OAF OVE

OAF OVE Welcome! Guest! Thank's for visit & liking our page.

22/09/2023
একজন আহমদ ছফা ❤️ক'জন চি‌নেন? কে এই আহমদ ছফা?একবার খালেদা জিয়া আহমদ ছফাকে ফোন করে দাওয়াত করেছিলেন। তিনি বেগম জিয়াকে বল...
20/09/2023

একজন আহমদ ছফা ❤️

ক'জন চি‌নেন? কে এই আহমদ ছফা?

একবার খালেদা জিয়া আহমদ ছফাকে ফোন করে দাওয়াত করেছিলেন। তিনি বেগম জিয়াকে বলেছিলেন, যেতে পারি এক শর্তে। আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। তিনি (শেখ হা‌সিনা) আমাকে রান্না করে খাইয়েছিলেন। খালেদা জিয়ার রান্না করার সময়ও হয়নি, ছফাও আর যাননি।

খালেদা জিয়ার সঙ্গে ছফার আরেকবার ফোনালাপ হয়েছিল। উপলক্ষ ছিল এনজিও ব্যুরো থেকে 'বাংলা-জার্মান সম্প্রীতি'র রেজিস্ট্রেশনের ব্যাপারে। ছফা ই বেগম জিয়াকে ফোন করেছিলেন। ফোনটি ধরেছিলেন তাঁর পিএস। ছফা বিনয়ের সঙ্গে পিএ কে বলেছিলেন, ম্যাডামকে কি একটু দেয়া যাবে? আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই।

পিএ সাহেব জানতে চাইলেন, 'আপনি কে?'

ছফার জবাব, 'আমি আহমদ ছফা।'

পিএ সাহেব ফের জানতে চাইলেন, 'কোন আহমদ ছফা?'

পিএস-এর কথায় ছফা ভয়ানক রকম খেপে গিয়েছিলেন। তিনি রাগলে সচরাচর যে গালটি তাঁর মুখ দিয়ে বের হত সেটি বেরিয়ে গিয়েছিল। তারপর তিনি কোন রকম ভূমিকা না করে বললেন, 'বাংলাদেশে আহমদ ছফা দু'জন আছে নাকি?'

ছফা কথা না বাড়িয়ে রিসিভারটি ধপাস করে রেখে দিয়েছিলেন।

পিএ সাহেব ছফার এ অশোভন আচরণের কথা বেগম জিয়াকে জানিয়েছিলেন কিনা জানা যায়নি। কিছুক্ষণ পরে বেগম জিয়া ফোন করেছিলেন। ছফা র কথার ঝাল তখনও থেকে গিয়েছিল। ফোন পেয়ে তিনি বেগম জিয়াকে বিরক্ত কণ্ঠে বলেছিলেন, 'ম্যাডাম, কী সব অশিক্ষিত পিএ টিএ রাখেন। আহমদ ছফার নাম জানে না।'

আহমদ ছফার কথায় বেগম জিয়া হেসে জবাব দিয়েছিলেন, 'আমি নিজে অশিক্ষিত; শিক্ষিত মানুষ পাব কোথায়। আপনারা কেউ তো এগিয়ে আসছেন না।'

বাংলা একাডেমির একুশে বইমেলায় কলকাতার বই আসত। আহমদ ছফা এর বিরোধীতায় নামেন। তার বিরোধীতার ফলে কলকাতার বই আসা বন্ধ হয়। ছফা কাজটা করেছিলেন দেশের লেখকদের কল্যানের জন্য কিন্তু এ দেশেরই লেখক শওকত ওসমান তাকে বাজে লোক বলে মন্তব্য করেন।

এরপর আহমদ ছফা তাকে নিয়ে নিউমার্কেটের বইয়ের দোকানে দোকানে নিয়ে যান। গিয়ে জিজ্ঞেস করেন শওকত ওসমানের কোন বই আছে কিনা। লেখককে কেউই চিনতে পারল না। তখন কলকাতার একজন সাধারণ মানের লেখকের নাম বলতেই অনেকগুলো বই বের করে দিল। আহমদ ছফা তখন শওকত ওসমানকে বললেন,
"দেশটা আমরা বা ল ছেঁড়ার জন্যে স্বাধীন করেছি?"

*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার আহমদ ছফা‌কে প্রস্তাব দিয়েছিলেন, রাষ্ট্রদূত হওয়ার জন্য। কিন্ত, তিনি (বঙ্গবন্ধু) যখন বললেন শর্ত আছে তখন আহমদ ছফা বলেছিলেন, 'শর্ত ছফার জন্য নয়, আপনি অন্য কাউকে দেখুন।' এতে শেখ মুজিবর অত্যন্ত রুষ্ঠ হন। পরবর্তীতে তাকে অনুরোধ করেছিলেন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা হওয়ার জন্য। আহমদ ছফা বলেছিলেন সম্ভব নয়।
আমাকে ধারণ করার মতো শক্তি আপনার সরকার বা আপনার প্রশাসনের নেই।

*হুমায়ূন আহমেদ সহ কয়েকজন প্রতিজ্ঞা করেছিলেন কেউ বিয়ে করবেন না। সবাই বিয়ে করেছিলো এক আহমদ ছফা ছাড়া। তিনি চিরকুমার ই ছিলেন।

বাংলা সাহিত্যে এ পর্যন্ত যত প্রাবন্ধিক, লেখক এবং সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন তন্মধ্যে আহমদ ছফাই সবচেয়ে সাহসী, বুদ্ধিমান, কুশলী, বহুমুখী, সাধারণ এবং তেজময়। নির্লোভ মননশীলতা এবং সত্যসমৃদ্ধ স্পষ্টবাদিতার জন্য তাঁকে ভয় পেতেন সে সময়ের সাহিত্যিক, বুদ্ধিজীবিরা।

কেউ যদি কয়েক পৃষ্ঠার একটি প্রবন্ধ পড়ে কোনো বিষয়ে নিবিড় জ্ঞান অর্জন করতে চান তাহলে তার জন্য সহজ ও বিচক্ষণ উপায় হচ্ছে আহমদ ছফার প্রবন্ধ পাঠ।

যিনি সব সময় সত্য কথা বলতে ভয় পেতেন না এবং সকল অন্যায় এর প্রতিবাদ করতেন। এই সেই ছফা যিনি স্বাধীন বাংলাদেশে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর পরিবারকে গৃহহীন করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন।

২০০১ সালের ২৮ জুলাই অসুস্থ অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থনে দাফন।

ওনার একটি উক্তি দিয়ে শেষ করছি —

"কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট।"

© সংগ্রহীত ও পরিমার্জিত!

18/09/2023

খুব প্রয়োজন না হলে জমহুর উলামায়ে কেরামের কেউই মুসলিম নারীদের বাইরে কাজের ব্যাপারে মত দেন না৷ যদি প্রয়োজন থাকে এবং তাকে বাইরে কাজ করতেই হয়, তাহলে যথাযথভাবে পর্দা করে তবেই করার কথা বলেন।

স্ত্রী যদি বাইরে কাজ করে, তাহলে সন্তানদের তিনি যে যথেষ্ট সময় দিতে পারবেন না—এই কথা দুনিয়ার কে অস্বীকার করবে? শুধু সন্তান নয়, স্বামী আর সংসারেও তিনি পর্যাপ্ত সময় দিতে হিমশিম খাবেন।

এখন, কেউ যদি সংসারে সময় দেওয়ার চাইতে, নিজের বাচ্চাদের সময় দিয়ে বড় করার চাইতে নিজের ক্যারিয়ার বা ঘরের বাইরে কাজ করাকে বড় করে দেখে সেটা একান্তই তার ব্যাপার৷ কিন্তু তাতে তো এটা মিথ্যে হয়ে যায় না যে—ঘরের বাইরে সময় দিলে ঘরের মাঝে তিনি পর্যাপ্ত সময় দিতে পারবেন না৷

কেনো কিছু লোক এই সত্যটাকে এড়িয়ে গিয়ে, এটাকে কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করছে?

ভার্সিটির ফ্রি-মিক্সিয়ে অভ্যস্ত মেয়ে কি লজ্জাশীলা মা হতে পারে না?

বিষয়টা তর্কসাপেক্ষ। তবে, যদি আমরা আমাদের সমাজের প্রগতিশীল দাবিদার লোকেদের যুক্তিতর্ককে মেনে নিই, আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে—‘না, ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত মেয়েরা লজ্জাশীলা মা হতে পারার সম্ভাবনা কম’।

কীভাবে? বুঝিয়ে বলছি।

আমাদের দেশের প্রগতিবাদীরা সর্বদা সমাজের ট্যাবু ভাঙার কথা বলে। অর্থাৎ—ধর্মীয় আর পারিবারিকভাবে যে লজ্জার উপাদানগুলো নিয়ে আমাদের ছেলে-মেয়েরা বড় হয়, তারা সেগুলো ভাঙার কথা বলে৷ তারা চায় নারীদের পিরিয়ডের বিষয়টা একটা ‘ট্যাবু’ হিশেবে থেকে না যাক৷ তারা এমন একটা সমাজ চায় যেখানে একটা মেয়ে তার পিরিয়ড নিয়ে বাবার সাথে, ভাইয়ের সাথে, ছেলে বন্ধুর সাথে খোলামেলা আলোচনা করতে পারবে৷ যেখানে তার পিরিয়ডের রক্তাক্ত প্যাড তার বাবা দেখে ফেললে, তার ভাই দেখে ফেললে তাকে লজ্জা পেতে হবে না৷

তারা চায় মেয়েরা ছেলে বন্ধুদের সাথে যেখানে মন চায় ঘুরতে যাবে, মাস্তি করবে৷ তারা চায়—ইচ্ছা হলে মেয়েরা রাস্তায় খোলামেলা কাপড় পরে বের হবে। ইচ্ছা হলে সকলের সামনে সিগারেট ফুঁকবে।

এই প্রতিটা কাজ করতে হলে একটা মেয়েকে তার লজ্জার ‘খোলস’ ছেড়ে বের হয়ে আসতে হবে৷ ভাঙতে হবে পারিবারিক আদব-আখলাকের সীমারেখা এবং বরণ করে নিতে হবে ধর্মীয় শিক্ষার চূড়ান্ত নৈতিক অবক্ষয়কে।

এই সমস্ত কাজ রপ্ত করার জন্যে ফ্রি-মিক্সিং একটা সুবর্ণ সুযোগ৷ এখন—কেউ যদি বলে ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত মেয়েদের লজ্জাশীলা হওয়ার সম্ভাবনা কম, সেই কথায় তেলে-বেগুনে তো জ্বলে উঠার কোনো কারণ দেখি না৷ ফ্রি মিক্সিং জিনিসটা আছেই তো ট্যাবু ভাঙতে, লজ্জার দেওয়াল টপকাতে।

এই সত্যি কথাটা একজন ক্রিকেটার অবলীলায় বলে ফেলেছেন—এতে দলবেঁধে তার পিণ্ডি চটকানোর কী আছে?

আরিফ আজাদ

😳😳কাজিন খুব ভয়ে আছে। সে প্রে'গনেন্ট। বলতে পারেন এটা খুশির খবর। কিন্তু না। সে পড়ে ক্লাস সিক্সে। গতকাল ফোন দিয়ে বল্লো...- ...
01/09/2023

😳😳কাজিন খুব ভয়ে আছে। সে প্রে'গনেন্ট। বলতে পারেন এটা খুশির খবর। কিন্তু না। সে পড়ে ক্লাস সিক্সে। গতকাল ফোন দিয়ে বল্লো...
- ভাইয়া আমি এখন কি করবো ?
- কি হয়েছে ?
- আমি তো প্রে'গনেন্ট হয়ে গেছি ভাইয়া।
- কি অদ্ভুত ! তোর তো বিয়েই হলো না। প্রে'গনেন্ট হলি কেমনে ?
- আমার বয়ফ্রেন্ড আছে ভাইয়া।
- কি !!
- হ্যাঁ ভাইয়া।

আমি শৈশবে হারিয়ে গেলাম। আমাদের শৈশবে সিক্সে পড়া মেয়েদের বয়ফ্রেন্ড থাকতো না। কারন এরা তখনো পুতুল খেলতো। জোলাপাতি খেলতো। সি-কুত-কুত খেলে দিন পার করতো।

- ঘটনা কেমনে হইলো খুলে বল।
- আমার লজ্জা লাগছে ভাইয়া।
- বন চটকনা চিনস ?
- বকবা না ভাইয়া প্লিজ...
- খুলে বল সব।
- সেদিন আমি আর আমার বয়ফ্রেন্ড পার্কে গেছিলাম। সে এক নির্জন জায়গায়...
- পার্কেই ! ছি ছি !
- শুনো না ভাইয়া
- বল
- সেখানে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো কিস করলো।
- তারপর ?
- তারপর আরকি ? সন্ধ্যে হয়ে আসছিলো। আমরা চলে আসছিলাম।
- এটাই শুধু ?
- হুম। তবে আসার পথেই আমার বোমি বোমি লাগছিলো। বোমিও হলো। আর ভাইয়া আমি তো হিন্দি সব সিরিয়াল দেখি ভাইয়া। আই নো আই অ্যাম প্রেগনেন্ট।
- হোয়াট দ্যা সিরিয়াল!

এ যুগের পিচ্চি মাইয়াগুলা পাকনা হইছে ঠিকই। তবে বুদ্ধিসুদ্ধি এখনো হাঁটুর নিচেই আছে।

- ভাইয়া ও ভাইয়া
- হ্যাঁ।
- কি করবো আমি ?
- তোর বয়ফ্রেন্ড কিসে পড়ে ?
- সেম ভাইয়া। ক্লাস সিক্স।
- ওহ!

আমার বন্ধু বাপ্পি ক্লাস সিক্সেও বিছানায় হিসু করে দিতো। আর এরা এখন গার্লফ্রেন্ড পোষে। হায়রে ডারউইন ! হায়রে বিবর্তন !

- আমি কি সুইসাইড করবো ভাইয়া ? নিকিতাও সুইসাইড করার চেষ্টা করেছিলো।
- নিকিতা কে আবার ?
- ঐ যে সিরিয়ালের আভিষের জিএফ।
- চুপ থাক।
- ভাইয়া ভাইয়া প্লিজ বলনা...
- শোন, পাকনা বুড়ি। তুই প্রেগনেন্ট হস নাই। কিস করলে কেউ প্রেগনেন্ট হয় না।
- তবে যে বোমি হলো ?
- ঐটা তোর বয়ফ্রেন্ড খচ্চর সে জন্য। ও মনে হয় ঠিক মতো দাঁত ব্রাশ করে না। নয়তো তোর মাথা ঘুরাচ্ছিলো।
- ও মাই গড। তুমি শিওর ?
- হ্যাঁ।
- বাঁচালে ভাইয়া। থ্যাংক্স।
- ওয়েলকাম 😑

কি একটা যুগে আইসা ঠেকলাম। ঘটনাটা ভুলেই গেছিলাম। ২ মাসের মাথায় মেয়ের মা ফোন দিলো:
- মুন্না মারাত্মক সমস্যা হয়ে গেছে
- কি হয়েছে ?
- তোর কাজিন তো আমার ইজ্জ্বত ডুবাইলো।
- কেন কি হয়েছে ?
- ও তো প্রেগনেন্ট।
- হোয়াট !
- হ্যাঁ।
- তুমি শিওর ?
- হ্যাঁ। আমি সিরায়াল দেখি। আই নো সি ইজ প্রেগেনেন্ট।
- আবার সিরিয়াল! সিম্পটম বলো।
- পেট ফুলে গেছে। পিরিয়ড মিস করেছে।
- শিট !
- তাছাড়া বলেছে - ওর পেটে নাকি কি শব্দ করে মা মা বলছে !
- ২ মাসে মা মা শব্দ করে !! শুনো তুমি তোমার মেয়েরে নিয়ে এখুনি ডাক্তারের কাছে যাও।

ডাক্তার সাহেব টেস্ট করে কাজিনকে বল্লো...
- কতদিন ?
- দু মাস।
- কি করবে এখন ?
- আই উইল বি এ সি/ঙ্গেল মাদার। ইটস মাই বেবি। আপনি শুধু বলুন - ও ছেলে নাকি মেয়ে ?
- ও ছেলেও না মেয়েও না। গ্যাস্ট্রিক।
- মানে ?
- হ্যাঁ। ভাজা পোড়া খাও বেশি ?
- হুম।
- আর খাবে না।
- হুম 😒

মেয়ের মা জিজ্ঞেস করলো
- ডাক্তার সাহেব মেডিসিন লাগবে না ?
- না। তবে সিরিয়াল দেখা বন্ধ।
- বুঝচ্ছি আপনি ভুয়া ডাক্তার। চল তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাই.🐸😺

# সংগৃহীত

মুন্সিরহাট বাজারে এক অজ্ঞাত যুবক পাওয়া গেল। যারা যুবকের যথার্থ পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল।যোগাযোগ- 01718...
29/08/2023

মুন্সিরহাট বাজারে এক অজ্ঞাত যুবক পাওয়া গেল। যারা যুবকের যথার্থ পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল।

যোগাযোগ- 01718707797

Congratulations   Congratulations
18/12/2022

Congratulations
Congratulations

টান টান উত্তেজনায়   এর গোল 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷দর্শকের উত্তেজনা  .Mac_Allister gooooooooaaaaaallllllllll
30/11/2022

টান টান উত্তেজনায় এর গোল 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

দর্শকের উত্তেজনা .Mac_Allister gooooooooaaaaaallllllllll

27/11/2022

দিলো ইজ্জত তেনা তেনা কইরা...

Asif Akbar (বাংলা গানের যুবরাজ)  খেলোয়াড় আসে যায়, কেউ কিংবদন্তী হয় কেউ শুধুই খেলোয়াড়ই রয়ে যায়। নেইমারকে নিয়ে অনেক মজা ...
26/11/2022

Asif Akbar (বাংলা গানের যুবরাজ) খেলোয়াড় আসে যায়, কেউ কিংবদন্তী হয় কেউ শুধুই খেলোয়াড়ই রয়ে যায়। নেইমারকে নিয়ে অনেক মজা চলে, চলতেই পারে। গত বিশ্বকাপে ছেলেটার টূর্ণামেন্ট বীভৎসভাবে বরবাদ করলো এক কলাম্বিয়ান। এবারও প্রথম খেলাতেই সার্বিয়ার সাথে নয়টা ফাউলের মুখোমুখি হয়ে আগামী দুই ম্যাচ খেলতে পারবেনা নেইমার।

আহত হওয়া খেলার অংশ, নেইমারকে নিয়ে মজা করাও খেলার অংশ। মজা করতে করতে একটা ছেলের নৈপূন্যকে গ্রাস করে নেয়া কতটুকু স্পোর্টিং সেটা জানিনা। নেইমার সেলফিশ প্লেয়ার না। গ্রেট লিওনেল মেসি তার বন্ধু এবং বার্সা পিএসজি টিমমেট। আরেক ব্রাজিলিয়ান লিজেন্ড রোনাল্ডিনিও ছিল মেসির গুরু। দিনশেষে তারা আসলে প্রতিযোগী, প্রতিদ্বন্দী নয়। তারা বন্ধু, খেলোয়াড়সুলভ মানসিকতা তাদের অস্তিত্বে বিরাজমান। আমরাও দল সমর্থনে অন্ধ হতে পারি, স্বাভাবিক ব্যাপার। একটা স্কিলড খেলোয়াড় তার পারফর্মেন্স নিয়ে টিকতেই পারছেনা, এটা দূঃখজনক।

বিশ্বসেরাদের খেলোয়াড়ি প্রদর্শনের শ্রেষ্ঠ মঞ্চ এই গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। মজায় মজায় অবমূল্যায়িত হয়েই যাচ্ছে ক্ষণজন্মা প্রতিভাগুলো। ব্রাজিল একটি সংঘবদ্ধ টিম, এখানে এককভাবে কেউই সুপার হিরো নয়। নেইমারের উপস্থিতি দলের জন্য শুধুই আত্মবিশ্বাস তৈরীর বিশেষ মাত্রা, নির্ভরতা নয়। সে আগামী দু’ম্যাচ খেলতে পারবেনা, এতে কার কি লাভ জানিনা, যারা এতে আনন্দিত তাদের অভিনন্দন। ব্রাজিল সেকেন্ড রাউন্ডে উঠলে আরো একবার নেইমারকে দেখতে চাই মাঠে, কে জানে ভবিষ্যত কি ! ফিরে এসো নেইমার, ফুটবল তোমাকে ভালবাসে। তুমি অসাধারন কেউ নও, আবার অতি সাধারনও নও, তুমি বিশ্ব ফুটবলের এক দূখী রাজকুমার…

ভালবাসা অবিরাম…

18/11/2022
05/11/2022

Brazill 😍😍😍

04/11/2022

Brilliant Students 🤣🤣🤣🤣

04/11/2022
03/11/2022
ধরুন গতকাল রাতে আপনি আপনার প্রথম এনিভার্সারি ডেট ভুলে গিয়েছেন।তা সকাল হলো, আপনার স্ত্রী আপনার জন্য নরম নরম গরম গরম রান্ন...
01/11/2022

ধরুন গতকাল রাতে আপনি আপনার প্রথম এনিভার্সারি ডেট ভুলে গিয়েছেন।

তা সকাল হলো, আপনার স্ত্রী আপনার জন্য নরম নরম গরম গরম রান্না করেছে। রান্নায় অবশ্য আজকে লবণের পরিবর্তে গুড়ো মরিচ ব্যবহার করা হয়েছে। এবং সেটা জোরপূর্বক আপনি খাওয়ার ফলে পেটের বারোটা বেজে গিয়েছে। অতঃপর আপনি হাসপাতালে ভর্তি।

এদিকে হাসপাতালে শুয়েও আপনার শান্তি নেই। এক যুবতী নারী আপনার হাতের কব্জি চেকিং'য়ে আসলে আপনি না হয় ভুল করেই তার দিকে দু'একবার আড়চোখে তাকালেন। এবং সেটা আপনার স্ত্রী একদম হাতেনাতে ধরে ফেলেছে। ব্যাস, সাথে সাথে আপনার মাথায় টিফিন বাটির একটা ছাপ বসে গেলো।

অতঃপর ব্যান্ডেজ মাথায় পেঁচিয়ে সন্ধ্যাবেলা যখন স্ত্রীর সাথে বাসায় ঢুকলেন। তখনই পাশের ফ্ল্যাটের ভাবি আপনাকে দুটো ফুল দিয়ে ধন্যবাদ এবং "গেট ওয়েল সুন" সাধুবাদ জানালো। কারণ, আজকে এই সিদ্রাতুল ভাবির জন্মদিন। আর আপনি তাকে সেই ভোরবেলা টেক্সট করে "শুভ জন্মদিন" উইশ করেছিলেন।

তারপর সন্ধ্যা পেড়িয়ে রাত গড়াতে থাকলো। আপনি এখনও বাথরুমেই বসে আছেন। বাইরে আপনার স্ত্রী নিশ্চয়ই খুন্তি নইলে হাতা কিংবা ডাল ঘোটনা নিয়ে দাঁড়িয়ে আছে। মোবাইলটাও ভুলে ড্রয়িং রুমে ফেলে এসেছেন।

হঠাৎ আপনার ফোন বেজে উঠলো। আপনার স্ত্রী ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আপনার বেস্ট ফ্রেন্ড বলে উঠলো,

"হসপিটালের নার্স সাদিয়া তোর এক্স গার্লফ্রেন্ড ছিলো না? ওর নাম্বার লাগলে বলিস"...

~ এনিভার্সারি

01/11/2022
01/11/2022
31/10/2022
31/10/2022

আমি মোটেও অবাক বা বিচলিত হচ্ছি না এসব দেখে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৪০০ বছর আগেই সব বলে গেছে যা যা ঘটবে আর আমরা যা যা করবো।
তবে আমাদের অটল থাকতে হবে দীনের ওপর যাতে আমরা পথভ্রষ্ট না হই অন্যদের মত। আমরা যে যেভাবে পারি ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। আল্লাহর কাছে সকল ধরনের ফেৎনা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবো।
এটাতেই শেষ নয় বরং এগুলা কেবল শুরু আরো অনেক কিছু দেখতে হবে প্রিয় নবী সাঃ এর প্রিয় ভূমিতে।
আর এই প্রতিটি ঘটনা আপনাকে আমাকে সরণ করে দিচ্ছে যে শীঘ্রই মহামহিম রব আপনাদেরকে আমাদের কৃতকর্মের জন্য পাকড়াও করবে।
আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
আমিন।

31/10/2022

🤪🤪🤪🤣🤣🤣🤣

31/10/2022

Muslim invention...

আমার নবী (সা:) এর ভূমিতে ওরা হ্যালুইন উদযাপন করছে। সেখানের এক ছবিতে এক খ্রিস্টান নারী বলতেছে, ❝ একজন খ্রিস্টান হিসাবে আম...
30/10/2022

আমার নবী (সা:) এর ভূমিতে ওরা হ্যালুইন উদযাপন করছে। সেখানের এক ছবিতে এক খ্রিস্টান নারী বলতেছে, ❝ একজন খ্রিস্টান হিসাবে আমি হ্যালুইন উদযাপন করিনা, কারণ আমি জানি এটা শয়তানি উৎসব... ইসলামের প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধাবোধ রয়েছে কিন্তু আমি শুধুমাত্র অবাক হয়ে যাচ্ছি সৌদি আরবে এসব কি হচ্ছে...❞

আর আমরা হতবাক...
🥺🥺
© copy post.....

29/10/2022

সমাজ!!!!!!!!

28/10/2022

এইরকম বন্দু থাকলে শত্রুর অভাব হয়না...

28/10/2022

ভোলাবাসি শুধু স্বপ্নই দেখবে। গ্যাস নিজের করে পাবেনা!!! কয়েকদিন পর ভোলার মানুষ উগান্ডা বাসীদের মতো হবে। সব কিছু থেকেও নাই....

27/10/2022

আমার পথ চলা....

নিশ্চিত ঘুম
26/10/2022

নিশ্চিত ঘুম

2022
22/10/2022

2022

Address

Bhola
8320

Alerts

Be the first to know and let us send you an email when OAF OVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Bhola

Show All

You may also like