নবধারা তরুণ সংঘ - ভৈরব

নবধারা তরুণ সংঘ - ভৈরব আদি সমাজ রিতি প্রবর্তনের লক্ষ্যে......
এ?

আদি সমাজ রিতি প্রবর্তনের লক্ষ্যে......
এবং সুস্থ পরিসমাজ গঠনের প্রত্যয়ে......
সুষ্টু সুন্দর সমাজ ব্যবস্থায়......
শান্তি ও আগাছাহীন সমাজ ব্যবস্থায়......


যে কোন প্রয়োজনে মেইল করুন→ [email protected]

তোমার নাম এখনো কেউ ভুলিনি নবধারা
28/11/2024

তোমার নাম এখনো কেউ ভুলিনি নবধারা

28/11/2024

আসসালামু আলাইকুম
নবধারা সাথী ভায়েরা কেমন আছেন??
আমরা আবার এক্টিভ হতে যাচ্ছি, আমাদের এলাকায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী বেরে গেছে,
ছিনতাই ও মাদক রোধে আগের মত আমাদের পাশে পাবো ???

05/11/2024

Sony Xperia 1 IV First Look: An Entire Film Studio In Your Pocket

05/11/2024

Garmin MARQ Captain (Gen 2) Review: Sailor’s Delight

বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী "কর্মী সম্মেলনে"  বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ভৈরব-কু...
19/10/2024

বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী "কর্মী সম্মেলনে" বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

17/09/2024

আগামী ৬০ দিন দেশব্যাপী মাগো, আব্বাগো শব্দে প্রচুর আর্তনাদ শুনা যাবে!
আগামী ৬০ দিনের জন্য দেশব্যাপী সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ার (মাঠ পর্যায়ে বিচারিক ক্ষমতা) প্রদান।

হে আল্লাহ ! তুমি রহম কর ! আজ বাংলাদেশের সকল খতিবগণ মসজিদের মেম্বার থেকে মুসল্লিদেরকে বন্যা কবলিত মানুষের সাহায্য এগিয়ে ...
23/08/2024

হে আল্লাহ ! তুমি রহম কর ! আজ বাংলাদেশের সকল খতিবগণ মসজিদের মেম্বার থেকে মুসল্লিদেরকে বন্যা কবলিত মানুষের সাহায্য এগিয়ে আসার আহ্বান জানান। নিজ উদ্যোগে ফান্ড কালেকশন করুন নিজের টিম গঠন করে সরাসরি বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। সম্ভব না হলে আসসুন্নাহ ফাউন্ডেশন এর মত বিশ্বস্ত কোন অর্গানাইজেশনের মাধ্যমে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদের সকল প্রকার দুর্যোগ থেকে হেফাজত করুন!

09/08/2024

আগামীকাল হেফাজতের "গন সমাবেশ" মহা সমাবেশে পরিনত হবে ইনশাআল্লাহ।
বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা অভিমুখী মানুষ আসা শুরু করেছেন।
ইনশা আল্লাহ আমিও থাকবো আপনিও আসেন

আগত পাঠক ও শুভাকাঙ্খীদের জ্ঞাতার্থে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমরা আমাদের পাঠাগারের কার্যক্রম  অব্যাহত রাখতে...
25/11/2018

আগত পাঠক ও শুভাকাঙ্খীদের জ্ঞাতার্থে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমরা আমাদের পাঠাগারের কার্যক্রম অব্যাহত রাখতে পারছিনা। তাই আগামী ১লা ডিসেম্বর ১৮ থেকে পাঠাগার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। খুব শীঘ্রই যেন আবার আমাদের কার্যক্রম শুরু করতে পারি সেজন্য আপনাদের অন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। দীর্ঘদিন আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
ধন্যবাদান্তে
নবধারা উন্মুক্ত পাঠাগার
প্রয়োজনে
০১৯১১ ৯৬৩১১৭,
০১৯৮৬ ৩৭৮৩৫৬

29/05/2017

রঙিন টিভিতে যেটা "গাজর"
সাদা কালো টিভিতে সেটা
"মুলা" !!
:
একটা মেয়ে আর একটা ছেলে যখন
নষ্টামি করে তখন "আধুনিক" ভাষায়
এটার নাম "রোমান্স"..
:
অন্যদিকে একটা অপরিচিত ছেলে
যদি অন্য একটা মেয়ের সাথে রোমান্স
করতে যায় তাহলে তখন সেটাকে বলা
হয় "ধর্ষন" ..
:
কিন্তু মুলত দুটোই এক বিষয় এবং দুইটা
কাজের পাপ সমানই হয়.
:
অনেক সময় দেখবেন যে আপনার সামনে
দিয়ে একটা ছেলে এবং মেয়ে হাত ধরাধরি
করে গায়ের সাথে গা লাগিয়ে দিব্যি ঘুরে
বেরাচ্ছে ..
:
আধুনিক ভাষায় এটার নাম "ভালবাসা" ..
:
আজকাল মেয়েদের প্রেম করতে আর
নষ্টামি করতে ১৫ থেকে ১৬ বছর
বয়সই যথেষ্ট..
:
আর এই বয়সে যদি একটা মেয়েকে
বিয়ে দেয়া হয় তাহলে আধুনিক ভাষায়
এটার নাম হবে "বাল্য বিবাহ"

আসলে মানুষের বিবেক মারা গেছে....
by- তানঈম

Address

Gachtola Ghat Bhairab
Bhairab Town
2350

Alerts

Be the first to know and let us send you an email when নবধারা তরুণ সংঘ - ভৈরব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবধারা তরুণ সংঘ - ভৈরব:

Videos

Share