17/07/2020
ইমেইল মার্কেটিং.
মার্কেটিং এর আর একটি জনপ্রিয় মাদ্ধম হচ্ছে ইমেইল মার্কেটিং। যদি ও এটা বাংলাদেশ এর জন্য তেমন একটা কার্যকরী না। কিন্তু দেশ এর বাইরে ডিজিটাল মার্কেটিং যারা করেন, তাদের সব থেকে বেশি ইনকাম আসে এই ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। এবং সব থেকে সহজ, কম খরচে এই মার্কেটিং টা করা যায় বলে দেশ এর বাইরে এর প্রচুর চাহিদা রয়েছে।
বাংলাদেশ ও এর চাহিদা দিন দিন বাড়ছে, অনেক বড় বড় কোম্পানি এখন ইমেইল মার্কেটিং এর দিক এ যাচ্ছে, একটা ই কারন, ডিজিটাল ওয়ে তে, অনেক কম খরচে, অনেক মানুষের কাছে, ইমেইল এর মাধ্যমে তাদের পণ্য ও প্রোডাক্ট সম্পরকে জানানো জায়,কম সময়ে।
আসলে কি এই ইমেইল মার্কেটিং?
সহজ ভাবে যদি বলি- আপানর পণ্য অ্যান্ড সার্ভিস সম্পরকে যখন আপনি ইমেইল এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছান, এই প্রচার বা এই ওয়ে কে ইমেইল মার্কেটিং বলে।
কিন্তু, তার জন্য আপানর পণ্য অথবা সার্ভিস রিলেটেড কাস্টমার দের মেইল আপানর কাছে থাকতে হবে, এবং অন্য একদিন বলবো, কি ভাবে আপনি আপানর টার্গেটে কাস্টমার এর ইমেইল খুব সহজে ইন্টারনেট থেকে বের করতে পারেন।
কেনো ইমেইল মার্কেটিং করবেন বা আসলে ই এর কাজ কি?
অনেক এ এই বাপের টা আসলে ক্লিয়ার না, কেনো আমারা ইমেইল মার্কেটিং করবো। আমি বাংলাদেশ এর পেক্ষাপটে বলসি।
ধরেন, আপানর একটি শপ আসে, যে খানে নিউ টি শার্ট এসেছে । আপানর যারা কাস্টমার আসে, তাদের কে প্রোডাক্ট এর ছবি সহ যদি দেখাতে পারেন,আবং প্রোডাক্ট এর সঠিক ইনফর্মেশন মেইল এর মাধ্যমে দিতে পারেন, তারা কিন্তু আপানর প্রোডাক্ট এর উপর ইন্টারেস্ট হবে। কারন, যাদের আপনি মেইল করছেন, তারা আগে থেকে ই আপানর কাস্টমার , এবং তাদের মেইল আইডি আপানর কাছে আগে থেকে আছে, এবং আপানর দোকান এবং প্রোডাক্ট সম্পর্কে একটা ধারনা ও আছে।
এখন বলতে পারেন, আমার কাছে তো ফেসবুক আসে, আমি আমার কাস্টমার কে মেসেজ দিলে ই তো হয়ে যাচ্ছে।
ঘটনা এই খানে।
আপানর কাস্টমার আসে ২০০০।যাদের ফেসবুক, ফোন নাম্বার এবং ইমেইল আপানর কাছে আসে। এখন বলতে পারেন, তাদের ফেসবুক এ মেসেজ অথবা কল করে জানালে তো পারি, মেইল এর কি দরকার ।
চিন্তা করেন তো, কতো সময় লাগবে এই ভাবে মেসেজ দিতে অথবা কল করে জানাতে?
ইমেইল থাকলে যা হবে, একটা ইমেইল প্রপের ভাবে লিখবেন, এবং এই একটা ইমেইল ২০০০ মানুষ কে একটা ক্লিক এ সেন্ড করবেন। সময় ও টাকা ২ টা এ কি বেচে গেলো না?
মেইল এর জন্য অবশ্যই সাধারণ মেইল ব্যবহার করা যাবে না। অবশ্যই আপানকে বিজনেস ইমেইল ব্যবহার করতে হবে।
সাধারণ মেইল - জিমেইল, ইয়াহু,
বিজনেস ইমেইল- support.xyz.com.( ওয়েবসাইট এর মাধ্যমে যে মেইল তৈরি হয়)
ইমেইল মার্কেটিং করতে হলে অবশ্যই কিছু মার্কেটিং টুলস বাবহার করতে হবে। না হলে আপনি এক ক্লিক এ ২০০০ মানুষ কে মেইল সেন্ড করতে পারবেন না।
জনপ্রিয় ইমেইল সফটওয়্যার হোল।
Mail chimp
Mailer Lite
Send Press
Feed Burner.
আজ এই পর্যন্ত। ডিজিটাল মার্কেটিং এর নতুন নতুন ওয়ে সম্পর্কে জানতে পাশে ই থাকুন।