Atv - News

Atv - News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Atv - News, News & Media Website, Betagi, Betagi Sinhakhali.

পার্বতীপুরে জ্বালানি তেলবাহীট্যাংক লরি বি'স্ফো'র'ণ, নিহত ১পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণে এক শ্রমিক নি...
18/11/2023

পার্বতীপুরে জ্বালানি তেলবাহী
ট্যাংক লরি বি'স্ফো'র'ণ, নিহত ১

পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে শহরের বাস টার্মিনালে রতন মোটর গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন- ওয়েলডিং মিস্ত্রী রতন হোসেন (৩০)। তিনি দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে।

আহতরা হলেন- ওয়েলডিং মিস্ত্রীর সহকারী নাহিদ (১৬) ও বাস সুপার ভাইজার বাদশা (২০)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাকিব আল হাসান নামের একজন জানান, বাস টার্মিনাল এলাকায় রোজামনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তেল পরিবাহী লরি মেরামতের কাজ করছিলেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও নাহিদ। তারা লরিটির ঢাকনা না খুলেই ঝালাইয়ের কাজ শুরু করেন। এতে বিকট শব্দে লরিটি বিস্ফোরিত হয়। উড়ে যায় লরির পেছনের ঢাকনাসহ সামনের কেডিন। এ সময় পাশে থাকা মিথুন নামের একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।

লরির ড্রাইভার সেরাজুল ইসলাম জানান, তিনি তার লরিটি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। হঠাৎ করে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও তার সহকারী নাহিদ ও বাস শ্রমিক বাদশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, সতর্কতার সহিত লরি মেরামত কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওয়েলডিং মিস্ত্রী রতন মারা গেছেন। আরও দুই জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামে বাস ও ট্রাকে আগুনচট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও থানা এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে...
18/11/2023

চট্টগ্রামে বাস ও ট্রাকে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও থানা এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৮টা ও ৯টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরেছে।

এদিকে রাত ৯টায় বহদ্দারহাট র‍্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, গাড়িটিতে ব্যাটারির সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরেছে।

বরগুনার বেতাগীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয় সন্ধ্যা ৭ ঘটিকায় আলোচনা সভা, কেক কাটা ও...
23/06/2023

বরগুনার বেতাগীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয় সন্ধ্যা ৭ ঘটিকায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক জনাব মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম পিন্টু, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান জনাব খলিলুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিসুর রহমান পান্নাসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জন্ম বার্ষিকীর কেক কাটা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রায়ত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবহেলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

Address

Betagi
Betagi Sinhakhali
8740

Telephone

+8801749795128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atv - News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atv - News:

Share


Other News & Media Websites in Betagi Sinhakhali

Show All