OAF OVE

OAF OVE Welcome! Guest! Thank's for visit & liking my page.

পোশাকের ডিজাইনার মনে হয় আপার আমলের অটোপাশ 🤣🤣🤣
21/01/2025

পোশাকের ডিজাইনার মনে হয় আপার আমলের অটোপাশ 🤣🤣🤣

মানুষ তুই নিকৃষ্ট!! যৌনতার লালসায় তুই জানোয়ার হয়ে গেলি। যদি নাইবা জীবন দিতে পারবি কেন তিলে তিলে বড়৷ করে ডাস্টবিন এ ফেলবি...
16/01/2025

মানুষ তুই নিকৃষ্ট!! যৌনতার লালসায় তুই জানোয়ার হয়ে গেলি। যদি নাইবা জীবন দিতে পারবি কেন তিলে তিলে বড়৷ করে ডাস্টবিন এ ফেলবি 😭😭

স্থান: বসুন্ধরা

ডিজিটাল যুগের এনালগের হাতছানি 😁😁😁
11/01/2025

ডিজিটাল যুগের এনালগের হাতছানি 😁😁😁

08/01/2025

আগে পুরোটা শুনুন,তারপর মতামত দিন...

08/01/2025

যখন বাংলাদেশ এর ইতিহাস নিয়ে প্রশ্ন উঠেছে,আমাদের উচিত সঠিক ইতিহাস সংরক্ষণ ও পর্যালোচনা করা।কিন্তু আমরা তা না করে, মেজর ডালিম এর বয়স নিয়া লাফালাফি করছি।
আমাদের ইতিহাস আমরাই ধূলিসাৎ করছি....

06/01/2025

বাংলাদেশ এর ইতিহাস এখন উপন্যাসের মতো রহস্যময় হয়ে গেলো....

ভাবতেই অবাক লাগে আমরা কতোটা স্বাধীন,এক বাকস্বাধীনতা পেয়ে এখন নিজেদের অস্তিত্বের সংকটে বাংলাদেশ।

আর আমরা মাথামোটা জাতি বাপুরাম সাপুড়ের খোজে ব্যাস্ত 😵‍💫😵‍💫

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে প্রকাশ্যে গন*ধ/র্ষন কর...
01/01/2025

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে প্রকাশ্যে গন*ধ/র্ষন করে ভোট চোর হাসিনার আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ছাত্রলীগ !

বিএনপির যেই নেতৃত্ব এই পাশবিকতার ইতিহাসগুলো ভুলে যেতে চায় , আমি তাকে তীব্র ঘৃণা করি।

https://bangla.thedailystar.net/node/103846

কতটা নিকৃষ্ট ছিলো ইহুদি জাতি!! একটা সময় ফিরিঙ্গীরা কালো মানুষদের চিড়িয়াখানা বানিয়ে বিনোদন নিতো! সর্বশেষ এটির একটি ছি...
26/12/2024

কতটা নিকৃষ্ট ছিলো ইহুদি জাতি!! একটা সময় ফিরিঙ্গীরা কালো মানুষদের চিড়িয়াখানা বানিয়ে বিনোদন নিতো! সর্বশেষ এটির একটি ছিল নিউ ইয়র্কে ১৯০৬ সালেও, গুগুলে "Bronx zoo human exhibit" লিখে সার্চ করলে তথ্য পাবেন।

উনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। কিন্তু উনার একমাত্র অপরাধ ছিল উনি জেলা জামায়াতের আমির , যে কারনে বয়োজ্যেষ্ঠ এই মুক্তিয...
25/12/2024

উনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। কিন্তু উনার একমাত্র অপরাধ ছিল উনি জেলা জামায়াতের আমির , যে কারনে বয়োজ্যেষ্ঠ এই মুক্তিযোদ্ধা কে স্বৈরাচার গ্রেফতার এবং রশি দিয়ে বেঁধে নিয়ে গিয়েছিল।
সেদিন মুক্তিযোদ্ধা দের কোন অসম্মান হয় নাই। কারণ চেতনার ডিলার রা সেদিন চোখে টিনের চশমা আর মুখে কুলুপ এঁটেছিল।

25/12/2024

আপায় জঙ্গি অভিজানের কতো নাটক করছে আবার লাশ নিয়া তেলেসমাতি ও করছে 👇👇

24/12/2024

বিএনপি তথা জাতীয়তাবাদী দলকে আগামীতে অনেকগুলা ফ্রন্টে একসাথে লড়তে হবে , বিএনপি শান্তি পাবে না , বিএনপিকে শান্তিতে থাকতে দেয়া হবেনা।

বিএনপি এর থিংক ট্যাংকই নাই । এক এইচটি ইমাম আওয়ামিলীগ যতো নোংরা বুদ্ধি বাতলে দিতে পারতো - বিএনপির ১০০ জনের মাথা থেকেও এমন নোংরা বুদ্ধি বের হবেনা , সাদা কাগজে লিখে রাখেন। আওয়ামিলীগ মতো কালপ্রিট , ফ্যাসিস্ট দলের সাথে লড়তে হলে বিএনপির থিংক ট্যাংক লাগবে , বিশাল অনলাইন এক্টিভিস্ট গ্রুপ লাগবে , মিডিয়া সেল লাগবে ।
বর্তমান মিডিয়া সেল যথেষ্ট দূর্বল। তারা কি করে জানিনা, বুঝিনা। শহীদ জিয়াউর রহমান কে নিয়ে , মুক্তিযুদ্ধে জিয়ার অবদান নিয়ে একটা ধারাবাহিক ডকুমেন্টারীই তৈরি করতে পারলো না মিডিয়া উইং। বিএনপির মিনিমাম ২০ টা স্ট্রং সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ।

বিএনপি আবেগী দল , থাবার বদলা থাবা দিতে পারেনা, ইটের বদলা পাটকেল দিয়ে নিতে পারেনা। হার্ড লাইনে যেতে পারেনা প্রতিপক্ষের উপর। ১৮ বছরের প্রতিটি তৃণমূল নেতাকর্মীদের সাথে জুলুমের বিচার বিএনপিকে করতে হবে। মার্সি নামক শব্দটাকেই বিলুপ্ত করে দিতে হবে।
আওয়ামী হায়নারা যতোই কান্না করুক, বিএনপি শুধু বলবে - " স্যরি, নো মার্সি "

বিএনপির ভারত ঘেঁষা বাম উইংকে দূর্বল করে পঙ্গু করে দিতে হবে , তৃণমূলের সাথে যতো গাদ্দারী , টাকা পয়সা খেয়ে পদপদবী প্রদান, হাসিনা আর র এর সাথে আঁতাত - সব কিছুর কলকাঠি নেড়েছে এবং নাড়ছে এই বাম উইং। এদেরকে পক্ষাঘাতগ্রস্হ বানিয়ে নিয়ে Ishraque Hossain - ইশরাক হোসেন এর মতো নেতৃত্বকে মূল্যায়িত করতে হবে, যারা প্রয়োজনে নিজে মরে যাবে তাও কর্মীদের রক্তের সাথে গাদ্দারী করবেনা।

জামাত বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হবার পরও তারা এখন প্রধান বিরোধী দল হবার স্বপ্নে বিভোর। এজন্য স্পেসিফিক বিএনপি কেন্দ্রিক প্রপাগান্ডা চালাচ্ছে তারা ফেসবুক সহ তাদের পরিচালিত মিডিয়াগুলাতে । অথচ জামাত ভুলে যাচ্ছে - তাদের নেতাকর্মীদের রক্তের কথা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ হাজার নেতাকর্মী মার্ডারের কথা ! ভোটের হিসাবে আম্লীগ সমর্থকরা কেনোদিনও তাদের ভোট দেবেনা। তাদের মূল ভোট ১৫ থেকে ২০% । জোট বদ্ধ না হলে আগামী ২০ বছরেও তারা ক্ষমতায় আসবে না। এটাও আগাম বলে দিলাম।
আর আওয়ামিলীগ যদি নির্বাচলে আসে - হিসাব হবে আরও জটিল, জামাতের সাথে আওয়ামিলীগ সংঘর্ষ হবে অবধারিত। এই সংঘর্ষ জামাতকে ট্যাকেল দিতে হবে একাকী , যদি তারা বিএনপির সাথে কৌশলগত সম্পর্কটুকু মেনটেইন না করে।

বিএনপির তৃণমূলে বাম উইং তাদের পছন্দের নেতৃত্ব বসাচ্ছে, ডেডিকেডেট নেতৃত্ব বাদ পড়ছে। এই বাম উইং এর নির্দেশনাতেই আওয়ামিলীগ তোষণ চলমান। এতে করে দলের ভেতর বিশ্বাসহীনতা বাড়ছে বৈ কমছে না।

নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলেও আওয়ামিলীগ এবং র যৌথ প্রযোজনায় গুপ্ত হামলা, বাসে ট্রেনে আগ্নি সংযোগ , জনগণকে গুম খুন সহ সব কর্মকান্ড চলবে , Tarique Rahman এর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করাই হবে আওয়ামিলীগ এবং ভারতের মূল টার্গেট । একই সাথে শুরু হবে জঙ্গী হামলা, বোমা হামলা - বহির্বিশ্বকে এটাই প্রমাণ করতে চাইবে মুনাফিক আম্লীগ , যে বিএনপির আমলেই মৌলবাদ মাথা চাড়া দেয়। একই সাথে ভারত আরও এক্টিভেট হবে - যে কোনো মূল্যে তারেক রহমানকে গুপ্ত হত্যার।
দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতও ব্যাকস্টেব করে এক্টিভ থাকবে - আওয়ামিলীগ সাথে চিরবৈরিতা ভুলে বিএনপির বিপক্ষে প্রচারণার।
এটাই হবে বাস্তবতা।

শাহবাগীরা আবারও লম্ফ ঝম্ফ শুরু করবে , গাঁজাখোর আইনস্টাইম, কাল মার্কস আর লেলিনের দল + শহবাগী বড়লাল লালটিপ আর হাতাকাটা ব্লাউজ পড়া চেতনাজীবীরা ইস্যুর পর ইস্যু তৈরি করবে। বিএনপিকে মারাত্মক স্ট্রংলি এসব বুলশিটদের দমন করতে হবে, একদম বোল্ডলি।
সময়, ৭১ , ডিবিসি সহ যতো মিডিয়া ছিলো ফ্যাসিস্ট পন্থী সবগুলাকে কৈফিয়তের আওতায় আনতে হবে , অথবা জুলাই গণহত্যার সহযোগী হবার কারণে প্রচারণা বন্ধ করে দিতে হবে চিরতরে।

মনিপুর খ্রিস্টান স্টেট হয়ে স্বাধীনতা পেলে বাংলাদেশের উপর চাপ বাড়বে, ওদিকে আরাকানও স্বাধীনতা পেলে বাংলাদেশ ভৌগলিক ভাবে এম্বুশড হবে , ফেনী এবং চিকেন নেক অঞ্চলে একের পর এক ঝামেলা পাকাতে থাকবে ভারত। একই সাথে ভারত এক্টিভ থাকবে সীমান্ত হত্যা সহ বাংলাদেশ বিরোধী বিদ্রোহী গ্রুপ তৈরিতে।

সামনের সময় বহু ক্যালকুলেটিভ,
সামনের পথ বহু কঠিন,
বিএনপির নরম রাজনীতি করার দিন ফুরিয়ে আসছে ,
হার্ড হও বিএনপি ,
থিংক ট্যাংক বানাও, নিজস্ব মিডিয়া উইং স্ট্রং করো,
সবার উপরে - দেশবিরোধী ভাটতপন্থী বাম উইং খেদাও।

বাংলাদেশ জিন্দাবাদ

23/12/2024

যারা এই মাদারটোস্ট কে নিয়া মায়া কান্না করতেছেন,তারা জানেনা যে এটা এই খনিকের ছেলের অপকর্মের ফল পাচ্ছে :

একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর কর্মকাণ্ড
১) লুদিয়ারা কুলিয়ারা পাতড্ডা আমজাদের বাজার সারপটি,বেরলা,হিংগুলা সহ আশেপাশে যত সন্ত্রাসী ছিলো সকল সন্ত্রাসীর গড ফাদার ছিলো এই কানু।
২)পাতড্ডা বাজার আমজাদের বাজার অঞ্চলে মাদকের ডিলার ছিলো আব্দুল হাই কানু।
৩) ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্র তুলে দিতো এই কানু।
৪) কানুর নির্দেশ জামায়াত শিবিরের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা হতো।
৫) কানুর শাসনামলে মামলা হামলা দিয়ে শত শত জামায়াত শিবিরের নেতা কর্মীকে বাড়িছাড়া করছিলেন।
৬) জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হালিম মজুমদার কে কুলিয়ারা স্কুলের সামনে কানু নিজে লাথি মেরে পুকুরে পেলে দিয়েছিলো।
৭) আওয়ামীলীগ নেতা শাহীন হত্যার মূল হোতা ছিলো এই কানু
৮) আওয়ামীলীগ নেতা রানা হত্যার মুল পরিকল্পনাকারী কানু বিপ্লব এবং আওয়ামীলীগির আরেক নেতা সোহাগ হত্যার পিছনে ও ছিলো কানুর হাত।
৯) কানুর নির্দেশে কানুর ছেলে বিপ্লব সহ তার গুন্ডা বাহিনী পাতড্ডা বাজার থেকে শিবিরের থানা শাখার হুন্ডা ও আমির হামজার হুন্ডা তুলে নিয়ে গেছে।
১০) চাঁদাবাজি,টেন্ডারবাজি,চুরি,ডাকাতি, মাদক, সহ কোন ধরনের অপকর্ম বাদ রাখেনি এই কানু।

→ এমন কি কানুর অত্যাচার থেকে বাদ যায়নি নিরীহ আওয়ামী পরিবার,সাধারণ মানুষ সহ নারী বৃদ্ধ কেহই।

আপনারা যারা এখন মায়া কান্না দেখাচ্ছেন, কেনো দেখাচ্ছেন এগুলো আমরা বুঝি। আপনারা যদি কানুর হাতে নির্যাতিত হতেন তাহলে আজকে এই মায়া কান্না দেখাতেন না।

ড. মুহাম্মদ ইউনূস: গত ৯০ বছরে বাংলার ইতিহাসে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি!আপনি জানেন কি? শতকরা ৮৩% মানুষ জানেন না ড. মুহাম...
21/12/2024

ড. মুহাম্মদ ইউনূস: গত ৯০ বছরে বাংলার ইতিহাসে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি!

আপনি জানেন কি? শতকরা ৮৩% মানুষ জানেন না ড. মুহাম্মদ ইউনূস কে! অথচ, তিনি বিশ্বের ইতিহাসে মাত্র ১২ জনের মধ্যে একজন, যিনি সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কারই জিতেছেন— নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল। হ্যাঁ, ড. মুহাম্মদ ইউনূস এই গৌরবের অংশীদার।

লিওনেল মেসির নাম নিশ্চয়ই শুনেছেন? কিন্তু আপনি কি জানতেন, মেসিও একবার ড. ইউনূসের জন্য অপেক্ষায় ছিলেন? এটা কোনো কল্পকাহিনী নয়, সত্যি ঘটনা! ২০২০ টোকিও অলিম্পিকে ড. ইউনূস অলিম্পিক মশাল বাহক হিসেবে অংশ নেন—এ সম্মান কেবলমাত্র সবচেয়ে গৌরবময় ব্যক্তিত্বদের জন্য।

আজ, যখন বিশ্বের সেরা বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশিত হয়, সেখানে ড. ইউনূস নিয়মিতভাবে সেরা ১০ এর মধ্যে থাকেন। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আর তিনি আমাদের বাংলাদেশের সন্তান। প্রশ্ন হলো, এই দেশে আর কখনো ইউনূসের মতো একজন জন্মাবে কি?

সামাজিক ব্যবসার ধারণা: অর্থনীতির নতুন রূপরেখা

ড. ইউনূস শুধু পুরস্কারের জন্য পরিচিত নন, তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে মাইক্রোফাইন্যান্স মডেল চালু করেছেন, তা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। কিন্তু আপনি কি জানেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিক নন? এমনকি, তিনি ব্যাংকটিতে কোনো শেয়ারও রাখেননি। গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান, যার ৭৫% মালিকানা গরিব মানুষের এবং ২৫% সরকারিভাবে নিয়ন্ত্রিত।

তার সামাজিক ব্যবসা ধারণা মূলত ব্যক্তিগত লাভ নয়, বরং সামাজিক সমস্যার সমাধানের জন্য। তিনি বিশ্বাস করেন যে সম্পদের কেন্দ্রীকরণ দারিদ্র্যকে আরও গভীর করবে এবং সমাজের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। তাঁর বই "A World of Three Zeros" (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য কার্বন নিঃসরণ) এই দর্শনের ভিত্তি গড়ে দিয়েছে।

গ্রামীণ ব্যাংকের বাইরে ইউনূসের উত্তরাধিকার

অনেকেই ধারণা করেন যে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে ব্যক্তিগতভাবে লাভবান হন। কিন্তু সত্য হলো, গ্রামীণ টেলিকমও একটি অলাভজনক প্রতিষ্ঠান। ড. ইউনূস এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজে কোনো শেয়ার রাখেননি। তিনি অনায়াসে বিলিয়নিয়ার হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।

তার প্রভাব এতটাই বিশাল যে বিশাল কোম্পানিগুলো তার আহ্বানে বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং দারিদ্র্য বিমোচনে অবদান রেখেছে। কিন্তু ড. ইউনূসের নিজস্ব কোনো আর্থিক অংশ নেই। তিনি ব্যক্তিগতভাবে যে কোনো শেয়ার রেখে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করেছেন।

একজন বৈশ্বিক প্রভাবশালী

বিশ্বজুড়ে ড. ইউনূস অন্যতম সেরা পেইড স্পিকার হিসেবে পরিচিত। তাঁর বক্তৃতা শোনার জন্য প্রতিষ্ঠানগুলো ৭৫,০০০ থেকে ১ লাখ ডলার বা তারও বেশি খরচ করে থাকে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক আয়োজন কমিটির তিনজনের মধ্যে একজন হলেন ড. ইউনূস, যাঁর সঙ্গে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনকি ইতালিয়ানরাও ২০২৬ অলিম্পিকে তাকে তাদের পরামর্শক হিসেবে চায়।

কিন্তু আমরা মনে করি, তিনি কেবল গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে আয় করেন। এটি একটি ভুল ধারণা। গ্রামীণ ব্যাংক ও টেলিকমের কোনো শেয়ার তার নেই এবং তিনি এখান থেকে কোনো মুনাফা নেন না।

শিক্ষা ও উদ্ভাবনের অগ্রদূত

ড. ইউনূস শুধু ব্যবসা নিয়ে সীমাবদ্ধ নন, তিনি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেরা প্রফেসররা এখানে ক্লাস নিতেন, এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা বক্তৃতা দিতে আসতেন। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি।

আমরা যতই ড. ইউনূস সম্পর্কে জানব, ততই বুঝতে পারব—একটি দেশ এবং জাতি হিসেবে আমরা সত্যিই তাঁকে প্রাপ্যভাবে সম্মান দিতে পারিনি।

একটি প্রশ্ন, আপনি কি জানতেন ড. ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো প্রতিষ্ঠানে কোনো শেয়ার রাখেননি? আসুন, যোগ্য ব্যক্তিকে সম্মান করতে শিখি।

ড. মুহাম্মদ ইউনূস—তিনি যিনি বিলিয়নিয়ার হতে পারতেন, কিন্তু বেছে নিয়েছেন এক শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য কার্বন নিঃসরণের বিশ্ব গড়ার পথ। তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের ন্যায়বিচার এবং সমতার একটি নতুন পৃথিবীর দিকে পরিচালিত করছে।

collected..




৮৪ বছর বয়সেও মৃত্যুর আগ পর্যন্ত পুলিশের কাঁধে ভর করে আদালতে নিয়মিত হাজিরা দিয়েছিলেন বিএনপি নেতা মরহুম এম কে আনোয়ার। একদি...
21/12/2024

৮৪ বছর বয়সেও মৃত্যুর আগ পর্যন্ত পুলিশের কাঁধে ভর করে আদালতে নিয়মিত হাজিরা দিয়েছিলেন বিএনপি নেতা মরহুম এম কে আনোয়ার।
একদিন আদালতে বলেন; "মাননীয় বিচারক, আমিও ১৩ বছর বিচারিক দায়িত্ব পালন করেছি, ৩০ বছর সরকারের সচিব সহ উচ্চ পদে চাকরি করেছি, ৫ বার এমপি ছিলাম, ২ বার মন্ত্রী ছিলাম, ৮৪ বছর বয়সে আমি ঢাকায় বসে কুমিল্লায় বোমা হামলার ইন্ধন দিব, এটা কি আপনার মনে হয়?
যারা ১৬/১৭ বছর নির্যাতন করে এখনি অধৈর্য হয়ে মানবতা খুজেন তারা আরও ধৈর্য্যশীল হোন। দোয়া করি আল্লাহপাক মরহুম এমকে আনোয়ার সাহেবকে বেহেশতে নসিব করেন.. (আমীন)

09/12/2024

যে সমস্ত লোক স্বৈরাচারীদের আইডল মানে বা তাদের ধোঁয়া তুলসী পাতা মনে করে ঐসব লোকদের জন্মের ঠিক নাই.....

28/11/2024

Address

Bhola
8320

Alerts

Be the first to know and let us send you an email when OAF OVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share