Stay with Jahid

Stay with Jahid I am born to be real not to be perfect
(7)

27/06/2024

বিবাহিত vs অবিবাহিত ঐতিহ্যবাহি রশি টানাটানি খেলা।

19/06/2024

ছোটদের এবং বড়দের মোরগ লড়াই খেলা।

#খেলা #মোরগলড়াই #বেনাপোল

18/06/2024

ইদুল আযহা উপলক্ষে দুর্গাপুর উদয়ন সংঘ আয়োজিত ঐতিহ্যবাহী গ্রামীণ হাঁড়ি ভাঙা খেলা......!!!!

#খেলা #হাড়িভাঙা #বেনাপোল

18/06/2024

ইদুল আযহা উপলক্ষে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দুর্গাপুর উদয়ন সংঘ আয়োজিত নানা গ্রামীণ খেলার আয়োজন করে তার মধ্যে পিচ্ছিল কলা গাছা উঠে পুরস্কার জেতে অন্যতম।

#খেলা #কলাগাছ #বেনাপোল

16/06/2024

বেনাপোলে চাঞ্চল্যকর রেশমা হিজরা হ*ত্যা*কা*ণ্ডের আরো এক আ'সামি আতাউল্লাহকে গ্রে*প্তার করেছে পোর্ট থানা পুলিশ........

#রেশমা #হিজরা #বেনাপোল

11/06/2024

বেনাপোলে চাঞ্চল্যকর রেশমা হিজরা হ*ত্যা*কা*ণ্ডের এজহারভুক্ত দ্বিতীয় আ'সামি আল মামুনকে গ্রে*প্তার করেছে পোর্ট থানা পুলিশ। তার মুখ থেকেই শুনুন হ'ত্যা'র বিস্তারিত ঘটনা.....

#রেশমা #হিজরা #বেনাপোল

শেয়ার দিয়ে আপনিও নেকির ভগিদার হোন.....!!!
04/06/2024

শেয়ার দিয়ে আপনিও নেকির ভগিদার হোন.....!!!

01/06/2024

মাত্র ১০ হাজার টাকাই ঘুরে আসুন বরফের রাজ্য থেকে।
যেভাবে যাবেন ভিডিওতে দেখুন বিস্তারিত।

31/05/2024

যশোরের শার্শার হরিণাপোতা গ্রামে বৃহস্পতিবার বিকালে পূর্ব শ*ত্রু'তার জেরে মুসা (৩৫) নামের এক জনকে কু*পি*য়ে গু*লি করে গু*রু*তর জ*খ*ম করে। আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ*ত‍্যু*ব*রণ করেন। শুনুন বিস্তারিত ঘটনা......

05/05/2024
20/04/2024

গানপ্রেমিক অন্ধ জামাত আলীর কন্ঠে শুনুন আরো একটি আধুনিক বাংলা গান.....!!!

শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ!

#গান #আধুনিক #অন্ধ

""সুখ কোথায়""আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালোএই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।বউটা আবার কালো হইলেও, বড় ঘরের ...
12/04/2024

""সুখ কোথায়""
আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচারির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খুটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।
©

11/04/2024

গানপ্রেমী অন্ধ জামাত আলীর কন্ঠে শুনুন আধুনিক বাংলা গান- "ও কেন এতো সুন্দরী হলো"।

শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ!

#গান #আধুনিক #অন্ধ

13/03/2024

গোগার ইছামতী নদী থেকে ৫ কেজি স্বর্ণের বার সহ ম'রাদে*হ উ'দ্ধা'র

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে নিখোঁ'জের তিনদিন পর প্রায় ৫ কেজি দুইশত গ্রাম ওজনের ৪০ টি স্বর্নের বারসহ মশিউর রহমান (৫০) নামে একজন পাচারকারীর ম*রদে'হ উ'দ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার হরিশচন্দ্রপুর গ্রামের সীমান্ত ঘেষা ইছামতি নদী থেকে তার ম'র'দেহ উ'দ্ধার করা হয়েছে। সে উক্ত গ্রামের মৃ'ত গোলাম রহমানের ছেলে।

#বিজিবি #উদ্ধার #বাংলাদেশ

05/01/2023
03/01/2023

পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেনাপোলে হাকর-নদী খনন কাজ শুরু।

স্বাধনিতার দীর্ঘ ৫২ বছর পর পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেনাপোল পৌরসভাধীন হাকর-নদী খনন কাজ শুরু হয়েছে।মঙ্গলবার ৩রা জানুয়ারী নারানপুর থেকে এই খনন কাজ শুরু হতে দেখা যায়। #নদী #পানি

01/01/2023

জাঁকজমকপূর্ণ ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশের মহান বিজয় দিবস উদযাপন

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩১ ডিসেম্বর ) দুপুরে বেনাপোল পোর্ট থানার সন্মুখে এ মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮৫যশোর-১ এর জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ,বীর মুক্তিযোদ্ধাগন,স্থানীয় জনপ্রতিনিধিগন,পৌর এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সাধারন জনগন। #বিজয় #বেনাপোল

01/01/2023

শার্শায় নানা আয়োজনের মাধ্যম নতুন বছরকে স্বাগত জানানো হয়!

মহান বিজয় দিবস ও নতুন ইংরেজি নববর্ষকে বরণ করতে শার্শায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ ও ছাত্রলীগের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।

শনিবার শার্শা পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে সন্ধ্যা থেকে এই অনুষ্ঠান কর্মসূচী শুরু হয়ে দিবাগত রাত ১২ঃ৩০ মিনিটে গিয়ে সমাপ্ত হয়। এই অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতের খাবার সহ আতশ বাজি ফুটানোর মাধ্যমে বর্ষ বরণ।

31/12/2022

গানঃ- কোন সুখের ছোঁয়া পেতে নয়, নই কোন নতুন জীবনের খোজে....!
বেনাপোল পোর্ট থানার আয়োজনে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২।

29/12/2022

আসলেই চাষাবাদে পক্ষীকুলের যে অবদান তা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। আজ পাখি কমে যাওয়ার কারণেই চাষাবাদে বিপুল পরিমাণ কীটনাশক ব্যবহার হচ্ছে। এই অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলেই আমরা চাষকৃত ফসল না খেয়ে, খাচ্ছি বিষ।

28/12/2022

আজ আমরা আপনাদেরকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোলার কবর দেখাতে নিয়ে যাবো। ভাগীরথী নদী পার হয়ে পশ্চিম তীরের প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত বাংলার নবাবের কবরস্থানের বাগান।

নবাব আলীবর্দী খাঁ নিজ সমাধির জন্য খোশবাগ প্রস্তুত করেছিলেন। পলাশীর প্রান্তরে মীর জাফরের বেঈমানিতে পরাজয় বরণের পর নানা ঘটনার পরিক্রমায় হত্যা করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে। পরে তাকেও সমাহিত করা হয় খোশবাগে, নানা আলী বর্দি খাঁর কবরের পাশে।

খোশ শব্দের অর্থ আনন্দ ও বাগ শব্দের অর্থ বাগান। অর্থাৎ আনন্দ-বাগান। এর সুরক্ষার জন্য চতুর্দিকে উঁচু প্রাচীর দিয়ে বেষ্টনী গড়ে নানা প্রকারের মনোরম পুষ্পবৃক্ষাদি রোপণ করা হয়। খোশবাগে উঁচু পাথর বাধানো কবরে শুয়ে আছেন নবাব আলীবর্দী খাঁ। তার বাম পাশে শুয়ে আছেন নবাব সিরাজউদ্দৌলা। অনেকগুলো কবরের মধ্যে কেবল নবাব আলীবর্দী খাঁর কবর সবচেয়ে বড় ও উঁচু। নবাব সিরাজউদ্দৌলার কবরের পাশে পাথরে খোদাই করে নাম লিখে আলাদা করা আছে।

সিরাজউদ্দৌলার পাশেই তার ভাই মির্জা মেহেদী, সিরাজউদ্দৌলার পায়ের দিকে তার স্ত্রী বেগম লুৎফা ও সঙ্গী আলেয়ার কবর রয়েছে।

একইসঙ্গে খোশবাগে শুয়ে রয়েছেন নবাব নবাব আলীবর্দী খাঁর কন্যারা, নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সদস্যরা, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যাকারী মোহাম্মাদী বেগ, ইতিহাসে ধিকৃত গোলাম হোসেন, সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দেওয়া মাঝি ও তার পরিবারবর্গসহ পরবর্তীতে ঢাকা, পাটনা ও অন্যান্য জায়গায় অবস্থানরত সিরাজউদ্দৌলার আত্মীয়-স্বজন, যাদের ধাওয়া দিয়ে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল, তাদের কবর রয়েছে।

খোশবাগে একটি মসজিদ রয়েছে। খোশবাগে অবস্থাকালে এই মসজিদে আলীবর্দী খাঁ নামাজ আদায় করতেন। চমৎকার নির্মাণশৈলীতে গড়ে তোলা খোশবাগে মূল দরজাসহ সাতটি ফটক রয়েছে। লোকমুখে প্রচলিত আছে, নবাব আলীবর্দী খাঁ খোশবাগে অবস্থানকালে এখানে বসেই ভাগীরথীর ওপারে মতিঝিলে বড় মেয়ে ঘষেটি বেগমের বাড়ি দেখতেন। এজন্য ফটকগুলো মতিঝিলের সোজাসুজি করে নির্মাণ করা হয়েছিলো। #মুর্শিদাবাদ #নবাব #সিরাজ

26/12/2022

আজ আপনানাদেরকে ঐতিহাসিক জীবিত কবর দেওয়া নবাব পরিবারের কন্যা আজিমুন্নেসার সমাধি সম্পর্কে জানাবো!

নবাব-বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনি বেশকিছু নবাব এবং বেগম কুখ্যাত ছিলেন তাদেরই নিষ্ঠুরতা এবং ক্রূঢ়তার কারণে।এক নিষ্ঠুর বেগম আজিমুন্নেসা যে নারীর কঠোর হৃদয় দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল স্বয়ং তাঁর পিতা। বেগম আজিমুন্নিসা ছিলেন নবাব মুর্শিদকুলি খাঁর পালিতা কন্যা। মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম নবাব ছিলেন। তার বেগম নৌর্সেরি বানু ছিলেন সন্তানহীনা। তাই এক পুত্র ও দুই কন্যাকে তারা লালন পালন করেন। কন্যারা হলেন আজামাতুননিসা এবং আজিমুন্নিসা।মুর্শিদকুলি খাঁ তার কন্যাদের বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে। যিনি পরে সুজাউদ্দৌলা নামে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। সুজাউদ্দিন ছিলেন মুর্শিদাবাদের তৃতীয় স্বাধীন নবাব। তাঁর পত্নী আজিমুন্নিসা বেগম ছিলেন সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী এবং ধনশালী মহিলা।একবার তিনি অত্যন্ত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন ।তাঁর পিতা নবাব মুর্শিদকুলি খাঁ এবং স্বামী সুজাউদ্দৌলা অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম ডাকেন তাকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু কোন কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। অবশেষে এক হাকিম তার এই দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হন। ওষুধের পথ্য হিসেবে তিনি যা দিয়েছিলেন শুনলে সকলের গায়ে কাঁটা দেবে। সেটি হলো তিনি বেগমকে প্রত্যেকদিন একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃদপিণ্ড খাওয়ার পরামর্শ দেন। হাকিম এর কথা অনুযায়ী বেগম প্রত্যেকদিন একটি করে শিশুর কলিজা খেতে থাকেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কিন্তু শিশুদের কলিজা খাওয়া তার নেশায় পরিণত হয়।আজিমুন্নেসা বেগম সেই সময়কার অত্যন্ত প্রভাবশালী মহিলা ছিলেন ।তাই তার অনুচরেরা তার কথামতো প্রত্যেকদিন একটি করে শিশুর কলিজা তাকে এনে দিতে ন। এমনিভাবে বেশ কিছুদিন চলার পর খবরটি নবাব মুর্শিদকুলি খাঁ এর কানে ওঠে ।তিনি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করেন। শেষে যখন দেখা যায় ঘটনাটি সর্বৈব সত্য ,তখন তিনি এ ঘটনার শাস্তি স্বরূপ কন্যা আজিমুন্নিসা কে জীবন্ত সমাধি দেন।আবার অনেকের মতে নবাব সুজাউদ্দৌলা তার স্ত্রীকে জীবন্ত সমাধির আদেশ দিয়েছিলেন, কারণ তাদের দাম্পত্য সম্পর্ক একেবারেই ভাল ছিল না। আজিমুন্নেসা সব সময় স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন এবং বিভিন্ন বিষয় তাদের মধ্যে মতবিরোধ লেগে থাকত। আজিমুন্নেসা অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির মানুষ ছিলেন। তিনি পিতা মুর্শিদকুলি খাঁ এর মত একটি মসজিদ নির্মাণ করেন এবং সে মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন। পরবর্তীতে সেই সমাধিস্থলেই তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়। আজিমুন্নেসা মনে করতেন তার সমাধির ওপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তাদের চরণ স্পর্শে তার সমস্ত পাপ স্খলন হবে এবং তিনি মুক্তি লাভ করবেন ‌।
#মুর্শিদাবাদ #আজিমুন্নেসা #জীবিত

25/12/2022

খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বড়দিন। এটি খ্রিস্টধর্মের একটি বিশেষ উৎসব। প্রতি বছর ২৫শে ডিসেম্বর বড়দিন (ক্রিসমাস ডে) উৎসব পালিত হয়। খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ঈশ্বর যীশু খ্রীষ্টের জন্ম হয়েছিল। তাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে এই উৎসবটি উদযাপন করে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও সব ধর্মের মানুষই একে অপরকে ভালোবাসায় ভরা ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে থাকে। তাই ২০২২ ক্রিসমাস ডে উপলক্ষে আমরা সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও স্বাগতম 💞💞💞। চলুন বড়দিন উপলক্ষে ঘুরে দেখি শিমলে সাহেববাড়ির আজকের আয়োজন। #বড়দিন #সিমলে

25/12/2022

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

22/12/2022

কাটরা মসজিদ ও নবাব মুর্শিদকুলী খাঁর সমাধি, মুর্শিদাবাদ, ভারত।
কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের ১৬০০ মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটি ১৭২৩ এবং ১৭২৪ সালের মধ্যে নির্মিত হয়। এখানে নওয়াব মুর্শিদ কুলি খাঁন এর সমাধি রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। মুর্শিদকুলি খান ঢাকা থেকে ১৭১৭ খ্রিষ্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হল দুই কোনার উঁচু দুটি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভূজাকৃতি, পুরো মসজিদটিতে অনেক সুদৃশ্য খিলান রয়েছে । মসজিদের সামনের দিকে রয়েছে বহুভাঁজযুক্ত খিলানের মধ্যে পাঁচটি প্রবেশ খিলান। মসজিদটি আয়তাকৃতির পাঁচ গম্বুজ বিশিষ্ট(পরিমাপ ৩৯.৬২×৭.৩২ মিটার)। এটি ইঁট দিয়ে তৈরি এবং চারকোনায় চারটি বিশাল মিনার অবস্থিত। বর্গাকার প্রাঙ্গণের চার কোণে রয়েছে চারটি মিনার, মিনারগুলোর আকৃতি অষ্টাভূজাকৃতি এবং বুরুজগুলি সরু হয়ে ওপরের দিকে উঠে গেছে; মিনারের ভিতর একটি প্যাঁচানো সিঁড়িপথ আছে যেটি বুরুজের ওপর অবধি উঠে গেছে। বর্তমানে শুধুমাত্র উত্তর-পশ্চিমে এবং দক্ষিণ-পশ্চিমের দুটি পার্শ্ব মিনার অবশিষ্ট আছে। মিনারগুলো ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় প্রায় ২০ ফুট । উঁচু মিনারগুলো কালের আবর্তে আজ জরাজীর্ণ, মিনারের গম্বুজগুলো ১৮৯৭ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়। যেগুলি রক্ষনাবেক্ষন চলছে।

মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার । কাজেই সম্পূর্ন অর্থ করলে দাড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ বা বাজারে অবস্থিত একটি মসজিদ । তো আসুন দেখে নেই এই ঐতিহাসিক কাটরা মসজMust Do Travels Travels #মুর্শিদকুলী #মুর্শিদাবাদ #কাটরা_মসজিদ

19/12/2022

ঢাকা মিরপুরে বড় পর্দায় আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার সময় গোল এবং জয় উল্লাসের মুহূর্ত।
ভিডিও পাঠিয়েছেন হাবিব ওয়াহিদ। আপনার করা ভিডিও আমাদের পেজে ছাড়তে হটসআপ করুন- +880 1919-091629। ধন্যবাদ💞💞💞

17/12/2022

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে তিন নম্বর ওয়ার্ড বেনাপোল কলেজ পাড়া যুব সমাজের আয়োজনে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নির্বাহী সদস্য ক্রীড়ামোদী ব্যক্তিত্ব এবং মানবিক নেতা জনাব ফারুক হোসেন উজ্জল।

17/12/2022

বেনাপোলে আর্জেন্টিনা ফুটবল টিমকে ফাইনাল খেলায় শুভকামনা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল🏆🏆🏆

17/12/2022

বেনাপোলে আবারো দিনে দুপুরে বাড়ির গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

জাহিদ হাসানঃ

রীতিমতো অবাক কাণ্ড ঘটে গেলো বেনাপোল পোর্ট থানাধীন ৩নং ওয়ার্ড পৌরসভার সামনে বেনাপোলের পাটবাড়ী গ্রামে। দিনে দুপুরে বাড়ির গেটের লক কেটে নগদ টাকা সহ তিন ভড়ি সোনার গয়না চুরি করে চম্পট দিয়েছে চোর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং ভীতি ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

১৬ই ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ১০ঃ৩০ মিনিটে ঘটনাটি ঘটে বেনাপোল গ্রামের সিএন্ডএফ ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঐ বাড়ির দুই ভাড়াটিয়া বাড়িতে না থাকায়, বাড়ি ফাকা পেয়ে একটি সঙ্গবদ্ধ চক্র ঘটনাটি ঘটায়। #চুরি #ডকাতি

16/12/2022

লাল গোলা ট্রেনে এক বাউল শিল্পীর কন্ঠে অসাধারণ গান!

Address

Benapole

Telephone

+8801919091629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay with Jahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stay with Jahid:

Videos

Share



You may also like