19/01/2021
ফেসবুক হবে সব চেয়ে বৃহত্তম ভার্চুয়াল কবরস্থান।
আগামী ১০০ বছর পর অধিকাংশ Facebook ID গুলো মৃত থাকবে। শুধু থাকবে তাদের কর্ম।
যারা অশ্লীল ও বেহায়াপনা মেয়েদের ছবি/ভিডিও upload করেছে, যারা মানুষকে বেহায়া Love story শিখিয়েছে, তাদের বিরুদ্ধে সাক্ষী Liker ও commenter দিবে।
যারা অনইসলামিক গান বাজনার প্রচার ও প্রসার করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী ঐ পোষ্টের Liker ও commenter দিবে।
যারা ইসলাম ধর্মের নামে মিথ্যা, ভুল, বানোয়াট বিষয়কে ইসলাম ধর্ম হিসাবে প্রচার করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী ঐ পোষ্টের Liker ও commente দিবে।
আর এসবকিছুর শাস্তি তারা জাহান্নামে পাবে।
আর যারা ফেসবুককে আল্লাহর বাণী ও ইসলাম প্রচারের মাধ্যম বানিয়েছে তাদের পুরষ্কার আল্লাহ দিবেন।
ফেসবুকে কোনো অশ্লীল ছবি আপলোড দেওয়া থাকলে মৃত্যুর পরও তার পাপের বোঝা বাড়তে থাকবে। তার কবরে অনন্ত কাল ধরে পাপ পৌছাতে থাকবে। ফেসবুক ভার্চুয়াল দুনিয়া হলেও এর হিসাব ও দিতে হবে কারন এতে আপনি বাস্তব জীবনের সময়কেই নষ্ট করছেন। আর কেউ আল্লাহ ও তার রাসুলের বানী প্রচার করলে, তার জন্য সদকায়ে জারিয়া পেতেই থাকবে, কেয়ামত পর্যন্ত।
নবী করিম (সা:) বলেছেন,
যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সাওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না।
____[সুনান আবূ দাউদ, হাদিস নম্বরঃ ৪৬০৯, সহীহঃ ইবনু মা-জাহ (২০৬), মুসলিম, জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৬৭৪]
নবী করিম (সা:) বলেছেনঃ
আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়েও উত্তম।
____[সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৬৬১]
নবী করিম (সা:) বলেছেন,
প্রচার করো আমার কথা, যদি তা একটি মাত্র আয়াতও হয়।
____[সহীহ বুখারী, হাদিস নং ৩৪৬১]
মহান আল্লাহ্ বলেন-
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?
____[সূরা হা-মীম সেজদাহ্/ফুসসিলাত, আয়াত: ৩৩]
এবার আপনি চিন্তা করুন, আপনি কি করবেন?
সিদ্ধান্ত আপনার বিবেকের উপর?