Sayem 71

Sayem 71 Welcome to my page! I will be posting here personal videos and information on various topics.

04/05/2024

চমৎকার একটি লেখা। কপি না করে পারলাম না।
আর হ্যা বাংলাদেশের ছবিটাও দুর্দান্ত হয়েছে। আমরা যে যেভাবে পারছি এভাবেই দেশটাকে ছিড়ে ছিড়ে খাচ্ছি।

#রেকর্ড_এবং_এচিভমেন্ট 👍

রেকর্ড কাকে বলি আমরা⁉️
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই রেকর্ড বলা হয়।
কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব⁉️
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড⁉️
দুটো রেকর্ড কি এক⁉️
রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট? 🤭
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না। 😁
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না। 👍
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক ও নেই। 👍
কিন্তুু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন⁉️
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি। 🤣🤪😡
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই 😜 যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।
আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি র‌্যাংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি 🤔😦বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি 😡😡😡😡বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি।🤣🤪🤗 এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন। 😡😡
যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া❗👍
নাকি ১৪ কিমি আলপনা⁉️🤣
আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন⁉️
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। 🤪😁😜ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য। 😡😡😡
একজন রিক্সাওয়ালা মাসে ২০ হাজার টাকা কামায়। একজন কাজের বুয়াকে চিনি তার মাসিক আয় ২৫ হাজারের মত। আর একজন ইন্টার্ন ডাক্তার কিংবা একজন এমবিএ কিংবা একজন ইঞ্জিনিয়ার ১৭ বছর পড়াশুনা করা, ক্লাসে টপার হয়ে চাকরি শুরু করে ২০ হাজার টাকা বেতনে।
এটা কিন্তু শুধু আমাদের দেশেই নয়। এমেরিকাতেও একজন উবার চালক একজন ফ্রেস গ্রাজুয়েটের চেয়ে বেশী উপার্জন করে।
কিন্তু তারপরেও তাদের দেশে সবচেয়ে বড় এবং ভাল ইউনিভার্সিটি এবং সব দেশ থেকে সেখানে পড়তে যায়।
এর কারন হল একজন উবার চালকের আয় এক জায়গাতেই থাকবে, কিন্তু একজন গ্রাজুয়েটের উপার্জন লাখ লাখ ডলারে চলে যাবে একদিন।
আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি,😡😡😡😡 কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। 🤪😜😁কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে। 😡😡😡😡😡
রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। সাথে কিছু সোশ্যাল মিডিয়ার পাগল পালতে পারবো , কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।




of

29/08/2023

আল্লাহর_কাছে_পছন্দনীয়_যারা_|_Mizanur_Rahman_Azhari_|_সাইবারজায়া_কনফারেন্স_২০২৩

#ওয়াজ

Mizanur Rahman Azhari

23/08/2023

আমেরিকায় মিজানুর রহমান আজহারী নতুন ওয়াজ



Mizanur Rahman Azhari

20/08/2023

আল্লামা দেলোয়ারের হোসাইন সাঈদীকে স্মরণ করে যা বললেন ডা: মিজানুর রহমান আযহারী

#দেলোয়ার_হোসাইন_সাঈদী


Mizanur Rahman Azhari Sayem 71

20/08/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে বললেন ড. জাকির নায়েক :

"আল্লামা সাঈদী মুসলিম উম্মাহের একটি সম্পদ ছিলেন। জান্নাতে আল্লাহ তাকে নবী এবং তার সাহাবিদের পাশে স্থান করে দিন, আমিন।"

#দেলোয়ার_হোসাইন_সাঈদী

18/08/2023

সাইদি হুজুরকে আল্লামা ডিগ্রি কে দিয়েছিলেন?
আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থা কি ছিলো?

15/08/2023

😰🤭😥কষ্টে বুক ফেটে যাইতেছে😥🤭😰

☄️😰সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন।
তাৱ মধ্যে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন, আলহামদুলিল্লাহ।

☄️😰আল্লামা সাঈদীর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিল।

☄️😰আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরআনের তাফসির মাহফিল করেছেন।

☄️😰আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ্ব পালন করেছেন।

☄️😰কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন।

☄️😰সৌদি বাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন।

☄️😰একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন।

☄️😰আজ সেই সবাৱ প্ৰিয় কোরআনের পাখিটি জালেমের কারাগারে বন্ধি থাকা অবস্থায় হাসপাতালে মারা গেলেন!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

☄️😰আল্লাহ্ উনাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)!

14/08/2023

"দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।"

জানাজার নামাজের বিষয়ে সাঈদীর পরিবারের একাধিক সূত্র থেকে জানা যায়, সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী ব্যক্তিগত সফরে আমেরিকা আছেন। ইতোমধ্যে রওয়ানা হয়েছেন।

অপরদিকে দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা জনান, আমরা ডেথ সার্টিফেকট হাতে পেয়েছি। কারা কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করলে আমরা গ্রহণ করে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর শহরে ‌‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ মাঠে নামাজে জানাজা শেষে ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ পাশে সাঈদীর বড় ছেলে মরহুম মাওলানা রফিক সাঈদীর কবরের পাশেই দাফন করা হবে।

14/08/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব সম্পর্কে যা বললেন মিজানুর রহমান আজহারী হুজুর
Mizanur Rahman Azhari

14/08/2023
13/08/2023

বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসার জন্য দেলোয়ার হোসেন সাঈদী

এতো কস্টের পরও তার হাসিমাখা মুখটা দেখেন ,,
সুবহানাল্লাহ

আমাদের সকলের শ্রদ্ধেয় সাঈদী সাহেবের জন্য দোয়ার আবেদন---💗💗
কারাগারে অসুস্থ হয়ে পড়লে উনাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে!!

কিছুক্ষণ আগে তাঁর প্রিয় সন্তান মাসুদ সাঈদী ফেইসবুকে লিখেছেনঃ- "আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা সাঈদী অসুস্থ। তিনি বুকে ব্যাথা অনুভব করছেন। আব্বার হার্টে ৫টি রিং পড়ানো আছে। এখন কাশিমপুর কারাগার থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসছে কারা কর্তৃপক্ষ।আব্বার দ্রুত পূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়ার বিনীত আরজ করছি।"

#দেলোয়ার #হোসেন #সাইদি

Today's News

02/08/2023

যে সাত শ্রেণীর লোককে আল্লাহ অপছন্দ করেন | Mizanur Rahman Azhari | পেনাং কনফারেন্স ২০২৩



Mizanur Rahman Azhari Sayem 71

26/07/2023

মিজানুর রহমান আজহারী এর বিশাল সমাবেশ

#মিজানুররহমান
Mizanur Rahman Azhari

04/07/2023

কথা গুলো 💔💔

02/07/2023

Mizanur Rahman Azhari Official Fan
ড. মিজানুর রহমান আজহারী এর ঈদুল আজহার নামাজ ও খুতবা

05/06/2023

Please Follow My page for new content 💚

28/05/2023

Mizanur Rahman Azhari
In Qatar

28/04/2023

Srk the best...

28/04/2023
28/04/2023

Srk Shutting set in 1995

28/04/2023

Srk shutting set

Address

Bhandaria

Alerts

Be the first to know and let us send you an email when Sayem 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayem 71:

Videos

Share