মাক্কী টিভি Makki TV

মাক্কী টিভি Makki TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাক্কী টিভি Makki TV, Media, Bhairab Town.

আসসালামু আলাইকুম,
মাক্কী টিভির পক্ষ হতে সবাইকে আন্তরিক অভিনন্দন।
ইসলামিক নতুন নতুন গুরুত্বপূর্ণ আলোচনা, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসায়েল সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের মাক্কী টিভির ফেইসবুক পেইজে।

ইউটিউবে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন-
https://youtube.com/channel/UC6jz7Xl5U9I-NE3hrID_ujg

19/04/2023
মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদের মৃত্যু দিবেন না। আমিন
06/07/2021

মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদের মৃত্যু দিবেন না। আমিন

এই করোনাকালীন সময়ে আল্লাহর রহমতে আমরা যারা সুস্থ আছি সবাই বলি " আলহামদুলিল্লাহ "।
25/04/2021

এই করোনাকালীন সময়ে আল্লাহর রহমতে আমরা যারা সুস্থ আছি সবাই বলি " আলহামদুলিল্লাহ "।

13/04/2021

-গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কতো মানুষ চলে গেছে.!😒

-আল্লাহ আমাদের কে আরেকটি সুযোগ দিয়েছেন.!😍

-আলহামদুলিল্লাহ্ ❤

Ramadan mubarak 💟💟
13/04/2021

Ramadan mubarak 💟💟

17/03/2021

😍😍😍

06/03/2021

‘পর্দা’ শব্দটি মূলত ফার্সী। যার আরবী প্রতিশব্দ ‘হিজাব’। পর্দা বা হিজাবের বাংলা অর্থ- আবৃত করা, ঢেকে রাখা, আবরণ, আড়াল, অন্তরায়, আচ্ছাদান, বস্ত্রাদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেয়া, আবৃত করা বা গোপন করা ইত্যাদি।

ইসলামী শরীয়তের পরিভাষায়, নারী-পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয়।

আবার কেউ কেউ বলেন, নারী তার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপলাবণ্য ও সৌর্ন্দয পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছে তাকে পর্দা বলা হয়।

মূলত হিজাব বা পর্দা অর্থ শুধু পোশাকের আবরণই নয়, বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা, যাতে নারী-পুরুষের মধ্যে অপবিত্র ও অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ রোধের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে অধিকাংশ সময় তারাই ইভটিজিং ও ধর্ষণসহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলার শিকার হয়। তাই নারীর সতীত্ব ও ইজ্জত-আবরু রক্ষার্থে পর্দার গুরুত্ব অপরিসীম।

হাদীস শরীফেও পর্দার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ (স.) বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। (তিরমিযী: ১১৭৩)

অন্য হাদীসে বর্ণিত হয়েছে, হযরত আলী (রা.) বর্ণনা করেন, একদা তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটে ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাহাবীদের উদ্দেশ্যে) বললেন, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তারা চুপ হয়ে গেলেন। (কেউ বলতে পারলেন না)

অতপর আমি ফিরে এসে ফাতেমা (রা.) কে জিজ্ঞাসা করলাম, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি ? তিনি বললেন, কোনো পরপুরুষ তাকে দেখবে না (অর্থাৎ নারী পর্দাবৃত থাকবে)। তারপর আমি ঐ বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, নিশ্চয় ফাতেমা আমার অংশ, সে সত্য বলেছে)। (মুসনাদুল বাযযার: ৫২৬)

এতে পর্দার গুরুত্ব পরিস্ফূটিত হয়। আর পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকের দাবীও তাই। এছাড়াও পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় ও সম্মানিত হতে পারে।

27/02/2021

নাতে রাসুলঃ নবী প্রেমের গজল ( মুফতি ক্বারী আশরাফ সাকী।

আল্লাহ 💖💖
26/02/2021

আল্লাহ 💖💖

19/01/2021

ফেসবুক হবে সব চেয়ে বৃহত্তম ভার্চুয়াল কবরস্থান।
আগামী ১০০ বছর পর অধিকাংশ Facebook ID গুলো মৃত থাকবে। শুধু থাকবে তাদের কর্ম।


যারা অশ্লীল ও বেহায়াপনা মেয়েদের ছবি/ভিডিও upload করেছে, যারা মানুষকে বেহায়া Love story শিখিয়েছে, তাদের বিরুদ্ধে সাক্ষী Liker ও commenter দিবে।

যারা অনইসলামিক গান বাজনার প্রচার ও প্রসার করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী ঐ পোষ্টের Liker ও commenter দিবে।


যারা ইসলাম ধর্মের নামে মিথ্যা, ভুল, বানোয়াট বিষয়কে ইসলাম ধর্ম হিসাবে প্রচার করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী ঐ পোষ্টের Liker ও commente দিবে।

আর এসবকিছুর শাস্তি তারা জাহান্নামে পাবে।

আর যারা ফেসবুককে আল্লাহর বাণী ও ইসলাম প্রচারের মাধ্যম বানিয়েছে তাদের পুরষ্কার আল্লাহ দিবেন।

ফেসবুকে কোনো অশ্লীল ছবি আপলোড দেওয়া থাকলে মৃত্যুর পরও তার পাপের বোঝা বাড়তে থাকবে। তার কবরে অনন্ত কাল ধরে পাপ পৌছাতে থাকবে। ফেসবুক ভার্চুয়াল দুনিয়া হলেও এর হিসাব ও দিতে হবে কারন এতে আপনি বাস্তব জীবনের সময়কেই নষ্ট করছেন। আর কেউ আল্লাহ ও তার রাসুলের বানী প্রচার করলে, তার জন্য সদকায়ে জারিয়া পেতেই থাকবে, কেয়ামত পর্যন্ত।

নবী করিম (সা:) বলেছেন,
যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সাওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না।
____[সুনান আবূ দাউদ, হাদিস নম্বরঃ ৪৬০৯, সহীহঃ ইবনু মা-জাহ (২০৬), মুসলিম, জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৬৭৪]

নবী করিম (সা:) বলেছেনঃ
আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়েও উত্তম।
____[সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৬৬১]

নবী করিম (সা:) বলেছেন,
প্রচার করো আমার কথা, যদি তা একটি মাত্র আয়াতও হয়।
____[সহীহ বুখারী, হাদিস নং ৩৪৬১]

মহান আল্লাহ্ বলেন-
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?
____[সূরা হা-মীম সেজদাহ্‌/ফুস‌সিলাত, আয়াত: ৩৩]

এবার আপনি চিন্তা করুন, আপনি কি করবেন?

সিদ্ধান্ত আপনার বিবেকের উপর?

18/01/2021

আল্লাহু আকবার❣️❣️❣️

18/01/2021

আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

15/01/2021

❤️❤️❤️

15/01/2021

নবীজির কন্ঠে কুরআন তেলাওয়াত এতই সুন্দর ছিল যে..
আবু জাহেলও লুকিয়ে শুনতো.!
সুবাহান আল্লাহ

12/01/2021

পৃথিবীর Best Sound আজান।
- পৃথিবীর Best Book আল-কোরআন।

- পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।😍

10/01/2021

“তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।”❤️

- (সূরা, হিজরঃ ৯৯)💞

আপনার উওর কমেন্ট করে জানান❤️
10/01/2021

আপনার উওর কমেন্ট করে জানান❤️

09/01/2021

বান্দার প্রতি আল্লাহ এতটাই দয়াবান

বান্দার মুচকি হাসিতে দান করেন সাওয়াব,
অনুশোচনার চোখের পানিতে করে দেন, গুনাহ মাফ..।

#আলহামদুলিল্লাহ

জুমার দিন মানেই আর একটি গুণা মাফের সুযোগ আলহামদুলিল্লাহ 🤍🤍
08/01/2021

জুমার দিন মানেই আর একটি গুণা মাফের সুযোগ
আলহামদুলিল্লাহ 🤍🤍

05/01/2021

আমাদের জীবনের সব প্রশ্নের উওর মহান আল্লাহ তাল্লা কুরআানের মধ্যে বলে দিয়েছেন।

আমরা যারা হতাশ বা ডিপ্রেশন করি 🖤🖤🖤

হতাশ হবেন নাহ নিরাশ হবেন নাহ ভরসা রাখুন আল্লাহর উপর❤️❤️

05/01/2021

শীতের ওযু, গরমের রোজা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ❤️

Address

Bhairab Town

Telephone

+8801954322977

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাক্কী টিভি Makki TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাক্কী টিভি Makki TV:

Videos

Share

Category


Other Bhairab Town media companies

Show All