইটি দাবী জানিয়ে বিদায় নিবো। একটি মহা ক্ষমতাবান রফিক সাহেবের কাছে, আপনি বিবেকবান মানুষ হলে নিজেই স্কুলের জায়গা ফেরত দিয়ে আমাদের উদ্দার করুন, অন্যটি মাননীয় এমপি মহোদয় এবং স্কুল কমিটির সভাপতি এউএনও সাহেবের কাছে আবেদন জানাই এই অতি প্রভাবশালী কর্মকর্তার লিজ বাতিল করে বাকী সবাইকে একটা বার্তা দিয়ে দিতে হবে যে স্কুলের একটুকরো জমিও ছাড়া হবে না। চলবে....

লেখক: জাবেদ তালুকদার

21/07/2016

লালমোহন সার্কেল রফিকুল ইসলাম ও ওসি হুমায়ুনের মাদকের বিরুদ্ধে হুলিয়া জারি
মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন প্রতিনিধি॥
দ্বীপ জেলা ভোলার লালমোহনে সর্বনাশা মাদকে চেয়ে গেছে। লালমোহন উপজেলা থেকে শুরু করে গ্রাম ও মহল্লা পর্যন্ত এই সর্বনাশা ইয়াবার সিন্ডিকেট রয়েছে। ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে বর্তমানে প্রতিনিয়ত ইয়াবা ও গাজাসহ ইয়াবা সম্রাটরা ধরা পড়েছে। বর্তমানে ইয়াবা সম্রাটেরা কিছুটা হলেও গাডাকা দিয়েছে।বিশেষ করে লালমোহন সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জোরালো নিদের্শনায় লালমোহন থানার কয়েকজন চোখস পুলিশ অফিসার প্রতিদিন ২/১ জন করে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এই পুলিশ অফিসার হলেন এ,এস,আই সৈয়দ দেলোয়ার হোসেন, এ,এস,আই মাসুদ ও এ,এস,আই ইউসুফ। অন্যদিকে তাদের নেতৃত্ব দিচ্ছেন লালমোহন থানা অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির। সর্বনাশা মাদক সম্রাটদেরা আটক হচ্ছে শুনে উপজেলার সকল অভিবাবকরা লালমোহন সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও লালমোহন থানার অফিসার ইনর্চাজসহ তাদেরকে সাধুবাদ জানান। এক সময় লালমোহন উপজেলা থেকে শুরু করে প্রতিটি গ্রাম ও মহল্লা ছিলো মাদকের সর্গরাজ্য বর্তমানে কিছুটা হলেও সর্বনাশা ইয়াবা পুলিশের সাড়াশি অভিযানের কারণে মাদক সম্রাটেরা কিছুটা হলেও গাডাকা দিয়েছে। লালমোহন থানার পুলিশ অফিসার এ,এস,আই সৈয়দ দেলোয়ার হোসেন, এ,এস,আই মাসুদ ও এ,এস,আই ইউসুফকে তাদের ভালো ভূমিকার জন্য উপজেলার সুশিল সমাজ ধন্যবাদ জানান। অন্য দিকে অল্প কিছুদিনের মধ্যে বহু ইবায়া সম্রাটদেরকে হাতে নাতে আটক করেন এ,এস,আই সৈয়দ দেলোয়ার হোসেন, এ,এস,আই মাসুদ ও এ,এস,আই ইউসুফ। বর্তমানে লালমোহন উপজেলা সর্বনাশা ইয়াবার কবল থেকে কিছুটা হলেও রক্ষা পেতে যাচ্ছে যুব সমাজ। নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেন মাদক ব্যবসার সাথে লালমোহনে বড় কিছু গডফাদার রয়েছে বলে জানা যায়। উপজেলার মাদকের বড় স্পষ্ট গুলো হলো গজারিয়া, সাদাপুল, আবুগঞ্জ, কর্তারহাট, চরছকিনা, পাকার মাথা, ডাওরী, মিয়ার হাট, ফরাজী বাজারসহ বেশ কিছু স্থান রয়েছে। গত বুধবার কর্তার হাট বাজার থেকে ইমাম হোসেন নামে ২০ পিচ ইয়াবা ২০ গ্রাম গাজাসহ করেন, ১৬ জুন গজারিয়ার ইলিশাকান্দি থেকে ৮ জন জুয়ারীকে আটক করেন, গজারিয়ার পশ্চিম বাজার থেকে সবুজকে ৫ পিচ ইয়াবাসহ অনেকে আটক করেন।

এ ব্যাপারে লালমোহন সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী যত বড় ক্ষমতাশালী হোক না কেন কোন ছাড় দেয়া হবে না। অন্য দিকে সদ্য যোগাদানকারী জেলা পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।

08/07/2016

মন ভালো হবার কোনো কারণ নেই। বরং সব দেখেশুনে জেনে ভালো থাকাটাই দায় হয়ে উঠছে আমাদের। এমন দেশ কি হবার কথা ছিল? নাকি এমন দেশের জন্য লড়াই করেছিল আমাদের অগ্রজেরা?

জানি এসব কথার এখন আর কোনো মূল্য নেই। জীবন যেখানে অনিরাপদ, পশু জবাই করার মতো তাদের জীবন জবাই করছে কসাই যুবকেরা, কী করে ভালো থাকবে মানুষ? এ কেমন সমাজ নির্মাণ করেছি আমরা? কখন কবে কীভাবে পাল্টে গেল বাংলাদেশ? আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা যেখান থেকে পেছন ফেরার মানে হল দেশের বিনাশ অথবা জাতিগত আত্মহত্যা। আমরা কি তাই করব? না, আমরা সত্যের মুখোমুখি দাঁড়াব?

এখন তো ব্লেইম-গেইমের সময় নয। কেন আমরা বলছি সব দায় ভারত, আমেরিকা বা মোসাদের? কেন আমরা ধরে নিচ্ছি মদদদাতা পাকিস্তান? আমাদের কি এটা ভাবতে হবে না যে, নিজেদের দোষ কোথায়? কেন আমাদের তারুণ্য আজ বিপথগামী? কোন রাজনীতি, কোন অন্ধবিশ্বাস এখানে কাজ করছে?

আজ যখন দেশ বিপদে, আজ যখন সমাজ আক্রান্ত, আমাদের সামনে আসছে লোমহর্ষক সব খবর। কেন এতদিন এসব কথা জানা ছিল না? কেন সমাজ জেনেও ঘুমিয়ে ছিল? এই যে ছেলেরা পালিয়ে গেছে বা ঘরছাড়া এটা তো সহজ কোনো ঘটনা হতে পারে না। পরিবার এতদিন ধরে কী করেছে?

আমাদের সমাজ, আমাদের পরিবারপ্রথা কি এমন যে, একটা জিডি করলেই দায় চুকে যায়? এটা কি সে দেশ নয়, যেখানে একটি বালক হারালে এলাকাজুড়ে মাইকিং হয়? আশপাশের মানুষ পরিচিতজনদের ঘুম ছুটে যায়? এমনও দেখেছি, মায়েরা খাওয়া-দাওয়া ছেড়ে দেন। পাগলের মতো হয়ে যান। পিতাদের কাজকর্মে মন লাগে না। ভাইবোনেরা কান্না আর আতংকে দিন কাটায়।

এইসব যুবকরা কি তবে পরিবারের কেউ নয়? কেন তাদের খোঁজার বেলায় এত দীনতা ছিল?

সমাজের এই দিকটা কেন আমরা ভাবছি না? আমাদের পরিবারের ভেতরেও যে হিংসা আর বিদ্বেষের বীজ তাতে সেখানে ঢুকে গেছে ধর্মের নামে মারাত্মক সব বিপদ। হয়তো তার একটা নেতিবাচক প্রভাব এসব তরুণদের ওপর পড়েছিল।

আগেও লিখেছি প্রস্তুতিহীন যে কোনো কিছুই ভয়ংকর হতে পারে। এই যে আমাদের তরুণদের হাতে তরুণীদের কাছে ওপেন মিডিয়া, এর যেমন পজিটিভ দিক আছে, তেমন নেগেটিভ দিকটা ভাবাও জরুরি। তারা আন্তর্জাতিকতার নামে আন-এডিটেড মিডিয়ার গুজবের শিকার। আমেরিকা, ইসরায়েল, ভারত, পাকিস্তান, আইএস মিলে এ এমন এক জগত যেখানে নিত্যনতুন গুজব আর নানা ধরনের উস্কানি। যে কোনো ঘটনা মাথায় রক্ত তুলে দেওয়ার মতো করে প্রচার চলছে চারদিকে।

মুশকিল এই, যার যার দায় তার তার এ কথা ভুলে বিশ্বসংসারের মুসলমানের দায় মাথায় নেওয়ার এক আজগুবি চক্রান্তের শিকার এই তারুণ্য। খেয়াল করলে দেখবেন যে, মাদ্রাসার নিরীহ সাধারণ ছাত্ররা এর ভেতর নেই। তাদের চালায় দেশের রাজনীতি। নিয়ে এলে শাপলায় আসে। পুলিশ বাতি নিভিয়ে দিলে গোলাগুলি দূরে থাক, বাড়ি ফিরতেও জানে না। এরা ধার্মিক তবে জঙ্গি নয়। কেন?

কারণ আজকের জঙ্গিদের দরকার ট্রেনিং– তাদের হাতে থাকবে আধুনিক অস্ত্র– তারা জানবে কী করে নিয়মিত বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হয়। তাদের মাথা ও মগজে নানা কৌশল– বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়া কিংবা গলা-কাটার নিয়ম-কৌশল সব ঢোকানো হয়। অল্প বা ধর্মীয় লেখাপড়া জানা তরুণরা তা পারবে না। এখন আর স্লোগান বা রাস্তা বন্ধ করে চিৎকার করার দাপটে কাজ হয় না। তাই এদের দরকার লেখাপড়া জানা তারুণ্য।

এই সহজ হিসাবে মাথা পচে-যাওয়া বিপথগামী যুবকরা দেশে দেশে নিজেদের জীবন হারিয়ে সন্ত্রাসের শিকার। আমরা বাদ যাব কোন দুঃখে?

যে কারণে বলছিলাম, এখন নিজেদের মুখোমুখি দাঁড়াতেই হবে। দুনিয়ার সব দেশ সব জাতিতে সমস্যা আছে। থাকবে। ইন্দোনেশিয়ার স্বল্পকালীন সময়ের প্রেসিডেন্ট ইসলামিক স্কলার আবদুর রহমান ওয়াহিদ বলতেন, ফিলিস্তানি সমস্যার দায় তিনি নেবেন না। তিনি সাহায্য করবেন বটে, ঝামেলায় জড়াবেন না। কথাগুলো এখন খুব দরকারি। বিশ্বসংসারের দায় বাঙালির হাতে দেয়নি কেউ। যার যার সমস্যার সমাধান করবে তারা নিজেরা নিজেরা।

জঙ্গি হয়ে দু চারটে মানুষ বা কিছু লোকসান করে কেউ কোনো দিন পৃথিবীর কিছু থামাতে পারেনি। সবচেয়ে বড় কথা, এটা ইসলামস্বীকৃতও নয়। তবু আজ এর দায় চুকাচ্ছি আমরা।

আমি বলব এর জন্য আমাদের সমাজের সুশীল নামে পরিচিতজনরাও কম দায়ী নয়। একটা সময় ছিল যখন সংস্কৃতি সব কিছু নিয়ন্ত্রণ করত। সুবিধাবাদ তাকে গিলে খেয়েছে। যৌবনের প্রাক-পর্বে মানুষের মন ও মননের পরিচর্যা করে সংস্কৃতি। আমাদের দেশের শিশু সংগঠনগুলো মৃত। কিশোর-কিশোরীদের জন্যও কোনো সংগঠন নেই। যৌবনে নেই উজ্জ্বলতা। রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া তাদের যাবার জায়গা কোথায়?

যারা এসবে যায় না তাদের জন্য বাকি থাকল অনলাইন-নির্ভর নীল পর্দার জগত যেখানে একদিকে অতল আহ্বান আরেক দিকে এখন উন্মাদনা। এইসব তরুণরা শেষেরটার শিকার। বিকৃত বুদ্ধিজীবী ও সুশীলদের এক দল সরকারের নামে সুবিধাবাদের শিকার। অন্য দল আছে ভারত ও হিন্দু-বিদ্বেষের নামে জামাত-তোষণে ব্যস্ত।

এই বদলে যাওয়া সুশীলরা যেখানে নিহত ফারাজের জন্য কেঁদে বুক ভাসায়, আবার দায় নিতে চায় না। তখন তাদের

19/06/2016

স্বামী প্রথম রাতেই স্ত্রীকে বলছে, দেখআমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমারপরিবার জোর পূর্বক বিবাহ দিয়েছে, সোতোমার মতো তুমি, আর আমার মতো আমি।স্ত্রী একদম চুপ, কিন্তু হতাশ হলেন না।.মধ্যে রাতে স্ত্রী তাহাজ্জুদ সালাতেরজন্য উঠলেন, স্বামীর এলোমেলো চুলেশীতল পরশ হাতখানা বুলিয়ে দিয়ে, আলতোকরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেবলল, চলুন আল্লাহর শুকরিয়া আদায় করি, আরআল্লাহর শুকরিয়া আদায় করার একমাত্রসেতু হলো সালাত, স্বামী চোখ খুলেস্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক, কিমিষ্টি হাসি, অপূর্ব চাহনি, স্বামী বললতুমি যাও, আমি ঘুমাবো, সকালে কাজআছে,,,,.স্ত্রী বলল আমি আপনাকে জান্নাতের পথেডাকছি, সুখ, শান্তি, সচ্ছলতা, সম্মৃদ্ধিরপথে ডাকছি, স্বামী বলল ওকে ঠিক আছে,তাহলে আমাকে জান্নাতে নিয়ে যাও,স্ত্রী বলল তাহলে ওযু করে এসে আল্লাহরকাছে জান্নাত চাও পেয়ে যাবে, স্বামীবলল আমি অনেক সুখ চাই, স্ত্রী বললপৃথিবীর সবাই সুখের ক্রেতা, আর আল্লাহরাব্বুল আলামিন হলেন একাই সুখেরবিক্রেতা, স্বামী বলল কিভাবে, স্ত্রীবলল, আল্লাহ মুমিন ব্যাক্তির জান ও মালক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।.স্বামী বলছে আমি তো খারাপ, আর তুমিএই জামানার একজন পুত ও পবিত্র নারী,আমার মতো একজন অপবিত্র ছেলের সাথেতুমি জীবন কাটাতে পারবেনা,,,,,.স্ত্রী বলল, আপনার সমস্ত শরীর যদি হযরতআইয়ুব (আঃ) মতো পোকাই ভরে যায়, তবেআমি বিবি রহিমার মতো আপনার পাশেথেকে সেবা যত্ন করবো। আপনার সাথেবিয়ের পর, আপনার সম্পদ, আমার ইজ্জত,সবই আপনার আমানত, আর এই আমানতেরখিয়ানত আমি কখনোই করবোনা, আমাদেরঘরটা রাসূলের ঘরের মতো হোক,,,, দিনেরপর দিন রান্না না হোক, কিন্তু আপনারমুখে মুক্তা ঝরা হাসি থাকুক,,,,,,,,.স্বামী ভাবছে, এমন জীবন সঙ্গীনিভাগ্যক্রমে পেয়েছি, আর তাকে অবহেলানয়, বরং আমার শরীরের একটা অংশ করেনিই, স্বামী তার স্ত্রীকে বলছে, আমাকেজান্নাতে নিয়ে যাবে বললে, কিন্তুএটাতো বললে না যে, জান্নাতে আমারবুকে মাথা রেখে, এমন মিষ্টি পরশ বুলাবেকিনা।.স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে, মাথানাড়িয়ে হ্যাঁ সূচক বাক্য প্রকাশ করলো।আপনার স্বামী যেমনই হোক না কেন, সেতো আর ফেরাউন নয়, তাহলে তাকেজান্নাতের দিকে ডাকুন, আর আমি এটাবিশ্বাস করি, সমস্ত ছেলেই ভালবাসারকাছে হেরে যায়, আর মেয়েরা ভালবাসারক্ষেত্রটি ছেলেদের চাইতে ভাল বুঝে, যারকারনে আল্লাহ মেয়েদেকে মাবানিয়েছেন।

Address

Lalmohan

Telephone

+8801717204131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalmohan Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Newspapers in Lalmohan

Show All