30/05/2024
?
ফ্রিল্যান্সিং এর দুনিয়াতে ‘ কন্টেন্ট রাইটিং ‘ বলতে মূলত বোঝানো হয়— ব্লগপোস্টের জন্য লেখালেখি করা। অর্থাৎ, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে ব্লগ গুলো থাকে সেগুলো যত্নসহকারে লেখার বিষয়টাই হচ্ছে- কন্টেন্ট রাইটিং।
ফ্রিল্যান্সিং দুনিয়ার বাইরে— নরমালি কন্টেন্ট বলতে অনেক কিছু হতে পারে। যেমন- ভিডিয়ো, অডিয়ো, পডকাস্ট ইত্যাদি ইত্যাদি যেকোনো কিছু হতে পারে। তবে ইন টার্মস অব ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড অ্যান্ড ইন টার্মস অব কন্টেন্ট রাইটিং, আমরা কন্টেন্ট বলতে বুঝি একটা ব্লগপোস্ট!
প্রশ্ন হলো, এই কন্টেন্ট রাইটিং জিনিসটা কিভাবে হয়?
ধরুন, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা টপিক দিলো। সেটা যেকোনো ধরনের হতে পারে। হতে পারে- “How do you take care of your cat?”
আপনাকে এই টপিকটার ওপর রিসার্চ করতে হবে। তারপর এই টাইটেলের ওপর আর্টিকেলটা লিখতে হবে। । আর্টিকেলটা লেখার সময় আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে- রিসার্চ করতে গিয়ে এই আর্টিকেলটা আপনি কোথাও থেকে কপি-পেস্ট করেননি, গ্র্যামাটিক্যাল ভুল নেই ইত্যাদি। অর্থাৎ, লেখাটা হতে হবে সম্পূর্ণই আপনার নিজস্ব, রিসার্চ করা একটা লেখা।
এসবকিছু ঠিক রেখে তারপর আর্টিকেলটা আপনি আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবেন। আপনার ক্লায়েন্ট যদি আর্টিকেলটা পছন্দ করে তাহলে সে এটার জন্য আপনাকে নির্দিষ্ট একটা এমাউন্ট পে করবে।
এটা হলো কন্টেন্ট রাইটিংয়ের মূল ব্যাপার।