Al amin Kazi

Al amin Kazi সামর্থ্য থাকা পর্যন্ত কাউকে সহযোগিতা থেকে বঞ্চিত করবো না,ইনশাআল্লাহ।
(2)

প্রকৃতি অপরূপ সুন্দর,দেখলেই মন ভরে যায়।অবসর সময়টা ফটো তোলাই কেটে যায়।
24/04/2024

প্রকৃতি অপরূপ সুন্দর,দেখলেই মন ভরে যায়।
অবসর সময়টা ফটো তোলাই কেটে যায়।

23/04/2024

মনুষ্যত্ব ভালো হলেই তো ভালো
ব্যবহার করবে মানুষের সাথে,
মনুষ্যত্ব খারাপ হলে ব্যবহার
তো খারাপ হবেই।

তারা একদমই সুন্দরভাবে একটি দল গঠন করেছে,তাদের মূলমন্ত্র হচ্ছে মুসলমানদের মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং গর্ভে সন্তান ...
22/04/2024

তারা একদমই সুন্দরভাবে একটি দল গঠন করেছে,তাদের মূলমন্ত্র হচ্ছে মুসলমানদের মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং গর্ভে সন্তান দেওয়া পরিকল্পিত ভাবে তারা এই
কাজগুলো সম্পূর্ণ করে যাচ্ছে!আমাদের বোনেরা এতটাই আবেগাপ্লুত হয়ে আছে
যে যেটা করতে বলবে সেটাই করবে,'সে' যত নোংরাই হোক না কেনো।তোমাদের
কবে যে হুশ হবে আল্লাহ্ ভালো জানেন,সবচেয়ে দুঃখজনক হলো তোমাদের চোখের
সামনে কি নিউজ পড়ছে না?!তোমার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর!
আজ অন্যের সঙ্গে হয়েছে কাল তোমার সঙ্গে হবে না গ্যারান্টি কি?সময় আছে
সর্তক হয়ে যাও বোন,তোমার জন্য একটা সাজানো গোছানো পরিবার শেষ হয়ে যাবে!
বিশেষ করে তুমি একজন মুসলিম,আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে তোমার।

পাখিটা গাছেই সুন্দর কিংবা আকাশে,তাই তাকে মুক্ত আকাশে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছি!জোর করে বেধে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই ...
22/04/2024

পাখিটা গাছেই সুন্দর কিংবা আকাশে,তাই তাকে মুক্ত আকাশে ঘুরে
বেড়ানোর সুযোগ করে দিয়েছি!জোর করে বেধে রাখার চেয়ে ছেড়ে
দেওয়াই উচিত,যদি ভাগ্যে থাকে 'সে' ফিরে আসবেই।

মানুষের হাসি এতটা সুন্দর,যেন মন্ত্র দ্বারা বশ করলো।কি দারুণ সাজগোজ দেখলেই মন ভরে যায়!কি মিষ্টি চাহনি ফেরানো যাচ্ছে নাযে...
20/04/2024

মানুষের হাসি এতটা সুন্দর,যেন মন্ত্র দ্বারা বশ
করলো।কি দারুণ সাজগোজ দেখলেই মন
ভরে যায়!কি মিষ্টি চাহনি ফেরানো যাচ্ছে না
যে চক্ষু নজর,তার লম্বা চুল মোহিত করলো আমায়।
🙄🙄

19/04/2024

মসজিদের দান বাক্স তৈরি।🥰

19/04/2024

স্বেচ্ছায় মসজিদের দান-বাক্স তৈরি।🥰🥰

17/04/2024

আকাশের অবস্থা খুবই খারাপ,ভোলা।

07/04/2024

বড় বড় ফেতনা আসতেছে,উম্মতকে বিভ্রান্ত
করার জন্য।উম্মতকে বিভক্ত করবার জন্য,
অনেক ভয়াবহ ফেতনা-গুলো আসতেছে!
যুব-সমাজ যদি ফেতনা থেকে রক্ষা করে,
হকের পথে নিজেদেরকে অটল আর মজবুত
রাখতে চাও রাস্তা হলে কোরআন সুন্নাহা'কে
আকড়ে ধর!ওলামায়েকেরামের অনুসরণ করো।
কথাগুলো সত্যে পরিণত হলো এবং ফেতনা বেড়েই
চলছে দৈনিক,এই সময় আপনাকে আমরা খুব
স্মরণ করছি!আপনাকে খুব প্রয়োজন এই দুঃসময় সময়ে।

কৃষক শুধু দেশেরই সম্পদ নয় মানুষেরও সম্পদ,তাদের সম্মান করতে শিখুন।তারা কারও চাকর নয় বরং এসির নিচে বসে থাকা কামলা-গুলো কৃষ...
03/04/2024

কৃষক শুধু দেশেরই সম্পদ নয় মানুষেরও সম্পদ,
তাদের সম্মান করতে শিখুন।তারা কারও চাকর নয়
বরং এসির নিচে বসে থাকা কামলা-গুলো কৃষকদের
চাকর!তারা বেতন নিচ্ছে আবাদকারীদের পরামর্শ কিংবা
যেকোনো ধরনের সহযোগীতার জন্য,এরা সহযোগীতা না
করে উল্টো একজন বয়স্ক কৃষকের সঙ্গে খারাপ আচরণ
এবং অফিস থেকে বের করে দিয়েছে। কতো নিম্নমানের
হলে এরকম কাজ করতে পারে অসভ‍্য মহিলাটা,আবার
ইংরেজিতে কথা শোনায় একজন সাদামাটা কৃষককে।
আমার মনে হচ্ছে ওই বেয়াদবটা ইংলিশ মিডিয়ামের ছাত্রী,
কৃষি সম্পর্কে কোনো ধারণাই নেই।এই অসভ্যের
কঠোর বিচার চাচ্ছি আমি একজন ক্ষেত্রজীবীর সন্তান হয়ে।

01/04/2024

স‍্যারের কণ্ঠে দারুণ সঙ্গীত,
মায়ের মতো আপন কেউ নাই।

কম্পিউটার ক্লাস টাইম।🥰🥰

01/04/2024

কম্পিউটারের ক্লাসে কিছু মূহুর্ত।
পবিত্র কোরআন তিলাওয়াত করছেন আমাদের একজন প্রিয় মুখ।

29/03/2024

হিজাব গায়ে ঝরিয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে
গিয়ে নাচানাচি করা তারা জায়েজ করে নিয়েছে!
গর্ব করে বলে তারা রোজা এই লজ্জা কাদের?
আবার এটাও বলে আল্লাহ্ ক্ষমা করবেন,
আমার কাছে মনে হচ্ছে বাবা ছাড়া বাচ্চা
হওয়ার মতো তাদের কথাগুলো।
আল আমিন কাজী

এটা উচিত না!কিন্তু 'মা' বলে কথা।
22/03/2024

এটা উচিত না!কিন্তু 'মা' বলে কথা।

16/03/2024

আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে,
ওই অবস্থায় আপনার মোবাইলে গান থাকবে মানুষ দেখবে।

12/03/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গাওয়া হচ্ছে ‘ভারতের জাতীয় সংগীত’।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার করা যাবে না, তবে ভিনদেশের জাতীয় সংগীত গাওয়া যাবে।

এই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের স্বাধীন বাংলার ৯২% মুসলিম বাংলাদেশ।



আমাদের পছন্দের জায়গায় কখনো আমরা থাকতে পারি না,যেমন মানুষ অনেকদিন রাজত্ব করার চেষ্টা করে কিন্তু তাকে আল্লাহ্ সেই সুযোগ দে...
12/03/2024

আমাদের পছন্দের জায়গায় কখনো আমরা থাকতে পারি না,
যেমন মানুষ অনেকদিন রাজত্ব করার চেষ্টা করে কিন্তু তাকে
আল্লাহ্ সেই সুযোগ দেন না!রাজত্ব কায়েম করার আগেই
পৃথিবী থেকে সরিয়ে নেন।

ধিক্কার সেই মুসলিম নেতাদের যারা নোংরামি নিয়ে খুবই উৎসাহ,কেউ মন্দির খুলে দিচ্ছে!অন্যদিকে পবিত্র একটা জায়গা যেখানে শুয়ে আছ...
09/03/2024

ধিক্কার সেই মুসলিম নেতাদের যারা নোংরামি নিয়ে খুবই উৎসাহ,কেউ মন্দির খুলে দিচ্ছে!অন্যদিকে পবিত্র একটা জায়গা যেখানে শুয়ে আছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।ওই পবিত্র স্থানটাও নোংরা করে দিয়েছে,আল্লাহ্ এদের বিচার করুক।গোটা বিশ্বে মুসলিম নির্যাতিত হচ্ছে দৈনিক,মুসলিম নেতারা ক্ষোভ কিংবা দুঃখ প্রকাশ না করে উল্টো তাদের সঙ্গে অনায়াসে সময় কাটাচ্ছেন।পরিশেষে বলতে চাই মুসলিম হোক কিংবা অমুসলিম হোক আমরা এসব খুনোখুনি দেখতে ইচ্ছুক নই,আমরা শান্তি চাই।

Woe to those Muslim leaders who are very enthusiastic about dirtiness, someone is opening the temple! On the other hand, a holy place where our Prophet Muhammad sallallaahu alaihi wasallam is sleeping. They have also made that holy place dirty, may Allah judge them. Muslims are being persecuted all over the world daily, Muslim. The leaders are spending time with them without expressing anger or sadness. Finally, I want to say whether it is Muslim or non-Muslim, we are not willing to see these murders, we want peace.

07/03/2024

See with your own eyes, Muslims, your brothers and sisters
are oppressed
You are drunk at a concert or night club! This is the day
Maybe you should see.

নিজের চোখে দেখ মুসলমান তোমাদের ভাই তোমাদের বোন নির্যাতিত
হচ্ছে,তোমরা কনসার্ট কিংবা নাইট ক্লাবে মাতাল হয়ে আছো!এই দিনটি
হয়তো তোমাদের দেখতে হবে।

07/03/2024

ন'ও'মু'স'লি'ম স্বামীর মু্'ক্তি ও মি'থ্যা মা'ম'লা প্র'ত্যা'হা'র চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ন'ও'মু'স'লি'ম স্ত্রী।০৬ মার্চ, ২০২৪ ইং, রোজ-বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর আহমদ চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন জান্নাতুল ইসলাম স্নেহা নামক এক ন'ও'মু'স'লি'ম নারী। তিনি তার স্বামী ন'ও'মু'স'লি'ম ইব্রাহিম ওমরের বি'রু'দ্ধে মি'থ্যা মা'ম'লা প্র'ত্যা'হা'র'পূ'র্ব'ক মুক্তি দা*বী করেন।

এ ছবিটা বাঙালি মুসলমানের প্রতিচ্ছবি। এখানে বৃষ্টি খাতুন থেকে
অভিশ্রুতি হওয়া যতটা সহজ, স্নেহা থেকে জান্নাতুল হওয়া ততটাই কঠিন৷
-Dr. Mehedi Hasan Hafi.

আমি মাঝেমধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে নিজেই মুগ্ধ হই!আমার চেহারার লাবণ্যতা শুধু দাড়িতে,আমার চরণ আমার ভঙ্গি...
07/03/2024

আমি মাঝেমধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের
চেহারা দেখে নিজেই মুগ্ধ হই!আমার চেহারার
লাবণ্যতা শুধু দাড়িতে,আমার চরণ আমার ভঙ্গি
আমাকে মোহিত করে।যদিও প্রথমে দাড়ি রাখা
নিয়ে নিন্দার বলি হয়েছিলাম,একটু খারাপ লাগতো!
একটু নয় হয়তো অঢেল।তবে আমি আমার জায়গা
থেকে পিছু হটি-নি,হজম করেছি অনেক বিষাদ।
আমি আঁধার কাটিয়ে উষ্ণতা ভোগ করছি,
হারিয়েছি কিছু একটা!অভাব আছে তবে পূণ্য হবে।
আমি আশাবাদী হয়তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা
করছে ইনশাআল্লাহ।

05/03/2024

সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত চারদিকে মৃত্যুর সংবাদ,
একদিকে অগ্নিকাণ্ড অন্যদিকে সড়ক দূর্ঘটনা।
আবার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ,পকেট-মারের
হাতে হচ্ছে খুন!আইনের লোকের মারধরে মৃত্যু।
হাসপাতালে ভুল চিকিৎসা এবং অবহেলায় মৃত্যু,
অন্য কেউ বর্ডারে ভারতের পাষণ্ড মানুষের গুলিতে
কাটা-তারে ঝুলছে।বাবার হাতে ছেলে খুন কিংবা
ছেলের হাতে বাবা খুন,মায়ের হাতে সন্তান খুন!
সন্তানের হাতে মায়ের খুন,পরিবারের সবাই সবার
হাতে খুন হচ্ছে দৈনিক।অন্যদিকে সাধারণ মানুষ
পাচ্ছে না সঠিক বিচার,পড়াশুনা শেষ করে
ক্ষমতাধরদের কাছে তুচ্ছতাচ্ছিল্য হয়ে চাকরি
পাচ্ছে না টাকা এবং ক্ষমতার জন্য।নোংরা
ভালোবাসায় ঝরিয়ে এদিক'সেদিক পেলে
রাখছে মৃত্যু কিংবা জীবিত বাচ্চা।এই দেশটা
কি এভাবেই শেষ হয়ে যাবে?এসব অপরাধ
কেনো বেড়ে যাচ্ছে দৈনিক?এর দায়বার নেবে কে?
কাদের ভুল এবং অবহেলায় এসব হচ্ছে?

এই ফটো নিস্তব্ধ করে দেয় পুরো ভেতরটা,বরাবরের-মতো অবাক করে আমায়।নির্ভরশীল একটা স্থান 'মায়ের' কোল,এই কোলে যত্নটাও মন্দ নয়।স...
02/03/2024

এই ফটো নিস্তব্ধ করে দেয় পুরো ভেতরটা,
বরাবরের-মতো অবাক করে আমায়।
নির্ভরশীল একটা স্থান 'মায়ের' কোল,
এই কোলে যত্নটাও মন্দ নয়।
সর্বশেষ বলতে হয় কজন এই ভালোবাসার
মূল্য দিতে জানে,বছর কিংবা কদিন পরপর
দেখা যায় পত্রিকায় বৃদ্ধাশ্রম থেকে 'মায়ের'
যন্ত্রণার চিৎকারের শব্দের কথা।

কলমেঃআল আমিন কাজী

এমন মর্মান্তিক মৃত্যু কারও পরিবার কিংবা কারও জন্য না আসুক,কতো যন্ত্রণার সম্মুখীন হয়েছে তারা আল্লাহ্ ভালো জানেন।আহা কতো প...
01/03/2024

এমন মর্মান্তিক মৃত্যু কারও পরিবার কিংবা কারও জন্য না আসুক,
কতো যন্ত্রণার সম্মুখীন হয়েছে তারা আল্লাহ্ ভালো জানেন।
আহা কতো পরিবার স্বজন হারা-হলো,আল্লাহ্ সবাইকে ধৈর্য
ধরার তৌফিক নসিব করুক।যারা অসুস্থ অবস্থায় আছেন
সবাইকে দ্রুত সুস্থ করে দিন এবং পরিবারের কাছে শিগগিরই
ফিরিয়ে দিন,আমিন।

Palestinians cling to life in Rafah as Israel threatens Gaza’s last refuge with a ground attack — in pictures aje.io/pqc...
24/02/2024

Palestinians cling to life in Rafah as Israel threatens
Gaza’s last refuge with a ground attack — in pictures aje.io/pqcnqf

ফিলিস্তিনিরা রাফাতে জীবনকে আঁকড়ে ধরেছে কারণ ইসরায়েল
গাজার শেষ আশ্রয়স্থলকে স্থল হামলার হুমকি দিয়েছে — ছবি aje.io/pqcnqf-এ
Al Jazeera English

23/02/2024

বরিশাল বনাম কুমিল্লা।

মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা,তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্...
20/02/2024

মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা
শহীদেরা,তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।🥰🥰

20/02/2024

বাংলাদেশে এক মুসলিম কিশোরীকে বিবস্ত্র করে
নির্মমভাবে নির্যাতন করেছে Hiন্দুত্ববাদী সন্ত্রাসীরা!
আজ আমার বোনকে মেরেছেন যদি এমনটা
আপনার বোনের সঙ্গে হতো?

❝কথিত ৯০% মুসলমানের দেশে যদি একজন নওমুসলিমকে শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে জেলে যেতে হয় কিংবা কষ্ট পেতে হয়, তাহলে তো আ...
20/02/2024

❝কথিত ৯০% মুসলমানের দেশে যদি একজন নওমুসলিমকে শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে জেলে যেতে হয় কিংবা কষ্ট পেতে হয়, তাহলে তো আমাদের আর বেঁচে থাকার দরকার নেই।❞

— উস্তায মুফতি হারুন ইজহার (ফাক্কালাহু আসরহ)

19/02/2024

এই ব্যথার শহরের বুকে আমি এক
হতভাগা,না হারিয়েছি না পেয়েছি!
তবে অনেক যন্ত্রণা হৃদয়ে লালন
করে রেখেছি।

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Al amin Kazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like