Mst Tamanna Khatun Info

Mst Tamanna Khatun  Info I'm Digital marketor freelancer, Warks att affiliated marketor, members and success commando

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
14/05/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

22/04/2024

https:// বাবা 😓😓😓

Shout out to my newest followers! Excited to have you onboard! Roby Chandra, Normal Kumar Nirmol, Md Sipan Mia, Md Jamal...
22/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Roby Chandra, Normal Kumar Nirmol, Md Sipan Mia, Md Jamal Mazumder, Emamul Hasan Samiya, Muhammad Alauddin, Md Shihab Rana

26/12/2023

ফ্রিল্যান্সিং হলো একটি স্বাধীন বা মুক্ত পেশা । যেখানে আপনি নিজেই আপনার সময় এবং কাজের পরিবেশ বেছে নিয়ে কাজ শুরু করতে পারবেন।

ফ্রিলান্সিং শিখতে ইচ্ছুক!
👉কিন্তু কোথায় শিখবেন?
👉কি ভাবে শিখবেন?
👉শুরুটা কিভাবে করবেন?
👉কোন সেক্টর নিয়ে কাজ করলে সব চেয়ে ভালো হবে।
👉 ডিজিটাল মার্কেটিং কোর্সে কী কী সুবিধা পাবেন?

এককথায় সঠিক গাইডলাইন পাচ্ছেন না। এমন ব্যাক্তি থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যথাযত হেল্প করবো।
ধন্যবাদ ❤


বেকারত্ব সমস্যা দূর করার জন্য নিজের অবসর সময় কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির সাথে নিজেকে দক্ষ করে ফ্রিল্যান্সিং করে আপুরা ঘর...
26/12/2023

বেকারত্ব সমস্যা দূর করার জন্য নিজের অবসর সময় কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির সাথে নিজেকে দক্ষ করে ফ্রিল্যান্সিং করে আপুরা ঘরে বসে আয় করছেন।

একজন ফ্রিল্যান্সার জব আর থেকেও বেশি আয় করেন বাহ টাকা ইনকাম করে থাকে।

ফ্রিল্যান্সিং কাদের জন্য বাহ কারা করতে পারবেন?

আপনি বেকার, আপনি চাকরি করেন, আপনি জব করেন, আপনি পড়াশোনা করেন,, এই সব কিছুর পাশাপাশি আপনি চাইলে নিজের অবসর সময় কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন,, যদি ফ্রিল্যান্সিং শিখার জন্য প্রতি দিন দের থেকে ৩ ঘন্টা সময় দিতে পারেন,, তা হলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।

ফ্রিল্যান্সিং বিষয় কোন কিছু জানার বাহ বোঝার জন্য সরাসরি ইনবক্সে মেসেজ দিতে পারেন।

26/12/2023

বেকারত্ব সমস্যা দূর করার জন্য নিজের অবসর সময় কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির সাথে নিজেকে দক্ষ করে ফ্রিল্যান্সিং করে আপুরা ঘরে বসে আয় করছেন।

একজন ফ্রিল্যান্সার জব আর থেকেও বেশি আয় করেন বাহ টাকা ইনকাম করে থাকে।

ফ্রিল্যান্সিং কাদের জন্য বাহ কারা করতে পারবেন?

আপনি বেকার, আপনি চাকরি করেন, আপনি জব করেন, আপনি পড়াশোনা করেন,, এই সব কিছুর পাশাপাশি আপনি চাইলে নিজের অবসর সময় কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন,, যদি ফ্রিল্যান্সিং শিখার জন্য প্রতি দিন দের থেকে ৩ ঘন্টা সময় দিতে পারেন,, তা হলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।

ফ্রিল্যান্সিং বিষয় কোন কিছু জানার বাহ বোঝার জন্য সরাসরি ইনবক্সে মেসেজ দিতে পারেন।

প্রযুক্তি হতে পারে আমাদের সেরা বন্ধু,এবং প্রযুক্তিও আমাদের জীবনের সবচেয়ে বড় দল হতে পারে। এটি আমাদের নিজস্ব গল্পকে বাধা...
21/11/2023

প্রযুক্তি হতে পারে আমাদের সেরা বন্ধু,

এবং প্রযুক্তিও আমাদের জীবনের সবচেয়ে বড় দল হতে পারে। এটি আমাদের নিজস্ব গল্পকে বাধাগ্রস্ত করে, আমাদের চিন্তাভাবনা বা দিবাস্বপ্ন দেখার ক্ষমতা, চমৎকার কিছু কল্পনা করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে, কারণ আমরা সেল ফোনে ক্যাফেটেরিয়া থেকে অফিসে ফিরে হাঁটার ব্রিজ করতে খুব ব্যস্ত। ❞ ✨

20/11/2023

অনেক অনেক ভালো লাগছে
Thank you canva 🥰🥰🥰

20/11/2023

Freelancer.com

20/11/2023

Freelancer.com
যেখান থেকে আমরা ফ্রিল্যান্সার এ রা অনেক কাজ এর আপডেট পেয়ে থাকি 🤗🤗

👉ফাইভার আপডেটঃ এন্ড্রয়েড ডার্ক মোড এবং আইওএস পারসিয়াল রিফান্ড ফিচার।❤️ফ্রিল্যান্সার দের চাওয়ার উপর ভিত্তি করে ফাইভার প্র...
19/11/2023

👉ফাইভার আপডেটঃ এন্ড্রয়েড ডার্ক মোড এবং আইওএস পারসিয়াল রিফান্ড ফিচার।❤️

ফ্রিল্যান্সার দের চাওয়ার উপর ভিত্তি করে ফাইভার প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আসছে। তার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে নতুন দুটো আপডেট এসেছে মোবাইল এপ সিস্টেমেঃ ডার্ক মোড (এন্ড্রয়েড) এবং পারসিয়াল রিফান্ড (আইওএস)

ডার্ক মোডঃ

ফাইভার সম্প্রতি এন্ড্রয়েড এপ এও ডার্ক মোড ফিচারটি সংযুক্ত করেছে। ফিচারটি এখনো না পেয়ে থাকলে আশা করছি দ্রুত পেয়ে যাবেন।

আইওএস পারসিয়াল রিফান্ডঃ

পারসিয়াল রিফান্ড পূর্বে শুধুমাত্র ডেস্কটপ মুড থেকে থাকলেও বর্তমানে আইওএস এপ ভারশনে সংযুক্ত হয়েছে। আশা করছি দ্রুত এন্ড্রয়েড ভার্শনেও সংযুক্ত করা হবে।

আপনাদের চাওয়ার কথা সবসময় জানাতে পারেন ফাইভার এর বাংলাদেশ কমিউনিটি ক্লাবে।
ক্লাব লিংক কমেন্টে সংযুক্ত করা আছে।

ক্যারিয়ার শিক্ষা ০৬: প্রিয় ক্যারিয়ার -এর বিষয়টি হোক তোমার পড়ার বিষয়!সবশেষে ভেবে দেখো তো, আয়মান সাদিক যদি সেদিন তাঁর ...
18/11/2023

ক্যারিয়ার শিক্ষা ০৬: প্রিয় ক্যারিয়ার -এর বিষয়টি হোক তোমার পড়ার বিষয়!

সবশেষে ভেবে দেখো তো, আয়মান সাদিক যদি সেদিন তাঁর বাবাকে না বলতেন, “বাবা! আমাকে দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না!”, তবে আজ হয়তো টেন মিনিট স্কুলের ব্লগে আমার এই লেখাটা তোমাদের পড়া হতো না। ভেবে দেখো তো, ব্যাংকার হয়ে স্টিভ জবস যদি ব্যাংকের কাগজপত্র সামলাতে বসতেন, তাহলে হয়তো উনাকে নিয়ে তোমাদের ইংরেজি বইয়ে একটা অধ্যায় পড়তে হতো না। এরকম আরো কোটি কোটি উদাহরণ আছে, ক্যারিয়ার নিয়ে সফল স্বেচ্ছাচারিতার।

স্বেচ্ছাচারিতা আর সফলতা তো আছেই। সেইসাথে থাকতে হবে কঠোর পরিশ্রম। এই দুইয়ে মিলে যদি একসাথে কাজ করতে শুরু করো, তবে তোমার ক্যারিয়ার আর জীবন , দুই-ই হতে পারে স্বপ্নের মতো সুন্দর।

ক্যারিয়ার শিক্ষা ০৫: চাকুরির আগেই ক্যারিয়ার হোক এর অভিজ্ঞতা।চাকরির আগেই সংশ্লিষ্ট ক্যারিয়ার শিক্ষা খুব জরুরি। এই কাজের স...
17/11/2023

ক্যারিয়ার শিক্ষা ০৫: চাকুরির আগেই ক্যারিয়ার হোক এর অভিজ্ঞতা।

চাকরির আগেই সংশ্লিষ্ট ক্যারিয়ার শিক্ষা খুব জরুরি। এই কাজের সবচেয়ে ভালো সময় হচ্ছে কলেজ আর বিশ্ববিদ্যালয় জীবন। এতে এক সাথে দু’টো কাজ হয়, একে তো চাকরির জন্য রেজ্যুমে ভারি করার এক্সপেরিয়েন্স পাবে, সাথে তোমার নির্বাচিত ক্যারিয়ার পথটি আসলেই তোমার জন্য কিনা তা বুঝতে পারবে।

ধরো তুমি ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়তে চাও। তাহলে পড়াশোনা চলাকালীন কোন ইলেক্ট্রনিক কোম্পানিতে ইন্টার্নশিপ করার চেষ্টা করো। অথবা ইউনিভার্সিটির বিভিন্ন কম্পিটিশন যেখানে ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করতে হয়, সেখানে অংশগ্রহণ করো। আবার ধরো তুমি ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়বে। তাহলে ইউনিভার্সিটি ক্লাব বা কোন সংগঠনে ম্যানেজমেন্টের কাজ করতে হয় এমন পদে যুক্ত হও।

কাজ করার মাধ্যমে বুঝে ফেলতে পারবে তুমি এ কাজে আনন্দ পাচ্ছো কিনা, নাকি পরিবর্তনের সময় এখনই!

ক্যারিয়ার শিক্ষা ০৪: চাকুরি আর ক্যারিয়ার কিন্তু এক না!হাতেগোনা কিছু মানুষ ছাড়া আমাদের অধিকাংশের ক্যারিয়ার প্ল্যানেই চাকু...
17/11/2023

ক্যারিয়ার শিক্ষা ০৪: চাকুরি আর ক্যারিয়ার কিন্তু এক না!

হাতেগোনা কিছু মানুষ ছাড়া আমাদের অধিকাংশের ক্যারিয়ার প্ল্যানেই চাকুরি থাকে। যদিও, চাকুরি আর ক্যারিয়ার এক জিনিস না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এসব ছাড়াও অনেক ক্যারিয়ার পথ আছে, যাতে অনেকেই সফল হচ্ছে। যেমন ফটোগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইনিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, মেক-আপ আর্টিস্ট, স্টাইলিস্ট, ক্যারিয়ার গ্রুমিং, কর্পোরেট ট্রেইনার, পাবলিক স্পিকার, ফ্যাশন ডিজাইনিং, হোটেল ম্যানেজমেন্ট, ফিল্ম মেকিং, ব্লগিং ইত্যাদি। এসব বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব একটা সুযোগ বাংলাদেশে নেই, তবে এসব বিষয়ে তাত্ত্বিক শিক্ষার চেয়েও ব্যবহারিক বা প্র্যাকটিকালি শেখার প্রয়োজন খুব বেশি হয়। এগুলো বাংলাদেশে খুব জনপ্রিয় পেশা হয়ে উঠছে দিন দিন।

ক্যারিয়ার কি জিজ্ঞেস করলেই দশ জনের আট জন হয়তো বলবে চাকুরী। কিন্তু চাকুরী আর ক্যারিয়ার মোটেই এক জিনিস না। শিক্ষাজীবনে আমাদেরকে খুব কমই জানানো হয় যে ক্যারিয়ার শিক্ষা মাত্রই চাকরি খোঁজা নয়। উদ্যোক্তা হওয়া, ফ্রিল্যান্সার, স্বাধীন-কন্সাল্টেন্ট হওয়া এরকম আরও অনেক ক্যারিয়ার পথ আছে।

উদ্যোক্তা হওয়া বর্তমানে জনপ্রিয় একটি ক্যারিয়ার গোল। হলে নিজের কাজের স্বাধীনতা যেমন থাকে, তেমনি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়। বাংলাদেশের মত দেশ, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, সেখানে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করাটা সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশে তরুণদের প্রতিষ্ঠা করা বিভিন্ন প্রতিষ্ঠানে শ’ থেকে হাজার খানেক শিক্ষিত ছেলেমেয়ে কাজ করার সুযোগ পায়।

16/11/2023
ক্যারিয়ার শিক্ষা ০৩: নিজের ইচ্ছা বনাম মা-বাবার স্বপ্ননিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, বাবা-মায়ের মতামতকেও বিবেচনা করে দেখ...
09/11/2023

ক্যারিয়ার শিক্ষা ০৩: নিজের ইচ্ছা বনাম মা-বাবার স্বপ্ন

নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, বাবা-মায়ের মতামতকেও বিবেচনা করে দেখো। সবসময় মনে রাখবে, তাঁরা কখনোই তোমার খারাপ চান না। যেহেতু জীবন ও জগত নিয়ে তাঁদের অভিজ্ঞতা বেশি, তাই তাঁদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করো। তাঁদের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করতেই পারো। তবে, অবশ্যই নিজের মনের বিরুদ্ধে গিয়ে না। নিজের মনের বিরুদ্ধে কাজ করে তুমি কোনদিনই সফলতা অর্জন করতে পারবে না। মা-বাবার সাথে মতের অমিল হতেই পারে। এক্ষেত্রে তুমি যা করতে পারো, মা-বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করো।

দুজনের সাথে সম্ভব না হলে, অন্তত একজনের সাথে এমন সম্পর্ক গড়ে তুলতে পারো যিনি তোমাকে বুঝতে পারবেন। লক্ষ্যের দিকে মসৃণ ভাবে এগিয়ে যেতে এটি তোমাকে করতেই হবে। বাবা মায়ের দুজনকে নিরাশ করে ক্যারিয়ার নিয়ে শান্তিতে এগোতে পারবেনা। তাই চেষ্টা করো তাদের মধ্যে অন্তত একজনকে বন্ধু বানাতে। সবকিছু শেয়ার করো। মাঝেমধ্যে একসাথে খেতে যাও, ঘুরতে যাও। আনন্দের মূহুর্ত গুলোতেই নিজেকে তাদের সামনে প্রকাশ করো। তোমার ভালো লাগা-খারাপ লাগার কথা জানাও। তোমার পছন্দের বিষয় এবং পছন্দের ক্যারিয়ার কি- এটা নিয়েও আলাপ করো। ইতিবাচক দিক গুলো গল্পচ্ছলে তুলে ধরো।

আপাতদৃষ্টিতে এই ব্যপারটা তোমার কাছে ভীষণ কঠিন মনে হতেই পারে। কিন্তু এক-পা দু-পা করে এগুতে থাকো, দেখবে বাবা-মায়ের সাথে তোমার ভালো সম্পর্ক শুধু তোমার ক্যারিয়ার সিদ্ধান্ত না, জীবনের সবকিছুকেই অনেক সহজ আর সুন্দর করে দিচ্ছে!

ক্যারিয়ার শিক্ষা ০২: ক্যারিয়ার প্ল্যানিং করবো কীভাবে?ক্যারিয়ার প্ল্যানিং কত জরুরী তার ধারণা তো আমরা পেলাম। এখন আসে লাখ ট...
08/11/2023

ক্যারিয়ার শিক্ষা ০২: ক্যারিয়ার প্ল্যানিং করবো কীভাবে?

ক্যারিয়ার প্ল্যানিং কত জরুরী তার ধারণা তো আমরা পেলাম। এখন আসে লাখ টাকার প্রশ্নটির পালা- “ক্যারিয়ার প্ল্যানিং করবো কিভাবে?” নিচের বিষয়গুলো খেয়াল রাখলে খুব যথাযথ একটি ক্যারিয়ার প্ল্যান করা সম্ভব হবে বলে আশা করি।

প্ল্যানিং শুরু করো মাধ্যমিক থেকেই

ক্যারিয়ার প্ল্যানিং শুরু করা উচিত মাধ্যমিক বা তারও আগে থেকে। তখন থেকে রিসার্চ করা উচিত কোন ফিল্ডের ডিমান্ড ৪-৫ বছর পর অনেক ভাল থাকবে, সে ফিল্ডে যে কাজ করতে হবে, সেসব কাজে আগ্রহ আছে কিনা, কাজগুলো পছন্দ কিনা। তারপর ভাবতে হবে সে কাজ করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও কিছু শেখানো হচ্ছে কিনা। সে কাজ করতে হলে কী কী শেখা দরকার তা শিখতে হবে।

আয়ের দিকটাও মাথায় রাখা জরুরি

ক্যারিয়ার বলতেই আমরা অর্থ উপার্জনের মাধ্যমকে বুঝি। লেখাপড়া শেষ করে একটা ভাল বেতনের চাকরি পেতে হবে, এটাই অনেকের এক মাত্র ভিশন। যদিও ক্যারিয়ার নির্বাচনে সবচেয়ে জরুরি বিষয় এটি নয়, তবে দায়বদ্ধতার কারণে এটা আগে ভাবতে হয়। যে ফিল্ডগুলোর ডিমান্ড ৪-৫ বছর পরেও বাড়বে, সেগুলোর দিকে নজর দেয়া উচিত হবে। এটা জানার জন্য ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন খবর, প্রতিবেদন পড়তে হবে। বিশেষজ্ঞদের বিশ্লেষণগুলো খুঁজে পড়তে হবে।

সিদ্ধান্ত নেবার আগে সময় নাও

তোমার ভালো লাগাকে সর্বোচ্চ গুরুত্ব দাও। কোন বিষয় পড়ে তুমি আনন্দ পাও সেটা আবিষ্কার করে সেই দিকে ধাবিত হও। তোমার মন যেদিকে, সেদিকেই তোমার গন্তব্য। দ্বিধায় পড়ে গেলে, তো ভুল করলে। লক্ষ্য নির্বাচনের আগে প্রয়োজনে সময় নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। কিন্তু, সিদ্ধান্ত নেবার পর দ্বিধায় ভুগবে না। সিদ্ধান্তে দ্বিধা ঢুকে গেলে, এই দ্বিধাই তোমাকে আরও ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। তাই লক্ষ্যে অবিচল থাকার জন্য, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়াটা ভালো।

কেন প্রয়োজন Communication Skills?Communication Skills শুধু বর্তমানে নয়, এটি অতীতেও প্রয়োজনীয় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে...
08/11/2023

কেন প্রয়োজন Communication Skills?

Communication Skills শুধু বর্তমানে নয়, এটি অতীতেও প্রয়োজনীয় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষাজীবন অথবা চাকরী বলি কিংবা স্টার্ট-আপ শুরু করার কথা বলি, কমিউনিকেশন স্কিল আমাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কমিউনিকেশন স্কিল মানুষের মাঝে আমাদের গ্রহণযোগ্যতাকেও বাড়িয়ে তোলে।

ক্যারিয়ার নির্বাচনের আগে মাথায় রাখতে হবে যে বিষয়গুলোক্যারিয়ার শিক্ষা ০১: ক্যারিয়ার প্ল্যানিং সবথেকে জরুরীআমাদের অনেকের ...
07/11/2023

ক্যারিয়ার নির্বাচনের আগে মাথায় রাখতে হবে যে বিষয়গুলো

ক্যারিয়ার শিক্ষা ০১: ক্যারিয়ার প্ল্যানিং সবথেকে জরুরী

আমাদের অনেকের এখনো স্পষ্ট ধারণাই নেই যে ক্যারিয়ার কি। অনেকের মতে স্মার্ট ক্যারিয়ার মানেই চাকুরি। এর বাইরে যে সম্মানজনক আরও অনেক ক্যারিয়ার আছে, তা আমরা জানিই না। সবার কথা শুনে যখন একটা ক্যারিয়ার পথ বেছে নেই, দেখা যায় সে কাজ করতে গিয়ে তা আর ভালো লাগছে না। ক্যারিয়ার হয়ে পড়েছে বোঝা। গবেষণায় দেখা গেছে, আমেরিকাতে একজন মানুষ গড়ে ৩ বার তার ক্যারিয়ার পথ পালটায়। কিন্তু বাংলাদেশে সেটা চাইলেও সম্ভব হয় না, কারণ আমরা শুধু মাত্র একটা কাজের জন্যই তৈরি হই, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা আমাদের এটাই শেখায়। আরেক গবেষণায় দেখা গেছে, নিম্ন আয়ের দেশ গুলোতে ৮৯% মানুষই তাদের চাকরি পছন্দ করে না, এবং তারা পরিবর্তন করতে চায়।

এ সমস্যাগুলোর সমাধান একভাবেই করা যায়। শুরুতেই নিজের ক্যারিয়ার প্ল্যানিং- এ সচেতন হওয়া, আর সে হিসেবে নিজেকে তৈরি করা।

Canva ডিজাইন কি?Canva ডিজাইন কেনো শিখবো?👉Canva ডিজাইন হলো অনলাইনে লোগো তৈরি বা অনলাইনে লোগো ডিজাইন টুলস। 👉একজন প্রফেশনাল...
06/11/2023

Canva ডিজাইন কি?
Canva ডিজাইন কেনো শিখবো?

👉Canva ডিজাইন হলো অনলাইনে লোগো তৈরি বা অনলাইনে লোগো ডিজাইন টুলস।

👉একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না হয়েও কেনভা থেকে আমরা বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারবো

👉বিভিন্ন টাইপের ব্যানার,বিজনেস কার্ড,ফেসবুক কভার ফটো,বিভিন্ন ধরনের লোগো ইত্যাদি তৈরি করতে পারবো।

👉Canva ব্যাবহার করে ফেসবুক, ইউটিউবের কাভার তৈরি করতে পারবো।

👉মার্কেটপ্লেস এ আমরা কেনভা ডিজাইন এর ওপর অনেক কাজ করতে পারবো।

Canva ডিজাইন শেখার মাধ্যমে আমরা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন রেডি করতে পারবো।


যেমন-
কেনভা ডিজাইন
কেনভা লোগো ডিজাইন
কেনভা টেমপ্লেট
কেনভা সোশাল মিডিয়া ডিজাইন
ইত্যাদি।



স্কিল ডেভেলপমেন্ট কি? কিভাবে নিজের স্কিলকে সমৃদ্ধ করবেন চলুন যেনে নেই 🤟🤟প্রিয় পাঠকগণ স্কিল ডেভেলপমেন্ট কি এবং এর গুরুত্...
02/11/2023

স্কিল ডেভেলপমেন্ট কি? কিভাবে নিজের স্কিলকে সমৃদ্ধ করবেন চলুন যেনে নেই 🤟🤟

প্রিয় পাঠকগণ স্কিল ডেভেলপমেন্ট কি এবং এর গুরুত্ব কতটুকু সে সম্পর্কে আপনাদের অনেকের বিস্তারিত জানা নেই। তাই আপনাদের জন্য আজকের এই আর্টিকেলের মাধ্যমে স্কেল ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এই আর্টিকেলটি গঠন করা হয়েছে।

অবশ্যই সবাই একটি সুন্দর এবং প্রতিষ্ঠিত একটি জীবনের স্বপ্ন দেখে। তাই সকলের স্কিল ডেভেলপমেন্ট করার অধিক প্রয়োজন রয়েছে। আপনার একটি বিষয় খেয়াল করে দেখবেন যে, দিন যত এগোচ্ছে মানুষের জীবনযাত্রার মান ততবেশি উন্নত হচ্ছে।

নারী হতে শুরু করে পুরুষ সকলেই বর্তমান সময়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু সবার লক্ষ্য যেহেতু একই, তাই সঠিক স্কিল না থাকলে এই সময় এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় আপনিও হেরে যেতে পারেন তাই নিজের স্কেল ডেভলপমেন্ট করুন, কেননা সামনের দিনগুলো আরো খুবই কঠিন হতে যাচ্ছে।

আপনাকে এই সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে সমাজে একটি দল পিছিয়ে পড়েছি এবং আরেকটি দল দ্রুতভাবে উন্নতি করছে।

কিন্তু এ পিছিয়ে পড়া দলটি কোন কারণে পিছিয়ে পড়ছে জানেন কি? সে কারণটি হচ্ছে পিছিয়ে পড়া দলটির দক্ষতার অভাব রয়েছে অথবা তারা সময়কে মূল্যায়ন করে সমাজ বিরোধী কাজে নিজেদেরকে আগ্রহী করছে না। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা খুব কঠিন

👉 Freelancing আসলে কার জন্য???💘যে সত্যি-ই কিছু করতে চায়।-তার জন্য Freelancing💯🖥️🖥️ পরিশ্রমের কাছে যে হার না মানে তার জন্...
01/11/2023

👉 Freelancing আসলে কার জন্য???

💘যে সত্যি-ই কিছু করতে চায়।
-তার জন্য Freelancing💯

🖥️🖥️ পরিশ্রমের কাছে যে হার না মানে তার জন্য Freelancing 💝💝

🌍✨💲যে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যকেও প্রতিষ্ঠিত করতে চায় তার জন্য Freelancing 💚❤️

💓যে কাগজের সার্টিফিকেটের বাইরেও নিজ প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ খুঁজে
-তার জন্য Freelancing💯

💟যে পৃথিবী জুড়ে নেটওয়ার্ক তৈরি করতে চায়
-তার জন্য Freelancing💯

💖প্রফেশনাল কাজের পাশাপাশি যে বাড়তি আয় করার সুযোগ খুঁজে
-তার জন্য Freelancing💯

💝যার Happiness প্রয়োজন
-তার জন্য Freelancing💯
👉 Freelancing আসলে কার জন্য???

💟পৃথিবী জুড়ে বিজনেস করার মত যার মানসিকতা
-তার জন্য Freelancing💯

💞যার প্লান, উদ্দীপনা আনলিমিটেড ইনকাম করা।

আসসালামু আলাইকুমআমরা যে মানুষ গুলো স্মার্ট ফোন ব্যাবহার করি তারা প্রত্যেক ই গুগল ব্যবহার করি, কিন্তু আমরা সবাই কি যানি য...
26/10/2023

আসসালামু আলাইকুম

আমরা যে মানুষ গুলো স্মার্ট ফোন ব্যাবহার করি তারা প্রত্যেক ই গুগল ব্যবহার করি,

কিন্তু আমরা সবাই কি যানি যে গুগল এর একটি অংশ হলো গুগল ডকস বা আমরা কি যানি যে গুগল ডকস এর কাজ কি⁉️
চলুন যেনে নেই গুগল ডকস কি কাজে ব্যবহার করা হয়🤗🤗🤗

গুগল ডকস হলো গুগলে ফ্রি একটি ফ্রি অ্যাপ্লিকেশন সেবা। যাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর অনলাইন ভার্সনের সাথে তুলনা করা চলে। অনলাইন প্রোগ্রাম হওয়ায় ডকস এর ফাইলসমূহ ক্লাউডে জমা হয়ে থাকে। স্টোরেজে কোনো জায়গা দখল না করার পাশাপাশি একাধিক ডিভাইসে একই ফাইল নিয়ে কাজ করা সম্ভব হয় গুগল ডকস ব্যবহার করে।

একটি সুন্দর ক্যারিয়ার তৈরি করতে নিম্নলিখিত কিছু পরামর্শ মেনে চলা দরকার:1. লক্ষ্য স্থির করুন: আপনি কী ধরনের ক্যারিয়ার চ...
26/10/2023

একটি সুন্দর ক্যারিয়ার তৈরি করতে নিম্নলিখিত কিছু পরামর্শ মেনে চলা দরকার:

1. লক্ষ্য স্থির করুন: আপনি কী ধরনের ক্যারিয়ার চান তা স্পষ্ট করুন।

2. শিক্ষা এবং যোগ্যতা: যেসব শিক্ষা এবং যোগ্যতা আপনার লক্ষ্যের ক্যারিয়ারের জন্য প্রয়োজন, সেগুলি প্রাপ্ত করুন।

3. নেটওয়ার্ক গড়ুন: আপনার ক্যারিয়ার এডভ্যান্সমেন্টে সাথী এবং পেশাদার নেটওয়ার্ক গড়ুন।

4. লক্ষ্য নিরুপণ করুন: আপনি কোনও পরিস্থিতিতে লক্ষ্যে পৌঁছাতে অবস্যই যত্ন নেন।

5. প্রশাসনিক দক্ষতা: প্রশাসনিক দক্ষতা বাড়িয়ে আপনার দক্ষতা সেট পূরণ করতে সাহায্য করতে পারে।

6. অবসর সময় পরিচালনা করুন: সুস্থ্য জীবনযাপন এবং ব্যক্তিগত অবসর সময়ের জন্য সময় নিন।

7. কৌশল এবং সার্বিক বিকাশ: আপনি নিজের কৌশল এবং সার্বিক বিকাশে শ্রমণী হন।

8. লেখা এবং কমুনিকেশন দক্ষতা: লেখা এবং কমুনিকেশন দক্ষতা প্রয়োজনীয় সার্বিক পেশাদার ক্যারিয়ারের জন্য মহত্ত্বপূর্ণ।

9. লক্ষ্য নিরুপণ করা: নির্দিষ্ট সময় মূল্যায়ন করতে ও প্রগতি পর্যালোচনা করতে অবস্যই আপনার লক্ষ্য নিরুপণ করুন।

#অজুহাত_কখনো_জীবন_পরিবর্তন_করতে_পারে_না

Address

Bheramara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Tamanna Khatun Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share