All Creative

All Creative মেহেদী ডিজাইন
(4)

10/04/2024

Easy Henna Mehndi design👌নতুন নতুন মেহেদী আর্টের ডিজাইন পেতে পেইজটি ফলো দিয়ে পাশে থাকবেন❣ Mehndi Designs To Get Ramadan Ready⭐🌙মেহেদী ডিজাইন আর্ট Eid special mehndi design mehndi art design ゚viral ゚viralシ

10/04/2024

Easy Henna Mehndi designনতুন নতুন মেহেদী আর্টের ডিজাইন পেতে পেইজটি ফলো দিয়ে পাশে থাকবেন❣ Mehndi Designs To Get Ramadan Ready⭐🌙মেহেদী ডিজাইন আর্ট Eid special mehndi design mehndi art design ゚viral ゚viralシ

সবাইকে ঈদ মোবারক 🌙
10/04/2024

সবাইকে ঈদ মোবারক 🌙

আট- দশ পদের রান্না করেছিলাম সেদিন, সব গুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে জামাই যখন মুখ বেকিয়ে বলল, - লবণ দেওয়ার ...
24/08/2023

আট- দশ পদের রান্না করেছিলাম সেদিন, সব গুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে জামাই যখন মুখ বেকিয়ে বলল,
- লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে?

আমি বলেছিলাম, এত গুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবে৷ আমি তো আর রোবট না।

উনি পাত থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন, বউ হতে গেলে রোবটের চেয়ে বেশি হতে হয়।

ঘর ভর্তি গেস্টের সামনে আমি পানি দিয়ে ভাত আর রাগ দুইটায় গিলে খেয়েছিলাম। সবাই চুপ ছিলো কেউ কোনো উত্তর দেয় নি আমার হয়ে।

রাতের বেলা, শুধু সে তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম।

সবাই বুঝে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলো, যেন আমি একটা আতংক। আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শুনানো হয়েছিলো সেটা দিয়ে খেয়ে নিলাম।
পরে সবাই বলেছিলো,
- সব রান্না তো ভালোই ছিলো৷ শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিলো।

কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথা ও বলে নি।

এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেতো না৷
এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই। ব্যাপার টা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি, সেটার মূল্যায়ন তারা করে নি৷ নয় টা রান্নার গুন যখন একটাকে ছাপিয়ে যায় নি, সেখানে আমার কষ্টের মূল্যায়ন হয় নি।
পরবর্তীতে এইরকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে৷

প্রতিদিন বিকালে নানা রকম নাস্তা বানাই আমি, ঘরের এক সদস্য বলেছিলো, তার খেতে ইচ্ছে না। তবে সে খেতো সব। তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চড়িয়ে বলত।

পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছে৷ বেশ ভালো পদের৷ শুধু তাকেই দেওয়া হলো না।

এক গাল হেসে বলেছিলাম,
- ভালো লাগে না যখন, কষ্ট করে কেন খাবেন রোজ? আপনার ও কষ্ট কমল। আমার ও।

সে এমন দৃষ্টিতে তাকিয়ে ছিলো, যেন কোন শব্দেই খুঁজে পাচ্ছে না তার বিরক্তি প্রকাশ করার জন্য।

এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না। কিন্তু সে আমার যত্ন টা দেখতো না। আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারী সাজে, সেটার মূল্য দিতো না। আমার মূল্যায়ন সে করে নি। তাই আমি তাকে বুঝিয়েছি, কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার৷

ভোর বেলা কেউ বের হচ্ছে, আমি রাতের র্নিঘুমতার শর্তেও ঘুম ঘুম চোখে উঠে কারো জন্য রুটি বানালাম, সে দেখল আমি বানাচ্ছি, নিষেধ করল না৷ সময় সুযোগ থাকার শর্তেও সে না খেয়ে চলে গেল৷
এরপরের বার থেকে আমি ঘুম থেকেই উঠি নি। যতই আমাকে ডাকা হোক।

এমন না যে আমি উঠতে পারব না কারো জন্য। কিন্তু তার জন্য আমার উঠাটা তাকে মূল্যায়ন করতে হবে।

আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্না ঘর থেকে আসার আগেই খাওয়া শুরু দিতো, আমি খেয়েছি কিনা দেখতো ও না।

পরের বার থেকে আমি আগেই ভালো পিস টা দিয়ে খেয়ে বসে থাকতাম।

এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না। তার জন্য আমি কেন বসে থাকবো?

তার হাজার দোষ থাকার শর্তেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্টহাসিতে ফেটে পড়েছে।
আমি তার হাজার খানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে।
এমন না যে আমি প্রতিশোধ প্রবণ। কিন্তু তাকে বুঝিয়েছি, প্রিয় মানুষ টার সম্মান রাখা নিজেরেই দায়িত্ব।
আমাকেও মূল্যায়ন করতে হবে, সে আমার একটা দোষ জানলে আমি তার হাজার টা জানি, আমি যখন কাউকে বলছি না সে কেন তা নিয়ে অন্য দের সাথে হাসাহাসি করবে?

যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগে ছিলাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিলো, যখন আমার কাউকে দরকার ছিলো, আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করি নি৷
কারণ সে আমাকে ব্যবহার করেছে, মূল্যায়ন না৷

ঘরে হোক বা বাইরে যেকোন কাজে মূল্যায়ন দরকার। সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র।
আপনি যখন অফিসের র্নিদিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন। যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না। তখন আপনার মূল্যায়ন দরকার।

ঘরে সবাইকে খুশি আপনি করতে পারবেন না৷ কিন্তু যখন আপনি চেষ্টা করছেন তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয় মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না। কোন দিনেই না।

সংসার এইটা এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা, প্রত্যাশা শুধু বাড়বেই। কখনো কমবে না।

আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষই না, হয় ঈশ্বর নয় কোনো যন্ত্র। কিন্তু ঈশ্বরের মূল্য ও আপনাকে দেওয়া হবে না।
অকথ্য ভাষা বলতে দুইবার ভাববে না।
সত্যিই ভাববে না; বিশ্বাস করুন।
তাই নিজেকে অত টা বিলিয়ে দেবেন না; যেখানে সবাই মাড়িয়ে যাবে আর একটা শব্দ ও করবেন না।

এতে যদি আপনি ঝগড়াটে বা বেয়াদব আখ্যা পান, মেনে নেবেন। বিশ্বাস করুন অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন। এইসব মানসিক যন্ত্রনা থেকে দূরে থাকবেন৷

বেশি করে কথা শোনার চাইতে, কম করে দেখবেন বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারেন।
অনেক পরিবারে দেখবেন কিছু মানুষ কে যা ইচ্ছে শোনানো যায়, কারণ তারা আবার ঠিক তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষ কে অন্যরা ভয় পায় কারণ তার মুখে কিছু আটকায় না, বললে রাগ করে ফেলে। ভুলেও কিছু বলে ফেললে রেশ থাকে অনেক দিন।
এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায়।

মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে না এমন না৷ স্রেফ নিজেও যে একটা আলাদা মানুষ। ভুল হবে, দোষ থাকবে, আবার ভালোও হবে সেটা বুঝাবেন হেসে৷ সরে গিয়ে, চুপ থেকে৷ কিংবা আমার মতো লবণ ঢেলে দিয়ে।
কারণ মূল্যায়ন ব্যাপার টা কেউ এসে এইটা আপনাকে হাতে ধরিয়ে দিয়ে যাবে না। নিজ থেকেই তৈরী করতে হবে সে জায়গা।

তাই নিজেকে মাঝেমধ্যে স্বার্থপর ও বানান যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যরা বুঝে।

10/06/2023

নুডুলস এই ভাবে একবার হলেও রান্নার ট্রাই করবেন 100% প্রশংসা সবাই করবেই।। আমি এই ভাবেই রান্না করি। আর সবাই প্রশংসা করে #রান্না

Love it
03/06/2023

Love it

02/06/2023

যাদের Follow লাগবে আমাকে কমেন্ট করলে আমি তাকে Follow দিবো Follow to follow
2k টার্গেট

02/06/2023

কাঠালের বিচি দিয়ে মুরগি ভুনা

02/06/2023
31/05/2023

1K follow কোনো বেপারই না। follow to follow

31/05/2023

এখন Active আছি✌️
যারা আমাকে Follow দেবেন
আমি তাকেই Follow back করবো ✅

30/05/2023

সবাইকে অসংখ্য ধন্যবাদ❤️

Ripon Mahato M A Rahman Nusaiba's vlog Md. sujon islam 2.0 Bristy Kona roy মারিয়া রহমান জুলাই ২৬/২০১৯ Ayan's dream Inaya...
21/05/2023

Ripon Mahato M A Rahman Nusaiba's vlog Md. sujon islam 2.0 Bristy Kona roy মারিয়া রহমান জুলাই ২৬/২০১৯ Ayan's dream Inayas home cat house follow to follow back
Like to like Back
Review to review back 💯

21/05/2023

follow to follow back
Like to like Back
Review to review back 💯

21/05/2023

10K Follow চাই সবাই সবাইকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব

14/05/2023

প্রথম ও লেখার চেষ্টা চলছে। আমার মেয়ের জন‍্য দোয়া করবেন। আর প্লিজ আমার পেইজটা ফলো করে দিবেন

13/05/2023

কোক জীবনে খাইছেন কোক এমনে খাইতে হয় 😂😂😂😂

11/05/2023

একটা ড্রেস কিনার পর আরেকটা ড্রেস দেখে আরো বেশি ভালো লেগে যায়। আর না কিনতে পেরে মন খারাপ হয়ে থাকা আমার মন।।
কার কার এমন হয় 🙃

08/05/2023

দারাজে যখন সপিং করি Shopping blog

07/05/2023

যারা ইস্কুল কলেজের টিচার হয় ।। তারা এতো রুমান্টিক না।।😑😑
যেমন আমার জামাই🙄

07/05/2023

আপনার বাচ্চা দুধ খেতে চায় না তাহলে এই ভাবে দুধ জ্বাল করে দিন দেখবেন বারবার খেতে চাইবে।।একবার হলেও ট্রাই করে দেখবেন।।সামিও কিন্তু এই ভাবেই খাই #রান্নাবান্না

06/05/2023

টেংরামাছ দিয়ে লাউএর ঝোল।। এই ভাবে রান্না করলে পাতিলের ভাতই শেষ করে ফেলবেন।। মাটির চুলায় রান্নাবান্না #রান্না

খালা মনি/আন্টিরা কেমন আছো সবাই।। Plz follow my page ❤❤
05/05/2023

খালা মনি/আন্টিরা কেমন আছো সবাই।। Plz follow my page ❤❤

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when All Creative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Bhola

Show All